
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন টিয়ারায় হাজ্বী ফুল মিয়া ফাউনডেশন এর উদ্যোগে ১০০০ হাজার হতদরিদ্র অসহায় গরিব ও কর্মহীন মানুষদের মাঝে ঈফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে হাজ্বী ফুল মিয়ার নিজ বাড়িতে আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসহায় গরিব ও কর্মহীন মানুষদের মাঝে এই ঈফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, উত্র ফাউন্ডেশনের সভাপতি হাজ্বী ফুল মিয়া ও উত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী আতিকুর রহমান শিশু , বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আবু হানিফ, বিশিষ্ট ব্যাবসায়ী জাকির মাহাজন, বাছির মেম্বার, মোঃ হোসেন মিয়া,গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি আলমগীর মাষ্টার, আবু সামা, মোঃ ফারুক মিয়া,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জামাল মিয়া, মোঃ নূর মোহাম্মদ ও প্রমুখ ।
বিশিষ্ট ব্যাবসায়ী আবু হানিফ বলেন,হাজ্বী ফুল মিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে তার বড় ছেলে আতিকুর রহমান শিশু তার নিজ অর্থায়নে গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে আসছে। এবং অত্র ফাউন্ডেশন এর পক্ষ থেকে গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এবং প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন । ও প্রতি বছরের ন্যায় এবার ও অসহায় মানুষদের মাঝে ঈফতার সামগ্রী বিতরণ করেছে। তাই উনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ,ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারে।
হাজ্বী ফুল মিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আতিকুর রহমান শিশু বলেন,আমরা আমাদের ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছর ইফতার সামগ্রী বিতরণ করি । প্রতি বছরের ন্যায় এ বছর ও প্রায় ১ হাজার অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন গ্রামের অসহায় হতদরিদ্র মানুষদের কে সব সময় সহযোগিতা করতে পারি।
-খবর প্রতিদিন/ সি.বা