Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান।তিনি জানান, নান্নু স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে যাচ্ছে। এ ঘটনায় হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



যশোরে প্রেমিকার জানালার পাশে প্রেমিকের লাশ

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরের পল্লীতে প্রেমিকার ঘরের জানালার পাশ থেকে প্রেমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে তিনটার দিকে ঝিকরগাছা উপেজলার শ্রীচন্দ্রপুর গ্রামে। নিহত ইলিয়াস হোসেন (১৯) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন। প্রেমিকা লুইছ পারভিন লিয়া প্রতিবেশী আইনাল হকের মেয়ে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইলিয়াস হোসেনকে গভীর রাতে ডেকে নিয়ে যান লিয়া ও তার পরিবারের সদস্যরা। এরপর তাকে মারপিট করে হত্যা করা হয়েছে। ইলিয়াসের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অন্যদিকে, লিয়া ও তার পরিবারের দাবি, ইলিয়াস দিনরাত লিয়াকে বিরক্ত করতেন। নিষেধ করলেও তিনি শুনতেন না। শনিবার গভীর রাতে তার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু লিয়া দেখা করেননি। এ কারণে অভিমানে ইলিয়াস লিয়ার ঘরের জানালার গ্রিলে গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেছেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। একইসাথে প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। তবে, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।


আরও খবর



রদ্রিগোর জোড়া গোলে চ্যাম্পিয়ন রিয়াল

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ ঘরোয়া দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে’র শিরোপা জিততে ৯ বছর অপেক্ষা করতে হলো। ফাইনালের মঞ্চে ওসাসুনাকে রদ্রিগোর জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২০১৪ সালের পর এই প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধার করল গ্যালাকটিকোরা।

সেভিয়ায় শনিবার রাতে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল। তবে গোল হজমের পর দারুণ লড়াই করল ওসাসুনা। তারা সমতা ফিরিয়ে লড়াই জমিয়েও তুলেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত রিয়াল ২০তম শিরোপা ঘরে তোলে। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৩১টি শিরোপা জিতেছে বার্সেলোনা। আতলেতিক বিলবাও ২৩টি জিতে দ্বিতীয়স্থানে রয়েছে। রিয়াল তৃতীয়স্থানে।

এদিন খেলার ১ মিনিটে ৪৭ সেকেন্ডের মাথায় দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। ওসাসুনার দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে কাট-ব্যাক করেন ভিনিসিউস জুনিয়র। ছয় গজ বক্সের মুখে বাঁ পায়ের শটে বল জালে পাঠান অরক্ষিত রদ্রিগো।

তবে ধাক্কা সামলে দারুণ ফুটবল খেলতে থাকে ওসাসুনা। বেশ কয়েকবার ভালো সুযোগও তৈরি করে তারা। অবশেষে ৫৮তম মিনিটে সমতায় ফেরে দলটি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার লুকাস তোরো।

কিন্তু ওসাসুনার সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৭০তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। বাঁ দিকের বাইলাইন থেকে ভিনিসিউসের কাট-ব্যাক ক্লিয়ার করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ওসাসুনা। টনির ক্রুসের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে বল পেয়ে যান রদ্রিগো, বাকিটা অনায়াসে সারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।


আরও খবর



মধুপুরে পৌর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গণমিছিল

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে পৌর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগের এক বিশাল গণমিছিল আনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০মে) বিকাল ৫ টায় নয়াপাড়া মোড় থেকে এই বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডে সমাবেশ করে। আনারস চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর পৌরসভার কাউন্সিলর বাবুল আকন্দ। 

এ সময় শুভ চৌহানের সন্চালনায়  বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ আকন্দ, ছাত্রলীগ নেতা শুভ চৌহান পৌর যুবলীগের নেতা লতিফ আকন্দ, লাভলু আকন্দ, আইয়ুব আকন্দসহ পৌর যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

তারা কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের করা মিথ্যাচার ও বিষদগারের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



তানোরে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে  হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় বিদায় ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তিনি বলেন,  ফারুক চৌধূরী এমপি হওয়ার পর থেকে প্রতি বছর হজ্ব যাত্রীদের বিদায় দিয়ে আসছিলেন। সে দেশের বাহিরে থাকার কারনে আসতে পারেন নি। তবে এমপি আপনাদের সালাম জানিয়ে দোয়া চেয়েছেন ও তার নির্দেশেই আপনাদের জন্য এআয়োজন এবং তার পক্ষ থেকে এহরামের কাপড় উপহার দেওয়া হচ্ছে। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ। এবারে ১০১ জন হজ্ব যাত্রী দের বিদায় ও উপহার দেওয়া হয়েছে। এসময় হজ্বযাত্রী ও দলীয় নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

আরও খবর



গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ৪৮০টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।


আরও খবর