Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

রূপসী পল্লী টাওয়ার সাধ্যের মধ্যে মানসম্মত ফ্ল্যাট বুঝিয়ে দিচ্ছে অংশীদারদের

প্রকাশিত:মঙ্গলবার ৩১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ১৮৪জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃ 

রাজধানীতে মানুষের আবাসন সমস্যা নিয়ে ভাবনার শেষ নেই। অল্প টাকায় সাধ্যের মধ্যে মানসম্মত ফ্লাট কোথায় কিনবেন, কেমন হবে সেই ফ্ল্যাটের ভবন—এমন ভাবনায় যাঁরা আছেন, তাঁদের জন্য রয়েছে ‘রূপসী পল্লী টাওয়ার’। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অনুমোদন প্রাপ্ত নকশা, আধুনিক ডিজাইন,ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বাচ্চাদের খেলাধুলার চিত্ত বিনোদনের ব্যবস্থা, সবকিছু মিলিয়ে অত্যাধুনিক ফ্লাট সরবরাহ করছে রূপসী পল্লী টাওয়ার। রাজধানী ডেমরায় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল এন্ড কলেজ সংলগ্ন হাওয়ায় এ প্রকল্পটি সকলের আগ্রহের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। রূপসী পল্লী টাওয়ারের স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব রমজান আলী মাস্টারের  ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা রূপসী পল্লী টাওয়ারের ভবন গুলো এলাকায় আভিজাত্যের প্রতীক হিসেবে স্বগর্বে দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে রূপসী পল্লী টাওয়ার। ভবন গুলোতে পর্যাপ্ত আলো বাতাস জীবনকে করে তোলে প্রাণবন্ত। সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশ প্রকল্পটির গুরুত্ব অনেক বাড়িয়ে তুলেছে। রূপসী পল্লী টাওয়ারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রমজান আলী মাস্টার সব সময় মানুষের কল্যাণের কথা চিন্তা করেই ভবনগুলো নির্মাণ করেছেন।বাংলাদেশের জন্য এটি একটি মডেল আবাসন প্রকল্প। অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগের টাকা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। শেয়ার হোল্ডারদের কাছে সঠিক সময়ে ফ্লাট হস্তান্তর করতে পেরে আলহাজ্ব রমজান আলী মাস্টার আবাসন সেক্টরে যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করেছেন। বর্তমানে নির্মাণ সামগ্রী আকাশচুম্বী মূল্য থাকা সত্ত্বেও স্বল্প টাকায় মানুষকে ফ্ল্যাট ডেলিভারি দিতে সক্ষম রূপসী পল্লী টাওয়ার।



রূপসী পল্লী টাওয়ারের অগ্রযাত্রা দেশজুড়ে সমাদৃত। দিন দিন মানুষের তাই আগ্রহ বাড়ছে রূপসী পল্লী টাওয়ারের প্রতি।দক্ষ এবং যোগ্য নগর ডিজাইনার, নগর পরিকল্পনাকারী, স্থপতি ও প্রকৌশলীদের একটি দল ডিজাইন করেছে প্রকল্পটি। সফল এই প্রকল্প ডেমরা থানা এলাকার শান্তিবাগে অবস্থিত।


 সাধারণ নাগরিক  শান্তির আবাসনে নিবাস গড়তে পারে, সেই ব্যবস্থা রেখেছে রূপসী পল্লী টাওয়ার এর স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব রমজান আলী মাস্টার।


আরও খবর



ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। আজ সোমবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো দূতাবাস চালু করতে পারেন। আজ বিকেলে ঢাকার বনানীর বি ব্লকের ২৩ নম্বর সড়কের ৫০ নম্বর প্লটের একটি ভবনে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধনের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় পুনরায় মিশন খোলার বিষয়ে গুরুত্ব দেয় আর্জেন্টিনা।


সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতাসহ চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 

খসড়া সূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এ ছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। আগামী ১ মার্চ ঢাকা ছেড়ে নয়াদিল্লি যাবেন সান্তিয়াগো ক্যাফিয়েরো।


আরও খবর



বিএনপি শওকত মাহমুদকে বহিষ্কার করল

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক ;দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার শওকত মাহমুদকে শোকজ করে বিএনপি। শোকজের কারণ হিসেবে বলা হয়, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজার পর গতকাল বায়তুল মোকাররমের আশেপাশে কিছু বিএনপি কর্মী পেশাজীবী পরিষদের ব্যানারে সরকারের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন। দলীয় হাই কমান্ডের অনুমোদন ছাড়া এটি করা হয়।

এর আগেও শওকত মাহমুদ বেশ কয়েকটি দলীয় শৃঙ্খলা ভাঙ্গার কাজ করেন। তার এই ধরনের কার্যক্রম দলের ভেতরে এবং পেশাজীবী ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। সবকিছু পর্যালোচনা করে শওকত মাহমুদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।


আরও খবর



তানোরে কালিগঞ্জ স্কুলে বরন ও বিদায় অনুষ্ঠান

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহী তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের বরন এবং সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাবের বিদায় নবাগত প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজানের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে রোববার সকালের দিকে স্কুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার গুনগত মান ও বিদায়ী এবং নবীনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলুক প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন। প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেচ্ছাসেবকলীগের উপজেলা সদস্য সচিব রামিল হাসান সুইট প্রমুখ। এসময় স্কুল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থী, সুধীজনরা উপস্থিত ছিলেন।  এবারে স্কুল থেকে ৫০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিবেন এবং ষষ্ঠ শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থীদের বরন করা হয়। 

আরও খবর



দুই প্রেমিকাকে একই আসরে বিয়ে করলেন যুবক

প্রকাশিত:রবিবার ১২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: দুই প্রেমিকার সঙ্গেই আলাদাভাবে গত তিন বছর ধরে লিভ-ইন করতেন। দুইজনকেই নাকি ভালবাসেন তিনি। তাই শেষমেশ দুইজনের সম্মতিতে একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন ওই যুবক। এই ঘটনা ভারতের তেলেঙ্গনার। খবর টাইমস নাও-এর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাতে ভাদ্রাদ্রি কোথাগুডেম জেলার এক গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়েছে। সেইসময় এতে উপস্থিত ছিলেন গ্রামের অনেক বাসিন্দা।

জানা যায়, তাদের বিয়ে হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার সকালে কিন্তু তাদের বিয়ে নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ায় তিন পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে। তাই ঝামেলা এড়াতে বুধবার রাতেই তারা বিয়ে করে ফেলেন।

ইরাবরু গ্রামের বাসিন্দা সাত্তিবাবু নামে এক যুবক আলাদা দুই গ্রামের স্বপ্না এবং সুনিতার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সুনিতা ছেলে সন্তানের জন্ম দেয় এবং স্বপ্না দেয় মেয়ে সন্তানের।

তাদের পরিবার প্রথমে সাত্তিবাবুর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। তবে তিনি দুই পরিবারকে রাজি করতে সক্ষম হন। সাত্তিবাবু তার বিয়ের কার্ডে তার দুই প্রেমিকার নামই লিখেন। এরপরেই এটি ভাইরাল হয় এবং ওই গ্রামে কিছু সাংবাদিক যায়। এতে করে ওই তিন পরিবারের মধ্যে ভয় ঢুকে যে তাদের বিয়েতে কেউ বাধা দিতে পারে। তাই তারা আগেই বিয়ে সেরে ফেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাত্তিবাবুরা যে আদিবাসী সম্প্রদায়ের সেখানে এখনও পুরুষের বহুবিবাহের প্রচলন আছে।


আরও খবর



বিস্ফোরণে ব্র্যাক ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আহত

প্রকাশিত:মঙ্গলবার ০৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ মার্চ ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। আজ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।

ব্র্যাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’ ব্যাংক যে ভবনে সেই ভবনে বিস্ফোরণ ঘটেনি বলে দাবি করেছেন তিনি।

এ বিস্ফোরণে এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর অনেকেই হতাহত হয়েছেন। ভ্যান-রিকশা ও গাড়িতে করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আরও খবর