
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও স্টাফদের স্বর্ণের প্রলেপযুক্ত ৩৫টি আইফোন ১৪ উপহার দিয়েছেন লিওনেল মেসি। যার প্রতিটির বাজার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। গতকাল এমন একটি খবর আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশের পর ছড়িয়ে পরে পুরো বিশ্বে। তবে একদিন পরেই দেশটির নামকরা গণমাধ্যম ওলে জানায়, খবরটি ভুয়া! যেখানে মেসির ঘনিষ্ট ব্যবসায়ী বেঞ্জামিন লিওনের নিজের প্রচার চালিয়ে নিয়েছেন।
এর আগে বলা হয়, ২৪ ক্যারেট স্বর্ণের ডিভাইসগুলো মেসি জয়ী দলের সবাইকে উপহার দিয়েছেন। ইতেমধ্যে মেসির প্যারিসের অ্যাপার্টমেন্ট থেকে মোবাইলগুলো সবার কাছে চলে গেছে। প্রতিটি ফোনেই যাকে দেওয়া হয়েছে তার নাম লেখা রয়েছে এবং মোবাইলের পেছনের অংশে আর্জেন্টিনা জাতীয় দলের লোগো রয়েছে।
এদিকে মেসির সঙ্গে বেঞ্জামিনের অনেক দিনের সম্পর্ক। তিনি গত বছরের মাঝামাঝি সময়ে মেসিকে বিশেষ আইফোন উপহার দিয়েছিলেন। সেই আইফোনের কাভারের পেছনে লেখা ছিল—মেসি ১০। এবার মেসি ফিফা দ্য বেস্ট পুরস্কার জেতার পর তার সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাদ্যমে পোস্ট করেন বেঞ্জামিন। এ ছবি পোস্ট করার পরই মেসির তার সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার খবর ভাইরাল হয়।
জানা যায়, বেঞ্জামিন আবার এও বলেন যে মেসি তাঁকে অনুরোধ করেছেন তাঁর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার জন্য। ওলে এ খবরটির শেষ দিকে লিখেছে, আসলে মেসি বা তাঁর সতীর্থদের সোনার প্রলেপ দেওয়া আইফোন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। উল্টো বেঞ্জামিন ভাইরাল হয়ে গেছেন!