Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ভারতকে হারিয়ে শেষটা রঙিন করল বাংলাদেশ

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:ম্যাচটা বাংলাদেশ অবশেষে নিজেদের করে নিলো । ভারতের বিপক্ষে জয় দিয়ে শেষ করল এশিয়া কাপ। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পর মানসিক ভাবে অনেকটা দুর্বল হয়ে গেলেও শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে টাইগাররা। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৯ রানে অল-আউট হয়েছে ভারত।

দুপুরে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। দুই দলই নামে পাঁচ পরিবর্তন নিয়ে। ব্যাট করতে নেমে শুরুটা হয়েছিল যাচ্ছেতাই। টপ অর্ডারের তিন ব্যাটার লিটন দাস (০), তানজিম হাসান সাকিব (১৩) এবং আনামুল হক বিজয় (৪) ফেরেন দলীয় ২৮ রানের ভেতর।

মেহেদী হাসান মিরাজ ১৩ রান করে ফিরলে আরো চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয়কে নিয়ে ধাক্কাটা সামাল দেন সাকিব আল হাসান। ১০১ রানের জুটি বেঁধে সাকিব তুলে নেন ফিফটি। 

জুটি ভাঙার আগে সাকিব খেলেন ৮৫ বলে ৮০ রানের ইনিংস। এরপর শামিম পাটোয়ারি ১ রান করে ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এখান থেকেই নাসুম আহমেদকে নিয়ে স্কোরবোর্ডে আরো ৩২ রান যোগ করেন হৃদয়।

হৃদয় তুলে নেন ফিফটি। তবে বেশিদূর আর যেতে পারেননি, থামতে হয় ৫৪ রানের ইনিংস খেলে। এরপর নাসুমের ৪৪, শেখ মেহেদীর ২৯ ও অভিষিক্ত তানজিম সাকিবের ১৪ রানের ক্যামিওতে ২৬৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

ভারতের পক্ষে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২ উইকেট নেন মোহাম্মদ শামী ও ১উইকেট করে নেন প্রসিদ্ধ, প্যাটেল এবং জাদেজা।

বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে তানজিম হাসানের করা ইনিংসের প্রথম ওভারেই খেই হারান রোহিত শর্মা। পয়েন্টে থাকা বিজয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ০ রানে।

তানজিম দ্বিতীয় ওভার করতে এসে আবারও তুলে নেন উইকেট। এবার তিলক বর্মাকে (৫) ফেরান সোজা বোল্ড করে। এরপর একপাশ আগলে রেখে লড়াই চালিয়ে যান শুভমান গিল। এর মাঝে বিদায় নেন লোকেশ রাহুল (১৯), ইষান কিষান (৫)।

গিল খেলেছেন আপন মনে। কখনো দ্রুত রান তুলে বিপদে ফেলেন বাংলাদেশকে, আবার কখনও বেশ সাবধানে চালান ব্যাট। শেষ পর্যন্ত তাকে ফেরান শেখ মেহেদী। ১২১ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন দলকে অনেকটা জয়ের নাগালে পৌঁছে দিয়ে।

গিল তার কাজ করে দিলেও বাকিরা সেটি আর পারলেন কই। অভিজ্ঞ মোস্তাফিজ তার ধার দেখিয়েছেন। শেখ মেহেদী প্রমাণ দিয়েছেন অধিনায়কের আস্থার। তানজিম সাকিব প্রথম ওভারের মতো শেষ ওভারেও বোলিং করেছেন অভিজ্ঞদের মতোই।

শেষ ওভারে যখন ১২ রান লাগে, তানজিম খেই হারাননি। প্রথম তিন বলে কোনো রান না দিলেও চতুর্থ বলে দেন বাউন্ডারি। তবে পঞ্চম বলটায় মোহাম্মদ শামীকে রান আউট করে সব হতাশা ভুলিয়ে দেন লিটন দাস।

এশিয়া কাপের সব ব্যর্থতা যেন এক নিমিষেই শেষ বাংলাদেশের। টাইগারদের পক্ষে ৩ উইকেট নেন মোস্তাফিজ, ২টি করে উইকেট নেন তানজিম ও শেখ মেহেদী। ১টি করে উইকেট নেন সাকিব এবং মিরাজ।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




খুলনায় পুলিশের অভিযানে নকল শিশু খাদ্য সামগ্রী জব্দ

প্রকাশিত:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image
গাজী যুবায়ের আলম ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানাধীন বাস্তুহারা এলাকায় একটি কারখানায় বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে মর্মে গোপন সংবাদ পায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে ২৪ আগস্ট বৃহস্পতিবার মেসার্স শারমিন ফুড প্রোডাক্টস ১২নং গলি বাস্তুহারা মেইন রোড, খালিশপুর এর দুইতলা বিশিষ্ট বাড়ির নিচতলার কারখানায় মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অননুমোদিত শিশু খাদ্য, মশলা এবং রন্ধন সামগ্রী জব্দ করে। যেসকল সামগ্রী জব্দ করা হয় তা নিম্নরূপ শাহী ফুল ক্রিম.১) মিল্ক পাউডার. ২) শাহী স্বাদ-এ ম্যাজিক মশলা.৩)শাহী বেকিং পাইডার, ৪) শাহী বেকিং সোডা, ৫) শাহী ইষ্ট, ৬) শাহী অরেঞ্জ পিৎজ্জা, ৭) শাহী জিঞ্জার পাউডার, ৮) শারমিনের শাহী ললি পপ চকলেট, ৯) বিভিন্ন মুদ্রার নকশাযুক্ত ক্যান্ডি চকলেট, ১০) শাহী হোয়াইট ভিনেগার, ১১) শাহী সয়া সস, ১২) শাহী হট টমেটো সস, ১৩) শাহী ললি পপ চকলেট, ১৪) শাহী ঘি ফ্লেভার এসেঞ্জ এবং ১৫) শাহী মসলা (চটপটি মসলা, বিরিয়ানি মসলা, চাট মসলা, মাংসের মসলা, বার বি কিউ মসলা, কালা ভুনা মসলা এবং খিচুরি মসলা) ইত্যাদি। অভিযানকালে জানা যায় যে, উক্ত প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী: শারমিন বেগম (২৭) এবং তার স্বামী-মো: শাহিন হোসেন (৩৬) দ্বয় দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ব্যতীত বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন করে আসছিলেন। মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানের প্রেক্ষিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা উক্ত প্রতিষ্ঠানকে অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের জন্য বিএসটিআই আইন-২০১৮, ধারা-১৫/১৭ অনুযায়ী ১,০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা অনাদায়ে ১৫ (পনের) দিনের কারাদন্ড প্রদান করেন। এরপর উক্ত কারখানা সীলগালা করে দেওয়া হয়।

আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন শেখ হাসিনা

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সম্মেলনস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

সম্মেলনস্থলে পৌঁছালে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। এ ছাড়া জি-২০র সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ অন্য অতিথিদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী।

সম্মেলনের জন্য বিশেষভাবে সাজানো কনভেনশন সেন্টার ‘ভারত মণ্ডপম’-এ উপস্থিত হন বিশ্বনেতারা। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হলো ‘ওয়ান আর্থ’। দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় হবে ‘ওয়ান ফ্যামিলি’। এর মধ্যে থাকছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। এ ছাড়া নৈশভোজের ব্যবস্থা থাকছে রাত ৮টায়।

ভারতের জি-২০-এর মুখ্য সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ভারতের খুব কাছের বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

জি-২০ সম্মেলন নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শ্রিংলা বলেন, গত ১ ডিসেম্বর ভারত জি-২০-এর সভাপতির দায়িত্ব নেয়। এরপর ভারতজুড়ে ৬০টিরও বেশি শহরে ২০০-এরও বেশি বৈঠক হয়েছে। সম্মেলন ও বৈঠকগুলোকে ঘিরে ভারত তার গণতন্ত্র, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছে।

আগামীকাল রোববার সম্মেলনের শেষ দিন নরেন্দ্র মোদি ‘এক ভবিষ্যৎ’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করবেন। সম্মেলন উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ অন্য অতিথিদের সম্মানে ভারতের রাষ্ট্রপতি আজ নৈশ ভোজের আয়োজন করছেন।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নাসিরনগরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২১৭জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃসম্পত্তির বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলা সদরে দুই পক্ষের সংঘর্ষে মীর ফাহাদ (৩২) নামে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রে আঘাতে আহত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে। মৃত মীর ফাহাদ নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মীর মোশারফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২ সেপ্টেম্বর ২০২৩ রোজ শনিবার  সকাল অনুমান দশ ঘটিকার সময় নাসিরনগর সদর পশ্চিমপাড়ার সাবেক চেয়ারম্যান  মীর মোশারফ হোসেন ও মীর জালালের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর পরপরই মীর জালালের লোকজন লাঠিসোঁটা নিয়ে মীর মোশারফ ও তার বড় ছেলে মীর ফাহাদের ওপর হামলা চালায়।হামলায়৷ নারী পুরুষ সহ অন্তত ১০ জন আহত হয়। হামলা চলাকালে মীর ফাহাদ  বল্লমের আঘাতে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে গুরুতর অবস্থায় আহত মীর ফাহাদকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন আইসিইউতে লাইফ সাফোর্টে রাখার পর ১৬ সেপ্টেম্বর রোজ শনিবার রাত অনুমান আট ঘটিকার সময়  মারা। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  সোহাগ রানা মীর ফাহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে সংঘর্ষের সাথে জড়িত তিন আাসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে আসামীর বাড়িতে  প্রতিপক্ষের হামলা ও লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কোম্পানীগঞ্জে গণপিটুনিতে নিহত চোর!

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে গণপিটুনিতে ৪৩ বছর বয়সী মোশারফ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ৬ সেপ্টেম্বর সকাল ৮ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে এই ঘঠনা গঠে।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানাজায়, প্রবাসী সাইফুদ্দিন এর বসতঘরে দুইজন চোর দরজার সিধকেটে প্রবেশ করে। ঐ সময় গৃহে কেউ ছিলনা। তারা সকলে সেনবাগে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। ঘরে আওয়াজ শুনে পার্শবর্তী ঘরের লোকজন আসলে দুই চোরের একজন পালিয়ে যায় এবং অন্যজন পালানোর সময় ধরা পড়ে যায়।

ধরা পড়া মোশারফ এই সময় তার হাতে থাকা চুরি দিয়ে পাশে থাকা ব্যাক্তিদের আক্রমণ করলে তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে মোশারফ কে ধরে বেঁধে ফেলার পর গনপিটুনি দিয়ে হত্যা করে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ গিয়ে উক্ত চোরের লাশ উদ্ধার করে। সুরতহাল তৈরী পূর্বক লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল প্রেরন করা করেন।

উল্লেখ্য, গণপিটুনিতে নিহত মোশারফ হোসেন (৪৩) পিতা -মৃত মোহাম্মদ মোস্তফা, গ্রাম ধর্মপুর, থানা সুধারাম, জেলা নোয়াখালী, তার বিরুদ্ধে নোয়াখালী ফেনীসহ বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে এবং একাধিকবার পুলিশ কর্তৃক ইতিপূর্বে গ্রেফতার হয়েছিল।


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে: ম্যাক্রোঁ

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গত কয়েক বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলে মনে করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি এ মন্তব্য করেন। নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৈশভোজ শুরুর আগে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

ম্যাক্রোঁ বলেন, ‘মুক্তিযুদ্ধের পর আমাদের নজর ছিল বন্ধুরাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বে। সেটি অক্ষুণ্ন রেখে গত কয়েক বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটির ভূমিকা প্রশংসনীয়। আমরা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।

ফরাসি প্রেসিডেন্টে বলেন, ‘সারাবিশ্বের মধ্যে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন সাধন করে নিজেদের অবস্থান তেরি করে নিয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিল্প, সংস্কৃতিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ, সেটি মোকাবিলা করছে বাংলাদেশ। বিভিন্ন লেক, নদী-নালার সৌন্দর্য বিশেষ করে সুন্দরবনের মতো প্রাকৃতিক পরিবেশ এতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ-ফ্রান্সের বন্ধুত্ব দীর্ঘদিনের। আমি যদি পেছনে ফিরে তাকাই, আমরা দুঃসময়ে একে অপরের পাশে ছিলাম। এখন আমাদের দুই দেশের মানুষের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। ৫২ বছর আগে আমরা অনুভব করেছি আমরা একই পরিবারের।

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা দুই দেশ দীর্ঘপথ একসঙ্গে পাড়ি দিতে চাই। দুই দেশের বন্ধুত্বের বন্ধন জোরালো করতে এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার (শেখ হাসিনা) সহায়তা চাই।’

রোববার রাত ৮টায় ভারতে জি-২০ সম্মেলন শেষে দুই দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত সাড়ে ৮টার দিকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এটিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপতির যাত্রা।

গত ৩৩ বছরের মধ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টের এটি প্রথম ঢাকা সফর। জানা গেছে, ম্যাক্রোঁর এ সফরে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩