
মোঃ আব্দুল হান্নান
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা হরিপুর দাখিল মাদ্রাসার শিক্ষক গোলাম হোসেনের ছেলে মোঃ জালাল মিয়া (৪৯) ও তার ভাই রুবেল মিয়া (৩০) এর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। স্ত্রী একই গ্রামের হাজী তারা মিয়ার মেয়ে ৬ সন্তানের জননী জোসনা আক্তার গতকাল নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে প্রায় ১২ বছর পূর্বে জালাল মিয়ার সাথে জোসনার বিয়ে হয়। এ সময় যৌতুক হিসেবে নগদ টাকা সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ও স্বর্ণালংকার দেয়া হয়। জোসনার গর্ভে ৩টি মেয়ে ও ৩টি ছেলে সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই যৌতুক লোভী স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী জোসনাকে প্রায়ই অত্যাচার নির্যাতন করে আসছিল। ২৭ ফেব্রæয়ারী ২০২৩ বিকাল অনুমান ৬ ঘটিকার সময় জালাল ও তার ভাই রুবেল মিলে আবারও জোসনার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে।
জোসনা তাতে অস্বীকার করলে স্বামী জালাল মিয়া ও দেবর রুবেল মিয়া দুই ভাই মিলে জোসনাকে প্রচন্ড মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ সময় প্রতিবেশিরা এসে জোসনাকে তাদের হাত থেকে রক্ষা করে। পরে নাসিরনগর হাসপাতলে নিয়ে চিকিৎসা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। স্ত্রী জোসনার অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসি নাসিরনগর থানাকে নির্দেশ দেন। এ বিষয়ে জানতে শিক্ষক জালাল মিয়ার মোবাইল নাম্ভারে একাদিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
-খবর প্রতিদিন/ সি.বা