Logo
আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

এইচএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল বুধবার। এদিন সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন।

এরপর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফল প্রকাশ করা হবে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর সারাদেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।

এ পরীক্ষার ফল প্রকাশে ৭-৯ ফেব্রুয়ারি সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয় থেকে সে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে। সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠালে তিনি ৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশের জন্য সময় নির্ধারণ করেন।

প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করার পর শিক্ষা বোর্ড থেকে এ বিষয়টি জানানো হয়।

যেভাবে জানা যাবে ফলাফল

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে। যেমন HSC Dha 123456 2022 send to 16222. অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলাফলও একইভাবে জানা যাবে। শুধু বোর্ডের নাম পরিবর্তন করতে হবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাবে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট।


আরও খবর



বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১৩২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর এই পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০তে সিরিজ হারল স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে লড়াই করে হারলেও এ ম্যাচে যেন আত্মসমর্পণ করলেন তামিম ইকবালরা।

আজ শুক্রবার দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড জেসন রয়ের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে। জবাবে সফরকারীদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ৪৪.৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দুজনই শূন্য রানে মাঠ ছাড়েন। তাদের বিদায় করেন স্যাম কারেন। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে মুশফিকুর রহিমকেও (৪) আউট করেন এই পেসার।

বিপদে পড়া বাংলাদেশকে পথ দেখানোর চেষ্টা করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। চতুর্থ উইকেট জুটিতে তারা ১১১ বলে ৭৯ রান করেন। তবে ২১তম ওভারে এসে বিদায় নেন অধিনায়ক তামিম। মঈন আলীর বলে তুলে মারতে গিয়ে জেমস ভিন্সের ক্যাচে পরিণত হন। ৬৫ বলে ৪টি চারে ৩৫ করেন তিনি।

২৮তম ওভারের শেষ বলে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। আদিল রশিদের বলে বিদায় নেন তিনি। ৬৯ বলে ৫টি চারে ৫৮ করেন সাকিব। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ফিফটি। এরপর রশিদের একটি স্পেলে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এই স্পিনার একে একে আফিফ হোসেন (৩২), মাহমুদউল্লাহ রিয়াদ (৩২) ও মেহেদী হাসান মিরাজকে তুলে নেন। পরে ২১ রান করা তাসকিন রান আউট হন। আর মোস্তাফিজ কারানের বলে শূন্য রানে ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

ইংলিশ বোলারদের মধ্যে ৪টি করে উইকেট ভাগ করে নেন কারান ও রশিদ। মঈন আলী একটি উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে শুরুতে বিদায় করেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে তাসকিনের বলে সল্ট (৭) খোঁচা দিলে স্লিপে নাজমুল হোসেন শান্ত ক্যাচ নেন। দলটির দ্বিতীয় উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান দাভিদ মালানকে ১১ রানে ফেরান এই স্পিনার। ১৬তম ওভারে এলবির ফাঁদে ফেলেন। পরে তাইজুল ইসলামের বলে দ্রুতই মাঠ ছাড়েন জেমস ভিন্স।

ইংল্যান্ড ইনিংসে সেঞ্চুরির দেখা পান ওপেনার জেসন রয়। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ১২তম শতক। অবশেষে ৩৬তম ওভারে ও দলীয় ২০৫ রানে তাকে ফেরান সাকিব আল হাসান ১২৪ বলে ১৮টি চার ও একটি ছক্কায় ১৩২ করা এই ব্যাটারকে এলবি করেন সাকিব। এরপর নতুন ব্যাটার উইল জ্যাকসকে দ্রুত আউট করেন তাসকিন।

৪৪তম ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে আউট করেন মিরাজ। ঝড় তোলা এই ব্যাটার ৬৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৭৬ করে মিরাজকেই ক্যাচ দেন। আরেক আক্রমণাত্মক ব্যাটার মঈন আলীকে ফেরান তাসকিন আহমেদ। এই বাঁহাতি ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ করে লিটন দাসকে ক্যাচ দেন। শেষদিকে ঝড় তোলেন স্যাম কারান। তিনি মাত্র ১৯ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান তাসকিন আহমেদ। মিরাজ ২ উইকেট দখল করেন।

আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। যদিও ইংল্যান্ড সিরিজ জিতে যাওয়ায় এ ম্যাচটি কেবল নিয়মরক্ষার হয়ে থাকবে।


আরও খবর

বাংলাদেশ ইতিহাস গড়ে সিরিজ জিতল

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩

১০১ রানে শেষ আয়ারল্যান্ড

বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩




আন্তর্জাতিক নারী দিবস ২০২৩: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সংলাপ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে ১৩ মার্চ সোমবার জাতীয় পর্যায়ে বাংলাদেশ উদ্ভাবন ও প্রযুক্তিতে জেন্ডার সমতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার শীর্ষক সংলাপের আয়োজন করা হয় ছায়ানট অডিটরিয়ামে। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় খ্রিস্টান এইড, নাগরিক উদ্যোগ, ওয়েভ ফাউন্ডেশন, ব্লাস্ট ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এ অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটির প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ উদ্ভাবন ও প্রযুক্তিতে জেন্ডার সমতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি) তার বক্তব্যে উল্লেখ করেন যে, ডিজিটাল বাংলাদেশ এবং জেন্ডার সমতাকে মাথায় রেখে সরকার এর অনেক উদ্যোগ রয়েছে। তার সাথে তিনি নিজের উঠে আসাকেও তুলে ধরেন। তিনি নিজেও একটি দুর্গম এলাকা থেকে উঠে এসেছেন বাংলাদেশের প্রথম খ্রিস্টান নারী এমপি হিসেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজিএমএ এর প্রেসিডেন্ট ফারুক হাসান তার বক্তব্যে গুরুত্ব দিয়েছেন আরএমজি সেক্টরে নারীর ক্ষমতায়ন এবং অগ্রসরকে। তার বিশ্বাস নারীরা নিজেদের জন্য কিছু করার প্রেরণা পেয়েছে এই আরএমজি সেক্টর থেকেই।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে লায়লা জেসমিন বানু তার বক্তব্যে আনন্দ প্রকাশ করেন। তিনি আশা ব্যক্ত করেন সামনের দিনগুলোতে পিছিয়ে পড়া নারীদের জন্য উপযুক্ত সাহায্য এবং সুষ্ঠু বরাদ্দ আরও সহজলভ্য হবে যাতে করে আরো নারী এগিয়ে আসতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সালেহা পারভীন (পিপিএম) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, সারা হোসেন, সিনিয়র এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সালেহ আহমেদ, নির্বাহী পরিচালক বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং জাকির হোসেন, প্রধান নির্বাহী নাগরিক উদ্যোগ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্রিস্টান এইডের কান্ট্রি ডিরেক্টর পঙ্কজ কুমার এবং সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়াও  পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জাতীয় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।