Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

লাইভে এসে শাবনূরকে নিয়ে যা বললেন পূর্ণিমা

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১৮২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি ভ্রমণে আছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। গত মঙ্গলবার সপরিবার সিডনি পৌঁছেছেন তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান এবং কন্যা আরশিয়া উমাইজা। এটাই পূর্ণিমার প্রথম অস্ট্রেলিয়া সফর।

সিডনির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা নিয়েই এ সফরে গিয়েছেন পূর্ণিমা। সিডনির বিভিন্ন জায়গা ঘুরছেন তিনি। মুহূর্তগুলো শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আজ শুক্রবার বিকেলে সিডনি থেকে ‘সারপ্রাইজ লাইভ’ লেখা ক্যাপশন দিয়ে ফেসবুক লাইভে আসেন পূর্ণিমা। ওই লাইভে পূর্ণিমার সঙ্গে দেখা যায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে। সেখানে এই দুই জনপ্রিয় নায়িকা দুইজনের নানা প্রশংসায় ফেটে পড়েন। তখন শাবনূরকে বলেন, ‘পূর্ণিমা সিডনিতে এসেছে শুনে তাকে খোঁজ করা শুরু করি। হারিকেন জ্বালিয়ে খোঁজার পর তাকে পেয়েছি।

শাবনূরকে গুণী ব্যক্তি আখ্যায়িত করে নিয়ে পূর্ণিমা বলেন, ‘শাবনূর আপু তখন সুপার-ডুপার হিট । আপুর যন্ত্রণায় তখন আমরা কেউ পা রাখতে পারছিলাম না এবং কোনো ছবির ধারে-কাছেও যেতে পারছিলাম না। যখনই আমি শ্যুটিং করতাম তখন আমাদের কোরিওগ্রাফার-ডিরেক্টর ছিলেন তারা বলতেন ‘কি এক্সপ্রেশন দাও শাবনূরের মতো করো’ ‘শাবনূরকে নকল করো’ তার পায়ের যোগ্যতা তোমার নেই। তখন আমি কর্নারে গিয়ে কান্না করতাম

আবেগাপ্লুতা হয়ে শাবনূর বলেন, ‘অনেকদিন পর পূর্ণিমাকে দেখে ভালো লাগছে। ওকে দেখে আমার চোখ দিয়ে পানি চলে আছে। ওকে দেখে আমার খুব ভালো লাগছে।’ এসময় শাবনূর পূর্ণিমাকে অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ার জন্য বলেন।

 

আমাদের মধ্যে দা-কুড়াল সম্পর্ক না জানিয়ে পূর্ণিমা বলেন, আপনাকে দেখেন আমার মিলে ঝুলে আছি। আমাদের মধ্যে কোনো দা-কুড়াল সম্পর্ক নেই।

শাবনূর বলেন, ‘তোমাদের সবার ভুল ধারণা, আমাদের মধ্যে কোনো দা-কুড়াল সম্পর্ক না। আমার যখন একসঙ্গে থাকি তখন অনেক ফান হয়। আসলে এটা কেই জানে না। এটা হচ্ছে পর্দ্দার পেছনে। ফেরদৌস থাকলে আরও অনেক মজা হয়।’ তখন পূর্ণিমা বলেন, ‘বেশি বেশি বললে সবাই আবার বিশ্বাস করে ফেলবে।

এসময় ফেদৌসেকে অস্ট্রেলিয়া যাওয়ার অনুরোধ করে শাবনূর বলেন, তুমি যদি দেখ তাহলে অস্ট্রেলিয়া চলে আসো। সবাই এক সাথে অনেক মজা করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয়তা ধরে রেখেছেন পূর্ণিমা। এদিকে নাটক, সিনেমার পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর। শিগগিরই পরিচালক কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ নামের একটি ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে।


আরও খবর



ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন: কৃষিমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন।

আজ মঙ্গলবার দুপুর পাবনার সুজানগর উপজেলায় বাজার ও কৃষকের ঘরে পেঁয়াজ মজুতের প্রকৃত অবস্থা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রশ্ন, আশ্বিন কার্তিক মাস আসলেই কেন পেঁয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়? পেঁয়াজ নিয়ে নানা রকম রাজনীতি শুরু হয়? ঈদ এলেই আমাদের পেঁয়াজ ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।

পেঁয়াজ আমদানির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি পেঁয়াজের সংরক্ষণের সময় বাড়াতে। এজন্য আমরা এই আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। যদি সফল হই তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে পেঁয়াজ রপ্তানি করতে পারব। গত বছর আমাদের কৃষি ভাইয়ের দাম পায় নাই। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য অনেকেই পেঁয়াজ চাষ না করে। তাতে ২-৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে।

ড. আবদুর রাজ্জাক বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। দেখছেন এখনো পেঁয়াজ ভালো আছে, তাই দাম বাড়ার কথা নয়। আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন। কৃষকের স্বার্থ দেখে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।


আরও খবর



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতারা।
আজ শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আবুল কাশেম, ফজলুল হক, কাজী শওকত হোসেন, মিজানুর রহমান, যুগ্ম

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন সিরাজ, ফখরুল আলম সমর, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য প্রমুখ।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ বলেন, ‘স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলায় ঢাকা জেলা আওয়ামী লীগের এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী নির্বাচনে ঢাকা জেলার প্রতিটি আসন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে উপহার দেব। নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমাদের ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মী সেই প্রার্থীর পক্ষে কাজ করবে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, ‘ঢাকা জেলা আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী। আমরা আরও বেশি শক্তিশালী করার চেষ্টায় আছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জ্বালাও-পোড়াও করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। বাংলার জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। ঢাকা জেলা আওয়ামী লীগ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকবে।’

গত বছর ২৯ অক্টোবর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পদে পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়।


আরও খবর



বিশ্বকাপ জয় হবে ভারতকে চড় মারা: আফ্রিদি

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট ইস্যু নিয়ে ফের তোলপাড় চলছে। যেখানে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভারত না আসতে চাওয়ায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ভারতে ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে। তবে বোর্ডের এমন হুঁশিয়ারিতে খুশি নন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে ছেলেরা ভারতে গিয়ে বিশ্বকাপ জিতলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চড় মারা হবে। খবর ক্রিকেট পাকিস্তানের।

আফ্রিদি জানান, ম্যানেজমেন্টের উচিত ক্রিকেটারদের ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়ার দিকে নজর দেওয়া এবং বিশ্বকাপ জয় করে ট্রফি উদ্ধার করা। আর এটিকেই তিনি ইতিবাচক ও কৌশলদীপ্ত পথ মনে করেন।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে বসার কথা এশিয়া কাপের আসর। তবে রাজনৈতিক উত্তেজনায় পাকিস্তানে যেতে রাজি নয় ভারত। সেক্ষেত্রে ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে ও বাকি সব ম্যাচ পাকিস্তানে আয়োজনের পরিকল্পনা দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) একটি প্রস্তাব উত্থাপন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেটি হাইব্রিড মডেল নামে পরিচিত।

আফ্রিদি বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।

‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি।’–যোগ করেন আফ্রিদি। 


আরও খবর



তানোরে পরপর চার দিনে খড় ও ধানের পালায় আগুন!আতংক

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৩৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর:রাজশাহীর তানোর পৌর সদরে পূর্ব শুক্রতার জেরে পরপর চার রাতে একই সময়ে পাঁচজন কৃষকের খড় ও ধানের পালা পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। পৌর সদর ধানতৈড় গ্রামের বাসিন্দা পাড়ায় গত  সোম ও মঙ্গল এবং বুধ ও বৃহস্পতিবার  দিবাগত রাত ১২ টার পরে ঘটে আগুন লাগার ঘটনাটি। আগুন লাগার পর ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করেছেন।এঘটনায় ওই গ্রামের কৃষকরা চরম আতংকে পড়েছেন। সেই সাথে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছেন। ফলে একের পর এক আগুন লাগা, ছিনতায় ও চুরির ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জনমনে। এতে করে আইন শৃংখলা পরিস্থিতি নিয়েও উঠেছে নানা প্রশ্ন, বিরাজ করছে অসন্তোষ,উঠেছে সমালোচনা।জানা গেছে, গত সপ্তাহে সোমবার পৌর সদর ধানতৈড় দক্ষিনপাড়া বা বাসিন্দা পাড়া গ্রামের আকতারের দুবিঘা খড়ের পালা ও তার ভাই বাক্কারের পরদিন মঙ্গলবার দুবিঘা জমির খড়ের পালায় আগুন দেয় দূর্বৃত্তরা। চার বিঘা জমির ধানের খড়ে নিম্মে হলেও ২২ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।এর পর দিন বুধবার হানিফ নামের দরিদ্র কৃষকের দেড় বিঘা ধানের পালা পুড়িয়ে দেয়। ধানের পালার আগুনের খবরে হানিফ জ্ঞান হারিয়ে ফেলেন। কারন দেড় বিঘা জমির ধান তার শেষ সম্বল। এতে করে তার প্রায় ৬০ হাজার টাকার মত ক্ষতি হয়েছে। এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে কৃষক বেলাল ও ভাই হারুর ৫ বিঘা ধানের পালা পুড়িয়ে দেওয়া হয়। তার ক্ষতি হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকার মত।ক্ষতিগ্রস্থ কৃষক বাক্কার, আকতার জানান, কারো সাথে কোন দ্বন্দ্ব ফাসাদ নাই। অথচ খড়ের পালা পুড়িয়ে দেওয়া হল। গরু লালন পালন করি এবং খড় বিক্রি করে রোপা আমনের বীজ কিনে বপন করতাম। কিন্তু সবকিছুই ছাই হয়ে গেল।দরিদ্র কৃষক হানিফ কাঁদতে কাঁদতে বলেন, ধানের পালায় আগুন না দিয়ে আমাকে পুড়িয়ে মারত। কারন সারা বছরের জীবিকা দেড় বিঘা জমির ধান। এত রোদ খরতাপ হল শ্রমিক না নিয়ে চাষাবাদ করলাম। পালা দেওয়া ধান পুড়ালো। তারা তো মানুষ রুপি জানোয়ার। এচিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। 

বেলাল হারু জানান, প্রতি বছর এমন ঘটনা ঘটতেই আছে। আমাদের দু ভায়ের ৫ বিঘা জমির ধানের পালা পুড়িয়ে দিয়েছে। এক ছটাক ধান পাওয়া গেল না। ধান রোপন থেকে উত্তোলন পর্যন্ত প্রচুর কষ্ট করতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে ধান তুলে সেই ধান পুড়িয়ে দিলে কি অবস্থা ঘটে যার হয় সে জানে।ওই গ্রামের বাসিন্দা আনারুল জানান, লাগাতর চার রাতে একই সময়ে আগুন লাগিয়ে দরিদ্র কৃষকদের পথে বসানো হয়েছে। বিশেষ করে হানিফের শেষ সম্বল ছিল দেড় বিঘা জমির ধান। পুড়িয়া যাওয়ার পর থেকে সে মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আগুন দেওয়ার আতংকে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারী ভাবে সহায়তা দেওয়া একান্ত প্রয়োজন। তানাহলে দু:শ্চিন্তায় মারাও যেতে পারেন।আগুন লাগার ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, আমরা রিপোর্ট দিয়েছি। এটা আক্রোশ মুলুক ভাবে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে।থানার তদন্ত ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ হয়েছে কিনা আমার জানা নেই, ওসি স্যার ট্রেনিংয়ে আছে।সদ্য যোগদান কারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে থানায় অভিযোগ বা জিডি করতে হবে। এরপরে আমার পক্ষ থেকে যাযা করনীয় করা হবে।

আরও খবর



যশোর জেলা ‍বিএনপির ৪৪ নেতাকর্মী আটক

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরে বিএনপির ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় শুক্রবার রাতে মামলা করেছেন এসআই জয় বালা। মামলায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, কাজী আজম, সাবেক মেয়র মারুফুল ইসলাম, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবুল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিকে আসামি করা হয়েছে। এ মামলায় ২৫ নেতাকর্মীকে আটক করেছে। একইসাথে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া,  যশোরে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় পৃথক নাশকতা মামলায় মোট ৪৪ নেতাকর্মীকে আটক করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বাদী এসআই জয়বালা উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শুক্রবার বিকেলে শহরের পূর্ববারান্দীপাড়া শতদল পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুরুত্বপূর্ন স্থাপনায় নাশকতা কর্মকান্ড ঘটানোর জন্য বিএনপির নেতাকর্মীরা হাতবোমা, লাঠি ও ইট পাটকেল নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করে। একই সাথে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, তিনটি কাঠের লাঠি ও পাঁচ টুকরা ইট উদ্ধার করে। আটককৃতরা হলেন, আহবায়ক কমিটির সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, বারান্দী মোল্লাপাড়ার মনিরুল করীম ওরফে ফল নান্নু, একই এলাকার সাইদুর রহমান শাহীন, পূর্ব বারান্দিপাড়ার অ্যাডভোকেট এস এম আব্দুর রাজ্জাক, নীলগঞ্জ সাহাপাড়ার আব্দুর রব, বারান্দীপাড়া বৌবাজারের আব্দুল কাদের, সিটি কলেজপাড়ার শেখ মোহাম্মদ, বারান্দী মালোপাড়ার তৌহিদুর রহমান, পূর্ববারান্দী মোল্লাপাড়ার রাব্বি হোসেন, শংকরপুরের তাইজুল ইসলাম তাজু, সিদ্দিকুর রহমান, মনিরুজ্জামান মানু, মনোহরপুর গ্রামের দাউদ ইব্রাহিম, সিরাজসিঙ্গা গ্রামের খালেকুজ্জামান, ভগবতীতলার হাফিজুর রহমান, শাহাপুর গ্রামের কাওছার আলী, পাচবাড়িয়া গ্রামের সাইফুজ্জামান মুন্না, নওদাগ্রামের আবু খায়ের, রুপদিয়ার শাহিন রহমান, জিরাট গ্রামের আব্দুল গণি, তেতুলিয়ার প্রভাষক মনিরুজ্জামান, ওয়াপদা পাড়ার মাহাবুব হোসেন আপন। এ ছাড়া তদন্তে প্রাপ্ত আরও তিন আসামি সুজলপুরের নিছার আলী, ভাতুরিয়ার মহাসিন আলী ও জগমোহনপুরের ফারুক হোসেনকে এ মামলায় আটক দেখানো হয়েছে। 

শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া এ মামলার পলাতক আসামিরা হলেন, বাউলিয়ার মোহাম্মদ মহাসিন, চান্দুটিয়ার শফিয়ার রহমান, নারাঙ্গালী গ্রামের ইদ্রিস আলী, আড়পাড়ার আমিনুর রহমান মধু, ঝুমঝুমপুরের জাহাঙ্গির হোসেন, পূর্ববারান্দীপাড়ার তারেক হোসেন চুন্নু, জিরাট গ্রামের আবু রাসেল, রুপদিয়ার হাসানুর রহমান লিটু, নরেন্দ্রপুরের আতিয়ার দফাদার, চাউলিয়ার সোহেল রানা তোতা, বিএম গোলাম রসুল, নরেন্দ্রপুরের আজিম হোসেন মিন্টু, ভেকুটিয়ার খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সুজলপুরের শামসু ওরফে ভাংড়ি শামছু। 

উল্লেখ্য, কোতোয়ালি থানা পুলিশ ২৫জন ছাড়াও শার্শা থানায় ছয়জন, বেনাপোল পোর্ট থানায় পাঁচজন, বাঘারপাড়ায় তিনজন, চৌগাছায় দুইজন, ঝিকরগাছায় দুইজন ও মণিরামপুর থানা পুলিশ একজনকে নাশকতার পৃথক পেন্ডিং মামলায় আটক করেছে। জেলায় শনিবার বিএনপির ৪৪ নেতাকর্মীকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আরও খবর