Logo
আজঃ সোমবার ০২ অক্টোবর 2০২3
শিরোনাম

প্রবাসী শ্রমিক নেবে ইতালি, আবেদন শুরু

প্রকাশিত:বুধবার ০৫ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ২০৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: চলতি বছরে সিজনাল (মৌসুমি) ও স্পন্সর ভিসায় অভিবাসীদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দিতে নিবন্ধন শুরু করেছে ইতালি। কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, শ্রমবাজারের চাহিদা বিবেচনায় অভিবাসী শ্রমিক নিয়োগ দিতে চায় দেশটির সরকার। গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া। 

ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেস্কো ললোব্রিজিদা বলেছেন, ইটালির ‘ফ্লো ডিক্রির’ অধীনে কত অভিবাসী শ্রমিক আনা উচিত, তা শ্রমবাজারের চাহিদা এবং তাদের সমাজে অন্তর্ভুক্ত করার ক্ষমতার ওপর নির্ভর করবে।

দেশটির রাই ট্রে টেলিভিশনের একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘শ্রমিক আনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সংখ্যা ঘোষণা করতে চায় না ইতালি। আপনি যখন ইতালিতে শ্রম শক্তি নিয়ে আসবেন, এটা খেয়াল রাখতে হবে—এসব মানুষদের যাতে সমাজে অন্তর্ভুক্ত করা যায়। যাদের সঠিকভাবে কাজে লাগানো যায় এবং একটি চুক্তির অধীনে ভালো বেতনের কাজ দেওয়া যায়।

ইতালির কৃষিমন্ত্রী আরও বলেন, ‘কোটা পদ্ধতির মাধ্যমে ইতালিতে কাজ করতে আসা শ্রমিকদের অনেকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করেন। এমন চিন্তাকে নিন্দা জানাই। অনেক ইতালিয়ান ‘সিটিজেনশিপ ওয়েজ’ বা ‘নাগরিক বেতন’ নিয়ে যেসব চাকরিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেন, সেসব চাকরিই শ্রমিকেরা করতে আসে। তাই আমি এই ধরনের একটি অসভ্য চিন্তাভাবনা প্রত্যাখ্যান করি।

কৃষিমন্ত্রী ফ্রান্সেকো ললোব্রিজিদা জানান, ইতালিতে কৃষিখাতে হাজার হাজার শ্রমিকের সংকট রয়েছে। স্থানীয় শ্রমবাজার থেকে এই ঘাটতি পূরণ করা যাচ্ছে না। ইতালির কৃষিখাতে শ্রমিকের সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত।

দেশটির কৃষকদের সংগঠন কোলদিরেত্তি’র পক্ষ থেকে জানানো হয়, তাদের আশা সরকার কৃষিখাতের জন্য এক লাখ শ্রমিক আনার অনুমতি দেবে।

এদিকে, দেশটির শ্রমবাজারের ঘাটতি মেটাতে বিদেশ থেকে কর্মী আনার আগে ইতালিতে বর্তমানে অবস্থানরত অভিবাসীদের কীভাবে কাজে লাগানো যায়, সেই চিন্তা করছে সরকার। বিদেশি কর্মী আনার বিষয়টি নির্ভর করবে দেশটিতে এই মুহূর্তে কত সংখ্যক দেশি-বিদেশি রয়েছেন, যারা সরকারের কাছ থেকে ন্যূনতম ভাতা পাচ্ছেন এবং দেশটির বিভিন্ন খাতে অবদান রাখতে পারবেন তার ওপর ভিত্তি করে। ইনফোমাইগ্র্যান্টস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, যে প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে কর্মী আনতে চাইবে, তাদের প্রমাণ করতে হবে যে, দেশে এই খাতে কর্মীর ঘাটতি রয়েছে।


আরও খবর



‌নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

‌নিজস্ব প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদা প্রস্তুত রয়েছে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবির ফোর্স সাপোর্ট উইংয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাজমুল হাসান বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দেশগঠন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বিজিবির অনবদ্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

বিজিবি মহাপরিচালক বলেন, ২২৮ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে লালিত সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। প্রতিষ্ঠার পর থেকে বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে পালন করে আসছে।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

এর আগে বিজিবি মহাপরিচালক কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এসময় বিজিবি সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ফোর্স সাপোর্ট উইংয়ের সব পর্যায়ের কর্মকর্তা ও সৈনিক উপস্থিত ছিলেন।


আরও খবর



তাহিরপুরে চাঁদাবাজদের রামরাজত্ব: চলছে নৌপরিবহন ধর্মঘট

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে একদিকে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে জমজমাট চোরাচালান, অন্যদিকে নদীপথে বৈধ কয়লা ও চুনাপাথর পরিবহণের সময় নদীপথে হচ্ছে চাঁদাবাজি। এসবের প্রতিবাদে গত ৬দিন যাবত ৩ শুল্কস্টেশনের আমদানী কারকরা তাদের কয়লা ও চুনাপাথর পরিবহণ সারাদেশে বন্ধ রেখেছে। তারপরও থেমে নেই অবৈধ পথে কয়লা ও চুনাপাথর পাচাঁর। গতকাল বুধবার (১৩ সেপ্টেম্ভর) রাত ১২টার পর থেকে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্ভর) ভোর পর্যন্ত সীমান্তের চারাগাঁও, বীরেন্দ্রনগর, বালিয়াঘাট, টেকেরঘাট, চাঁনপুর ও লাউড়গড় এলাকা দিয়ে শতাধিক ইঞ্জিনের নৌকা বোঝাই করে কয়লা ও চুনাপাথর পাচাঁর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এব্যাপারে বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের বলেন- আমরা প্রায় ৭শত আমদানী কারক রাজস্ব দিয়ে উপজেলার বড়ছড়া, বাগলী ও চারাগাঁও শুল্কস্টেশন দিয়ে বৈধ ভাবে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানী করি। সেই কয়লা ও চুনাপাথর পাটলাই নদী দিয়ে পরিবহণ করার সময় একদিকে প্রতি নৌকা থেকে খাস আদায়ের নামে ১০-১৫ হাজার ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে প্রতি নৌকা থেকে ২০ থেকে ৫০হাজার টাকা চাঁদা দিয়ে হয়। অন্যদিকে প্রতিদিন রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথর পাঁচার করে চোরাকারবারীরা আমাদের ব্যবসার ক্ষতি করছে। এসব বন্ধের ব্যাপারে প্রশাসনকে বারবার জানানোর পরও কোন সমাধান না হওয়ায়, গত শনিবার (৯ সেপ্টেম্ভর) থেকে অনির্দিষ্ট কালের জন্য ৩ শুল্কস্টেশনের বৈধ কয়লা ও চুনাপাথর পরিবহণ বন্ধ করে দিয়েছি। এছাড়াও গত রবিবার (১০ সেপ্টেম্ভর) জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আমদানী কারক রাশিদ মিয়া, শাজাহান খন্দাকার, ধন মিয়া, আবুল বাশার খান, জিয়াউর খান ও বাবুল মিয়াসহ আরো অনেকেই বলেন- তাহিরপুর থানার সাবেক ওসি আব্দুল লতিফ তরফদার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মালামাল ও নৌকা আটক করে যাদের নামে মামলা দিয়েছিলেন, সেই আসামীদের নিয়ে সিন্ডিকেড তৈরি করে গডফাদার হাবিব সারোয়ার তোতলা আজাদ নিজে ব্যবসা করছে। সেই সাথে থানা-পুলিশ, সাংবাদিক ও বিজিবির নাম ভাংগিয়ে পাচাঁরকৃত প্রতিনৌকা কয়লা ও চুনাপাথর থেকে ২৫ থেকে ৪০হাজার টাকা চাঁদা নিয়ে গত ২বছরে সে হয়েগেছে কোটিকোটি টাকার মালিক। তোতলা আজাদ ও তার সোর্স ইয়াবা কালাম, নেকবর আলী, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রতন মহলদার, কামরুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, খোকন মিয়া, রুবেল মিয়া, রফ মিয়া, সাইফুল মিয়া, লেংড়া জামাল, জসিম মিয়া ও বায়েজিদ মিয়ার নেতৃত্বে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও পাথর পাঁচার করতে গিয়ে সম্প্রতি লাকমা সীমান্তে গর্তে পড়ে ১জন ও লাউড়গড় সীমান্তে নদীতে ডুবে ১জনের মৃত্যু হয়েছে। লাকমা গ্রামের চোরাকারবারী রফিকুল ইসলাম বলেন- আমরা পাচাঁরকৃত প্রতি বস্তা কয়লা থেকে আজাদ মামাকে ২০টাকা, রাজ্জাক মামাকে ২০টাকা চাঁদা দেওয়াসহ সবাইকে ম্যানেজ করে এই কাজ করি। শুধু আমি না আরো অনেকে আছে। ওই গ্রামের একাধিক মামলার আসামী সোর্স পরিচয়ধারী রতন মহলদার বলেন- তোতলা আজাদ ভাই হল আমার এলাকার জামাই, আমাদের বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করলে কিছুই হবেনা, যত পারেন লেখতে থাকেন। এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বলেন- এই এলাকার মানুষ অবৈধ কয়লা ও চুনাপাথরের জন্য কেন এত পাগল তা বুঝিনা। তবে আমার সামনে পড়লে কাউকে ছাড়বনা। টেকেরঘাট কোম্পানী কমান্ডার ওবায়দুর বলেন- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজির বিষয় নিয়ে আমি কিছুই বলতে পারবনা। এব্যাপারে আমাদের উপরস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।


আরও খবর



নাসিরনগরে আম্বিয়া ও আহলে বায়েত স্বরণে জিকরে ইমাম হোসাইন চেহলাম মজলিস অনুষ্টিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৮১জন দেখেছেন

Image
আব্দুল হান্নান,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ৬ সেপ্টেম্ভর ২০২৩ রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা সৈয়দ হামিদ বখত ডুমন মিয়ার মাজার প্রাঙ্গনে আম্বিয়া আঃ ও আহলে বায়েত পাকপাঞ্জাতন  স্বরনে জিকরে ইমাম হুসাইন আঃ চেহলাম মজলিস অনুষ্টিত হয়েছে।সৈয়দ আহমদ বখত মতিন সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা  মুহাম্মদ মন্জুরুল ইসলাম ক্বাদেরী সাহেব খাদেম মেদেনিপুর দরবার শরীফ ভারত।

বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক ক্বাদেরী সাহেব খতিব খানকাহে ক্বাদেরিয়া সাটিয়াখোলা পাবনা।তাছাড়াও খান্দুরা হাবেলী সহ বিভিন্ন হাবেলীর  পীর মাশায়েক ও দেশ বরেণ্য আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।আখেরী মোনাজাত পরিচালনা করেন  সৈয়দ মাসুদ বখত কায়েদ সাহেব খান্দুরা দরবার শরীফ।অনুষ্টানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,দেশ বিদেশের বিভিন্ন ভক্তবৃন্দ ও তরিকাপন্থী আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।
-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



তোতলা আজাদের চোরাচালান ও চাঁদাবাজি দেখার কেউ নাই

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ১৫৩জন দেখেছেন

Image

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথর পাচাঁরের কারণে ৩ শুল্কস্টেশনের শতশত ব্যবসায়ীরা হচ্ছে ক্ষতিগ্রস্থ্য। প্রতিদিনের মতো গতকাল রবিবার (১৭ সেপ্টেম্ভর) রাত ১২টার পর থেকে আজ সোমবার (১৮ সেপ্টেম্ভর) ভোর পর্যন্ত অর্ধশতাধিক ইঞ্জিনের নৌকা বোঝাই করে জেলার বীরেন্দ্রনগর, চারাগাঁও, বালিয়াঘাট, টেকেরঘাট, চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত দিয়ে প্রায় দেড় হাজার মেঃটন কয়লা ও চুনাপাথরসহ বিপুল পরিমান চিনি, বিড়ি ও মাদকদ্রব্য পাচাঁর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক ইউপি সদস্য রাশিদ মিয়া, ধন মিয়া, ফজলু সরর্দার ও আবুল বাশার খান নয়নসহ অনেকে বলেন- তাহিরপুর থানার সাবেক ওসি আব্দুল লতিফ তরফতার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও কয়লাসহ যাদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে ছিলেন, সেই আসামীদেরকে সোর্স বানিয়ে গডফাদার তোতলা আজাদ ও তার সহযোগী নেকবর আলী প্রায় ২বছর যাবত অবৈধ ভাবে ভারত থেকে কয়লা ও চুনাপাথর পাচাঁর করে নিজেরা ব্যবসা করছে, আবার পুলিশ, সাংবাদিক ও বিজিবির নামে পাচাঁরকৃত প্রতিনৌকা থেকে ৩৫ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করে। তারা চোরাচালান ও চাঁদাবাজি করে ইতিমধ্যে হয়েগেছে কোটিপতি কিন্তু এসব দেখার কেউ নাই। এই সীমান্তের বাসিন্দা আলী হোসেন, বাবুল মিয়া, মানিক মিয়া ও রফিক মিয়াসহ অনেকেই বলেন- তোতলা আজাদ একাধিক মামলার আসামী ইয়াবা কালাম, রতন মহলদার, কামরুল মিয়া, মোক্তার মহলদার, আক্কাছ মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রফ মিয়া, সাইফুল মিয়া, আইনাল মিয়া, লেংড়া জামাল, আনোয়ার হোসেন বাবলু, রুবেল মিয়া, খোকন মিয়া, বায়েজিদ মিয়া ও জসিম মিয়াগংকে নিয়ে সিন্ডিকেড তৈরি প্রতিদিন লাখলাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চুরি করে কয়লা ও পাথরসহ মাদক পাচাঁর করলেও এব্যাপারে কেউ পদক্ষেপ নেয়না। বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের বলেন- সরকারের রাজস্ব দিয়ে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানী করে ৩ শুল্কস্টেশনের প্রায় ৭শত ব্যবসায়ী। কিন্তু রাজস্ব ফাঁকি দিয়ে প্রশাসনের সযোগীতায় প্রতিদিন শতশত মেঃটন কয়লা ও চুনাপাথর পাঁচার করাসহ চাঁদাবাজি করছে চোরাকারবারীরা। এব্যাপারে সংশ্লিস্ট প্রশাসনকে বারবার জানানোর পরও তারা পদক্ষেপ নেয়না। তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও চোরাচালান প্রতিরোধ কমিটির সদস্য রমেন্দ্র নারায়ন বৈশাখ বলেন-চোরাচালান ও চাঁদাবাজির জন্য বিজিবি দায়ী। তারা সুযোগ দেওয়ার কারণে সীমান্তে অন্যায় কর্মকান্ড হচ্ছে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানীর দায়িত্বে থাকা কমান্ডার ওবায়দুর বলেন- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি নিয়ে আমি কিছু বলতে পারবনা। এব্যাপারে আমাদের উপরস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।


আরও খবর



মোরেলগঞ্জে উন্নয়ন সহযোগীদের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন পানিই জীবন প্রকল্পের আয়োজনে ভেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা। আলোচনা সভায় বক্তৃতা করেন ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রাণীসম্পদ সহকারি কর্মকর্তা শোভন বিশ্বাস, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মো. শাহ আলম, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা আক্তার খুকি প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় সরকারি বেসরকারি দপ্তরের ৩০ জন, স্টক হোল্ডারের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন। 


আরও খবর