মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিমাঞ্চলের উপজেলা নবীনগর ও বান্ছারামপুর।এ দুটি উপজেলায় সক্রিয় ভয়ংকর এক অটোরিক্সা ছিনতাই চক্র।একের পর এক অটোরিক্সা চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অপরাধীদের শনাক্ত ও চুরি কিংবা ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধারে তেমন কোনো সাফল্য দেখাতে পারছেনা পুলিশ। কিছুদিনের ব্যবধানে এই দুই উপজেলায় অটোরিক্সা ছিনতাইকারীদের হাতে প্রাণ হারায় বেশ কয়েকজন অটোরিক্সা চালক।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের (বেতারাবাড়ির)মো: এন্তাজ মিয়ার ছেলে আনুমানিক ১৬ বছরের আরাফাত হাসান গতকাল ৩০ নভেম্বর রাতে গণিশাহ্ মাজার এলাকা থেকে যাত্রী বেশে অটোরিকশায় ওঠে ৩ যাত্রী। ১১ টায় রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড় ব্রিজ সংলগ্ন নির্জনএলাকায় পৌছুলে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সাটি নিয়ে যায় ছিনতাইকারী চক্র।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববতী অলিউর রহমান জেলারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খোঁজ নিয়ে জানা যায়, বিগত ২০২১ সালের ৯ আগষ্ট বান্ছারামপুর উপজেলার আইয়ুবপুর মধ্যপাড়ার মানিক মিয়ার একমাত্র পুত্র মারুফ (১২)কে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে একটি চক্র।
পরবর্তীতে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার ও হত্যাকান্ডে জড়িত তিন দূর্ধষ খুনিকে সনাক্ত করে পুলিশ।মারুফ হত্যাকান্ডে জড়িত এক আসামী আটক হলেও অপর দু'জন পলাতক।অপরদিকে, নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের অটোরিকশা চালক আশিক খান (১৪) কে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারী উপজেলার দূর্গাপুর সড়কের পাশে একটি জমিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে লাশের পরিচয় শনাক্ত করে জানা যায়, মরদেহটি নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে আশিক খাঁনের। পরে পুলিশি তদন্তের পর নরসিংদী থেকে মেহেদী হাসান ওরফে ইমনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় আশিককে হত্যার পর ছিনতাই করে নেওয়া ব্যাটারি চালিত অটো রিকশাটি। গ্রেফতারকৃত ইমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়,
অটোরিকশা ছিনতাই করে নিতেই আশিককে সে হত্যা করে।গ্রেফতার হওয়া মেহেদী হাসান (ওরফে ইমন) ২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধরাভাঙা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অপরদিকে ২০২০ সালে বাঞ্ছারামপুরের উপজেলার পূর্বহাটি গ্রামের অটোরিকশা চালক সুমন মিয়াকে হত্যা করে ছিনতাইকারীরা।
পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই গ্রামের বিলের মাঝের খাল থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় সুমন মিয়ার লাশ পাওয়া যায।নবীনগর ও বান্ছারামপুর থানায় একের পর এক দূ্র্ধষ হত্যাকান্ডের ঘটনা ঘটলেও সংঘবদ্ধ এই ছিনতাইকারী চক্রের মূলোৎপাটন করতে পারছেনা পুলিশ। আসামী সনাক্ত ও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের পর মূল আসামীদের অনেকেই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
-খবর প্রতিদিন/ সি.ব