‘ল্যাভরভের বক্তব্যে স্পষ্ট, বড় শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশ’
একরামুজ্জামানকে মাঠে পেয়ে নেতাকর্মী সমর্থকদের বাঁধভাঙ্গা উচ্ছাস
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ নেই’
শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
মির্জা ফখরুল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন

আদালত প্রতিবেদক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেতে এবার হাইকোর্টে আবেদন করেছেন। রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তিনি কারাগারে আছেন।
রোববার সকালে বিএনপির আইনজীবীরা মির্জা ফখরুল পক্ষে এ জামিন আবেদন জমা দেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে। এর আগে গত ২২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ২৮ অক্টোবর (শনিবার) বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বৈধ, রিট খারিজ
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
মির্জা ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট, রুল জারি
বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩
মধুপুর-ধনবাড়ী আসনে পঞ্চমবারের মতো নৌকার মাঝি হলেন কৃষি মন্ত্রী

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে ৫ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। রোববার (২৬নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।এবার টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৪টি আসনে বর্তমান এমপিদের কপাল পুড়েছে। গোয়েন্দা (ডিএসবি ও এনএসআই) একাধিক সংস্থার গোপনে চূড়ান্ত জরিপ শেষে শেখ হাসিনা টাঙ্গাইলের তালিকা তৈরি করেন।
তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও সফল কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।এবার দিয়ে তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেলেন। ২০০১ সালে ড. আব্দুর রাজ্জাক এই আসনে বিজয়ী হওয়ার পর থেকে আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।তিনি বিগত দিনে মধুপুর ও ধনবাড়ি উপজেলাকে একটি আধুনিক ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলেছেন।
ইতিমধ্যে তিনি মধুপুরে স্টিল রাইস সাইলো, বহুল আলোচিত ইকো পার্ক, ম্যাটস্ সহ আরও অনেক প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন।তিনি মধুপুরবাসীকে ফিলিপাইন থেকে উন্নত জাতের আনারস এমডি-২ উপহার দিয়েছেন যা বর্তমানে কৃষক আবাদ করে ব্যাপক লাভবান হচ্ছে। কৃষকের ধান আবাদে খরচ কমাতে তিনি অর্ধেক দামে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন। তিনি উন্নত ও বেশি ফলনশীল জাতের ধানের বীজ কৃষকের মাঝে বিতরণ করেছেন।
মধুপুর ধনবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট তিনি পাকা করে দিয়ে মানুষকে জনদূর্ভোগ থেকে রক্ষা করেছেন।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মধুপুর ধনবাড়ীবাসী আবারও ড.আব্দুর রাজ্জাক এমপিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পেয়েছেন। আগামী ৭জানুয়ারী মধুপুর ধনবাড়ীবাসী বিপুল ভোটের মাধ্যমে তাকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন এমনটাই প্রত্যাশা সকলের।
-খবর প্রতিদিন/ সি.ব
ফরিদপুরে কমেছে পেয়াজের ঝাঝ,ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
মধুপুর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দৈনিক ও পাইকারি বাজারে অভিযান
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল শুরু

নিজস্ব প্রতিবেদক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা বিএনপির ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সারাদেশে এই হরতাল পালন করবে বিএনপি।
এর আগে, সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী সারাদেশে বুধবার (২৮ নভেম্বর) অবরোধ ও বৃহস্পতিবার (২৯ নভেম্বর) হরতালের ঘোষণা দেন।
তিনি বলেন, বিএনপি সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।
এদিকে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পূর্বঘোষিত হরতালের কর্মসূচি পালনে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন আগামীকাল (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
রিজভী বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে এই শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করছে। সরকারের রক্তচক্ষু, চোখ রাঙানি, গ্রেপ্তার অভিযান, নিষ্ঠুর দমন-পীড়নের মধ্যেও অকুতোভয়ে নেতাকর্মীরা তাদের দুরন্ত মিছিল অব্যাহত রেখেছে।
রিজভী উল্লেখ করেন, বিএনপি ও সমমনা দলগুলোর চলমান কর্মসূচি সংলাপহীন সত্যের অবমাননার প্রতিবাদে, সমাজে দুর্বিনীত বর্গীরাই এখন পরম অতিথি-এদের বিরুদ্ধে এবং পদলেহীদের দেশ নিলামের প্রতিবাদে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং বিএনপির মহাসচিবসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সকলে এগিয়ে আসুন।
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, শুধু সোমবারি সারাদেশে দলটির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত সারা দেশে ৪ হাজার ২শর বেশি নেতা-কর্মী গ্রেপ্তার এবং ১৩৮টি মামলায় ১৬ হাজার ১২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ছয় সদস্য গ্রেপ্তার
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
মির্জা ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট, রুল জারি

আদালত প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এর জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মির্জা ফখরুলের করা জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ১৭ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। এর আগে, এ মামলায় অধস্তন আদালতে দুইবার মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।
এরপর ২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ।
পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নিম্ন আদালতে কয়েক দফায় নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে এই জামিন আবেদন করেন।
১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
রূপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ছয় সদস্য গ্রেপ্তার
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
নওগাঁয় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রিংকু হত্যা মামলায় অবশেষে বাবা-ছেলে গ্রেফতার

এম এম হারুন আল রশীদ হীরা নওগাঁ:নওগাঁয় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রিংকু হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে অবশেষে আলাউদ্দিন মন্ডল (৫০) ও নাঈম হোসেন মন্ডল (২৪) নামে বাবা-ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার (২ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাটিয়াকুরি গ্রামের আলাউদ্দিনের ছেলে নাঈম মন্ডল ও সহযোগি হিসেবে একই গ্রামের মৃত আবদুল আজিজ মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল।
মামলা ও থানা সুত্রে জানা যায়, নিহত রিংকু হত্যা মামলায় গত বৃহস্পতিবার দিবাগত-রাতে রাজশাহীর পবা থানা ও জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক অভিযান চালিয়ে বাবা ও ছেলে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত রিংকু ও গ্রেফতারকৃত প্রেমিক নাঈমের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কে পরিবার বাধা হয়ে দাঁড়ালে গত সোমবার (২৭ নভেম্বর) সকালে তারা কোর্ট ম্যারেজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি অটো রিক্সায় করে রাজশাহী কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় দু'জনের মধ্যে নওগাঁ কোর্টে অথবা রাজশাহী কোর্টে যাওয়া নিয়ে তর্ক বিতর্ক আর ধস্তাধস্তির এক পর্যায়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চকগৌড়ি এলাকায় চলন্ত অটোরিক্সা থেকে রিংকু পড়ে যায়। সেখানে তিনি মাথা ও হাত পায়ে গুরুতর আহত হয়। তাকে বাঁচানোর জন্য প্রেমিক নাঈম দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রিংকুর অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় নাঈম ভয় পেয়ে তার বাবা আলাউদ্দিনের সাথে আলোচনা করলে তার বাবা রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে দ্রুত অ্যাম্বুল্যান্স যোগে তাকে রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নাঈম ও তার বাবা ভয় পেয়ে রিংকুর লাশটি রাতের আধারে তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশে ফেলে রেখে সেখান চুপিসারে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে তারা উভয়ই গা ঢাকা দেয়। পরে মুঠোফোনের কললিস্ট ট্যাকিং করে অবস্থান সনাক্ত করে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দু'জনকে গ্রেফতার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই জায়গায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। একটি কলেজ ব্যাগ ও একটি ভ্যান জব্দ করে হত্যা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত: নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশ থেকে গত মঙ্গলবার সকালে তাসফিয়া তাবাসসুম রিংকু (১৮)নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছিলো পুলিশ। নিহত রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে ও রাইকালী কারিগরি ও বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় হত্যার শিকার রিংকুর মা শাহিনা বেগম বাদি হয়ে নাঈম ও আলাউদ্দিন নামে ২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মাগুরায় হত্যা মামলার আসামীসহ ২৪ জন গ্রেফতার
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে ৩৮ কেজি গাঁজা’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোমবার ১১ ডিসেম্বর ২০২৩