Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আর্কটিক সাগর ২০৩০ সালের মধ্যে বরফ শূন্য হতে পারে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :২০৩০ সালের মধ্যে আর্কটিক সাগর বরফ শূন্য হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের মাধ্যমে বিশ্বের তাপমাত্রা বাড়ার গতি যে দ্রুত বাড়ছে এটি তার একটি সুস্পষ্ট ইঙ্গিত।

মঙ্গলবার জার্নাল নেচার কমিউনিকেসন্স নতুন এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ২০৩০ সালের সেপ্টেম্বর মাসের আগেই আর্কটিক সাগরের বরফ সম্পূর্ণরূপে উধাও হয়ে যাবে।

যদি আজ থেকেই বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দূষণ উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয় তবুও ২০৫০ সাল নাগাদ গ্রীষ্মকালে আর্কটিক সাগরে বরফ থাকবে না বলেও উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে।

আর্কটিকের বরফ কত দ্রুত গলছে সে বিষয়ে ধারণা পেতে গবেষকেরা ১৯৭৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্যের ভিত্তিতে কি ধরনের পরিবর্তন এসেছে ও ক্লাইমেট মডেল বিশ্লেষণ করে দেখেছেন।

গবেষকেরা দেখতে পান, মানব সৃষ্ট এবং বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী দূষণের কারণেই আর্কটিক সাগরের বরফ কমছে। এ ছাড়া আগের ক্লাইমেট মডেলগুলোতে আর্কটিক সাগরে বরফ গলে যাওয়ার প্রবণতাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

গবেষণার প্রধান লেখক ও দক্ষিণ কোরিয়ার পোহাং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সেউং-কি মিন সিএনএনকে বলেন, ‘গ্রীষ্মে আর্কটিক একদম বরফ শূন্য থাকবে এমনটা আবিষ্কার করে আমরা খুবই বিস্মিত হয়েছিলাম। কার্বন নিঃসরণ হ্রাসে আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শীতকালে আর্কটিক সাগরে বরফ জমা হতে শুরু করে। গ্রীষ্মকালে আবার গলতে থাকে। সেপ্টেম্বর মাসে বরফ সবচেয়ে কম থাকে সাধারণত এবং শীত আসলে পুনরায় নতুন করে বরফ জমতে শুরু করে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, যখন গ্রীষ্মে আর্কটিক বরফ শূন্য হয়ে পড়বে, তখন শীতকালে বরফ জমার গতি ধীর হয়ে যাবে। প্রথম দিকে কেবল সেপ্টেম্বর মাসই বরফমুক্ত থাকবে। তবে পরবর্তীতে পুরো গ্রীষ্মকালের জন্যই এটি সাধারণ অবস্থায় পরিণত হবে। এমনকি ভবিষ্যতে শীতকালেও আর্কটিকে বরফ কম দেখা যাবে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবারের মতো অভিনয়ে

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১০২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:দেশের গুণী চলচ্চিত্র পরিচালকদের একজন মোস্তফা সরয়ার ফারুকী। অনেক অভিনেতা-অভিনেত্রীও তৈরি হয়েছে তার হাত দিয়ে। এবার তিনি নিজেও এলেন অভিনয়ে।

বুধবার এক ফেসবুক পোস্টে অভিনয়ে আসার খবর নিজেই দিয়েছেন ফারুকী। তিনি লেখেন, ‘গত পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকম ভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশি, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি - এইসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়।

এ পরিচালক লেখেন, ‘‘‘অটোবায়োগ্রাফি” ছবিটা লেখার সময় থেকেই আমি এবং তিশা দুইজনই জানি এখানে আমাদের দুইজনকেই অভিনয় করতে হবে। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব ছিল। কারণ অভিনয় একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরও ভালনারেবল ব্যাপার। রেদওয়ান রনি গল্প শোনার পর বলল, ‘‘বস, এই ক্যারেক্টার আপনাকেই করতে হবে।’’ তারপরও আমার সংশয় না কাটলে তিশা আমাকে হেল্প করে সিদ্ধান্ত নিতে। ও বলে, “এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেল, প্লিজ!” তারপর তো বাকিটা ইতিহাসৃ..

ফারুকী লেখেন, ‘তৈরি হয়ে গেল “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” ওরফে “অটোবায়োগ্রাফি”! মিনিস্ট্রি অব লাভের জন্য বানানো আমার দ্বিতীয় ছবি। অপেক্ষায় আছি কত দ্রুত দর্শক ছবি দুইটা দেখতে পায়!

তিনি আরও লেখেন, ‘পরিশেষে, আজকের দিনটা বাংলাদেশের সিনেমার জন্য খুব সুন্দর একটা দিন। যেখানে ভ্যারাইটির গ্লোবাল বুলেটিনে হেডলাইন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তিনটা ছবি, একটা এপিএম প্রজেক্ট আর একজন এএফএ পার্টিসিপেন্ট এবার বুসানে নির্বাচিত। তিনটা ছবির মধ্যে তিনটাই দুই কম্পিটিশনে! হোয়াট আ বিউটিফুল ইয়ার।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




মানবাধিকার সুরক্ষায় ফ্রান্স সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১৩৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে ফ্রান্স সরকার।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই বৈঠকের পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, বিগত দেড় দশক ধরে বাংলাদেশে চলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা উন্নয়ন এবং সুশাসন এই নতুন সম্পর্কের মূল ভিত্তি। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়েই আশাবাদী।প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে বাংলাদেশ সফররত ফ্রান্স প্রতিনিধিদলের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার পাঁচ দশকের অধিক সময় চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ঐতিহাসিক দিন। আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন, আজ তা একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে।

প্রধামন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ও ধারাবাহিক অগ্রযাত্রায় ফ্রান্স সরকারের আস্থার কথা দৃঢ়তার সঙ্গে উদ্ধৃত হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা কিছু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছে। পাশাপাশি বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত ও বিশেষায়িত কারিগরী সহায়তা প্রদানে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্স নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

শেখ হাসিনা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ফ্রান্সের অগ্রণী ভূমিকাকে আমরা স্বাগত জানাই এবং এ লক্ষ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বে একটি টেকসই তহবিল গঠনে ফ্রান্সের আহ্বানকে আমরা সাধুবাদ জানিয়েছি। এ ছাড়াও, ফ্রান্সের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও ভাষা বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মধুপুরে সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ভূমি দখলের পায়তারা

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামে সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা চলছে বলে জানা যা্য়। পিরোজপুর গ্রামের স্বর্গীয় জগৎ মারাকের ছেলে মি.ভুপেন্দ জেংচাম সেভেনডে এডভেন্টিজ চার্জ এর ৮৬ শতাংশ ভূমি জবর দখলের অপচেষ্টা করছে বলে জানান ভুক্তভোগী সহ এলাকাবাসী। গারোসম্প্রদায়ের নীতিমালা অনুযায়ী পিতা মাতার সকল সম্পতির মালিক হন কণ্যা সন্তান।

এলাকাবাসীর প্রত্যক্ষ স্বাক্ষীর ভিত্তিতে স্বর্গীয় জগৎ মারাকের কন্যার নিকট হতে ভূমি ক্রয় করে সংস্হাটি এবং ক্রয়কৃত ভুমিতে একটি চার্জ( গীর্জা) নির্মাণ করেন। উক্ত চার্জের  অধিনে একটি মিশনারী প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দীর্ঘদিন যাবত পরিচালনা মন্ডলির মাধ্যমে পরিচালনা করেন। রাতের আধারে বিবাদী ভূপেন্দ জেংচাম চার্জটি বিক্রি করে দেন এবং নগদ টাকা হাতিয়ে নেন। এব্যাপারে বৃহস্পতিবার বিকেলে এলাকার সকল খৃষ্ঠান, মুসলিম ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্হলে উপস্হিত হয়ে এব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য  উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান। তারা উক্ত ভুমির সকল কাগজ পত্র যাচাই বাছাই পূর্বক সংস্হাটি যাতে তাদের সম্পুর্ন ভুমি ঘেরত পেতে পারেন। এরই পরিপ্রেক্ষিতে এলাকার সকল খৃষ্টান ধর্মালম্বীরা একত্রিত হয়ে  জমি দখলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্যও উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন কুড়াগাছা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, স্হানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সদস্য খলিলুর রহমান, সেভেনডে এডভেন্টিজ চার্জ এর চেয়ারম্যান বেনজামিন ম্রং,রামজীবন হাইস্কুলের শিক্ষক আমান উল্লাহ. সাদত কলেজ ছাত্রলীগের সাবেক  সহ-সভাপতি মোখলেছুর রহমান, মি. চন্দন কুমার ম্রং, মি.কফিন্দ্র রেমা, রানিন্দ্র রেমা, বিউটি রেমা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



৫৫ কেজি স্বর্ণ চুরি: চার কর্মকর্তাকে বরখাস্ত করল কাস্টমস

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল বিমানবন্দরে কাস্টম হাউসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় ৪ সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমের ডেপুটি কমিশনার মোকাদ্দেস হোসেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউস কমিশনার একেএম নুরুল হুদা আজাদ স্বাক্ষরিত এক আদেশে এ বরখাস্তের তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




আ.লীগের প্রার্থী হতে চান রাষ্ট্রপতির ছেলে

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান রনি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং তিনি নির্বাচন করার সুযোগ যদি দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।

বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে রয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন। এমনকি তিনি বলেছেন, তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু কর। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুমি (রনি) যাও পাবনার মানুষের কাছে, দেখ পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কিনা। সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩