Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রাষ্ট্রপতি বললেন, তুমি আমাদের গর্ব: শাকিব খান

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৭১০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সিনেমা হলে এখনও শাকিব খানের ‘প্রিয়তমা’র রেশ কাটেনি। মুক্তির দুই মাস পেরিয়ে গেলেও এখনও দেশের বেশ কয়েকটি সিনেমায় রমরমিয়ে চলছে সিনেমাটি। 

এ ছাড়া দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, কানাডায়ও মুক্তি পেয়েছে এটি। সেখানেও প্রবাসী দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন ‘প্রিয়তমা’ দেখতে।এদিকে গেল শুক্রবার (পয়লা সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্স সিনেমাটি উপভোগ করেন সস্ত্রীক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

সাধারণত রাষ্ট্রপতি যদি কোনো সিনেমা দেখতে চাইলে তার বাসভবনেই প্রদর্শনের ব্যবস্থা করা হয়। কিন্তু তিনি রেওয়াজ ভেঙে সিনেপ্লেক্সে হাজির হয়েছেন। এটা নিয়ে আপ্লুত শাকিব খান সামাজিক মাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতির কথা।

দীর্ঘ স্ট্যাটাসে শাকিব লিখেছেন, “মুক্তির দুই মাস পার হলেও এখনও বাংলাদেশ ও বিশ্বের বাঙালিরা পরিবার–পরিজন নিয়ে ‘প্রিয়তমা’ উপভোগ করছেন। নিউজ ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছি,  দেশ–বিদেশের নানা প্রান্তের সিনেমাপ্রেমীরা ‘প্রিয়তমা’ দেখে উল্লাসে মেতেছেন, আনন্দে ভেসেছেন, কষ্টে কেঁদেছেনও। এটা আমার ও ‘প্রিয়তমা’ টিমের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।

তিনি আরও লিখেছেন, “এর মধ্যে গতকাল শুক্রবার সন্ধ্যাটি ছিল আমার এবং পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আরও গর্বের। আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় (মোহাম্মদ সাহাবুদ্দিন) ও ফার্স্টলেডি (ড. রেবেকা সুলতানা) পরিবার নিয়ে ‘প্রিয়তমা’ দেখলেন। সিনেমা দেখা শেষে মহামান্য আমার দিকে এগিয়ে এলেন। তাকে এগিয়ে আসতে দেখে আমি এগিয়ে গেলাম। তিনি আমাকে বুকে জড়িয়ে নিলেন। বললেন, তুমি আমাদের গর্ব। আমরা সত্যি তোমাকে নিয়ে গর্ব করি  (you are our pride, we really proud of you my son)।  পাশে থেকে আমাদের ফার্স্ট লেডি ডেকে নিলেন, অভিনন্দন জানালেন। ‘প্রিয়তমা’ নিয়ে গর্বের কথাও জানালেন। বললেন, ওয়েলডান মাই বয়।

রাষ্ট্রপতি ও তার স্ত্রীর এম প্রতিক্রিয়া গৌরব ও সম্মানের মনে করেন শাকিব। তিনি লিখেছেন, “দেশের রাষ্ট্রপ্রধান ও ফার্স্টলেডির কাছ থেকে এমন উৎসাহ ও অনুপ্রেরণা যে কোনো শিল্পীর জন্য অত্যন্ত সম্মানের ও গৌরবের। রাষ্ট্রপতি মহোদয়ের সুযোগ্য সন্তান আরশাদ আদনান এই সিনেমার প্রযোজক বলেই যে তিনি ‘প্রিয়তমা’ দেখতে এসেছেন বিষয়টি মোটেও এমন নয়! তার সন্তান এর আগেও একাধিক সিনেমা বানিয়েছেন। তখন এত প্রটোকলে তিনি ছিলেন না, তারপরও দেখা হয়নি সেসব সিনেমা। এবার তিনি তার পুরো পরিবার নিয়ে আগ্রহ নিয়ে ‘প্রিয়তমা’ দেখতে এলেন, কারণ বাংলাদেশ ও বিশ্বের সিনেমা প্রেমীদের কেন ‘প্রিয়তমা’ হাসাচ্ছে, কাঁদাচ্ছে, এত ভালোবাসা দিচ্ছে— কী আছে এই সিনেমায় তা দেখার জন্য।”

সিনেমা দেখার পর রাষ্ট্রপতি তাকে বুকে টেনে নিয়েছেন বলে জানান শাকিব। তিনি আরও লিখেছেন, “সিনেমা দেখার পর বাবা-মা হিসেবে গর্ব নিয়ে রাষ্ট্রপতি মহোদয় ও ফার্স্টলেডি তাদের সন্তানকে বুকে টেনে নিয়েছেন। অনেক বেশি গর্বের অনুভূতি প্রকাশ করেছেন। আসলেই সন্তানের যে কোনো ভালো কাজ বাবা–মাকে গর্বিত করে, আনন্দিত করে, ভালোবাসায় আপ্লুত করে। শত ব্যস্ততার মধ্যেও মহামান্য তার পরিবার নিয়ে ‘প্রিয়তমা’ দেখেছেন, এ জন্য তাদের প্রতি আমি, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ এবং ‘প্রিয়তমা’ টিমের সবার পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা।

শাকিব বিশ্বাস করেন, ভবিষ্যতেও পরিবারসহ রাষ্ট্রপতি নিয়মিত বাংলা সিনেমা দেখবেন। তিনি লিখেছেন, “আমি জানি, মাননীয় প্রধানমন্ত্রীও বাংলা সিনেমা দেখেন। আমার দৃঢ় বিশ্বাস, আগামীতে হয়ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তার পরিবার নিয়ে সিনেমা দেখবেন এবং তার দেশের সিনেমা দেখে তিনি আনন্দিত হবেন, গর্বিত হবেন। আমি সবসময় পরিচ্ছন্ন এবং সুস্থ বিনোদনের সিনেমা করার চেষ্টা করি। যেটি সবাই বাবা-মা, পরিবার পরিজন নিয়ে নির্দ্বিধায় সিনেমাহলে একসঙ্গে বসে দেখতে পারবেন। কয়েক বছর আগে স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশি সিনেমা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে, ‘প্রিয়তমা’ দিয়ে স্বপ্নের শুরুটা দারুণভাবে হয়েছে। আমাদের সবার স্বপ্নটাকে আরও বড় করে তুলেছে।

সবশেষে শাকিব জানান, আগামীতেও বিশ্বের অন্যান্য বড় বড় সব সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কাঁধ মিলিয়ে বিশ্ব দরবারে বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করার চেষ্টা করে যাবেন তিনি।

গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ সিনেমাটি। এতে নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। রোম্যান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করেন হিমেল আশরাফ।


আরও খবর

এবার সারা জেরিনের জয়িতা এ্যাওয়ার্ড অর্জন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বিচার ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপে প্রতিবাদ ৫০ সম্পাদকের

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২০৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে বিশ্বের ১৮৪ বিশিষ্ট ব্যক্তির খোলা চিঠির প্রতিক্রিয়ায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ৫০ জন সম্পাদক।

শনিবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ জানান।

বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীকে লেখা এ ধরনের খোলা চিঠি সার্বভৌম দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন। এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে তারা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি।

এ ধরনের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানাবলীর সম্পূর্ণ পরিপন্থী বলেও দাবি করেন সম্পাদকরা।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং নোবেল বিজয়ীদের এ ধরনের বিবৃতি এবং চিঠি অনাকাঙ্খিত এবং অনৈতিক। একজন অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না এবং বিচার করা যাবে না এমন দাবি ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থী। আমরা মনে করি তারা মামলা সম্পর্কে পুরোপুরি না জেনে এমন দাবি করেছেন। তাই আমরা তাদেরকে অথবা তাদের প্রতিনিধি এসে মামলায় ড. ইউনূসকে আদৌ হয়রানি করা হচ্ছে কি না, তা তারা পর্যবেক্ষণ করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই আহ্বান জানিয়েছেন আমরা তা সমর্থন করি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, খোলা চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণ যে কোনো মহলের এ ধরনের অবমাননাকর, অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না।

আমরা সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন বিচার ব্যবস্থা এবং শ্রমিকদের অধিকারের বিষয়ে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি।

বিবৃতি দেওয়া ৫০ জন সম্পাদক-

১। ইকবাল সোবাহান চৌধুরী, সম্পাদক, ডেইলি অবজারভার

২। গোলাম রহমান, সম্পাদক, আজকের পত্রিকা

৩। তাসমিমা হোসেন, সম্পাদক, ইত্তেফাক

৪। আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা

৫। ইমদাদুল হক মিলন, প্রধান সম্পাদক, কালের কণ্ঠ

৬। আলমগীর হোসেন, সম্পাদক, সমকাল

৭। সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর

৮। নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

৯। ফরিদ হোসেন, সম্পাদক, ইউএনবি

১০। শ্যামল দত্ত, সম্পাদক, ভোরের কাগজ

১১। নাঈমুল ইসলাম খান, ইমিরিটাস এডিটর

১২। আলতামাশ কবির, সম্পাদক, সংবাদ

১৩। আজিজুল ইসলাম ভূঁইয়া, সম্পাদক, পিপলস টাইম

১৪। রেজাউল করিম লোটাস, সম্পাদক, ডেইলি সান

১৫। শাহজাহান সরদার, সম্পাদক, বাংলাদেশ জার্নাল

১৬. নাসিমা খান মন্টি, সম্পাদক, আমাদের নতুন সময়

১৭। রফিকুল ইসলাম রতন, ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশ বুলেটিন

১৮। ফারুক আহমেদ তালুকদার, সম্পাদক, আজকালের খবর

১৯। সন্তোষ শর্মা, সম্পাদক, কালবেলা

২০। শরীফ শাহাবুদ্দিন, সম্পাদক, বাংলাদেশ পোস্ট 

২১। শামীমা এ খান, সম্পাদক, জনকণ্ঠ

২২। কমলেশ রায়, ভারপ্রাপ্ত সম্পাদক, সময়ের আলো

২৩। মুস্তাফিজ শফি, সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশ

২৪। মোস্তফা মামুন, ভারপ্রাপ্ত সম্পাদক, দেশ রূপান্তর

২৫। বেলায়েত হোসেন, সম্পাদক, ভোরের ডাক

২৬। চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক বাংলা

২৭। শামীম সিদ্দিকি, ভারপ্রাপ্ত সম্পাদক, আলোকিত বাংলাদেশ

২৮। আব্দুল মজিদ, সম্পাদক, সংবাদ সারাবেলা

২৯। রিমন মাহফুজ, ভারপ্রাপ্ত সম্পাদক, সংবাদ প্রতিদিন

৩০। মফিজুর রহমান খান বাবু, সম্পাদক, বাংলাদেশের আলো

৩১। আরিফুর রহমান দোলন, সম্পাদক, ঢাকা টাইমস

৩২। নুর হাকিম, সম্পাদক, সকালের সময়

৩৩। মো: জসিম, সম্পাদক, আমার বার্তা 

৩৪। আখলাকুল আম্বিয়া, সম্পাদক, স্বাধীন বাংলা 

৩৫। এস এম নূরে আলম সিদ্দিকী, সম্পাদক, আজকের দর্পণ 

৩৬। ফরিদ বাঙ্গালী, সম্পাদক, লাখো কণ্ঠ 

৩৭। ড. আসাদুজ্জামান, সম্পাদক, বাংলাদেশ সমাচার 

৩৮। কিশোর আদিত্য, সম্পাদক, প্রথম কথা 

৩৯। দীপক আচার্য্য, সম্পাদক, দ্যা সাউথ এশিয়ান টাইমস 

৪০। আবু সাঈদ, সম্পাদক, আজকের সংবাদ 

৪১। আতিকুর রহমান চৌধুরী, সম্পাদক, দর্পণ প্রতিদিন 

৪২। রফিকুল ইসলাম, সম্পাদক, আলোর বার্তা 

৪৩। মো: সেলিম, সম্পাদক, ডেইলি ইভিনিং নিউজ 

৪৪। মোস্তফা হোসেন চৌধুরী, সম্পাদক, অগ্রসর 

৪৫। নাজমুল হক সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক, বর্তমান 

৪৬। শাহাদাত হোসেন শাহীন, সম্পাদক, গণমুক্তি 

৪৭। মো. সাইদুল ইসলাম, সম্পাদক, প্রতিদিনের সংবাদ 

৪৮। নাজমুল আলম তৌফিক, সম্পাদক, ডেইলি সিটিজেন টাইমস 

৪৯। হেমায়েত হোসেন, সম্পাদক, কান্ট্রি টুডে 

৫০। শেখ জামাল, সম্পাদক, মুখপাত্র


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




তানোরে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের বিভক্ত কমিটি

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:আবারো রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপিকে) বিভক্ত করে   একই মঞ্চে বিভক্ত  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে পাচন্দর উত্তরের সভাপতি করা হয় বর্ষিয়ান ব্যক্তি আলহাজ্ব ইসরাইল হোসেনকে ও সম্পাদক করা হয় একরামুল হককে এবং দক্ষিণের সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিনকে সম্পাদক করা হয় সহিদুল ইসলামকে। ওই মঞ্চে পাঁচন্দর ইউপির কৃষকলীগ উত্তর শাখার  সভাপতি সিরাজ উদ্দিন সম্পাদক জামাল উদ্দিন টিয়া, দক্ষিণ শাখার  সভাপতি আব্দুর রব সাধারণ সম্পাদক  সোহরাব আলী।

যুব মহিলালীগের উত্তর শাখার  সভাপতি শামিমা বেগম সম্পাদক  সানোয়ারা বেগম, , দক্ষিণ শাখার সভাপতি সাজেদা বেগম, সম্পাদক ববিতা বেগম।শনিবার দুপুরের দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে সকালের দিকে অবিভক্ত পাচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজন ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী। ইউপি চেয়ারম্যান অবিভক্ত ইউপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও রেজাউল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন জাতীয় সঙ্গীত এবং জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। অতিথি হিসেবে ছিলেন, মহিলা লীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষকলীগ সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহা, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, সহসভাপতি ওহাব হোসেন লালু, তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মাদ আলী মুন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপির সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর রেজা, পাঁচন্দর ইউপি সেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল আমিন, প্রমুখ।

একই দিন শনিবার বিকেলের দিকে বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুমার পাড়া স্কুল মাঠে  ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউপির সভাপতি দয়াল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি। প্রথম অধিবেশনে বাঁধাইড় ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে কমিটির নাম ঘোষণা করা হয়। ইউপির সভাপতি হিসেবে নির্বাচিত হন চেয়ারম্যান আতাউর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষক   রবিউল হাসান। কৃষকলীগ সভাপতি করা হয় মুক্তার হোসেন,  সম্পাদক শ্রী ভঞ্জন কুমার মাহাতো। বাঁধাইড় ইউপির যুব মহিলা লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন শিরিন আকতার, সম্পাদক হিসেবে  রজনী খাতুন নির্বাচিত হন।

এসময় বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বাংলাদেশের নির্বাচন নিয়ে আগের অবস্থানেই অনড় যুক্তরাষ্ট্র: জন কিরবি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী জন কিরবি। গতকাল বুধবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে কিরবিকে প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে গত মাসে স্বচ্ছ, সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচনের বার্তা দিয়ে আসলে প্রক্রিয়া হস্তক্ষেপ এবং ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র।

এর জবাবে কিরবি জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

নির্বাচন সংক্রান্ত প্রশ্নের সঙ্গে উঠে আসে ড. ইউনূস প্রসঙ্গও। কিরবিকে প্রশ্ন করা হয়, নিউইয়র্ক টাইমসে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার শিরোনাম ছিল ‘কোয়াইটলি ক্রাশিং ডেমোক্রেসি: মিলিয়ন অন ট্রায়াল ইন বাংলাদেশ’।

এই প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে চলমান বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলা হয়েছে। বলা হচ্ছে, ড. ইউনূস ‘বিচারিক হয়রানি’র শিকার।

তার পক্ষে বার্তা দিয়েছেন ১০০ নোবেল বিজয়ীসহ ১৮০ বিশ্বনেতা। যাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনও। ড. ইউনূস নিয়ে আপনাদের অবস্থান কী?

জবাবে কিরবি নির্বাচন নিয়ে কথা বললেও ড. ইউনূস নিয়ে আলাদা করে কিছু বলেননি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ওপেনার মিরাজের সেঞ্চুরি

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ওপেনার হিসেবে মিরাজের আবির্ভাব। ২০১৮ সালের এশিয়া কাপে লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেও দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আজ আরেকটা এশিয়া কাপের মঞ্চেও আপতকালীন ওপেনার হিসেবে নেমে শত রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছেন তিনি সব পজিশনেই পারেন ব্যাট করতে।

আফগানিস্তানের সঙ্গে বাঁচা-মরার সমীকরণের ম্যাচে ওপেনার তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি একাদশে। আজও সেই মিরাজে ভরসা করল টিম ম্যানেজমেন্ট। নাঈম শেখের সঙ্গে ব্যাট করতে নামলেও একপ্রান্তে নাঈম (২৮) দ্রুত রান তুলে বিদায়ও নেন দ্রুত।

এরপর তাওহীদ হৃদয়ও ফেরেন রানের খাতা খোলার আগে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে আগলে রেখেছেন একপাশ, পূর্ণ করেন অর্ধশতক। ৬৫ বলে পঞ্চাশ পূর্ণ করে ইনিংসকে টেনে নিয়েছেন তিন অংকের রানে। 

৬টি চার ও ২ ছক্কায় শতক পূর্ণ করতে মিরাজকে খেলতে হয়েছে ১১৫ বল। এটি মিরাজের ক্যারিয়ারে দ্বিতীয় শতরানের ইনিংস। গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ জেতানো অপরাজিত শতকের ইনিংস। 

শান্ত-মিরাজের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ১৭১ বলে ১৮১ রান। শান্তও রয়েছেন শতকের পথে, অপরাজিত রয়েছেন ৮৭ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার ৪ বলে ২ উইকেটে ২৩৪ রান।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইন্দোনেশিয়ায় আজ মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির বালি সাগরসহ উপকূলীয় বালি ও লম্বক অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০১ কিলোমিটার উত্তরে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার নীচে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। এতে কোনো সুনামি সতর্কতার শঙ্কা নেই।

এছাড়া দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩