Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

রূপগঞ্জে ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা  পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল ১৫ নভেম্বর  উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বর্ষপূর্তি  উদযাপন করা হয়। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার এনামুল হকের আয়োজিত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও মাইটিভির রূপগঞ্জ থানা প্রতিনিধি মোঃ মকবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন,  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের   সাংবাদিক শফিকুল আলম ভুইয়া (নয়াদিগন্ত), মীর শফিক (নয়াদিগন্ত), মনজুর এলাহী (আমার বার্তা), এসএম রোবেল মাহমুদ (মানব কন্ঠ), মোঃ আলম হোসাইন (দিনকাল), আবু কাউসার মিঠু (দেনিক তৃতীয় মাত্রা)।

নোয়াব ভুইয়া (আমার সময়), রনি আহমেদ (দৈনিক আজকের আলোকিত সকাল), মিজানুর রহমান (শুভ দিন), রিপন সরকার (আজকের বসুন্ধরা), সিরাজুল ইসলাম (বাংলাদেশের আলো), মাছুম মিয়া (যুগ যুগান্তর), রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম রাসেল (এশিয়া বার্তা), গোলাম মোস্তফা (সাগর) ও মোঃ পারভেজ (দৈনিক বর্তমান)পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মিরপুরে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ফ্রী সারভাইক্যাল ক্যান্সার স্ক্রিনিং সম্পন্ন

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

সংবাদ বিজ্ঞপ্তি:ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর১৫০ তম জন্মসার্ধশত বার্ষিকী উদযাপনের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মিশনের স্বাস্থ্য সেক্টর পরিচালিত নগর মাতৃ সদন, মিরপুর-১ এর সহযোগিতায় এফএসডাব্লিউ প্রকল্পের তত্বাবধানে মিরপুর-১০ ড্রপ-ইন সেন্টারে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জরায়ু-মুখে ক্যান্সারের পূর্ব-অবস্থা শনাক্তকরণের জন্য ফ্রী সারভাইকাল ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীর মিরপুর-১০ এর ড্রপ-ইন সেন্টারে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত নগন মাতৃ সদন, মিরপুর-১ এর ক্লিনিক ম্যানেজার ডা. ফাহরিমা আক্তার ও এফএসডাব্লিউ প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট ডা. জান্নাতুল ফেরদৌস মার্ফীর নেতৃত্ব এবং এফএসডাব্লিউ প্রকল্পের সাব-এ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নারগিস আক্তার, নগর মাতৃ সদনের নার্স চিনময় অধিকারী ও সূচিত্রার সহযোগিতায়
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জরায়ু-মুখে ক্যান্সারের পূর্ব-অবস্থা শনাক্তকরণ কার্যক্রমে মোট ৫৫ জন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী অংশ গ্রহন করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহন করেন।

উক্ত কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন বলেন, বিশ্বে নারী মৃত্যুর প্রধান কারণ গুলোর মধ্যে অন্যতম একটি কারণ হল জরায়ু মুখে ক্যান্সার। তবে এটা সচেতনতা ও সময়মতো পরীক্ষার মাধ্যমে প্রতিরোধ করা যায়। এই রোগে আক্রান্ত হবার কারন এবং ঝুঁকিতে থাকা নারীদের শারীরিক সমস্যার লক্ষণ ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও তিনি সকলকে অবহিত করেন। তিনি আরও বলেন, যেহেতু এই স্ক্রিনিংটির মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সারের পূর্বাবস্থা নির্ণয় করা যায়, তাই সঠিক সময়ে স্ক্রিনিংটি করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সারের নিরাময় করা সম্ভব।

এসয় আরোও উপস্থিত ছিলেন, এফএসডাব্লিউ প্রকল্পের টিম লিডার মো: কামরুজ্জামান ও কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার লায়লা ইয়াসমিনসহ প্রতিষ্ঠান এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আরও খবর



নবীনগরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিমাঞ্চলের উপজেলা নবীনগর ও বান্ছারামপুর।এ দুটি উপজেলায় সক্রিয় ভয়ংকর এক অটোরিক্সা ছিনতাই চক্র।একের পর এক অটোরিক্সা চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অপরাধীদের শনাক্ত ও চুরি কিংবা ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধারে তেমন কোনো সাফল্য দেখাতে পারছেনা পুলিশ। কিছুদিনের ব্যবধানে এই দুই উপজেলায় অটোরিক্সা ছিনতাইকারীদের হাতে প্রাণ হারায় বেশ কয়েকজন অটোরিক্সা চালক।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের (বেতারাবাড়ির)মো: এন্তাজ মিয়ার ছেলে আনুমানিক ১৬ বছরের আরাফাত হাসান গতকাল ৩০ নভেম্বর রাতে গণিশাহ্ মাজার এলাকা থেকে যাত্রী বেশে অটোরিকশায় ওঠে ৩ যাত্রী। ১১ টায় রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড় ব্রিজ সংলগ্ন নির্জনএলাকায় পৌছুলে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সাটি নিয়ে যায় ছিনতাইকারী চক্র।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববতী অলিউর রহমান জেলারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খোঁজ নিয়ে জানা যায়, বিগত ২০২১ সালের ৯ আগষ্ট বান্ছারামপুর উপজেলার আইয়ুবপুর মধ্যপাড়ার মানিক মিয়ার একমাত্র পুত্র মারুফ (১২)কে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে একটি চক্র।

পরবর্তীতে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার ও হত্যাকান্ডে জড়িত তিন দূর্ধষ খুনিকে সনাক্ত করে পুলিশ।মারুফ হত্যাকান্ডে জড়িত এক আসামী আটক হলেও অপর দু'জন পলাতক।অপরদিকে, নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের অটোরিকশা চালক আশিক খান (১৪) কে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারী উপজেলার দূর্গাপুর সড়কের পাশে একটি জমিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে লাশের পরিচয় শনাক্ত করে জানা যায়, মরদেহটি নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে আশিক খাঁনের। পরে পুলিশি তদন্তের পর নরসিংদী থেকে মেহেদী হাসান ওরফে ইমনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় আশিককে হত্যার পর ছিনতাই করে নেওয়া ব্যাটারি চালিত অটো রিকশাটি। গ্রেফতারকৃত ইমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়,

অটোরিকশা ছিনতাই করে নিতেই আশিককে সে হত্যা করে।গ্রেফতার হওয়া মেহেদী হাসান (ওরফে ইমন) ২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধরাভাঙা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অপরদিকে ২০২০ সালে বাঞ্ছারামপুরের উপজেলার পূর্বহাটি গ্রামের অটোরিকশা চালক সুমন মিয়াকে হত্যা করে ছিনতাইকারীরা।

পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই গ্রামের বিলের মাঝের খাল থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় সুমন মিয়ার লাশ পাওয়া যায।নবীনগর ও বান্ছারামপুর থানায় একের পর এক দূ্র্ধষ হত্যাকান্ডের ঘটনা ঘটলেও সংঘবদ্ধ এই ছিনতাইকারী চক্রের মূলোৎপাটন করতে পারছেনা পুলিশ। আসামী সনাক্ত ও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের পর মূল আসামীদের অনেকেই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মানিকছড়িতে চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৬জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ সহ   দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মোটরসাইকেল জব্দ

চলমান পরিস্থিতিতে অত্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ   সবোর্চ্চ সতর্ক অবস্থানে আছে। এরোই ধারাবাহিকতায় অদ্য 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর  সুদক্ষ দিক-নির্দেশনায়   মানিকছড়ি থানার উপ-পরির্দশক  এসআই ;(নিঃ) এন্তেজারুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ মানিকছড়ি  থানা এলাকায়  ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন মহামুনি বাজার এলাকায়  গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে,  দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মাটিরাঙ্গা থেকে  চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে এমন সংবাদের ভিত্তিতে  যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় আসামী মো. হেদায়েত(২৪), মো. মনির হোসেন (২৩)কে ৩০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মো. হেদায়েত(২৪), 
গোমতি ইউনিয়নের বাসিন্দা মো.আদম আলী  এর ছেলে।মো. মনির হোসেন (২৩)মাটিরাঙ্গা পৌরসভার নতুনপাড়া ২নং ওয়ার্ডের মো.জামাল হোসেন এর ছেলের। থানা পুলিশ জানান আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রত্রুিয়াধীন রয়েছে। 

আরও খবর



বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী অবশেষে টরোন্টোতেই ভিডিওতে ধরা পড়ল

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজ হাতে গুলি করে খুন করা এস এইচ এম বি নূর চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছে কানাডিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসি। যে প্রতিবেদনে প্রথমবারের মতো আত্মগোপনে থাকা নূর চৌধুরীর দেখা মিলেছে। সিবিসি টেলিভিশিনের জনপ্রিয় অনুসন্ধানী বিভাগ ‘দ্য ফিফথ স্টেট’ এ ‘দ্যা এসাসিন নেক্সট ডোর’ শিরোনামের ৪২ মিনিটের এই প্রতিবেদনটি প্রচারিত হয় শনিবার (বাংলাদেশ সময়) সকাল ৮টায়।

প্রতিবেদনে নূর চৌধুরীর কানাডায় পালিয়ে যাওয়া, ২৭ বছর সেখানে থেকে যাওয়া এবং খুনের অভিযোগে হওয়া শাস্তি বাস্তবায়নে তাকে বাংলাদেশের ফেরত চাওয়া বিষয়গুলো উঠে এসেছে। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বলেছেন, ‘এই একটি ইস্যু বাদে কানাডার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কেবল বাংলাদেশি হাই কমিশনার হিসেবে নয় বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমি চাই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।’

নূর চৌধুরী কোথায় আছেন, কি করছেন, এ নিয়ে জানা থাকলেও তথ্য আকারে সামনে আসেনি তেমন। তার অবস্থান নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরির প্রচেষ্টা ছিল। ধারণা করা হচ্ছে, এই রিপোর্ট প্রচারের মধ্য দিয়ে সেই ধোঁয়াশা কেটে যাবে এবং কানাডিয়ান সাধারণ জনগণ তাদের পাশের বাসায় থাকা ভয়ানক এই খুনি সম্পর্কে পরিষ্কার একটি ধারণা পাবে।

প্রতিবেদনে টরন্টোর নিজ ফ্লাটের ব্যালকনীতে নূর চৌধুরীকে এক ঝলক দেখানো হয়। গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আত্মগোপনে থাকা নূর চৌধুরীকে ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থাতে ধরতে পারেন প্রতিবেদক। কিন্তু কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে কোনোমতে কেটে পড়েন তিনি। দীর্ঘদিন অনুসরণ করে খুঁজে বের করেছে ফিফথ স্টেটের অনুসন্ধানী দলটি।

বঙ্গবন্ধুকে নিজ হাতে গুলি করে হত্যার পর কূটনীতিক হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন নূর চৌধুরী। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে তিনি পালিয়ে প্রথমে আমেরিকা, পরে কানাডায় ঢোকেন দর্শনার্থী হিসেবে। এরপর ১৯৯৯ সালে শরণার্থী হিসেবে থেকে যাওয়ার আবেদন করলেও কানাডা সরকার তা নাকচ করে দেয়। আপিল করেও হেরে যান নূর চৌধুরী। ২০০৯ সালে তাকে কানাডা থেকে নূরকে বের করে দেওয়ার নির্দেশ দেয় কানাডিয়ান সর্বোচ্চ আদালত। কিন্তু বাংলাদেশে পাঠালে তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে— এমন শঙ্কার কথা জানিয়ে ২০১০ সালের দিকে সরকারের কাছে ‘প্রি রিমুভাল রিস্ক এসেসমেন্ট’র আবেদন করেন নূর চৌধুরী। যেহেতু কানাডা মৃত্যুদণ্ড সমর্থন করে না, সেহেতু এই সুযোগ কাজে লাগিয়ে প্রায় ১৪ বছর ধরে কানাডায় মুক্ত জীবন যাপন করছেন তিনি।


আরও খবর



কালিয়াকৈরে খড় বোঝাই ট্রাকে আগুন

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরে কালিয়াকৈরে গরুর খড় বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা গরুর খড় বোঝাই একটি ঢাকা যাচ্ছিল।‌ যাওয়ার পথে ট্রাকটি সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছে। এসময় কয়েক জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে গিয়ে ওই ট্রাকের গতিরোধ করে। পরে ওই ট্রাকে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ওই ট্রাকের পিছনে থাকা খড়গুলো পুড়ে যায়। আগুনে  ট্রাকের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খোঁজ খবর নেয়া হচ্ছে।

আরও খবর