Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা আশীষ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সবাইকে চমকে দিয়ে ৬০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। আজ বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে করলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাত্রী রূপালি বড়ুয়া ভারতের আসাম রাজ্যের মেয়ে। তিনি কলকাতার নামী ফ্যাশন হাউসে কাজ করেন। আজ প্রিয়জনদের উপস্থিতিতে আদালতে বিয়ে করেন তারা। এতদিন রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশীষ।

বিয়ের পর আশীষ বিদ্যার্থী বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।

রূপালির সঙ্গে পরিচয় কীভাবে, ‘প্রশ্নের জবাবে আশীষ বিদ্যার্থী বলেন, ‘সেটা লম্বা গল্প, তা না হয় পরে এক দিন শোনাব।

এর আগে কলকাতার জামাই ছিলেন আশীষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে ওই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশীষ।

১৯৮৬ সালে অভিনয় জগতে আসেন আশীষ। গত চার দশকে ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।


আরও খবর



সমঝোতায় মামলার বাদিরা করছেন নিম্মমানের রাস্তার কাজ ক্ষুব্ধ পৌরবাসী

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২২জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর মেয়র ইমরুল হকের উন্নয়নের ধাপ্পাবাজির চমক দেখছেন নাগরিকরা। রাস্তার কাজের দরপত্রে অনিয়ম করায় বিএনপি ও যুবদলের নেতা এবং তিন ঠিকাদার উচ্চ আদালতে মামলা করেন। বাধ্য হয়ে মেয়র ওই তিন ঠিকাদারকে কাজ দিলে মামলা তুলে নেয়। সে কাজগুলো এত পরিমান নিম্মমানের ও ধাপ্পাবাজির কল্পনাতীত যাকে বলে আজব পৌরসভায় অলৌকিক কাজ। এতে করে রাস্তার কাজগুলো নিয়ে সরেজমিনে তদন্ত করলেই ভয়াবহ অনিয়ম দুর্নীতি ধরা পড়বে। ফলে নিম্মমানের কাজ নিয়ে পৌরবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, বিগত পৌর মেয়রের সময় নগর উন্নয়ন অবকাঠামো থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প আসে। কিন্তু ভোটের জন্য ওই সময় কাজ করতে পারেন নি। ভোটে উন্নয়নের ফুলঝুরির বার্তা দিয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী ইমরুল হক। দায়িত্ব গ্রহন করেই জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিতে মরিয়া হয়ে উঠেন। এমনকি পৌরসভার ঠিকাদারদের লাইসেন্স নবায়ন করে দেননি মেয়র। শুধু তাই না মেয়র কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে ব্যাপক হট্রগোল হয়। লাইসেন্স নবায়ন করতে না পেরে ও নবায়নের জন্য বিগত ২০২১ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে উপজেলা নির্বাহীর দপ্তরে পৌরসভার তালিকা ভুক্ত ঠিকাদার মেসার্স শাহী এন্টার প্রাইজের প্রোপাইটার ইয়াছিন আলী, রোজ এন্টার প্রাইজের প্রোপাইটার নজরুল ইসলাম ও মাহী এন্টার প্রাইজের প্রোপাইটার আতিকুর রহমান লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে উল্লেখ, আমরা পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার। মেয়র ইমরুল গোপনে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য আমাদের লাইসেন্সগুলো নবায়ন করে দিচ্ছেন না। ১২/১০/২০২১ থেকে ২৭/১০/২০২১ সালের মধ্যে দরপত্র আহবান করা হয়েছে। পৌরসভায় একাধিকবার যাওয়ার পরও নবায়ন করে দিচ্ছেনা।বাধ্য হয়ে এতিন জন ঠিকাদার উচ্চ আদালতে ওই সময় মামলা করেন। মামলার প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় টেন্ডার পক্রিয়া। সম্প্রতি ওই বরাদ্দের কাজ শুরু হয়েছে।
পৌরবাসী জানায়, আকচা স্কুল থেকে বানিয়াল পাড়া, রায়তান বড়শো মাটির রাস্তা পাকা করন কাজ করছেন শহরের ঠিকাদার বদি। গুবিরপাড়া থেকে সিন্দুকাই, বেলপুকুরিয়া ও তালন্দ বালিকা স্কুলের সামনের রাস্তার কাজ করছেন মামলার বাদি ইয়াসিন, লিটন ও নজরুল। তবে পৌরসভার কার্যসহকারী মাহবুর সকল কাজের শেয়ার ও রফা করেছেন বলেও অভিযোগ রয়েছে। রাস্তার কাজগুলো পুরাতন ইট খোয়া ধূলা ও বৃষ্টির মধ্যে কাজগুলো করা হচ্ছে। এতই নিম্মমানের কাজ করা হচ্ছে, যা এক বছরও টিকবেনা। যাকে বলে ছ্যাপ দিয়ে ছাতু শানার মত অবস্থা। 

সুত্র মতে, এসব প্রকল্পের কাজ আনতে ২৫% টাকা অগ্রিম মন্ত্রনালয়কে দিতে হয়। ১০০ টাকার মধ্যে ২৫ টাকা দিলে থাকে ৭৫ টাকা, প্রকৌশলী ও মেয়রের পিচি বাবদ যায় আরো ২৫% টাকা। এভাবেই কাজের আগেই ৫০% টাকা খরচ হয়ে যায়।ঠিকাদার বদি জানান, যে ভাবে কাজ হচ্ছে তাও লোকসান গুনতে হবে, বড় বড় করে পত্রিকায় লেখো কিছুই হবে না। কারন সংশ্লিষ্ট সবাই পারসেন খায়।মামলার বাদি ঠিকাদার লিটন জানান, বর্তমানে ঠিকাদারি কাজ করা মানেই লোকসান, কাজ হচ্ছে এটা মেয়রের সৌভাগ্য। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সরদার জাহাঙ্গীরের কাছে কাজের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজ নিয়ে কথা বলারমত পরিবেশ নাই বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।পৌর মেয়র ইমরুল হক জানান, আগের বরাদ্দের কাজ। মামলা নিষ্পত্তি না হলে টাকা ফেরত যেত। ২০০১ সালে রাস্তার কাজের ইট,বালুর যে দাম ছিল এখন দ্বিগুন দাম। আবার অগ্রিম টাকা দিতে হয় মন্ত্রনালয়কে, তাহলে কাজের কি অবস্থা হবে বুঝতে হবে। যে ভাবেই হোক কাজ হচ্ছে এটাই বড় পাওয়া পৌরবাসীর।

আরও খবর



সমরেশ মজুমদার আর নেই

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। আজ সোমবার বিকেল পৌনে ৬টার দিকে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলর ৭৯ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সমরেশ মজুমদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ বিকেলে কলকাতার বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। 

এর আগে গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সমরেশ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি সমস্যা ছিল। হাসপাতালে তার স্লিপ অ্যাপমিয়া (ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা) বাড়তে থাকে।

সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ জন্মগ্রহণ করেন। তার কেটেছে জলপাইগুঁড়ির ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। সমরেশের প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। ১৯৬০ সালে তিনি কলকাতায় আসেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন এবং একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 

সমরেশ মজুমদার ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’ এবং ‘মৌষলকাল’-এর মতো সাড়া জাগানো উপন্যাসের লেখক। কালবেলা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক গৌতম ঘোষ। তিনি সাহিত্য আকাডেমি পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন। 


আরও খবর



দুর্বৃত্তদের ছোড়া ঢিলে মেট্রোরেলে, ক্ষতি ১০ লাখ টাকা

প্রকাশিত:মঙ্গলবার ০২ মে 2০২3 | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: দুর্বৃত্তদের ছোড়া ঢিলে মেট্রোরেলের জানালার কাচ ভাঙার ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোরেলের সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির এ তথ্য জানান।

এর আগে গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানায় মেট্রোরেল আইন-২০১৫ অনুসারে এ সংক্রান্ত একটি মামলা করে মেট্রোরেল কর্তৃপক্ষ। মামলার এজাহারে ক্ষতির পরিমাণ ১০ লাখ উল্লেখ করা হয়েছে। মেট্রোরেলের সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বাদী অভিযোগ করেন, ‘গত ৩০ এপ্রিল বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ মারফত জানতে পারি যে, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করে। এতে  মেট্রোরেলের ১টি জানালার গ্লাস ভেঙে যায়। এতে ক্ষতির পরিমাণ অনুমানিক ১০ লাখ টাকা।

তিনি আরও বলেন, ‘এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাজীপাড়া স্টেশনে উপস্থিত হয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। আমি বিষয়টি বিস্তারিত জেনে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

এদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার বিষয়ে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আরও খবর



কুয়াকাটায় সংগ্রামের উদ্যোগে শুঁটকি বাজারজাতকরন বিষয়ে আলোচনা সভা

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা সংগ্রামের উদ্যোগে (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহন উপ-প্রকল্প, পরিবেশ গত ছাড়পত্র প্রাপ্তি পদ্ধতির উপর আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০মে দুপুরের দিকে কুয়াকাটা হোটেল মোহনা ইন্টারন্যাশনাল হল রুমে স্থানীয় শুটকি ব্যবসায়ী-উদ্যোক্তা এবং সংবাদকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

সচেতনতামূলক সভায় প্রকল্প পরিচালক, এসইপি, সংগ্রাম মো. ইউসুফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পটুাখালী কাজী সাইফুদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি কুয়াকাটা প্রেসক্লাব, নাসির উদ্দীন বিপ্লব,প্রোজেক্ট কর্ডিনেটর, দিপক কুমার দাস, ফ্রেন্ডশিপ অফিসার,আসিফ ইকবাল অনীক,পরিবেশগত আলোচনায় পরিবেশ কমকর্তা,এসইপি,ওয়াশিম আকরাম আকাশ, সার্বিক তত্ত্বাবধানে রিপোটিং এএ ডকুমেন্টেশন অফিসার এসইপি সংগ্রাম, সজল যিত প্রমুখ। এছাড়াও কুয়াকাটা, আলীপুর-মহিপুরের শুটকি ব্যবসায়ীরা এ আলোচনা সভা ও কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টেকনিক্যাল অফিসার, এসইপি, সংগ্রামের রাজিব সরকার।


আরও খবর



লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত:শুক্রবার ০৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ওয়াশিংটন সফর শেষে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে এ ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি লন্ডন সফর করছেন।

শুক্রবার তিনি বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন তিনি কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার ওয়েস্টমিনিস্টারে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়াও লন্ডন সফরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

জাপানে ৪ দিনের দ্বিপক্ষীয় সফর শেষে গত শুক্রবার বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর