

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23
সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
আমিনুর রহমানঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির নিকট হতে "বেস্ট এক্টিভিস্ট অফ হিউম্যান রাইটস" বিষয়ে ভিন্ন মাত্রা সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৩ গ্রহণ করেন বিশিষ্ট মহানবাধিকার কর্মী এবং নীলগিরি হলিডেজ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী ও অ্যাটাবের সদস্য এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ রেজাউল করিম।উত্তরা হোয়াইট হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো
"ভিন্নমাত্রা সেরা পুস্তক প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা ও প্রকাশনা উৎসব ও ভিন্নমাত্রা এওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠান"।
বিশিষ্ট কবি ও গবেষক মাসিক ভিন্নমাত্রার পৃষ্ঠপোষক, উইজডম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মনিরুল ইসলাম এর সভাপতিত্বে-- অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী,আ ক ম মোজাম্মেল হক, এমপি। অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১৮ আসন এর মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান, অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত কবি আল মুজাহিদী, প্রধান আলোচক ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মেহেরুন্নেসা মেহেরীন, চেয়ারম্যান আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ও লেখক দিলারা জামান, আলহাজ্ব শাহ জাকির হোসেন- চেয়ারম্যান, হাক্কানী গ্রুপ ,
মেট্রোরেলের অবসরপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও নীলগিরি হলিডেজ ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম,খ্যাতিমান অভিনেতা এবিএম সোহেল রশিদ, মোহাম্মদ লিটন, কবি হাফসা আলম প্রমুখ। আমন্ত্রিত অতিথি- রবিউল হক রৌদ্র, কাওসার আহমেদ মিয়াজী ,বিশিষ্ট মানবাধিকার কর্মী "দ্যা ফাইনান্স টুডে" পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ মোশাররফ হোসাইন রাজু সহ অনেকে। অনুষ্ঠানটি দুই বাংলার কয়েক শত গুণী কবি লেখক সাহিত্যিকদের মিলন মেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি জেসমিন নুর প্রিয়াংকা এবং অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম ভিন্নমাত্রা প্রকাশনীর প্রধান নির্বাহী মুহাম্মদ মাসুম বিল্লাহ।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
খবর প্রতিদিন ২৪ডেস্ক :মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৯৭ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও ২৪৭৬ জন।সোমবার (১১ সেপ্টেম্বর) হতাহতের এই হালনাগাদ তথ্য দিয়েছে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার মরক্কোর মধ্যাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে দক্ষিণ মারাক্কেশের অনেক গ্রাম্য এলাকা রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়।
প্রয়োজনীয় আধুনিক উপকরণের সংকট থাকায় অনেকেই স্থানীয় উদ্ধার সরঞ্জাম এমনকি শুধু হাত দিয়েও আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক এলাকায় উদ্ধার সরঞ্জাম নিয়েও যাওয়া যাচ্ছে না।
অনেক এলাকায় খাবার পানি ও জরুরি সহায়তার তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় অনেককেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।
মরক্কো সরকার জানিয়েছে, ইতোমধ্যে তারা যুক্তরাজ্য, স্পেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সাহায্যের প্রস্তাব গ্রহণ করেছে। আরও বেশ কয়েকটি দেশ মরক্কো সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে তিন দিন পার হওয়ায় আটকে পড়াদের জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।
সূত্র: এনডিটিভি
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায় সাড়ম্ভর ও ধর্মীয় ভাবগাম্ভীর মধ্য শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।
বুধবার বিকেলে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মঙ্গল প্রদীপ অন্তে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোয়া ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয় ।
শোভাযাত্রায় মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শালিখা উপজেলা থেকে আগত মতুয়া শিল্পী সংঘের প্রায় সহস্রাধীক নারী-পুরুষ, যুবক, কিশোর, শিশুরা ঢোল, বাশিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে অংশ নেয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর বর্ণাঢ্য এ শোভাযাত্রার উদ্বোধন করেন। এছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ড। পরে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে এক ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহনলাল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
ধর্মীয় উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটাজী। বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দত্ত।
অনুষ্ঠানে ধমীয় আলোচনায় অংশ নেন মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ চিন্ময়ানন্দ দাম বাবাজী মহারাজ, নতুর বাজার জগন্নাথ মন্দিনের অধ্যক্ষ অচ্যুত অদ্বৈত দাস ব্র²চারী ও দরিমাগুরা নিতাই গৌর গোপাল রাধাবিনোদ সেবাশ্রমের অধ্যক্ষ ভবানন্দ দাস বাবাজি মহারাজ।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক:মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ আলোচনা নিয়ে আমরা সন্তুষ্ট।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯/১১-এর হামলার ২২তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুঃখের সঙ্গে নাইন ইলেভেনের টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি। যে মর্মান্তিক ঘটনায় দুই হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল, যার মধ্যে ছয়জন বাংলাদেশের এবং তিনজন আমার নিজের জেলা সিলেটের লোক ছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আশা করছি এমন ঘটনা যেন আর কোনো সময় না ঘটে।
আব্দুল মোমেন বলেন, বর্তমানে দেশে সন্ত্রাসী হামলার কারণে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর ভয়ের ঘটনা ঘটেনি। আর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির কারণেই এমন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অজুহাতে ২০০১ থেকে ২০০৬ সালের মতো সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা দেখতে চাই না আমরা।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩