Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

মেসির ভাই বার্সা প্রেসিডেন্টকে লাথি মারতে চান !

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ২০০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি একবার নয়, একাধিকবার বলেছিলেন, তিনি তার ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করতে চান। তবে শেষ পর্যন্ত তেমনটি আর হয়নি। সমর্থকদের কাঁদিয়ে বার্সা ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকা।

কাতালান জায়ান্টদের হয়ে মেসি ১০টি লিগ ও চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি প্রচুর ব্যক্তিগত পুরস্কারও জিতেছেন। তবে মেসির বিদায়টা সুখকর হয়নি। ২০২১ মৌসুমে লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমার নীতির কারণে মেসিকে ধরে রাখতে পারেনি বার্সেলোনা। সে সময় ক্লাবটির পক্ষ থেকে এমন দাবিই করা হয়েছে।

সম্প্রতি মেসির সাবেক ক্লাব বার্সেলোনাকে নিয়ে চোটেছেন তারই ভাই মাতিয়াস মেসি। তার দাবি, মেসি বার্সায় যোগ দেওয়ার আগে দলটিকে কেউ চিনত না! মূলত তার ভাইকে বার্সা ভালোভাবে বিদায় দিতে পারেনি আর সে কারণেই ক্ষোভটা ঝেড়েছেন।


বর্তমানে পিএসজিতে খেলা মেসিরা দুই ভাই, এক বোন। লিওনেল মেসি, রদ্রিগো মেসি, মাতিয়াস মেসি ও মারিয়া সোল মেসি। যেখানে মাতিয়াসের ছেলে টমি ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘টুইচ’-এ নিজের বাবা ও অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। আর সেখানে বার্সেলোনার প্রসঙ্গ উঠতেই কাতালান ক্লাবটিকে ধুয়ে দেন মাতিয়াস।

এ নিয়ে মাতিয়াস বলেন, ‘মেসির জন্যই সবার কাছে এতটা পরিচিতি পেয়েছে বার্সেলোনা। তার আগে তাদের কেউ চিনত না। বার্সেলোনায় গিয়ে কেউ জাদুঘর দেখে থাকলে দেখবেন সেটার পুরোটা মেসির।’

তিনি আরও বলেন, ‘আমরা (মেসি) বার্সেলোনায় ফিরব না। আর যদি ফিরি তাহলে ভালোভাবে সবকিছু পরিষ্কার করেই ফিরব। তার মধ্যে (বার্সার বর্তমান প্রেসিডেন্ট) হোয়ান লাপোর্তাকে লাথি মেরে বের করব, তার কৃতজ্ঞতা বোধ নেই মেসি বার্সাকে যা যা দিয়েছে, সেসবের জন্য।’

সমর্থকদেরও দুষেছেন মাতিয়াস। বিশ্বাসঘাতক ভক্তরা বলেই মনে করেন মেসির ভাই, ‘কেউ তাকে (বার্সা ছাড়ার সময়) সাহায্য করেনি। ওদের (সমর্থক) উচিত ছিল রাস্তায় নেমে পড়া, লাপোর্তাকে বিদায় করে মেসিকে রেখে দেওয়া। কাতালানরা বিশ্বাসঘাতক। মা একবার লিওনেলকে বলেছিল, ওরা তোমাকে রোনালদিনিওর মতো ভোগাবে।’

মেসির ভাইয়ের এমন মন্তব্যে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। যদিও পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমাও চেয়েছেন মাতিয়াস, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যা বলেছি, সে বিষয়ে আমি নিজের অবস্থার পরিষ্কার করতে চাই। ছেলে এবং তার বন্ধুদের সঙ্গে মজা করেছি। বার্সার মতো এত বড় ক্লাবকে নিয়ে আমি কীভাবে এমন ভাবতে পারি, যারা লিও ও আমার পরিবারকে অনেক কিছুই দিয়েছে। কাতালুনিয়া আমাদের কাছে দ্বিতীয় ঘরের মতো। এটা সবাই জানে। আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থনা করছি। বিশেষ করে বার্সার সমর্থকদের কাছে। শেষে শুধু এতটুকুই বলতে চাই, আমার সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই আছে।’


আরও খবর



পত্নীতলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা ও অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : "রুখবো দুর্নীতি. গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে - নওঁগা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি পত্নীতলার আয়োজনে সোমবার পত্নীতলা উপজেলা অডিটেরিয়াম হল রুমে উপজেলার আট টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন নওগাঁর উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, পত্নীতলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা শিক্ষা অফিসার এ টি এম জিল্লুর রহমান, দুর্নীতি দমন কমিশন নওগাঁর  উপ সহকারী পরিচালক আল মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক মন্ডলীর সদস্য  সহকারী সমাজ সেবা অফিসার সহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডল, তসলিম উদ্দিন মিয়া, বাবু অজিত কুমার রায় সহ অন্যান্য সুধীজন প্রমূখ । পরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী চাম্পিয়ন গ্রুপ নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রানার্স আপ গ্রুপ গাহন উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ বক্তা গাহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কবিতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও খবর



রিজার্ভ দিয়ে ৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব: অর্থমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৯.৯৭ বিলিয়ন ডলার। এ রিজার্ভ দিয়ে প্রায় চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে দারিদ্র্যের হার ২০০৫ সালে ছিল ৪০ শতাংশ, যা ২০২২ সালে ১৮.৭ শতাংশে নেমে এসেছে। একই সময়ে অতি দারিদ্র্যের হার ২৫.১ শতাংশ থেকে তিন-চতুর্থাংশ কমে ৫.৬ শতাংশ হয়েছে। ২০০৭-০৮ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ৬.১ বিলিয়ন ডলার। যা দিয়ে ৩ মাসের আমদানি ব্যয় মেটানো যেত। বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৯৭ বিলিয়ন ডলার, যা সাড়ে চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট।

তিনি আরও বলেন, বাজেটের আকার ২০০৭-০৮ অর্থবছরের ৭৯ হাজার ৬১৪ কোটি টাকার তুলনায় সাড়ে নয়গুণের বেশি বাড়িয়ে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। করবহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০ হাজার কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৩ হাজার ৯০০ কোটি টাকা। বাজেটে মোট ঘাটতির পরিমাণ (অনুদান ছাড়া) ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। অনুদানসহ এ ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। বিশাল এ ঘাটতি পূরণে সরকার কোন খাত থেকে কত টাকা ঋণ নেবে তারও একটি ছক তৈরি করা হয়েছে।


আরও খবর



১০ দিন পর পৃথিবীতে ফিরে এলেন সৌদি নারী নভোচারী

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:টানা ১০ দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীর বুকে ফিরে এসেছেন সৌদির নারী নভোচারী রায়ানা বারনাউই ও তার তিন সহচারী। তাদের বহনকারী স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার মেক্সিকো উপসাগরের উপকূলীয় শহর পানামা সিটিতে অবতরণ করে। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরতে তাদের সময় লাগে দীর্ঘ ১২ ঘণ্টা।

আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ফ্লোরিডাতেই ফেরেন তারা।

এর আগে গত ২০ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে মহকাশের উদ্দেশ্যে পাড়ি জমান তারা। মহাকাশে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১০ দিন বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান এ নভোচারীরা।

রায়ানার সঙ্গে একই রকেটে মহাকাশে গিয়েছিলেন সৌদির পুরুষ নভোচারী আলী আল-কুরনি, জন সেফনার ও নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন।

এদিকে পৃথিবীতে অবতরণের পর রায়ানাসহ বাকি তিন নভোচারীকে হেলিকপ্টারে করে প্রথম গন্তব্যে নিয়ে যাওয়া হয়।মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছেন, এ চারজনের পরবর্তী গন্তব্য হলো ক্যাপ ক্যানাভেরাল। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সেখানে বিমানে করে যাবেন তারা।

এই মহাকাশযাত্রার আয়োজক হিউস্টনভিত্তিক কোম্পানি ‘এক্সিওম স্পেস’। তাদের সার্বিক সহযোগিতা করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ। যাত্রা দলটির নেতৃত্ব দেন নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন। মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো মার্কিন নভোচারীর রেকর্ড এখনও তার দখলে।

যদিও সৌদি আরবের এটি প্রথম মহাকাশ অভিযান নয়। ১৯৮৫ সালে প্রথম মহাকাশে যান সুলতান বিন সালমান বিন আব্দুলআজিজ। তিনি বিমান বাহিনীর পাইলট ছিলেন। আমেরিকার একটি মহাকাশ অভিযানে অংশ নেন তিনি।


আরও খবর



শিক্ষক প্রতি ৩ হাজার টাকা যাকাত আদায়!

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:প্রথমে ঘোষনা ছিল শিক্ষক প্রতি ২ হাজার টাকা করে যাকাত দিতে হবে। কিন্তু উপজেলা সুপার ভাইজারের ক্ষমতার কারনে ৩ হাজার টাকা করে যাকাত দিতে বাধ্য  রাজশাহীর তানোর উপজেলার ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক প্রাক প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের। শুধু নিজেদের দিলে হবে না এলাকার ধনাঢ্যদের কাছ থেকে ও ফিতরা পর্যন্তও আদায়ের নির্দেশ দেন সুপার ভাইজার মাহমুদুল্লা। এতে করে শিক্ষক রা চরম বেকায়দায় পড়েছেন। ফলে এসব নিয়ে সরেজমিনে তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।জানা গেছে, গত পবিত্র রমজান মাসে উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ২ হাজার টাকা করে যাকাত দেওয়ার নির্দেশ দেন জেলা ও উপজেলা সুপারভাইজার। কিন্তু শিক্ষক রা ৫ মাস ধরে বেতন পাননি। কিন্তু যাকাতের ২ হাজার টাকা দিতেই হবে। যে দিবেনা তাকে চাকুরীচ্যুত করার হুমকিও দেন সুপার ভাইজার মাহমুদুল্লাহ।

বেশকিছু শিক্ষক রা জানান, রমজান মাসে এমন নির্দেশনা দেওয়ার পর আমরা সাব জানিয়ে দিয়েছিলাম বকেয়া বেতন ও ঈদ বোনাস না পেলে যাকাতের টাকা দেওয়া অসম্ভব। মাসে ৫ হাজার টাকা করে বেতন। বকেয়া বেতন ও যত সামান্য বোনাস পাওয়ার পর ২ হাজারের পরিবর্তে ৩ হাজার টাকা করে আদায় করা হয়েছে। এমনকি টাকা নেওয়ার পর পছন্দের শিক্ষক কে রশিদ দিয়েছে, আবার কাউকে দেয়নি।এক শিক্ষক নাম প্রকাশ না করে জানান, সুপার ভাইজার মাহমুদুল্লাহ বলেছেন এসব নিয়ে সাংবাদিকরা ফোন দিয়েছে এবং খবরও প্রকাশ হয়েছে, যে শিক্ষক সাংবাদিকদের তথ্য দিয়েছে কোন সময় ধরা পড়লে চাকুরী হারাতে হবে এবং তার কপালে দু:খ্য আছে। সে ক্ষমতার প্রচুর দাপট দেখায়। শিক্ষক দের সাথে খারাপ আচরনও করেন।

উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষক রয়েছে ১১০ জন। প্রতি শিক্ষক ৩ হাজার টাকা করে যাকাত দিতে হবে এবং সমাজে বিত্তবান দের কাছ থেকে যাকাত আদায় করতে হবে। শিক্ষক প্রতি ৫-৬ হাজার টাকা যাকাত আদায়ের টার্গেট দেওয়া হয়েছে। চাকুরী হারানোর ভয়ে সবাই ৩ হাজার টাকা করে যাকাত দিয়েছেন।যাকাতের টাকা উত্তোলনের দায়িত্বে থাকা মডেল লাইব্রেরিয়ান রুহুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলা থেকে ৪ লাখ টাকা যাকাত তুলে সরকারী যাকাত ফান্ডে জমা দিতে হবে। কার নির্দেশে শিক্ষক প্রতি ২ হাজার টাকা যাকাত দিতে হবে জানতে চাইলে তিনি জানান, মন্ত্রনালয়ের চিঠি আছে, স্যারেরা নির্দেশ না দিলে কেন তুলব। শুধু তাই না ২৭ রমজানের মধ্যে টাকা জমা করতে হবে।উপজেলা সুপার ভাইজার মাহমুদুল্লাহ বলেন, সরকারী নির্দেশে যাকাত আদায় করা হয়েছে, শুধু যাকাত না ফিতরাও তুলার  কথা বলেছি।জেলা সুপারভাইজার, হুমায়ন জানান,শিক্ষক দের এভাবে নির্দেশ দেওয়া হয়নি। তাদেরকে সমাজে যারা যাকাত দেয় তাদের কাছ থেকে তুলতে বলা হয়েছে। উপজেলা সুপার ভাইজার ফিতরা তোলার কথাও বলেছেন এটা কি এভাবে তোলা যায় জানতে চাইলে তিনি জানান, এটা সম্পূর্ণ বাড়তি কথা।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল তানোরে শিক্ষক প্রতি ২ হাজার টাকা যাকাত আদায়ে চাপ শিরোনামে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়।

আরও খবর



ইভিএমে ভূত-পেত্নী দেখতে পেলে আদালতে যান: সিইসি

প্রকাশিত:বুধবার ০৭ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কেউ ভূত-পেত্নী দেখে থাকলে আদালতে যেতে বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে সংশয় থাকলে আদালতে যান। আমাদের বলবেন না। আমরা ইভিএমে ভূত-পেত্নী দেখিনি। আপনারা দেখতে পেলে আদালতে যান। ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালতে পেশ করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না। এটি একটি স্বাধীন সংস্থা।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন আচরণ বিধিমালা প্রার্থীদের মেনে চলতে হবে। তা না হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহীর পুলিশ সুপার মাসুদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান, রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।


আরও খবর