Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ কিমের

প্রকাশিত:শুক্রবার ১০ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ফের কড়া বার্তা দিলেন। তিনি দেশটির সামরিক বাহিনীকে প্রকৃত যুদ্ধের জন্য মহড়া জোরদারের নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ছবিতে কিম ও তার মেয়েকে কালো জ্যাকেট পড়া অবস্থায় দেখা গেছে। তাদের সঙ্গে ছিলেন ইউনিফর্ম পড়া সামরিক কর্মকর্তারা। তারা গতকাল বৃহস্পতিবার আর্টিলারি ইউনিটের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা দেখছিলেন।

এদিকে গতকাল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশ করা ছবিতে দেখা যায়, একই জায়গা থেকে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেইসময় মহড়া পরিদর্শনের সময় কিম সেনাদের দুইটি কৌশলগত মিশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

গত বছরের মতো এবারেও একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। 


আরও খবর



দুটি বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঝড়ে রেললাইনের ওপর হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লেগে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।আজ শনিবার ভোরে উপজেলার লাউয়াছড়া বনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। যতটুকু জানা গেছে, রাতে ঝড়বৃষ্টি হয়েছিল, যার কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়েছিল। গাছের সঙ্গে চলন্ত ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।সাখাওয়াত হোসেন বলেন, কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা রিলিফ ট্রেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ক্রস করেছে। 

এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি বলেই জানান শ্রীমঙ্গল রেলস্টেশনের এই কর্মকর্তা।এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ঘটনায় ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। আজ শনিবার সকাল ৭টায় বিষয়টি নিশ্চিত করেন ভানুগাছ রেলস্টেশনের মাস্টার কবির আহমেদ।তিনি বলেন, ‘ভোরে ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। লাইনের পাশে পড়ে থাকা বগিগুলো উদ্ধার করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে।


আরও খবর



মধুপুরে কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক-৩ প্রকল্প এর আয়োজনে জলছত্র কর্পোস খ্রীষ্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২মে) কারিতাস আলোক-৩ প্রকল্পের আয়োজনে দিনব্যাপী এই মেলায় সভাপতিত্ব করেন মি: অপূর্ব ম্রং কারিতাস ময়মনসিংহ অঞ্চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা নাফিজা আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহিম,ফা: সুবাস কস্তা সিএসসি জলছত্র ধর্মপল্লী, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি: ইউজিন নকরেক, জিএমএডিসি,মি এর সভাপতি মি: অজয় এ মৃ, থাংআনী কোওপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিহির মৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সি: সুষমা কস্তা, কারিতাস আলোক-৩ প্রকল্প এর মাঠ কর্মকর্তা সুচনা রুরাম।


কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলায় মোট ১৭ স্টলে শুধু মাত্র জৈব সার পদ্ধতিতে   কৃষি ফসল চাষাবাদের প্রদর্শন করা হয়। স্টল প্রদর্শনী প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন চুনিয়া পুরুষ দল আলোক- প্রকল্প,২য় স্থান অর্জন করেন কাইলাকুড়ি নারী কৃষক দল আলোক -৩ প্রকল্প, ৩য় হয়েছে আইএফএস আইসিটি কৃষাণী দল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে  পুরুষ্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ৩ জনের জন্য কৃষি সহায়তা প্রদান করা হয়। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বিরামপুরে ঘুর্ণিঝড় মোচা আসার আগেই বোরো ধান কাটার পরামর্শ

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় পুরোদমে বোরো ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে। ঘুর্ণিঝড় “মোচা” আসার আগেই মাঠের ধান ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি বিভাগ দ্রুত বোরো ধান কাটতে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ফলনও হচ্ছে আশাতীত।

বিরামপুর পৌর শিমূলতলী গ্রামের কৃষক আসমান আলী জানান, তিনি এবার জিরাশাইল জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছর ফলন কম হলেও এবার প্রতি বিঘা (.৩৩ শতক) জমিতে ২৫/২৬ মন হারে ফলন হচ্ছে।বিরামপুর বণিক সমিতির সভাপতি ও ধান আড়ৎদার আশরাফুল ইসলাম জানান, সদ্য কেটে আনা সরু জাতের জিরাশাইল ধান এক হাজার ৫০০ টাকা থেকে ১১শ’ টাকা মন দরে বেচা-কেনা চলছে।

বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াছ জানান, চলতি মে মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে ঘুর্ণিঝড় "মোচা" আঘাত হানার পূর্বাভাস রয়েছে। ঝড়ের আগে ধান কাটার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এলক্ষ্যে কৃষকদের লিফলেট বিতরণ, অন্যান্য প্রচার মাধ্যম, বিভিন্ন প্রশিক্ষণ, অনলাইন, অফলাইন, উপজেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তা ও মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিকট বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ২১০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১৫ হাজার ২১৫ হেক্টর জমিতে। কৃষকদের আবাদকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, জিরাশাইল, ব্রি- ২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১, ৮৮, ৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে বিরামপুর পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হয়েছে। একারণে রোগ বালাইহীন ভাবে উপজেলার প্রতিটি বোরো ক্ষেত পরিপূর্ণ শীষে ভরে উঠেছে। কৃষকরাও ঘরে তুলছেন আশাতীত ফলন।

এদিকে কাল বৈশাখী মোচা আসার আগেই মাঠের বোরো ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। অনেক এলাকায় হারভেস্টার মেশিনের মাধ্যমে দ্রæত ধান কাটা মাড়াইয়ের কাজ করা হচ্ছে।


আরও খবর



বাংলাদেশ জুয়েলারী এ্যসোসিয়েশনের মাগুরা শাখার নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: বাংলাদেশ জুয়েলারী এ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪৬ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। ১৮ টি পদে ৩৬ জন প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচন পরিচালানায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ জুয়েলারী এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রিপনুল হাসান, সংগঠনের খুলনা বিভাগীয় প্রধান চৌধুরী রকিবুল ইসলাম সঞ্জয় ও ইদ্রিস আলী।

মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন কেন্দ্রে শান্তি শৃংখলা বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরও খবর



রুপগঞ্জ থেকে শিশু ইয়ামিন হত্যা মামলার আসামি গ্রেফতার,র‍্যাব- ১ এর সংবাদ সম্মেলন

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃঢাকার মেরুল বাড্ডা এলাকার শিশু ইয়ামিন হত্যা মামলার  প্রধান আসামি গত ১৯ মে বৃহস্পতিবার ফরিদ হোসেনকে র‍্যব-১এর সদস্যরা গ্রেফতার করেছে । গুলশান থানার নর্দ্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।  সে  লালমনিরহাট জেলার আদিতমারী থানার শানপুকুর গ্রামের মজনু হকের ছেলে।  রূপগঞ্জ থানার এসআই শেখ মিরাজ আহমেদ বলেন।

গত ২০২১ সালের  ৩ নভেম্বর ইয়ামিনের মা আমেনা বেগম তার প্রথম স্বামী ফিরোজ আলম মাসুমকে ডিভোর্স দেয় ।  পরে ইয়ামিনকে সাথে নিয়ে আমেনা বেগম দ্বিতীয় বিয়ে করে এ হত্যা মামলার আসামি ফরিদ হোসেনকে।বিয়ের পর থেকে আমেনা বেগম ও  তার দ্বিতীয় স্বামী ফরিদ হোসেনের  মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।একপর্যায়ে আমেনা বেগম তার দ্বিতীয় স্বামী ফরিদ হোসেনকে তালাক দেয় । ক্ষিপ্ত হয়েআমেনা বেগমকে শায়েস্তা করতে  তার ছেলে ইয়ামিনকে হত্যা করতে সিদ্ধান্ত  নেয় ফরিদ হোসেন।   

গত  ১৫মে বেলা এগারোটায় বেড়ানোর নাম করে সিএনজি চালিত অটোরিকশা করে মেরুল বাড্ডা থেকে ইয়ামিনকে সঙ্গে নিয়ে  ফরিদ হোসেন বের হয়। ওই দিন  সন্ধ্যা সাতটার দিকে ফরিদ হোসেন  পূর্বপরিকল্পিতভাবে ইয়ামিনকে কাপড়ের টুকরো দিয়ে শ্বাসরোধে হত্যা করে।   র‍্যাব-১ এর সিপিসি-৩ পূর্বাচলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে    র‍্যাব-১ অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী বলেন, ইয়ামিন হত্যাকান্ড আলোচিত হওয়ায় র‍্যাব সদস্যরা একটি ছায়া তদন্ত কমিটি গঠন করে । পরে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদ হোসেনকে গ্রেফতার করা হয়উল্লেখ্য ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা ফিরোজ আলম মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায়  মামলা দায়ের করেন ।

-খবর প্রতিদিন/ সি.ব

আরও খবর