Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

মেট্রোরেল ২৬ মার্চ থেকে পুরোদমে চলবে

প্রকাশিত:মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সব স্টেশনে ট্রেন থামবে না। আগামী ২৬ মার্চ থে‌কে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে পু‌রোদ‌মে মে‌ট্রো‌রেল চল‌বে।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে সংবাদ স‌ম্মেল‌নে এ কথা জানিয়েছেন মে‌ট্রো‌রে‌লের নির্মাণকারী সরকা‌রি কোম্পা‌নি ডিএম‌টি‌সিএলের ব্যবস্থাপনা প‌রিচালক এম এ এন ছি‌দ্দিক।

তিনি জানান, আগামীকাল মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ট্রেনে ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া সুবিধা থাকছে না। সর্বোচ্চ তিন ফুট উঁচু শিশুরা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। এখন শুধুমাত্র উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন আসবে। মাঝে কোনো স্টেশনে থামবে না।  আগামী ২৬ মার্চ থেকে উত্তরা থেকে আগারগাঁও সব স্টেশনে মেট্রোরেল থামবে। আমাদের সব স্টেশন প্রস্তুত আছে।

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে।

যাত্রী চলাচলের জন্য ১০টি ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুতে চলা এই রেলে থাকছে ব্যাটারির ব্যাক আপ। যেটাকে বলা হচ্ছে এনার্জি স্টোরেজ সিস্টেম। কোনো কারণে বিদ্যুৎ বিপর্যয় হলে, তখন ট্রেনটিকে পরের স্টেশন পর্যন্ত টেনে নেবে এই ব্যাটারির শক্তি। এই প্রযুক্তিকে দক্ষিণ এশিয়ায় প্রথম বলছেন নির্মাতা জাপানি প্রকৌশলীরা।

সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা, কমলাপুর পর্যন্ত চালু হলে ভাড়া হতে পারে ১২০ টাকা। প্রথম পর্যায়ে মেট্রোরেলে যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া হবে ৬০ টাকা।


আরও খবর



ঝড়-বৃষ্টি আভাস, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আজ শুক্রবার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য দেশের নদীবন্দরগুলোতে সতর্কতা সংকেতও তোলা হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালে ২৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আরও খবর



ঠিকাদার লাপাত্তা রাস্তার খোয়ার ধূলায় অতিষ্ঠ পথচারীরা নানা রোগে আক্রান্ত

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মুল রাস্তার কাজ ফেলে রেখে লাপাত্তা দিয়েছেন ঠিকাদার বলে অভিযোগ উঠেছে। পিচ ঢালা রাস্তা, পুরাতন খোয়া পাথর উল্টিয়ে উধাও হয়েছেন ঠিকাদার। প্রচন্ড খরতাপে ও পানি না দেওয়ার কারনে লালচে খোয়ার ধূলাই চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারীরা। সাদা পোশাক পরা অবস্থায় ওই রাস্তায় যাওয়া মানেই লালচে আকার ধারন করা। তানোর টু রাজশাহী রাস্তার কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসী পাড়া  ২ কিলোমিটার ও কালিগঞ্জ মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২ শো কিলোমিটার রাস্তার এমন করুন অবস্থা হয়ে পড়ে রয়েছে। ফলে দ্রুত রাস্তা দুটিতে পিচ ঢালাই  শেষ করার দাবি উঠেছে জোরালো ভাবে।

জানা গেছে, গত কয়েক মাস আগে উপজেলা বাসির শহরে যোগাযোগের মুল রাস্তা।  রাস্তাটির পিচ খোয়া উল্টিয়ে ডাবলু বিএম করে রাখা হয়েছে। কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসিপাড়া মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি এখন যে চরম অস্তির কারন হয়ে পড়েছে। কারন রাস্তায় তিল পরিমান পানি দেওয়া হচ্ছে না। ছোট বড় যান চলা মাত্রই ধূলায় একাকার হয়ে পড়েছে।
পথচারী মুসলেম, শাওন, টুটুল, দেলোয়ারসহ অনেকে জানান, দীর্ঘ প্রায় ২ মাস ধরে পড়ে আছে। ট্রাক বাস যাওয়া মাত্রই লালচে ধূলায় আরো কোন গাড়ী নিয়ে যাওয়ার উপায় নেই। বাস, ট্রাক যাওয়ার আধা ঘন্টা পর রাস্তাটি দিয়ে চলাচল করা যায়। রাস্তার দূ ধারে ধানের সবুজ পাতা লালচে হয়ে পড়েছে। দেখে মনে হবে লাল ধান রোপন হয়েছে।

গাগরন্দ মোড়ের ব্যবসায়ী সাজ্জাদ বলেন, রাস্তার ধূলার কারনে দোকান বন্ধ রাখতে হচ্ছে। শুধু তাই না গাগরন্দ প্রাথমিক স্কুলে শিক্ষার্থীরা আসছেনা। দিনরাত সমান তালে চলে ছোট বড় মাঝারি যানবাহন। রাস্তার পার্শ্বের ঘর বাড়ির দেয়াল লালচে হয়ে পড়েছে। পিচ দিতে দেরি হলেও নিয়োমিতপানি দিলে এত ধূলা উড়তো না। আর খোয়ার ধূলা নাক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে সর্দি কাশিতে আক্রান্ত হয়ে  পড়েছেন অনেকে। উপজেলার সকল কর্মকর্তা এরাস্তা দিয়ে দুবেলা শহরে যাতায়াত করেন। তারপর কোন নজরদারি নেই।ওই এলাকার জনসাধারণ জানান, দ্রুত রাস্তার পিচ ঢালায় শেষ না হলে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে।রাস্তার কাজ করছেন শহরের ঠিকাদার লিটন।সে জানায় ২ কিলোমিটার রাস্তার বিপরীতে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ। কিন্তু সবকিছুর বাড়তি দাম প্রচুর লোকসান হচ্ছে। তবে অল্প দিনের মধ্যে কাজ শেষ করা হবে।এদিকে কালিগঞ্জ হাটের মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২০০ মিটার রাস্তটিও ডাবলু বিএম করে রাখার কারনে খোয়ার ধূলায় অতিষ্ঠ জনসাধারন। রাস্তার দূপাশে বোর ধান রোপন করা আছে। ধানের পাতা লাল হয়ে পড়েছে। 

রাস্তার কাজটি করছেন শহরের ঠিকাদার বোরহান। তিনি জানান, ডাবলু বিএম করে রাখতে হয়। তাহলে রাস্তা টিকসই হয়। রাস্তার কাজ মানেই লোকসান। তারপরও করতে হবে। ২২ শো মিটার রাস্তার বিপরীতে প্রায় ৯০ লাখ টাকা বরাদ্দ।৪২ শো মিটার রাস্তা এখন গলার কাটা হয়ে পড়েছে পথচারীদের কাছে।উপজেলা প্রকৌশলী বলেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করার জন্য এবং  নিয়োমিত পানি দিতে বলা হয়েছে। কিন্তু পানি দেয় নি। কাজ শিডিউল অনুযায়ী বুঝে না পেলে বিল দেওয়া হবে না।মেডিকেলের এক চিকিৎসক বলেন, খোয়ার ধূলা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য মারাত্মক ক্ষতিকর খোয়ার লালচে ধূলা এবং  শিশুদের জন্য আরো ভয়ংকর। জনবহুল রাস্তা দ্রুত কাজ শেষ করতে হবে, না হলে নিয়োমিত পানি দিতে হবে। এধূলার কারনে সর্দি কাশি ও শ্বাসকষ্টের রোগী বেড়ে গেছে।

আরও খবর



দূর্দান্ত সব অফার নিয়ে এলো স্যামসাংয়ের ঈদ ক্যাম্পেইন ‘জমজমাট খুশির হাট’

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকআসন্ন ঈদ-উল-আযহার আনন্দকে আরো বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য দূর্দান্ত সব অফার নিয়ে এসেছে শীর্ষ অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড স্যামসাংয়ের বিশেষ ঈদ ক্যাম্পেইন – জমজমাট খুশির হাট! আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক, গিফট বক্স এবং এক্সচেঞ্জ অফার-সহ নানা সুবিধা দিয়ে গ্রাহকদের ঈদের প্রস্তুতিকে আরো সুন্দর করে তুলতে চালু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ জুন পর্যন্ত।

জমজমাট খুশির হাট ক্যাম্পেইনের আওতায় স্যামসাংয়ের বিভিন্ন মডেলের ফ্রিজ, টেলিভিশন, এবং ওয়াশিং মেশিন কিনে গ্রাহকরা চমৎকার অফারগুলো উপভোগ করতে পারবেন। ক্রেতারা রেফ্রিজারেটর, টেলিভিশন এবং ওয়াশিং মেশিনের নির্ধারিত মডেল ক্রয়ে যথাক্রমে ৯ হাজার, ১১ হাজার এবং ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন৷ এক্সচেঞ্জ অফারে স্যামসাং ফ্রিজে ২৩ হাজার, টেলিভিশনে ২০ হাজার এবং ওয়াশিং মেশিনে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ সুবিধা থাকছে। চলতি অফারে স্যামসাংয়ের অন্যতম জনপ্রিয় ৭০০ লিটারের RS72 সাইড বাই সাইড রেফ্রিজারেটরের দাম ১ লক্ষ ৭৫ হাজার ৯ শ’ থেকে কমে মাত্র ১ লক্ষ ৪৯ হাজার টাকায় এবং ওয়াশিং মেশিন মডেল (WA13J5)-এর দাম ৬৩ হাজার ৯ শত টাকা থেকে কমে মাত্র ৫৫ হাজার ৯ শত টাকায় নেমে এসেছে। সেই সাথে, স্যামসাংয়ের ৪৩-ইঞ্চি BU8000 টেলিভিশনের ক্রেতাদের জন্যও থাকছে ১১ হাজার টাকার আকর্ষণীয় মূল্যছাড়।

রেফ্রিজারেটর ক্রেতারা ক্যাম্পেইনের আওতায় ৮ আইটেমের ফুড স্টোরেজ বক্স এবং সুদৃশ্য পানির গ্যালন সম্বলিত একটি চমৎকার গিফট বক্স উপহার পাচ্ছেন।  ক্যাম্পেইন চলাকালীন, স্যামসাং কোনো চার্জ ছাড়াই হোম ডেলিভারি, ইন্সটলেশন এবং হোম সার্ভিস সুবিধা দিচ্ছে। সেই সাথে থাকছে নির্ধারিত মডেলের অ্যাপ্লায়েন্সে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা, সুতরাং নিজ সুবিধামত কিস্তিতে অর্থ প্রদানের সুযোগ চাইলে সামস্যাংয়ের সেরা মানের অ্যাপ্ল্যায়েন্স কেনার এটিই সেরা সুযোগ!

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ঈদ-উল-আযহাকে সামনে রেখে নতুন এই ক্যাম্পেইন নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, গ্রাহকরা স্যামসাংয়ের এই আকর্ষণীয় অফারগুলো উপভোগ করবেন এবং প্রযুক্তি ক্ষেত্রে স্যামসাংয়ের প্রতিশ্রুত বিশ্বমানের উদ্ভাবনী অভিজ্ঞতা লাভ করবেন”।

আগ্রহী গ্রাহকরা দেশজুড়ে স্যামসাংয়ের অনুমোদিত বিক্রয়কেন্দ্র সমূহ থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পছন্দসই স্যামসাং রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশনার, এবং এয়ার পিউরিফায়ার কিনতে পারবেন ।


আরও খবর



তানোর পরিক্ষা কেন্দ্র অনিয়ম কর্মকান্ডে তিন শিক্ষককে শোকজ

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০০জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরিক্ষায় অনিয়ম ও ডিউটি না থাকার পরও নিজ পরিক্ষার্থী সুবিধার কারনে তিন শিক্ষক কে শোকজ করেছেন ওই কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলে নিশ্চিত করেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আলতাব হোসেন। গত ১০ মে গত  বুধবার অংক পরিক্ষায় অনিয়মের ঘটনা ঘটে। পরের দিন বৃহস্পতিবার তিন শিক্ষক কে শোকজের নোটিশ দেওয়া হয়। ফলে শিক্ষক দের এমন অনিয়মের খবর ছড়িয়ে পড়লে শিক্ষক  ও কেন্দ্র সচিব আলতাবের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন শিক্ষক মহল।

জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত বুধবার অংক পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা চলাকালীন তালন্দ স্কুলের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন ডিউটি না থাকলেও নিজ স্কুলের ও তার প্রাইভেট পরিক্ষার্থীদের নানা ভাবে সুযোগ সুবিধা দিচ্ছিলেন। এমন সময় কেন্দ্রের ট্যাগ অফিসার বা দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন হাতেনাতে ধরে ফেলেন। ধরে শিক্ষক আনোয়ারকে বহিস্কার করতে চাইলে তিনি বলেন আমি ডিউটিরত না, কেন্দ্রের দায়িত্বে আছি। 

এদিকে পরিক্ষা চলা অবস্থায় ডিউটি রত হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক  আব্দুল লতিফ ও তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের  শিক্ষক  মশিউর রহমান পরিক্ষার্থীদের নানা ভাবে সুযোগ সুবিধা ও একই সেট এবং  অনিয়মের ঘটনা ধরে ফেলেন। হাতেনাতে প্রমান পেয়ে তিন শিক্ষক কে শোকজ করেছেন ট্যাগ অফিসার।তবে তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ডিউটি ছিল না। কেন্দ্রে থাকার কারনে শোকজ করেছে, জবাব দেওয়া হবে।হাতিশাইল স্কুলের প্রধান শিক্ষক আইনাল হক বলেন, শোকজের বিষয়ে বলতে পারব না।ওই স্কুলের এক কর্মচারী জানান, শোকজের জবাব দিয়েছে, আর আব্দুল লতিফ বাগমারার এক কলেজে যোগদান করবেন।

কেন্দ্র সচিব তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলতাব হোসেন বলেন, শোকজের কাগজ ইমেলে দিয়েছে, এখনো দেখিনি। আগামী রবিবার জবাব দেওয়া হবে। ঘটনা সম্পর্কে আমি খুব একটা জানিনা। পরিক্ষা চলা অবস্থায় অফিস রুমে তিনজন বসে ছিল। আমি অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন এরা নানা অনিয়ম করেছে সেটা হাতেনাতে প্রমান পাওয়ায় তাদেরকে ডিউটি দেওয়া যাবে না। পরের দিন বলেছে শোকজ করা হয়েছে। শোকজের কাগজ আমার ইমেলে দিয়েছে। এর আগে নাকি কামারগাঁ স্কুলের বিএসসি শিক্ষক এমন ঘটনা ঘটিয়েছিল জানতে চাইলে তিনি অস্বীকার করেন।

একাধিক শিক্ষক রা জানান, তালন্দ কেন্দ্রে নিরব নকল চলে এবং কেন্দ্র সচিবের মদদেই সবকিছু  হয়। যে দিন যে পরিক্ষা হবে ওই বিষয়ের শিক্ষক কে ডিউটি দেওয়া যাবে না। অংক পরিক্ষারর দিন বিএসসি শিক্ষক আনোয়ার কিভাবে কেন্দ্রে গেল। অবশ্যই সচিবের ইন্ধন রয়েছে। শুধু শিক্ষক না সাথে কেন্দ্র সচিবকেও শোকজ করা দরকার।

কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলেন, পরিক্ষা চলা অবস্থায় দুইজন ডিউটিরত শিক্ষকের অনিয়ম এবং বিএসসি শিক্ষক অনৈতিক ভাবে ক্ষমতার দাপটে কেন্দ্রে প্রবেশ করে নানা অনিয়মের জন্য শোকজ করা হয়েছে। এবিষয়ে বোর্ডেও শোকজের কাগজ দেওয়া হয়েছে, তারা কি জবাব দিচ্ছে বা দিবে তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এমনকি সন্তোষ জনক জবাব না হলে কঠোর ব্যবস্থা গ্রহন বা  গ্রহনের জন্যে বোর্ডকে অবহিত করা হবে।

আরও খবর

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩




কোনো প্রার্থীকে জিতিয়ে বা হারিয়ে দেওয়া আমাদের দায়িত্ব নয়: সিইসি

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়। আমাদের দায়িত্ব ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে সবচেয়ে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা অতি প্রয়োজন। আর শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। আপনারা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।

সিইসি বলেন, ‘মানুষের মধ্যে আস্থা থাকতে হবে। নির্বাচনে কোনরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ভোটাররা যেন সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক ও খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।


আরও খবর