Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

রমজানের পবিত্রতা নষ্ট করতেই বিএনপি কর্মসূচি: তথ্যমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: রমজানের পবিত্রতা নষ্ট করতে বিএনপি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ শনিবার দুপুরে মিন্টু রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘রমজান মাসে অতীতে আন্দোলনের ঘোষণা আমরা কখনো দেখিনি। কারণ সবাই রমজানের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকে। রমজানে ইফতার পার্টি হয়, সেখানে কথাবার্তা হয়, সেগুলো হয়ে থাকে এবং অন্যান্য কর্মসূচি হয়। বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রমজানের পবিত্রতাটাও নষ্ট করতে চায়। রমজানেও তারা মানুষকে স্বস্তি দিতে চায় না। রমজানেও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা তারা করছে।

হাছান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য যে রমজান আসলে কিংবা কোনো উৎসব আসলে আমাদের দেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে দেন। রমজানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমদানি নির্ভর পণ্য থেকে শুরু করে যেগুলো উৎপাদন নির্ভর পণ্য সেগুলোর যাতে সরবরাহ সঠিক থাকে সে ব্যবস্থা করেছেন।

রমজানের চাহিদার চেয়ে বেশি পণ্য মজুত আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের খাদ্য নীতিতে বলা আছে দেশে যদি ১০ লাখ টন খাদ্যপণ্য মজুত থাকে তাহলে সেটি নিরাপদ। খাদ্য নিরাপত্তার জন্য মোটামুটি যথেষ্ট। কিন্তু বর্তমানে ২০ লাখ টনের চেয়ে বেশি খাদ্য শস্য চাল এবং গম গুদামে মজুত রয়েছে। ভোগ্য পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, কোনো কোনো পণ্য চাহিদার চেয়ে অতিরিক্ত মজুত রয়েছে। এরপরও দেখা যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী মজুতদাররা এই রমজানের সুযোগ নিয়ে পণ্যের মূল্য বাড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন। এর বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা ইতোমধ্যে সক্রিয় হয়েছে। বাজারে মনিটর করা হচ্ছে।

গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘কেউ যাতে সঙ্কট তৈরি করতে না পারে এবং অতিরিক্ত মুনাফা করতে যেন পণ্যের মূল্য বাড়িয়ে দিতে না পারে এই ক্ষেত্রে গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। যেহেতু গণমাধ্যম সমস্ত পণ্যের মজুদ যথেষ্ট রয়েছে এটা জানে, যাতে কেউ বাড়াতে না পারে সেটির বিরুদ্ধে রিপোর্টিং হলে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারবে না। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে পণ্যের মূল্য বেড়েছে। শুধু পণ্যের মূল্য বেড়েছে তাই নয়, ইউরোপে পণ্যের সঙ্কট দেখা দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এক বছরের বেশি হয়ে গেছে, বাংলাদেশে কোনো পণ্যের সঙ্কট তৈরি হয়নি। বিশ্ব প্রেক্ষাপটে পণ্যের মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে ইউরোপের দেশগুলোর মত বা অন্যান্য দেশের মত পণ্যের সঙ্কট কখনো বৃদ্ধি পায়নি।


আরও খবর



আমতলীতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল নোমান আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সকাল ১০ টায় আমতলী পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালের পাদমেশে পুস্পস্তবক অর্পণ শেষে বনাঢ্য র‌্যলী শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন হাওলাদার, এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হাওলাদার, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার ঘরামী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ মালাকার, প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, কাউন্সিলর রিয়াজ উদ্দিন মৃধা, শ্রম বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল মৃধা, আব্দুস সোবাহান লিটন ও নারী কাউন্সিলর মোসাঃ ফরিদা ইয়াসমিন প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, ২০০৭ সালে তত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেয়। প্রধানমন্ত্রী ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে প্রবেশ করেছেন। যা ছিল ইতিহাসে বিরল ঘটনা। ওই সময় আমি জীবন বাজি রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহর আগলে রেখে বিমান বন্দর থেকে পায়ে হেটে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ী এসেছি। তিনি আরো বলেন, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাই এদেশের মানুষের প্রকৃত অভিভাবক।


আরও খবর



কুমিল্লায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের তিনিজনসহ মোট পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি উপজেলার শেখবাড়ি এলাকায় গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন] উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল আমিন (৩৫) ও মেয়ে ছালেহা বেগম (৪৫)। নিহত ছালেহা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছিলেন।

এ দুর্ঘটনায় আহতরা হলেন অটোরিকশার যাত্রী নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২), মেয়ে শিশু নুসরাত (৩), অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং চালক শান্ত (২০)। আহতদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার শেখবাড়ি এলাকায় গৌরীপুর-মতলব আঞ্চলিক সড়কে ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-১৪-০৩৩৪) এর সঙ্গে বিপরীতগামী সিএনজিচালিত অটোরিকশা (কুমিল্লা-থ-১১-৮৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালক ও ছয় যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিতবাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে।


আরও খবর



সাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি, বঙ্গোপসাগরে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিন আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে বেশ উত্তাল।

আকাশ রৌদ্রজ্জল থাকলেও দক্ষিন উপকূলে এক ধরনের তীব্র গুমোট পরিবেশ বিরাজ করছে। নদ-নদী পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারন মানুষ সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলায় সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের মানুষজন। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানায় জেলা আবহাওয়া অফিস।



আরও খবর



নবীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর জন্ম দিলেন গাভী

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত গ্রামে জহির আলম এর একটি গরুর গর্ভে দুই মাথা চার চোখ বিশিষ্ট্য অস্বাভাবিক বাছুর জন্ম হয়েছে।বাছুরটি এক নজরে দেখতে উৎসুক জনতা ভিড় করছে তার বাড়িতে।আজ শুক্রবার সকাল ৯ টার দিকে ভেটেরিনারি পল্লিচিকিৎসক এর সিজারের মাধ্যমে দুই মাথা চার চোখ বিশিষ্ট ওই গরুর বাছুরের জন্ম হয়।


স্থানীয় বাসীন্দারা বলেন,সকালে শুনলাম জহির আলমের একটি গাভীর দুই মাথা চার চোখ ও চার কান বিশিষ্ট একটি বাছুর জন্ম হয়েছে।দুই মাথা চার চোখ ও চার কান নিয়ে জন্ম নেওয়া বাছুর টি কে এক নজরে দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা ভীড় করে তার বাড়িতে।এই ধরনের ঘটনা এই প্রথম দেখলাম আমরা।

জহির আলম এর স্ত্রী বলেন,আমার স্বামী ফার্ণিচারের কাজ করে। আমার বাবা আমাকে একটি গরু ক্রয় করে দেই লালন পালন করার জন্য।সেটি আমি দীর্ঘ দিন ধরে লালন পালন করে আসছি। প্রথমে একটি বাছুর জন্ম দেয় গাভী টি,পরবর্তীতে ৯ মাস পরে গাভী টি ফিরলে পূণরায় ধরিয়ে দেয়।গাভী টির গতকাল রাত থেকে প্রসব এর যন্ত্রনা শুরু হয়।আজ সকালে গাভীর ফুড়া বের হলে আমার চাচা শুশুর কে অবগত করি।তারা বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা।পরে ভেটেরিনারি পল্লিচিকিৎসক কে অবগত করলে ডা: গাভীর পেট কেটে বাছুর টিকে বের করে।এই ঘটনা প্রথম বার ঘটল।আমি ঋণ করে গাভী টি লালন পালন করেছি,গাভী টি বাচে কিনা সন্দেহ আছে।

ভেটেরিনারি পল্লিচিকিৎসক ডা: হাবিবুর রহমান বলেন,আজ সকালে একটি গাভীর বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা।পরে আমাকে অবগত করলে আমি গাভীর পেট কেটে অপারেশন করে বাছুর টি খালাস করি।বাছুরের একটি মাথা ভিতরেই মারা যায় এবং অপর একটি মাথা খালাসের দুই তিন মিনিট পরে মারা যায়।তবে গাভী টি এখন সুস্থ্য রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



শিরোপার খুব কাছে পিএসজি এমবাপ্পের জোড়া গোলে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অক্সেরকে ২-১ ব্যবধানে হারাল পিএসজি। এ জয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপার খুব কাছে পৌঁছে গেল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে এই জয় তুলে নেয় পিএসজি। যদিও ম্যাচের এক পর্যায়ে অক্সের দারুণ খেলেও সফরকারী গোলরক্ষকের কারণে খেলায় ফিরতে পারেনি। শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট পেলেই টানা দ্বিতীয় শিরোপার ঘরে তুলবে প্যারিসের ক্লাবটি।

পিএসজি এদিন প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত শুরু করে। মাত্র ষষ্ঠ মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির কাছ থেকে বল পেয়েই ফাবিয়ান রুইস খুঁজে নেন এমবাপ্পেকে। নিখুঁত শটে বাকিটা সারেন ফরাসি ফরোয়ার্ড। দুই মিনিট পরেই স্কোরলাইন ২-০ করে পিএসজি। মেসির বাড়ানো বল স্পর্শ না করে ছেড়ে দেন উগো একিতিকে। ডি-বক্সের মাথায় পেয়ে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এমবাপে।

বিরতির পর থেকেই পিএসজিকে চেপে ধরে স্বাগতিকরা। ফলও পেয়ে যায় দ্রুত। ৫১তম মিনিটে দা কস্তার দারুণ ফ্লিকে বল পেয়ে এগিয়ে গিয়ে বুলেট গতির শটে ব্যবধান কমান সিনায়োকো। কিন্তু সমতায় আর ফেরা হয়নি তাদের।

লিগে ৩৬ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির। দিনের আরেক ম্যাচে  লরিয়ঁকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই অন্তত আরেক রাউন্ড পর্যন্ত টিকিয়ে রেখেছে লসঁ। ৭৮ পয়েন্ট নিয়ে তারা আছে দু্ই নম্বরে।


আরও খবর