Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে: বাহাউদ্দিন নাছিম

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গেছেন। তিনি আর রাজনীতি করবেন না, বাংলাদেশে কখনো আসবেন না। বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, তারা (বিএনপি) দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। তারা নিজেরাও জানে না, তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২৫ মেয়াদে  নবনির্বাচিত নির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। 

নাছিম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত আওয়ামী লীগ ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন। তারা অতীতে কারো কাছে মাথা নত করেননি।

তিনি বলেন, সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে। নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই।

নাছিম বলেন, যে যার রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে। সময়ই বলে দেয়, জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। 

আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে তিনি বলেন, নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটি বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য ফয়েজ আহমেদ, মহাসচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি সাবেক সচিব কৃষিবিদ নুরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক সচিব কৃষিবিদ এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ এসএম আলম, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলকসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা।


আরও খবর



সামান্য বৃষ্টিতেই সংযোগ সড়কে ভাঙ্গন

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে গত বুধবার দিবাগত রাতে সামান্য বৃষ্টিতেই শীবনদীর উপর নির্মিত সংযোগ সড়ক ভেঙ্গে গেছে। এতে করে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে তানোর ও মোহনপুরের জনসাধারনকে। ফলে ভাঙ্গনের স্থান দ্রুত মেরামত করার দাবি তুলেছেন পথচারীরা। জানা গেছে, গত বুধবার দিবাগত রাত্রি ২ টার দিকে বৃষ্টি ও ঝড় বাতাস হয়। বৃষ্টি এবং ঝড়ের তেমন গতিবেগ ছিল না। অল্প সময় হয় বৃষ্টি। এতেই বিল কুমারী বিলের ব্রীজ সংযোগ সড়ক ভেঙ্গে যায়।বৃহস্পতিবার সকালের দিকে সরেজমিনে দেখা যায়, পৌর সদর শীবনদী বা বিল কুমারী বিলের উপর ব্রীজ সংযোগ সড়কের কাজ চলমান। 

গোল্লাপাড়া ফুটবল মাঠ হয়ে মোহনপুর তুলসী ক্ষেত পর্যন্ত ব্রীজের সংযোগ সড়ক নির্মান করা হয়েছে। তবে পুরো সড়ক এইচবিবি। ব্রীজের পশ্চিম মুখের ও সড়কের দক্ষিণে ভেঙ্গে গেছে। ব্রীজের মুখ থেকে ৫-৭ হাত সড়কে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। সকালের দিকে সামান্য পরিমান ভাঙ্গলেও ধীরে ধীরে বাড়তেই আছে। পথচারী মোটা চাকার চার্জার ভ্যান চালক কুদ্দুস,  আলিম, এখলাস জানান, সকালের দিকে অল্প গর্ত দেখেছি। দুপুরের পরে ভাঙ্গন বাড়তেই আছে। ভেঙ্গে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের কাছে ভ্যান নিয়ে গেলেই আরো গর্ত হয়ে পড়ছে। গর্তের আশপাশে পা দিলেও ইট ধসে আরো গর্ত হচ্ছে। মনে হচ্ছে এইচ বিবি করার সময় বালু ব্যবহার হয়নি। বালু ব্যবহার হলে এভাবে ভাঙ্গার কথা না। কিছুদিন আগে অল্প গর্ত হয়ে ছিল। সেখানে ভিজে মাটি ও পুরাতন ভাঙ্গা ব্লক দেওয়া হয়েছিল। তার দুদিন পর রাতে বৃষ্টি হওয়া মাত্রই ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হয়ে আছে। যে কোন মুহুর্ত্বে ভয়াবহ দূর্ঘটনার স্বীকার হতে পারে যান চালকরা।এদিকে বৃষ্টির কারনে মাটি নরম ও ভিজে হয়ে আছে। তার উপরেই দেওয়া হচ্ছে ব্লক। ভারি বা মাঝারি বৃষ্টি হলেই ধসে পড়বে।ঠিকাদার আব্দুর রশিদ জানান, সংযোগ সড়ক যত ভাঙ্গবে ততই ভালো। তাহলে দূর্বল জায়গা চিহ্নিত হবে। সেখানে পুনরায় বরাদ্দ আসবে, তখন মজবুত ভাবে কাজ করলে টিকসই হবে।উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, প্রথম অবস্থায় সংযোগ সড়ক নির্মানের সময় একেবারে নিচ থেকে মাটি কাটার কারনে ভাঙ্গনের সৃষ্টি। সবকিছুই নতুন ভাবে করা হবে এবং যেটা করলে টিকসই হবে সেভাবেই কাজ করা হবে।


আরও খবর



দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা আশীষ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:সবাইকে চমকে দিয়ে ৬০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। আজ বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে করলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাত্রী রূপালি বড়ুয়া ভারতের আসাম রাজ্যের মেয়ে। তিনি কলকাতার নামী ফ্যাশন হাউসে কাজ করেন। আজ প্রিয়জনদের উপস্থিতিতে আদালতে বিয়ে করেন তারা। এতদিন রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশীষ।

বিয়ের পর আশীষ বিদ্যার্থী বলেন, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।

রূপালির সঙ্গে পরিচয় কীভাবে, ‘প্রশ্নের জবাবে আশীষ বিদ্যার্থী বলেন, ‘সেটা লম্বা গল্প, তা না হয় পরে এক দিন শোনাব।

এর আগে কলকাতার জামাই ছিলেন আশীষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে ওই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশীষ।

১৯৮৬ সালে অভিনয় জগতে আসেন আশীষ। গত চার দশকে ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।


আরও খবর



টাঙ্গাইলে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে ধনবাড়ী উপজেলার বাঘিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার বাঘিল গ্রামের আবুল কামালের মেয়ে রসনি আক্তার (১৩), একই গ্রামের জয়নাল আবেদীনের মেয়র বিথি আক্তার (১৩), নরিল্যাহ সাহা পাড়া গ্রামের ইজিবাইকচালক আ. হাকিম (৬০) ও হাদিরা বাজারের ভ্যানচালক গোলাম মোস্তাফা।

রসনি ও বিথি ধনবাড়ী ভাউঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে ইউএনও, উপজেলা চেয়ারম্যান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারহানা আক্তার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

  

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএস জসিম উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের বাসটি একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত হন।


আরও খবর



করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

এদিন সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন।

এর আগেও একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।


আরও খবর



তানোরে বেধড়ক মারপিটে প্রতিবন্ধী পুত্র ও পিতা হাসপাতালে

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী যুবক ও তার পিতাকে লোহার রড় দিয়ে বেধড়ক ভাবে মারপিট করে আহত করেছে প্রতিবেশীরা বলে অভিযোগ পাওয়া। গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার পাঁচন্দর ইউপির কুন্দাইনগ্রামে ঘটে মারপিটের ঘটনাটি।
এঘটনায়  বুধবার ১০ই মে আহত বেলাল উদ্দীন বাদি হয়ে প্রতিবেশী কামরুল ইসলামসহ ৩ জনকে আসামী করে  থানায় ও সমাজ সেবা অফিসার বরাবর পৃথক ২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে প্রতিবন্ধী পুত্র ও পিতা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ধীন রয়েছেন।

 জানা গেছে,  উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপির)  কুনদাইন গ্রামের মৃত কেফাতুল্লার পুত্র বেলাল উদ্দীনের সাথে একই গ্রামের মৃত নাছেরের পুত্র কামরুলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।গত ৮ই মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বেলাল উদ্দীনের পুত্র (শারিরিক প্রতিবন্ধী) আবু হেনা (৩২) তার বাবার মুদি দোকান থেকে কামরুলের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলো।এসময় প্রতিবন্ধী ওই যুবককে দেখতে পেয়ে  কামরুল তাকে ঝাপটে ধরে এবং তার কন্যা ওই প্রতিবন্ধীকে চড় থাপ্পড় কিল ঘুসি মারতে থাকে। 

 কামরুলের স্ত্রী বাড়ি থেকে লোহার রড় এনে ওই প্রতিবন্ধী যুবককে বেধড়ক ভাবে মারপিট করে এক পর্যাযে বিবস্ত্র করে ফেলে।তার ডাক চিৎকারে  পিতা বেলাল উদ্দীন তার প্রতিবন্ধী পুত্রকে বাচাতে এগিয়ে আসলে তাকেও লোহার রড় ও দেশীয অস্ত্র নিয়ে তাড়া করে।প্রতিবন্ধীর পিতা বেলাল দৌড়ে বাড়িতে গেলে তার পিচু নিয়ে তার বাড়িতে গিয়ে তাকেও লোহার রড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি বাড়িতে থাকা একটি মটরসাইকের ভাংচুর করে।

এসময় গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিযে যায়। পরে পিতা পুত্রকে আহত অবস্থায় উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এবিষয়ে  থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইন গত নেয়া হবে।

আরও খবর