Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

১৩৩ কেন্দ্রে এগিয়ে জায়েদা খাতুন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। বেসরকারিভাবে ঘোষণা করা ১০৫ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন।

৪৮০টি কেন্দ্রের মধ্যে ৫০টিতে জায়েদা খাতুন পেয়েছেন ৬৮ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন পেয়েছেন ৫৮ হাজার ২৫ ভোট।

এর আগে আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো প্রকার অনিয়ম ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হয়। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।

সকালে ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ভোট দেওয়ার পর জায়েদা খাতুন বলেন, ‘ইনশাআল্লাহ! সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমি আশাবাদী।

এদিকে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। সকাল ৮টা ৫০ মিনিটে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন আজমত উল্লা খান। তিনি বলেছেন, ‘জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।

এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ ৩৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩৪৯৭ এবং পোলিং অফিসার ৬৯৯৪ জন।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




দেশের ১১ জেলায় ৬০ কি. মি. বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশের ১১ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, যশোর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কুড়িগ্রামের রৌমারী স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যায় সন্দেহে লাশ মর্গে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্বামীর নির্যাতনে স্ত্রীর বিষ পানে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কলাবাড়ী গ্রামে। এলাকা সুত্রে জানা গেছে মৃত্যু আমেনা খাতুনের মা কয়েকদিন আমেই মৃত্যুবরণ করেছেন। মায়ের মৃত্যুর খবরে মেয়ে আমেনা মাকে শেষ দেখাটা দেখতে যাবে। এসম আমেনার পাষন্ড স্বামী সোনা মিয়া তার স্ত্রীকে যেতে দেবেন না মায়ের লাশ দেখতে। এমন বাধার মুখে স্ত্রী পাষন্ড স্বামীর কাছে। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল প্রায় ২০ দিন ধরেই। এমতাবস্থায় স্ত্রীর উপর স্বামীর নির্যাতন ধারাবাহিকভাবে চলতে থাকায় অবশেষে আত্মহত্যার পথ বেচে নিয়েছে আমেনা খাতুন। বৃহুস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে স্বামী স্ত্রীর উপর নির্যাতন চালালে সইতে না পেড়ে বিষ পান করেছে বলে সুত্রে জানা গেছে। বিষ খাওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী জীবিত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্র এনে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে চিকিৎসা দেয়ার চেষ্টোকালেই কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘোষনা করেন। মায়ের মৃত্যুর খবরে মেয়ে আমেনা মাকে দেখতে না দেওয়ায় এমন ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর দাবি। পাষন্ড স্বামীর অমানবিক কর্মকান্ডের নির্যাতন সইতে না পেড়েই বিষ পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা গেছে। বিষ পানের ঘটনাটি ঘটেছে সকাল ১০ টার দিকে আমেনার স্বামীর বাড়িতে। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পাঠানো হচ্ছে। এবিষয় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক ডাঃ দুলাল জানান কলাবাড়ী গ্রামের সোনা মিয়ার স্ত্রী আমেনা খাতুনকে হাসপাতালে আনার কয়েক মিনিট বেচে ছিলো আমরা চিকিৎসা দেয়ার সময়ই পাইনি তার আগেই মারা যায়। পরে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। এবিষয় রৌমারী থানার তদন্ত ইনর্চাজ মোসাহেদ খান বলেন আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করছি।


আরও খবর



বরখাস্ত ডিএজি এমরানকে নিয়ে ডিবির হারুন যা বললেন

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নিরাপত্তা শঙ্কায় থাকার কথা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কিংবা পুলিশকে জানাননি বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহমেদ ভূঁইয়া।

শনিবার (৯ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

ডিবি প্রধান বলেন, বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। কিন্তু তিনি ইনসিকিউরড (নিরাপত্তা শঙ্কা) ফিল করছেন এমন কোনো তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কিংবা পুলিশকে জানাননি। এছাড়া আমাদের কাছেও তিনি আসেননি।

ডিবিপ্রধান বলেন, এমরান আহমেদ নিরাপত্তা শঙ্কায় আছেন- এমন তথ্য আমাদের কাছে নেই। মার্কিন দূতাবাসে তিনি কেন গিয়েছেন তা আমি জানি না। যাদের বিরুদ্ধে মামলা হয় অনেকেই সেখানে যান। এরমধ্যে অনেকেই মিথ্যা তথ্য দিয়ে সেখানে (দূতাবাসে) যান। অনেকেই পলিটিকাল অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) পাওয়া জন্য সেখানে যান। তার নিরাপত্তার কোনো শঙ্কা থাকলে থানা পুলিশ কিংবা ডিবির কাছে আসতে পারেন।

এমরানকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী এ অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এরপর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে শুক্রবার বিকেলে স্ত্রী ও তিন কন্যাসন্তানকে নিয়ে দূতাবাসে আশ্রয় নেন এমরান। পরে সন্ধ্যার পর বাসায় ফেরেন তারা।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




সিংহগ্রামে নাজির মিয়া উঠান বৈঠকে গণজোয়ার

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ৫ সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার রাত অনুমান আট ঘটিকার সময়  ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ  সিংহগ্রাম প্রাইমারী  স্কুল মাঠে  ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন হতে  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়ার পক্ষে নৌকার নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে জনসমুদ্রে পরিনত হয়।উঠান বৈঠকে শত শত নেতা  কর্মী ভোটার, নারী পুরুষের উপস্থিতিতে  বিশাল জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নাজির মিয়া। 



তিনি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ সিংহগ্রামের ৭ নং ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও সাধারণ ভোটারদের কাছে  নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। উঠান বৈঠকে দক্ষিণ সিংহগ্রাম ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ ভোটার সহ নারী পুরুষরা উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,নাসিরনগর  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার, সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগ সদস্য গৌর দাস ভৌমিক।

উপজেলা কৃষকলীগ সাঃ সম্পাদক নূর আলম, নাসিরনগর সদর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম হোসেন,বুড়িশ্বর ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ রাফিজ উদ্দিন রেফাই, বুড়িশ্বর ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক সুলেমান মিয়া প্রমুখ। উঠান বৈঠকের আলোচনা সভায়  সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য বাঁশী বিশ্বাস ও সঞ্চালনায় ছিলেন স্বপন হালদার। উঠান বৈঠকে  উপস্থিত দক্ষিন সিংহগ্রাম ৭ নং  ওয়ার্ড বাসির মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের  উন্নয়ন  ও কৃষি খাতে সাফল্যের  সার্বিক চিত্র তুলে ধরে প্রকাশিত দলীয় পুস্তিকা বা প্রচার পত্র বিতরণ করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, এই কারণে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ব্যাপারে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থানে যাওয়ার পরে অন্য বিবেচনা করা যাবে। এর আগে সরকারের কোনো কিছু করার নেই। 

আনিসুল হক বলেন, দেশে আইনের শাসন রয়েছে। আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। এখন আইনের পরিবর্তন না করে তাকে মুক্তি দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে, তার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩