Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

ভারতীয় ৭০০ শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: কানাডা কর্তৃপক্ষ সাত শতাধিক ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ, তারা ভিসাসংক্রান্ত কাগজপত্র জাল করেছে। এই নিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা কানাডিয়ান বর্ডার সিকিউরিটি এজেন্সির (সিবিএসএ) কাছ ভারতে ফিরে যাওয়ার চিঠি পেয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

সিবিএসএ আরও জানিয়েছে, ভারতীয় এসব শিক্ষার্থী ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব নথি জমা দেয়, তদন্তে তা জাল বলে প্রমাণিত হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৭০০ জন শিক্ষার্থী জলন্ধরে অবস্থিত ব্রিজেশ মিশ্রের নেতৃত্বে এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস এর মাধ্যমে স্টাডি ভিসার জন্য আবেদন করেছিল। তিনি এসব শিক্ষার্থীর প্রত্যেকের কাছে প্রিমিয়ার ইনস্টিটিউট হাম্বার কলেজে ভর্তি ফিসহ সব খরচ বাবদ ১৬ লাখ টাকার বেশি নিয়েছেন। কিন্তু এতে উড়োজাহাজের টিকিট ও সিকিউরিটি ডিপোজিট অন্তর্ভুক্ত ছিল না।

এই শিক্ষার্থীরা ২০১৮–১৯ সালে কানাডায় যান। পরবর্তীতে এসব শিক্ষার্থী কানাডায় স্থায়ীভাবে বসবাসের (পিআর) জন্য আবেদন করে। এরপর সিবিএসএ ‘ভর্তির অফার লেটার’ যাচাই-বাছাই করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। সিবিএসএ জানিয়েছে, এই শিক্ষার্থীদের ‘ভর্তির অফার লেটার’ আসল নয়।


আরও খবর



রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন আজ

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: চারদিনের সফরে আজ নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর।

রাষ্ট্রপ্রধানকে আগামী ১৬ মে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় জনগণ, সাবেক ছাত্রনেতা এ বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে পাবনায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য। বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশপাশের এলাকা।

আগামী ১৮ মে দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।


আরও খবর



যেকোনো সময় পাল্টা আক্রমণ শুরু হবে: জেলেনস্কি

প্রকাশিত:সোমবার ০১ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীর বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তবে কবে, কখন শুরু হতে যাচ্ছে সে সময় উল্লেখ করেননি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত শনিবার ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, ‘পাল্টা আক্রমণ শুরু হবে।

সাক্ষাৎকারের একটি ভিডিও জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, সেখানে তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি, যেকোনো সময় ঘটবে।

জেলেনস্কি বিশ্বাস করেন, ‘পাল্টা আক্রমণের মধ্য দিয়ে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার সম্ভব। তবে এজন্য এখনও কিছু ‘নির্দিষ্ট কিছু অস্ত্রের প্রয়োজন।

গত সপ্তাহে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছিলেন, ‘পাল্টা আক্রমণের আগে কোনো ঘোষণা দেওয়া হবে না।

গত কয়েক মাস পশ্চিম থেকে অস্ত্র সংগ্রহ করেছে ইউক্রেন। দীর্ঘদিন ধরে রক্ষণাত্মক অবস্থানে থাকার পর এবার রাশিয়াকে দাঁতভাঙা জবাব দেওয়া জন্য প্রস্তুত ইউক্রেনীয় সেনারা। পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে কয়েক মাস ধরে আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচ্ছে ইউক্রেন। বিদেশের মাটিতে তারা এখন বড় পরিসরে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। খবর: সিএনএন


আরও খবর



পুলিশকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার দুপুরে বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে  তিনি এ নির্দেশনা দেন।  

রাষ্ট্রপতি বলেন, পুলিশ সদস্যদের কাজ যাতে জনবান্ধব হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। জনস্বার্থে বিভিন্ন মামলা নিষ্পত্তিতে যথাসম্ভব তাড়াতাড়ি তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের প্রতিটি সদস্যকে প্রযুক্তি জ্ঞানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। 

রাষ্ট্রপতি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ দেন।

সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


আরও খবর



গাইবান্ধায় দ্বিগুন মুল্যে বাজারে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:-সপ্তাহের ব্যবধানে গাইবান্ধার  বাজারগুলোতে পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বেড়েছে দ্বি গুন। এক লাফে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা, আলুর দাম বেড়েছে ২৫ টাকা ।  আলু ও পেঁয়াজে সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে শসা,টমেটো,বেগুন,কাচা মরিচ,করলা,ঢেরস ও পটলের দাম।

৩০ এপ্রিল রোববার  গাইবান্ধা জেলার কালীবাড়ি হাট, ধাপেরহাটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে গত এক সপ্তাহ আগের আলুর দাম ছিলো কেজি প্রতি মাত্র ৩০ টাকা।

হঠাৎ আলুর দাম দ্বিগুন হওয়ার কারন খুজতে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আর ভি কোল্ড স্টোরে গিয়ে দেখা যায় কিছু অসাধু ব্যাবসায়ী ১০ /২০ বস্তা আলু স্টোর থেকে বের করে বেশি দামে বিক্রি করছেন।

তবে আর ভি কোল্ড স্টোরের ম্যানেজার মশিউর রহমান বলেন স্টোর থেকে এখনো আলু বের করা শুরু হয় নি।কৃষকের বাড়ী থেকে প্রতি মন আলু ৮শ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম বাড়ানোর জন্য খুচড়া ব্যাবসায়ীরাই দায়ী।

সাদুল্লাপুর উপজেলার ছাইগাড়ী গ্রামের অটোচালক আলম মিয়া আলু পরিবহন করে গাইবান্ধার উদ্দেশ্যে যাওয়ার পথি মধ্যে মানবজমিনকে বলেন ১০ মন আলু কৃষকের বাড়ী থেকে প্রতি মন ১ হাজার টাকা করে ক্রয় করা হয়েছে।সেই আলু পরিবহনে করে সরবরাহ করছি।বাজারের তুলনায় কৃষক ন্যায্য মুল্য পাচ্ছে না।

পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৫৫ টাকা। যা এক সপ্তাহ আগে পেঁয়াজের কেজি ছিল ৩৬ থেকে ৪০ টাকা।

পেঁয়াজের এমন দাম বাড়ার বিষয়ে কালীবাড়ি হাটের কাচামাল ব্যবসায়ী বিপ্লব  বলেন, চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমেছে। এ কারণেই দাম বেড়েছে।ব্যবসায়ীরা আরো বলেন, কিছুদিন আগে আমরা পেঁয়াজের কেজি ৩৬-৪০ টাকা বিক্রি করেছি। 

গত বৃহস্পতিবার পেঁয়াজ কেনা পড়েছে ৪৭ টাকা কেজি। এই পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করে খুব একটা লাভ হয় না।

আলু ও পেয়াজের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সবজির দাম প্রতি কেজি টমেটো ৪০ টাকা,কাচা মরিচ ৬০ টাকা,ঢেরস ৪০ টাকা, করলা ৬০ টাকা বেগুন ৩০ টাকা পটল ৬০ টাকা বিক্রি হচ্ছে। 

সবজির অতিরিক্ত দামের বিষয়ে কালীবাড়ি বাজারের ব্যবসায়ী জিল্লুর রহমান  বলেন, মাত্রাতিরিক্ত খড়া,তেল সার কীটনাশকের দাম বৃদ্ধি ও উৎপাদন সরবরাহ কম হওয়ায় বাজার মুল্য বৃদ্ধি পেয়েছে।

লাফিয়ে লাফিয়ে মুল্য বৃদ্ধির কারন জানতে চাইলে গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম  বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন  বলেন অকারনে দ্রব্যমুল্য বৃদ্ধি করা হলে বাজার মনিটরিং ব্যাবস্থা জোরদার করে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 


আরও খবর



শুভ বুদ্ধপূর্ণিমা আজ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধবিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বালন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনাসভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহামতি বুদ্ধ একটি সৌহার্দ ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ, যুদ্ধবিগ্রহ, ধর্ম-বর্ণ-জাতিগত হানাহানি রোধসহ সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের জন্য এক সংবর্ধনার আয়োজন করেছেন। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে রাষ্ট্রপ্রধান এবং তার পত্নী রেবেকা সুলতানা বিকাল ৪টায় শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গতকাল গণমাধ্যমকে জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনের প্রধানরাও উপস্থিত থাকবেন।

দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বাণীতে বলেন, হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, গৌতম বুদ্ধের আদর্শ ধারণ ও লালন করে সবাই বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।

বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধপূর্ণিমা’। ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতিবিজড়িত এই দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।


আরও খবর