নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কাল বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে মাহে রমজান।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের আকাশে আজ কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।
সাধারণত হিজরি বর্ষের মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। অর্ধচন্দ্র দেখা সাপেক্ষে নতুন মাস গণনা শুরু হয়। আর এ কারণে রমজান কবে শুরু হবে, তাই আগে থেকে নির্ধারণ করা থাকে না।
আন্তর্জাতিক ডেস্ক: চার্লসের রাজ্যাভিষেকের পূর্বে বাকিংহাম প্যালেসে বিস্ফোরণের চেষ্টা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এতে কেউ আহত হননি এবং বাকিংহাম প্যালেসেরও কোনো ক্ষতি হয়নি।
পুলিশের অভিযোগ, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাকিংহাম প্যালেসের সামনের মাঠে এক ব্যক্তি একের পর এক শট গানের কাট্রিজ ছুঁড়ে মারেন। এতে খুবই ছোট একটি বিস্ফোরণ হয়েছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, তার কাছ থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়েছে। তবে সেই ব্যাগে কী আছে, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি।
ধৃত ওই ব্যক্তির পরিচয়ও জানায়নি পুলিশ। কেন সে এ কাজ করেছে, তাও স্পষ্ট নয়।
ঘটনার সময় যুক্তরাজ্যের রাজা চার্লস এবং তার স্ত্রী প্রাসাদে উপস্থিত ছিলেন না। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুরো এলাকা ঘিরে রাখা হয় এবং ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে।
আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক হবে চার্লসের। ওই দিন বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল ও এম কে রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন।
এর আগে গত ৩০ এপ্রিল যাচাই বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীরের করা আপিল নামঞ্জুর করেন ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম। ফলে গাজীপুর সিটি করপোরেশনের আসছে নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে।
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন
তবে মেয়র পদে জাহাঙ্গীর মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় ভোটের মাঠে এখনো রয়েছেন তিনি।
এদিকে গত ৭ মে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম।
প্রসঙ্গত, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরশেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। তবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে গাজীপুরের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগ।
স্পোর্টস ডেস্ক: গুরুতর অসুস্থ জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে তার ক্যানসারের চিকিৎসা চলছে। তবে ক্রিকবাজসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচ মৃত্যুর সঙ্গে লড়ছেন।
স্ট্রিকের শারীরিক অবস্থা আশঙ্কাজন জানিয়ে জিম্বাবুয়ের সাবেক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোলটার্ট টুইটারে লিখেছেন, ‘জিম্বাবুয়ে ও বাকি বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা একটা প্রার্থনার যুদ্ধ। হিথ স্ট্রিক, আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এখন গুরুতর অসুস্থ। আমাদের প্রার্থনা ওর ভীষণ ভাবে দরকার। ওর এবং ওর পরিবারের জন্য প্রার্থনা করছি।
জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী লিখেছেন, ‘হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাজ্য থেকে দক্ষিণ আফ্রিকার পথে.. একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন।
জিম্বাবুয়ের সর্বকালের সেরা বোলার মনে করা হয় স্ট্রিককে। তার ১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়। দেশের হয়ে ১৮৯টি ওয়ানডে ম্যাচ ও ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে তার। এছাড়া সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট রয়েছে।
স্ট্রিক ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তবে ২০২১ সালে তাকে আট বছরের জন্যে নিষিদ্ধ করে আইসিসি। দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি।
স্পোর্টস ডেস্ক: কোচ ক্রিস্তোফ গালতিয়েরের অনুমতি ছাড়াই গত সোমবার অনুশীলন না করে সৌদি আরব যাওয়ায় বড় ধরনের শাস্তি পেলেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা লিওনেল মেসি। দুই সপ্তাহের জন্য তাকে বরখাস্ত করেছে ক্লাবটি।
এই সময়ে দলের সঙ্গে কোনো অনুশীলন অথবা প্রধান দলের হয়ে খেলতে পারবেন না মেসি। পাবেন না দুই সপ্তাহের বেতনও। খবর জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ইএসপিএনের।
পিএসজি কোচ গালতিয়ের বলেছিলেন, তার দল যদি লরিয়েন্টের বিপক্ষে জেতে তাহলে সোমবার ও মঙ্গলবার খেলোয়াড়দের ছুটি দেওয়া হবে। কিন্তু রোববারের সেই খেলায় ৩-১ গোলে হেরে যায় পিএসজি।
লিওনেল মেসি আগেই কোচের কাছে সৌদি আরবে শুভেচ্ছাদূত হিসেবে যাবেন, এজন্য ছুটি চেয়েছিলেন। কোচ ও দলের স্পোর্টিং ডিরেক্টর তখন বলেছিলেন, দল জয় অথবা ড্র পেলে তাকে যেতে দেওয়া হবে। তাই দল হারায় ছুটিও পাননি বেশি। পরে অবশ্য আর ছুটির জন্য তাদের কাছে যাননি আর্জেন্টাইন তারকা। তাদের দুজনকে ডিঙিয়ে ক্লাবের বোর্ড থেকে অনুমতি নিয়ে আসেন মেসি।
সৌদি আরবের পর্যটন খাতের শুভেচ্ছাদূত মেসি। সেটির প্রচারেই মেসির সৌদি আরব যাত্রা। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি পোস্ট করেন, ‘কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই পারি এর অবিশ্বাস্য বিস্ময়গুলো খুঁজতে পছন্দ করি।
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিনভর পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান। আজ ৪ মে বৃহস্পতিবার উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামে ও জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের ফসলি জমি অবৈধ ভাবে ড্রেজার চালানোর দায়ে ঘটনাস্থলে কাউকে না পেয়ে ঐ সব ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, চারপাশের বিস্তীর্ণ সবুজ শ্যামল ফসলি জমির মাঝখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে কৃষিজমি ধ্বংস করা হচ্ছে। জমির আইল ভেঙে পড়ার কারণে চারপাশের কৃষিজমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাধ্য হয়ে কৃষক কম মূল্যে তার জমি ওইসব মুনাফা লোভী ড্রেজার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে।
আমরা এসব ড্রেজার মেশিন বন্ধ ও ফসলি জমি সুরক্ষার দাবী জানাই।এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা জাহান জানান,নবীনগরে মুনাফালোভী ড্রেজার ব্যাবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮ টি ড্রেজার মেশিন, পাম্প ও পাইপ সমূহ জব্দ করা হলো। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।