Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

পরকীয়ায় আসক্ত মাদ্রাসা শিক্ষক স্বামীর বিরুদ্ধে যৌতুক নির্যাতনের অভিযোগ স্ত্রীর

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা হরিপুর দাখিল মাদ্রাসার শিক্ষক গোলাম হোসেনের ছেলে মোঃ জালাল মিয়া (৪৯) ও তার ভাই রুবেল মিয়া (৩০) এর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। স্ত্রী একই গ্রামের হাজী তারা মিয়ার মেয়ে ৬ সন্তানের জননী জোসনা আক্তার গতকাল নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।



অভিযোগ সূত্রে জানাগেছে প্রায় ১২ বছর পূর্বে জালাল মিয়ার সাথে জোসনার বিয়ে হয়। এ সময় যৌতুক হিসেবে নগদ টাকা সহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ও স্বর্ণালংকার দেয়া হয়। জোসনার গর্ভে ৩টি মেয়ে ও ৩টি ছেলে সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই যৌতুক লোভী স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে স্ত্রী জোসনাকে প্রায়ই অত্যাচার নির্যাতন করে আসছিল। ২৭ ফেব্রæয়ারী ২০২৩ বিকাল অনুমান ৬ ঘটিকার সময় জালাল ও তার ভাই রুবেল মিলে আবারও জোসনার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে।



জোসনা তাতে অস্বীকার করলে স্বামী জালাল মিয়া ও দেবর রুবেল মিয়া দুই ভাই মিলে জোসনাকে প্রচন্ড মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ সময় প্রতিবেশিরা এসে জোসনাকে তাদের হাত থেকে রক্ষা করে। পরে নাসিরনগর হাসপাতলে নিয়ে চিকিৎসা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। স্ত্রী জোসনার অভিযোগটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসি নাসিরনগর থানাকে নির্দেশ দেন। এ বিষয়ে জানতে শিক্ষক জালাল মিয়ার মোবাইল নাম্ভারে একাদিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। বাইরে থেকে কেউ এসে দাবি পূরণ করে দেবে না।

আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাগপা।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদত হোসেন, এনপিপির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, নবীউল্লাহ নবী চৌধুরী, তাঁতি দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

আওয়ামী লীগকে ওয়াদা ভঙ্গকারী দল আখ্যা দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নিজেদের অধিকার নিজেদের আদায় করতে হবে। বাইরে থেকে কেউ এসে দাবি পূরণ করে দেবে না। বর্তমান সরকার দেশের অর্থনীতিকে খুবলে খুবলে খাচ্ছে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। না হলে কারও অস্তিত্ব থাকবে না।

দেশের পরিস্থিতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘শফিউল আলম প্রধান একটি সাম্য ও মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। কিন্তু আজও সেই দাবি বাস্তবায়ন হয়নি। মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এই সরকার দিচ্ছে না। কারণ, তারা তাদের মাথা বিক্রি করে দিয়েছে। আমরা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি। তারা অন্যায়ভাবে র্যা ব, পুলিশ ও দলীয় গুণ্ডা দিয়ে জনগণের আন্দোলন দমাতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, কোনো ভালো মানুষ আওয়ামী লীগে থাকতে পারেনি। মওলানা ভাসানীকে তারা বের করে দিয়েছে। আ স ম আব্দুর রব, প্রয়াত শাহজাহান সিরাজ, প্রয়াত ওবায়দুর রহমান, প্রয়াত শাহ মোয়াজ্জেম,প্রয়াত শফিউল আলম প্রধান, মাহমুদুর রহমান মান্না সবাই বেরিয়ে গেছেন। কারণ, ওই সময় তারা দুর্নীতিপরায়ণ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এখনকার আওয়ামী লীগ আরও বেশি খারাপ। তাদের বডি কেমিস্ট্রি হলো কাউকে সহ্য করতে পারে না। দুর্নীতি, চুরি তাদের বৈশিষ্ট্য।


আরও খবর



নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত জনতার হাতে আটক

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:শনিবার ২৭ মে ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান: ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. সাগর(২২)  ও মো. সোলেমান (২৪) নামে দুই ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা।পরে তাদের পুলিশ হেফাজতে দেয়া হয়।

১ লা মে  ২০২৩ রোজ সোমবার  ভোর পাঁচ ঘটিকার সময় নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রাম থেকে ডাকাতির প্রস্তুতিকালে জনতা তাদের দেশীয় অস্ত্র সহ আটক হয় করে।জানা গেছে এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে আরো পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকের  পর উত্তেজিত জনতা দুই ডাকাতকে রশি দিয়ে বেঁধে রেখে নাসিরনগর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসেন। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।

নাসিরনগর থানার ডিওটি অফিসার এস আই নুর আলম জানান,প্রাথমিক  জিজ্ঞেসাবাদে আটককৃতরা ডাকাতির প্রস্তুতির  কথা স্বীকার করে এবং তাদের সহযোগী নাসিরনগর সদরের জলফু মিয়ার ছেলে জলিল মিয়া চাপড়তলা গ্রামের ছোট্র মিয়ার ছেলে সোহেল  মিয়া, তারেক ও চান্দেরপাড়ার মোস্তফা জড়িত রয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।স্থানীয়রা জানায় তাদের মাঝে একজন গত বছর বুড়িশ্বরে মহিষ চুরি করতে গিয়েও জনতার হাতে আটক হয়।থানা সুত্রে জানা গেছে তাদের বিরোদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



গাজীপুর সিটি নির্বাচন

জাহাঙ্গীরের মা যে প্রতীক পেলেন

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম প্রতীক বরাদ্দ দিতে শুরু করেন।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন নৌকা প্রতীক। লটারির মাধ্যমে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।

এছাড়া জাতীয় পার্টির এম.এম নিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহ নূর ইসলাম রনি হাতি, গণফ্রন্টের আতিকুল ইসলাম মাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আতাউর রহমান হাত পাখা, জাকের পার্টির রাজু আহাম্মেদ গোলাপ ফুল ও স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পেয়েছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম বলেন, ‘১৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজন থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ওই ওয়ার্ডে চারজন বৈধ প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন হবে ১৫ মে। শেষ দিনে মঙ্গলবার ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মোট ৩২৪ জন প্রার্থী তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আরও খবর



পত্নীতলায় ভূমি সপ্তাহ দিবস পালিত

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ভূমি সপ্তাহ দিবস উদযাপন উপলক্ষে পত্নীতলা ভূমি অধিদপ্তর আয়োজিত সোমবার উপজেলা চত্বরে  এক রেলি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন  নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েস, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সূধীজন প্রমুখ।


আরও খবর



কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তিন দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে আজ সোনবার বিকেল ৩টায় কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আগামীকাল মঙ্গলবার থেকে ২৫ মে পর্যন্ত কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এ ফোরামে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশ্লেষকরা। বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং তা থেকে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলার পথ খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফোরামে শেখ হাসিনা ছাড়াও অতিথি হিসেবে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানি, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদান উপস্থিত থাকবেন।


আরও খবর