Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মিথ্যা অভিযোগ দাবি করে অব্যাহতি চাইলেন ড. ইউনূস

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শ্রম আইন লঙ্ঘনের মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগে অভিযোগ মিথ্যা দাবি করে অব্যাহতি চেয়েছেন ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার পর আত্মপক্ষ সমর্থনের জন্য শ্রম আদালতে উপস্থিত হয়ে তারা এ অব্যাহতি চান।

মামলায় অপর তিন আসামি হলেন- গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান। এর আগে বুধবার (৮ নভেম্বর) আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যে, শ্রম আইন লঙ্ঘনের মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে হাজির হবেন ড. ইউনূস।

তিনি বলেন, যেহেতু বৃহস্পতিবার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে তাই ড. ইউনূস আদালতে হাজির হবেন। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়নি।

শ্রম আইন লংঘনের মামলায় এরই মধ্যে চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। এ মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ হায়দার আলী ও মো. খুরশীদ আলম খান।

গত ১১ অক্টোবর মামলার বাদী শ্রম পরিদর্শক তরিকুল ইসলামকে আসামিপক্ষ জেরা শেষ করেন। গত ২২ আগস্ট এ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার পর তাকে জেরা করেন ড. ইউনূসের আইনজীবীরা। এরপর গত ৫, ১৩, ২০ ও ২৭ সেপ্টেম্বর এবং ৩ ও ১১ অক্টোবর সাক্ষীকে জেরা করেন ড. ইউনুসের আইনজীবী।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




প্রথম দিনে ‘পাঠান’র রেকর্ড ভাঙল ‘অ্যানিমেল’

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৬৩জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:মুক্তির প্রথম দিনে যে বক্স অফিসে ঝড় তুলবে ‘অ্যানিমেল’ তা হয়ত কম অনুমেয় ছিল। কারণ, এটি কোনো ছুটির দিনে মুক্তি পায়নি। সাধারণত কর্মদিবসে মুক্তি পাওয়া সিনেমাগুলো খুব একটা সুবিধা করতে পারে না।

ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ প্রথম দিনের আয়ের হিসাব প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী, এক দিনেই এই ছবি ১১৬ কোটি রুপি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা।

এই আয়ের মাধ্যমে শাহরুখ খানের ‘পাঠান’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিমেল’। প্রথম দিন বক্স অফিসে বিশ্বজুড়ে শাহরুখের পাঠান ১০৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০ কোটি টাকা) আয় করেছিল। তবে ‘জওয়ান’র রেকর্ড অক্ষুণ্ন আছে।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এর গল্প। আছে হিংস্রতাও। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া এবং তৃপ্তি দিমরি। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা।


আরও খবর



বাংলাদেশ বিদেশিদের সহযোগিতা ছাড়াই নির্বাচনে সক্ষম: রাশিয়া

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনে সক্ষম বলে মন্তব্য করেছে রাশিয়া।

শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

এর আগে, গত বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। তখন এর অংশ বিশেষ ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের ফেসবুকে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়।

পরে শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের পুরো বক্তব্য ইংরেজিতে অংশ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেন, ‘খবর পাওয়া যায় (রিপোর্টেডলি)’ যে মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলেন নেতা ওই বৈঠকে সরকারবিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন। রাষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ‘স্বচ্ছতা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্ঠা করছে এবং এ বিষয়টি আমরা অনেকবার বলেছি। আজ আমি আবার বিষয়টি নিয়ে কথা বলছি।

রুশ মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের আচরণ নগ্নভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং এটিকে ওয়াশিংটন ও তার মিত্রদের পক্ষ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার মনে কোনো সন্দেহ নেই যে, জানুয়ারি ৭, ২০২৪ এ বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী, স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে এসব নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




ভোলার লালমোহনে বোমার তৈরীর সময় বিস্ফোরণ: নিহত-১, আহত-২

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

শরীফ হোসাইন ভোলা বিশেষ প্রতিনিধি:ভোলা লালমোহনে বোমা তৈরীর কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার কারিগর বোমা মনির বয়াতি নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন তার সহযোগী ফিরোজ নামের আরো এক যুবক। সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কম্পনের সৃষ্টি হয়। চারিদিক হয়ে যায় ধুয়াচ্ছন্ন। এরপর ওই বাড়ি ও আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পায় আজাহার মাঝির বাড়ির পাশেরই একটি পরিত্যক্ত ঘরে পুরো শরীর রক্তাক্ত ও মূমুর্ষ অবস্থায় পড়ে আছে মনির বয়াতি ও তার সহযোগী ফিরোজ।

এরপর সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভোলা সদল হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু বোমার বিস্ফোরণের আঘাতে তাদের মুখম-লসহ শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে যাওয়ার কারণে আশঙ্কাজনক ভেবে ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকও তাদের দুজনকেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর বরিশাল নেয়ার পথেই ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় মনির বয়াতির মৃত্যু হয়। সাথে থাকা গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ঢাকায়। নিহত মনির ধলীগোর নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা তালেব আলীর ছেলে। আহত ফিরোজ একই ইউনিয়নের বাসিন্দা অজিউল্লাহ মাজির ছেলে। এছাড়াও জাহাঙ্গীর নামে অপর এক ব্যক্তি সামান্য আহত হওয়ারও খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির ও তার সহযোগী আহত ফিরোজ সহ একই এলাকার জাহাঙ্গীর আলম, মান্নু দালাল (কালা মান্নু), জাফর মাঝি (মোটা জাফু) এরা সবাই ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত এরা আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ওই বাড়িতে বোমা তৈরীর কারখানা বানিয়ে সেখানেই চলে আসছে তাদের মাদকের আড্ডা সহ সকল ধরনের অনৈতিক কার্যকলাপ। এলাকাবাসী আরো জানান, জাহাঙ্গীরের ভাই আবু স্থানীয় মেম্বার। ভাই মেম্বার এই সুবাদে তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। তাদের ভয়ে কেউ তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। ক্ষমতার অপব্যবহার করে তারা এই এলাকাকে জিম্মি করে রেখেছেন। তাদের কর্মকা-ে অতিষ্ঠ হয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাদেরকে হতে হয়েছে নানাভাবে হেনস্থার শিকার। এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তারা পর্যবেক্ষণ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




বাংলাদেশ দলের আবারও টিম ম্যানেজার নাফিস ইকবাল!

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপের ঠিক আগমুহুর্তে গত ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম ছেড়ে চলে যাওয়ায় কম সমালোচনা হয়নি টিম ম্যানেজার নাফিস ইকবালের। সাকিব আল হাসান না চাওয়াতেই নাকি ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তার। এমনও গুঞ্জন উঠে, তামিম ইকবালকে দল থেকে বাদ সেওয়ার খবর জানতে পেরে পদ ছাড়েন তিনি।

তবে সেসব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে আবারও জাতীয় দলের টিম ম্যানেজার পদে ফিরছেন নাফিস ইকবাল। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরনো দায়িত্ব পালন করবেন তিনি।

গত বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের টিম ম্যানেজার সাব্বির খান পদ ছেড়ে দিলে পাকিস্তান সিরিজ দিয়েই ম্যানেজারের দায়িত্ব নেন নাফিস ইকবাল। এরপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করলেও নানা সময় তার বিরুদ্ধে কথা উঠেছে।

এরজন্য দায়িত্ব থেকে নাফিসকে সরিয়ে দেওয়ার কথাও ওঠে। তবে শেষ পর্যন্ত টিকে গেলেও বিশ্বকাপের আগেই আবার বাদ পড়ে যান তিনি। বিশ্বকাপ শেষে আবারও ফিরছেন। এ যেন কানামাছি খেলা চলছে নাফিস ইকবাল আর বিসিসিবির।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে থাকা ম্যাচ দুটির প্রথমটি শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




বাগেরহাটে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাটে এক নারীকে ধর্ষনের অভিযাগে কামাল ফকির (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

গ্রেপ্তারকৃত কামাল ফকির উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের রুস্তুম ফকিরের ছেলে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামাল ফকির তার দুই সহযোগিকে নিয়ে ওই নারীর বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকায় ওই নারীকে একা পেয়ে কামাল ফকির তাকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর পরই ওই নারীর স্বামী বাড়িতে আসেন। সেখানে এসে তিনি তার স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। এসময় কামাল ফকিরসহ তার দুই সহযোগি পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে কামাল ফকিরকে গ্রেপ্তার করেছে।

অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ভিকটিমের পরিবার জানায়, প্রতিবেশী কামাল ফকির বেশ কিছুদিন ধরে ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছে। কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় কামাল ফকির সুযোগ বুঝে ওই গৃহবধুকে বসতঘরে একা পেয়ে জোরপুর্বক ধর্ষন করে।

এ ঘটনায় ভিকটিমের স্বামী কামাল ফকিরকে প্রধান আসামী করে ও সাথে থাকা দুই সহযোগির নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।

এ তথ্য নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, এক নারীকে ধর্ষনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে থানায় একটি মামলা হয়েছে। ভিকটিম নারীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃতকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।


আরও খবর