Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

যাত্রাবাড়ীতে যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮০৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর যাত্রাবাড়ীতে যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রাষ্টনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এ শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। 

শুক্রবার ১৯ শে মে সকালে রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।বিশেষ অতিথি ছিলেন,কাজী মনিরুল ইসলাম মনু এমপি ঢাকা-৫ ও মোঃ মাইনুল হোসেন খান নিখিল,সাধারণ সম্পাদক  বাংলাদেশ আওয়ামী যুবলীগ।অনুষ্ঠানটির সঞ্চালনয় ছিলেন এইচ এম রেজাউল করিম রেজা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।  

বিশেষ অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, টানা ১৫ বছরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এ দেশকে এখন উন্নয়নশীল দেশের পথে নিয়ে এগিয়ে চলছে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে প্রতিদিন উন্নয়ন হচ্ছে বাংলাদেশ। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করছে  বিএনপি জামাতের দোসর'রা।সেই তারা দিন দিন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করে চলেছে। তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগকে এক হয়ে এই দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।সংসদ সদস্য কাজী মনু বলেন,জামায়াত বিএনপি এদেশকে ধংস করার যে পায়তারা করছে তা পারবে না। তাদের সে স্বপ্ন পুরন হবে না। তিনি জামাত বিএনপি'রকে উদ্দেশ্য করে বলেন তোমাদের জন্য  যুবলীগই যথেষ্ট। তোমরা সাবধান হয়ে যাও। 

অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে মির্জা আজম বলেন, জিয়াউর রহমান ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে যে দলের জন্ম দিয়েছিল তারা আবার গনতন্ত্র শেখায়। এই জিয়া আমৃত্যু পর্যন্ত আওয়ামী লীগের ক্ষতি করছে। বিএনপি'র আমলে আ’ লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। তাদের ক্ষমতা কালে খুন ধর্ষন চাদাবাজি অগ্নিযোগ করে এদেশকে ৫ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। তাদের ভয়ে নারীরা ঘরে থাকতে পারেনি।

বিএনপি'র আমলে বাবার সামনে মেয়েকে, ছেলের সামনে মাকে ধর্ষন করেছিল। আওয়ামী লীগের আঞ্চলিক নেতাদের খুন করে আওয়ামী লীগকে পঙ্গু করতে চেয়েছিল এই বিএনপি । নির্মমভাবে খুন করেছিল খুলনার মনজুরুল  ইমামকে, গাজিপুরের জনপ্রিয় আওয়ামী লীগের নেতা আহসানুল হক মাষ্টারকে। এতে ও তারা ক্ষ্যান্ত হয়নি, তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উপরে ১৩ টি গ্রেনেট হামলা করেছিল।

এই বিএনপি, আওয়ামী লীগের নেতাদের খুন করে আবার সেই খুনের জন্য নেতাকর্মীদের সাক্ষী করতে চাপ প্রয়োগ করেছিল। আজ তারা গনতন্ত্র শিখায়।

তিনি আরো বলেন, তত্বাবধায়ক সরকার তো খালেদা জিয়া বিশ্বাস  করেননি। তিনি জোর করে নির্বাচন করে সরকার গঠন করেছিল। কিন্তু আওয়ামী লীগের  আন্দোলনে সেই সরকার টেকেনি।     বিএনপি জামাত ২০১৫ সালে হঠাৎ করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা শুরু করে। যেমন করেছিল তারাদের পূর্বপুরুষেরা। ৭১ সালে এদেশের মেধাকে ধ্বংস করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

আজম বলেন, তারা আজ বিদেশী প্রভুদের কোলে বসে শেখ হাসিনারকে বিদায় করতে ষড়যন্ত্র করছে। যা এদেশের মানুষ বুঝতে পেরেছে। তাদের সেই ষড়যন্ত্রের সাড়া এদেশের মানুষ কক্ষনো দিবে না । আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে জানান।অনুষ্ঠানেও আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক, উপ দপ্তর সম্পাদক আরিফুর রহমান, শামীম আহম্মেদসহ আওয়ামী যুবলীগের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ।

এ সময় 'জয় বাংলা জয় বঙ্গবন্ধু' শেখ হাসিনার সরকার বার বার দরকার স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ ।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে। এর আগে, ১৯ জুলাই একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৬১৮ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৫২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ২২ হাজার ৬৯৪ জন।

শনিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮২ জন। ঢাকার বাইরে ১ হাজার ৩৭০ জন। ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭ জন এবং ঢাকার বাইরের ৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৯ হাজার ৫৯২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ১০২ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৫ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরের ৬৩ হাজার ২১১ জন।


আরও খবর



রাস্তার পরিপক্ব সরকারি গাছ নিধন ক্ষুব্ধ তানোরবাসী! হয়নি ব্যবস্থা

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯১জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে এতিম খানা ও মাদ্রাসার দোহায় দিয়ে  সরকারি রাস্তার তরতাজা  পরিপক্ব কিছু আম গাছ কাঁটার অভিযোগ উঠেছে  শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির)  মালশিরা গ্রামে বুধবার সকালের দিকে ঘটে গাছ কাটার ঘটনাটি। গাছ কাটার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা, সেই সাথে গাছ নিধন কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে। গাছ নিধন কারী শিক্ষকের নাম হাবিবুর রহমান।    
 
জানা গেছে, বুধবার সকালের দিকে  উপজেলার মালশিরা গ্রামের মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান পরিপক্ব তিন চারটি আম গাছ শ্রমিক দিয়ে কেটে রাস্তার পাশে ফেলে রাখেন। গাছ নিধনের বিষয় টি বিএমডিএর সহকারী প্রকৌশলীকে অবহিত করলে তিনি   ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে কাটা গাছগুলো জব্দ করেন। কিন্তু গাছ নিধন কারীকে ছেড়ে দেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। 

গাছ নিধন কারী শিক্ষক হাবিবুর রহমানের মোবাইলে ফোন দিয়ে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা না বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।স্থানীয়রা জানান, উপজেলাটি খরা প্রবন ও বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে গাছপালা বন জঙ্গল প্রচুর পরিমানে ছিল। কিন্তু দিনের দিন গাছপালা বন জঙ্গল উজাড় হতেই আছে। একারনে সামান্য খরতাপ সহ্য করা যায় না। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলার জন্য সরকারি ভাবে গাছ রোপন করা হয়। কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক কিভাবে কার অনুমতিতে তরতাজা পরিপক্ব প্রকাশ্যে গাছ কেটে ফেললো সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা না নিলে নিধন হতেই থাকবে। যেখানে সরকার আইন করেছে নিজস্ব গাছ কাটতে হলেও সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিতে হবে। তাহলে মাদ্রাসা শিক্ষক হাবিবুর কার ইশারায় গাছ কাটলেন। যে অনুমতি দিয়েছেন এবং যিনি কেটেছেন উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া একান্ত দরকার। নচেৎ তাদের দেখাদেখি আরো গাছ নিধন হতেই থাকবে। 

১ নম্বর ওয়ার্ডের মেম্বার কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক বলেন, গাছ কাটার বিষয়ে আমার কিছুই জানা নেই। আমি পরিষদের মিটিংয়ে আছি।বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে, নিলামে বিক্রি করা হবে। কোন অনুমতি ছাড়াই গাছ কেটেছেন যিনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান,প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এটাই ব্যবস্থা বলে দায় সারেন ।


আরও খবর



রূপগঞ্জে র‍্যাবের উপর হামলা করে আসামী ছিনতাই

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান হানজালা পিস্তলসহ র‍্যাবের হাতে আটকের পর তাকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা।গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় র‍্যাবের ৪ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ছিনিয়ে নেওয়া হানজালা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

 রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে রাকিব হত্যা মামলার পলাতক আসামি ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র‍্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র‍্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়।

এ সময় হামলায় আহত হয় র‍্যাব সদস্য হাবিলদার মো. মুসফিকুর রহমান, করপোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি।

হামলায় আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় র‍্যাব-১এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাতে প্রধান আসামি করে ২৭ জন নামীয় সহ ২২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।


আরও খবর



কুষ্টিয়ায় নিখোঁজের ২১ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৯জন দেখেছেন

Image
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকা থেকে নিখোঁজের ২১ দিন পর নাজির আহমেদ হিরু (৪৬) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যার সাথে জড়িত মূলহোতা সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত হিরু জগতি এলাকার বশির আহমেদ এর ছেলে। বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩ইং) বিকাল ৪ টার সময় কুষ্টিয়া শহরের মজমপুর সকাল সন্ধ্যা গলি এলাকার একটি ভাড়া বাসার পরিত্যাক্ত আম বাগানের ভিতর থেকে মাটি খুড়ে এই লাশ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা এলাকার নজরুল ইসলামের ছেলে জনি হোসেন (২৫) ও বাড়াদী কানাবিলের মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে তুষার হোসেন (২২) । নিহত হিরুর পরিবার সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৩ আগস্ট সকাল ৮টার সময় ইজিবাইক চালানোর সময় যাত্রী নিয়ে জগতি এলাকা থেকে রওনা দেন নাজির আহমেদ হিরু। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দিন পেরিয়ে রাত হয়ে আসলেও হিরু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সবখানে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু কোথাও কোন সন্ধান মেলেনি। পরবর্তীতে গত ০৪/০৮/২০২৩ ইং তারিখে নিখোঁজ যুবক হিরুর পিতা বশির আহম্মেদ কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার জিডি নং- ২৯১। পুলিশ সুত্রে জানা যায়, নিহত হিরুর পিতা বশির আহম্মেদ নিখোঁজের বিষয়ে থানায় জিডি করার পর পুলিশ তদন্ত কাজ শুরু করেন। দীর্ঘ কয়েকদিন যাবত পুলিশ এই তদন্ত পরিচালিত করেন। পরে বৃহস্পতিবার ২৪ আগস্ট কুষ্টিয়া মডেল থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে জনি ও শফিকুলকে আটক করে। আটকের পর পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে আসামীরা ইজি বাইক চালক হিরুকে হত্যার ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করে। আটককৃত আসামীদের স্বীকারোক্তি মোতাবেক কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্ব কুষ্টিয়া মডেল থানা পুলিশএর একটি টিম অভিযান পরিচালনা করে। প্রায় দেড়ঘন্টা অভিযান পরিচালনা করে কুষ্টিয়া শহরের মজমপুর সকাল সন্ধ্যা গলি এলাকার একটি ভাড়া বাড়ির পরিত্যাক্ত আমবাগানের এক কোনা হতে মাটি খুড়ে নিখোঁজ হিরুর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

আরও খবর



যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে আওয়ামী লীগ সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট কমাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে আগারগাঁওয়ের সুধী সমাবেশে এই কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে আওয়ামী লীগ সরকার। এছাড়া মানুষের ভাগ্য পরিবর্তনে একের পর একে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন করেছে সরকার।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বিমানবন্দরের পাশে কাওলা টোল প্লাজায় টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন মঞ্চে ওঠেন শেখ হাসিনা। বোতাম চেপে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়ের উদ্বোধন করেন তিনি। এসময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেতু সচিব মনজুর হোসেন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন দিক নিয়ে ব্রিফ করেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর ছোট বোন শেখ রেহানাসহ গাড়িবহর নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়ে আগারগাঁওয়ের সুধী সমাবেশের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।


আরও খবর