
অনলাইন ডেস্ক ;রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জমানা কি শেষ হয়ে আসছে? ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে ক্রেমলিন পুতিনের বদলি খুঁজছে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইউক্রেনের এক গোয়েন্দা কর্মকর্তা। খবর নিউজ উইকের।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। সেইসময় অনেক বিশ্লেষকই ধারণা করেছিলেন, বেশ কয়েক দিনের মধ্যে কিয়েভ দখল করে সেখানে পুতুল সরকার বসাবে পুতিন। তবে পুতিনের সেই স্বপ্ন এখনও অধরা। উল্টো ইউক্রেন যুদ্ধে পুতিন বাহিনী অনেক ধুঁকছে বলে দাবি পশ্চিমাদের।
যুদ্ধের এক বছর পার হলেও পুতিনের পাশেই আছে রাশিয়া তবে রুশ বাহিনীর অনেক ক্ষয়ক্ষতির কারণে অনেকে চিন্তিত হয়ে পড়েছেন বলে দাবি ইউক্রেনের।
এ ছাড়া ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে মস্কোর অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে। ইউক্রেনের দাবি, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া এক লাখ ৬০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
এই নিয়ে ইউক্রেন দাবি করেছে, দেশটিতে ক্রমবর্ধমান অসন্তোষ মধ্যে পুতিনের বদলি খোঁজা হচ্ছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউসভ দাবি করেছেন, পুতিনের আশপাশের বৃত্ত ক্রমশ ছোট হচ্ছে। সেইসঙ্গে পুতিনের জনপ্রিয়তাও তলানিতে নামছে।
তিনি দাবি করেছেন, ইতোমধ্যে পুতিনের বদলি খোঁজা শুরু হয়ে গেছে। তবে ইউক্রেনের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি।