Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

শ্রীলংকান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন। লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এলপিএলের এবারের আসরে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে।এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়।

আগামী মাসের ১১ তারিখ এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল।

লংকান লিগে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকা ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও। এই সুপারস্টার কলম্বো স্ট্রাইকর্সের হয়ে খেলবেন। এছাড়া তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।


আরও খবর



৭৬তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের উপস্থিতিতে পর্দা উঠল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। সেখানে বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।

দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। সাগরপাড়ের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে ভিড়ের কমতি ছিল না।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ছিলেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড লুমিয়রের থিয়েটারের মঞ্চে স্বাগত জানান উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুড়ি প্রধান সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ডসহ অন্য সদস্যদের।

তারা হলেন- ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

এর আগে ঘোষণা হয়েছে এবারের উৎসবের প্রধান বিচারক হিসেবে আছেন সুইডেনের চলচ্চিত্র পরিচালক রুবেন অস্টলান্ড। মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া ১৯টিসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

কান চলচ্চিত্র উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত ১৩ এপ্রিল সকালে প্যারিসের ইউজিসি নর্মান্ডি সিনেমা হল থেকে উৎসবের পুরো লাইনআপ ঘোষণা করেন। উৎসবিট চলবে ২৭ মে পর্যন্ত।

এবারের প্রতিযোগিতায় যে ১৯টি চলচ্চিত্র স্থান পেয়েছে সেগুলো হলো, ক্লাব জিরো, পরিচালক: জেসিকা হাউসনার। দ্য জোন অব ইন্টারেস্ট, পরিচালক: জোনাথন গ্লেজার। ফলেন লিভস, পরিচালক: আকি কৌরিসমকি। ফোর ডটার্স, পরিচালক: কাউথার বেন হানিয়া। অ্যাস্টেরয়েড সিটি, পরিচালক: ওয়েস অ্যান্ডারসন। অ্যানাটমি ডি উনে চুট, পরিচালক: জাস্টিন ট্রিয়েট। মনস্টার, পরিচালক: হিরোকাজু কোর-এডা। সল ডেলভানাইর, পরিচালক: নান্নি মরেট্টি। লা চিমেরা, পরিচালক: এলিস রোহরওয়াচার। লা’টে ডেরনির, পরিচালক: ক্যাথেরিন ব্রেইল্লাত। লে প্যাশন ডি ডোদিন বৌফান্ট, পরিচালক: ট্রান আনহ হুং। অ্যাবাউট ড্রাই গ্রাসেস, পরিচালক: নুরি বিলগে চেইলান। মে ডিসেম্বর, পরিচালক: টড হেইন্স। রাপিটো, পরিচালক: মার্কো বেলোচ্চিও। ফায়ারব্র্যান্ড, পরিচালক: করিম আইনুজ। দ্য ওল্ড ওক, পরিচালক: কেন লোচ। বনেল এট আদমা, পরিচালক: রামাতা-তৈলায়ে সি। পারফেক্ট ডেইজ, পরিচালক: উইম ওয়েন্ডারস এবং সর্বশেষ চলচ্চিত্র জেউনেস্সে, পরিচালক: ওয়াং বিং।

প্রতিযোগিতার বাইরে যে চলচ্চিত্রগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম কয়েকটি চলচ্চিত্র হলো- কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, পরিচালক: মার্টিন স্কোরসেস। জেয়ান্নে ডু ব্যারি, পরিচালক: মাঈয়েন। দ্য আইডল, পরিচালক: স্যাম লেভিনসন। কাবওয়েব, পরিচালক: কিম জি-উন এবং ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি, পরিচালক: জেমস ম্যাঙ্গোল্ড।


আরও খবর



মাগুরার শ্রীপুরে নবজাতক উদ্ধার

প্রকাশিত:বুধবার ১৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরার শ্রীপুরে একটি নবজাতক শিশু পাওয়া গেছে, আশঙ্কামুক্ত শিশুটি মাগুরার শ্রীপুরের তখলপুর পশ্চিম পাড়া মসজিদের পাশ থেকে  বুধবার ভোর ৫ টার সময়  উদ্ধার করে স্থানীয়রা। সুস্থ নবজাতকটি বর্তমানে  শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।তবে চিকিৎসক জানান, এ ছেলে শিশুটি বর্তমানে  সুস্থ্য রয়েছে। কেবা কারা রাতে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।


আরও খবর



মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেতার মতবিনিময়

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের সাথে মালয়শিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম আর জামিল হোসাইনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা মাস বাংলা গ্রুপের চেয়ারম্যান এম আর জামিল হোসেন,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন।

অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সহ-সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি মো. জামাল শরীফ, মেহেদী হাসান লিপন, এইচএম মইনুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাংবাদিক গনেশ পাল, বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা মো. বাদশা মীরসহ শরণখোলা ও মোরেলগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক এম আর জামিল হোসাইন বলেন, দেশের উন্নয়নের কথা তুলে ধরতে  হলে সংবাদ কর্মীদের মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই সংবাদপত্রকে সবচেয়ে বেশী মূল্যায়ন করেছেন। উপকূলীয় এ অঞ্চল মোরেলগঞ্জ ও শরণখোলার উন্নয়নের জন্য বিদেশীদেরকে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, সুন্দরবন পর্যটন কেন্দ্রসহ নতুন নতুন পরিকল্পনা গ্রহন করতে হবে। আর এটি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই সম্ভব,তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জনমত গড়ড়ে তুলতে হবে।

আরও খবর



রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের ঋণের ৫০৭ মিলিয়ন ডলার পেল বাংলাদেশ। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

আজ বুধবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এর আগে, আকুতে ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার পরিশোধের পর গতকাল সোমবার রিজার্ভ ২৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে যায়, যা ছিল গত ৭ বছরের মধ্যে সর্বনিন্ম।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘আগামী জুনের মধ্যে গ্রস রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের ওপরে উঠবে বলে আশা করা হচ্ছে।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। করোনা পর বৈশ্বিক চাহিদা বৃদ্ধি এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসছে, খরচ হচ্ছে সে তুলনায় বেশি। বাড়তি চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ এপ্রিল দেশের রিজার্ভ ছিল ৪৪ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। সেখান থেকে কমে গত বছর ডিসেম্বর শেষে ৩৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে নামে।


আরও খবর



মাগুরার শ্রীপুরে উদ্ধার নবজাতকের মা দাবি দুই নারীর

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরার শ্রীপুর উপজেলায় একটি মসজিদের পাশে ঝোপ থেকে উদ্ধার এক নবজাতককে নিজের সন্তান বলে দাবি করেছেন দুই নারী। তাঁরা সম্পর্কে বোন।  বৃহস্পতিবার সকাল পর্যন্ত মা দাবি করা দুই বোন ও এক বোনের স্বামী বর্তমানে শ্রীপুর থানা-পুলিশের হেফাজতে আছেন। এর আগে গত বুধবার দুপুরে এক দম্পতি থানায় এসে নিজেদের ওই নবজাতকের মা-বাবা দাবি করেন। একপর্যায়ে এক তরুণী থানায় এসে বলেন, তিনি ওই নবজাতকের মা।

এর আগে বুধবার ভোরে উপজেলার একটি ঝোপে এক নবজাত কন্যাশিশুকে দেখতে পান স্থানীয় এক গৃহবধূ। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।


আরও খবর