Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

শ্যামলী-হানিফ পরিবহনের ৩ বাসে আগুন

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। রাস্তার পাশে পার্কিংয়ে থাকা অবস্থায় আগুন লাগানো হয়েছে বাসগুলোতে।

সোমবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।আগুনে তিনটি বাসই পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম কারনাইম হুমায়ূন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মডেল মসজিদের একটু দক্ষিণে ওই বাসগুলো নিজস্ব ডিপোতে ছিল।

ওই তিনটি বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করত।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




সমিতির নামে বিল লীজ নিয়ে একক ভাবে মাছ চাষ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর থেকে:সমিতির নামে বিল লীজ নিয়ে ক্ষমতার দাপটে একক ভাবে মাছ চাষ করে কোটিপতি বনে গেছেন অভয় নামের একব্যাক্তি। রাজশাহীর তানোর উপজেলার সীমান্তবর্তী টি বাঁধের পূর্ব দিকে  মোহনপুর সীমানায় বিল মাইলে ঘটে রয়েছে এমন ঘটনা। উন্মুক্ত বিল হলেও এমপির ক্ষমতার প্রভাব খাটিয়া বিলটি দখল করে মাছ শেষ করে থাকেন মেলান্দী গ্রামের অভয়সহ কয়েকজন ব্যক্তিরা। তারা এমপি আয়েন উদ্দিনের মাধ্যমে বিলটি লীজ নিয়ে জেলেদের মাছ ধরতে দিতেন না। এখানেই শেষ না চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রচুর পরিমানে বৃষ্টি হয়। সেই বৃষ্টির কারনে ধান সবজি ঢুবে গেলেও পানি বের করতে দেননি সমিতির নামে ক্ষমতার দাপট ধারী এমপি আয়েন উদ্দিনের ভাই ঘাষিগ্রাম ইউনিয়ন ইউপির চেয়ারম্যান বাবলু, অভয় ও বিজয় এবং মোজাহার। উন্মুক্ত বিল হলেও ক্ষমতার জোরে লীজ নিয়ে মাছ চাষ করে কোটিপতি বনে গেছেন তারা। ফলে বিলটি উন্মুক্ত করা হলে স্থানীয় জেলেরা মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন।

মেলান্দী মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি অভয় জানান, মন্ত্রণালয় থেকে বিগত ২০১৫ সালে সমিতির নামে লীজ নেয়া হয়। প্রতি বছর লীজ নবায়ন করতে হয়। এমপি ছাড়া লীজ নেয়া যেত না। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তৎকালীন এমপি প্রয়াত মেরাজ মোল্লার লোকজন লীজ নিয়েছিলেন । অনেক কষ্ট করার পর সমিতির নামে লীজ হয়। সমিতির সদস্য সংখ্যা ৭২ জন। প্রতি বছরে কোটি টাকার উপরে মাছ বিক্রি করা হয়। কত টাকায় লীজ নিয়েছেন জানতে চাইলে তিনি জানান এসব জেনে কি লাভ। সমিতির নাম করে আপনারা কয়েকজন মাছ চাষ করছেন জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দেন নি।

সমিতির অন্য সদস্যরা জানান, সমিতির নামে কিভাবে লীজ নেই আমরা কিছুই জানিনা। অভয় সাব জানিয়ে দেন আমরা লীজ নিয়েছি, আমরাই চাষ করছি। এখানে সমিতির কোন যোগ নেই। অভয় সমিতির সভাপতি তার উপরে আমরা কথা বলতে পারিনা। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে থাকেন। এজন্য তার ভয়ে সমিতির সদস্যরা কেউ কিছু বলেনা। তাছাড়া কোন দিন বিলের মাছ বিক্রি লাভের অংশও কেউ দেখতে পায়না। বিল চাষ করে ভাগ্য বদল হয়েছে অভয়সহ কয়েকজনের। সমিতির তিল পরিমান লাভ হয়নি।

স্থানীয় মৎস্য জীবিরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিল মাইল নামের বিলটি ক্ষমতাসীনদের কব্জায় চলে যায়। ক্ষমতায় আসার আগে বিল ছিল উন্মুক্ত। বিলে মাছ আহরণ করে কয়েক শো পরিবার জীবন জীবিকা নির্বাহ করত। কিন্তু সেটা আর হয় না। বিলের কাট মাছের দেখা মিলেনা। বিলে বেশির ভাগ জমি ব্যক্তি মালিকানা। বিলে খুব বেশি হলে ১০০ বিঘা খাস জমি আছে। অথচ টি বাধের বা মাইল বিলের পশ্চিমে তানোরের সীমানায় বিল কুমারি নামের বিল রয়েছে। বিলটি কখনো লীজ হয় না। শতশত মৎস্য জীবি পরিবার মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগযুগ ধরে। সরকারের পর্যাপ্ত জমিও রয়েছে, তারপরও উন্মুক্ত। তাহলে বিল মাইল, পার্শ্বে ডুবি বিল কিভাবে লীজ হয় এমন নানা প্রশ্ন স্থানীয় মৎস্য জীবিদের।

জানা গেছে,  বিলটিতে ৩০০ বিঘা সরকারী জমি আছে মর্মে তথ্য দিয়ে ভুলভাল বুঝিয়ে লীজ নিয়ে দেদারসে বছরের পর বছর মাছ চাষ করে আসছেন এমপি আয়েনের হাতে গোনা কয়েকজন অনুগত।

বিলপাড়ের কৃষকরা জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে কয়েকদিন ভারি বর্ষন হয়। বর্ষনের কারনে ধান ও সবজি ডুবে ছিল। কিন্তু বিল থেকে পানি নামার সুযোগ ছিল। কিন্তু বিলে মাছ আছে এমন দোহায়ে পানি বের করতে দেয়নি চাষ করা ব্যক্তিরা। আবার বোরো মৌসুমে বীজতলা ও ধান রোপনের সময় বিলে পানি থাকার কারনে সময় মত কিছুই করা যায় না। বিলটি জরুরি ভিত্তিতে উন্মুক্ত করা হোক। তাহলে কৃষক ও মৎস্য জীবিদের প্রচুর উপকার হবে, বাঁচবে শতশত পরিবার।

বিল লীজ বিষয়ে মোহনপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মিথিলা দাসের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০ একরের ঊর্ধ্বে হলে জেলা থেকে লীজ হয়। এটা জেলার কর্মকর্তারা ভালো বলতে পারবেন। 

লীজ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  আনিসুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাগজপত্র দেখার পর বলা যাবে। 

আরও খবর



সৌদি আরবে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত সব সেনা

প্রকাশিত:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:প্রশিক্ষণ মিশনের সময় সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সব সেনা নিহত হয়েছে। তবে বিমানটিতে ঠিক কতজন সেনা ছিল তা জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল আরাবিয়ার।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

সূত্র: আল আরাবিয়া


আরও খবর



শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্মের স্বীকৃতি পেল হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিক

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক সংস্থা গার্টনার সম্প্রতি হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিককে অন্যতম শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি গার্টনার প্রকাশিত ‘২০২৩ ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ ফর ডিসট্রিবিউটেড ফাইল সিস্টেমস অ্যান্ড অবজেক্ট স্টোরেজ’ রিপোর্টের মাধ্যমে এ স্বীকৃতি দেয়া হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের উচ্চক্ষমতার ভারসাম্যপূর্ণ স্কেল-আউট স্টোরেজ সল্যুশন। গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারিক পর্যায়ের সাতটি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই শীর্ষস্থান অর্জন করেছে ওশানস্টোর প্যাসিফিক।

এ প্রতিবেদন তৈরির জন্য গার্টনার বিভিন্ন জটিল সক্ষমতা ও সাতটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি স্টোরেজ প্রোডাক্টের মূল্যায়ন করেছে। এবং তারপর একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে বিভিন্ন স্টোরেজ প্রোডাক্টের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের জন্য এটি একটি অপরিহার্য রেফারেন্স গাইড হয়ে উঠেছে।

প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আর এটা হলো ওশানস্টোর প্যাসিফিকের পণ্যের সক্ষমতার ধারাবাহিক রূপান্তরের একটি মূল কারণ, যাতে করে গ্রাহকদের সব ধরণের ব্যবসায়িক চাহিদা মেটানো সম্ভব হয়।

হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ ডোমেইনের প্রেসিডেন্ট ওয়াং ইডং বলেন, “গার্টনার ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ রিপোর্টে হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অর্জন দেখতে পারা অত্যন্ত আনন্দদায়ক। আমরা বিশ্বাস করি, গ্রাহক-কেন্দ্রিক চিন্তা করে যে উচ্চমানের প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের রয়েছে, এ স্বীকৃতি তারই প্রমাণ। এই অর্জন আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ প্রদান করবে। ইয়োটাবাইট যুগে যাতে নতুন নতুন অ্যাপ গ্রহণ করা সম্ভব হয়, সে জন্য আমরা প্রোডাক্ট সক্ষমতার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ সল্যুশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির পার্টনারদের জন্য আরও নির্ভরযোগ্য ও দক্ষ অবকাঠামোর উন্নয়ন ঘটাব।”

ভবিষ্যত-উপযাগী স্মার্ট সল্যুশন্স এর মাধ্যমে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির জন্য হুয়াওয়ে’র যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ হলো হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অসাধারণ অর্জন।


আরও খবর



হিলিতে লালনের গানে মুগ্ধ দশনার্থীরা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে বাউল ফকির লালন শাহের ১০ তম ¯œরণোৎসব উপলক্ষে লালন সঙ্গীত অনুষ্ঠানে লালনের গানে মুগ্ধ দশনার্থীরা। সোমবার রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় হিলি লালন চর্চা একাডেমীর আয়োজনে বাউল ফকির লালন শাহের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালন চর্চা একাডেমীর সভাপতি ফকির আনোয়ার বাউলের সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় ও কুষ্টিয়ার লালন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।সঙ্গীত অনুষ্ঠান দেখতে ভক্তরা ভিড় জমান। দুর দুরান্ত থেকে ছুটে আসেন লালন সঙ্গীত অনুষ্ঠান দেখতে। বাউল সম্ম্রাট ফকির লালন শাহের সরনে লালনের গান,গ্রামের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছরের নেয় এই বছরে লালন উৎসব আয়োজন করা হয়েছে। আমাদের এই প্রয়াস বলে জানান বাংলাহিলি লালন চর্চা একাডেমীর প্রতিষ্ঠাতা ফকির আনোয়ার। এইবার লালন সঙ্গীত গান গাইতে দেশের বিভিন্ন এলাকা থেকে লালন অনুসারী আসেন এই অনুষ্ঠানে।

লালনের মর্মবানী গান শুনতে হালকা শীত উপেক্ষা করে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিত ঘটে। লোকজনের বিপুল উপস্থিতিতে ঘটনাস্থল মেলায় পরিনত হয়। বাংলাহিলি লালন চর্চা একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি বাউল ফকির আনোয়ার হোসেন জানান, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে লালন সঙ্গীত হারিয়ে যাওয়ার অবস্থা,সেই বাউল সম্মাট লালনের গান ফিরে আনতে সাধারন মানুষের মাঝে তুলে ধরতে প্রতিবছর এই আয়োজন করা হয়।


আরও খবর



সমুদ্রে ভাসতে থাকা জেলেকে উদ্ধার করে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূ‌র্ণিঝড় মি‌ধি‌লির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নি‌খোঁজ এক জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলে কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা হারনাথ দাল (৫০)।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

উদ্ধার হওয়া জেলে হারনাথ দালসহ ১৮ জন জেলে গত শনিবার (৫ নভেম্বর) কক্সবাজারের বাশঁখালী এলাকা থেকে সমুদ্রে গেলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং গত শুক্রবার (১৭ নভেম্বর) তাদের ফিশিং বোটটি বঙ্গপোসাগরে ডুবে যায়। এসময় সে ডুবন্ত বোটের জেরিকেন ধরে প্রায় ৫ দিন যাবৎ গত মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত সমুদ্রে ভেসে ছিল তার অন্যান্য সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখন পযন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিসিং ট্রলার “নরেন্দ্র-২” ভারতীয় উপকূলের পারাদ্বীপ হতে ৭০ মাইল দক্ষিণ হতে তাকে উদ্ধার করে এবং গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ICGS BHARAT এর কাছে হস্তান্তর করে।

এরই ধারাবাহিকতায় ভারতীয় কোস্ট গার্ড গত শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে ICGS BHARAT কর্তৃক বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা এর নিকট হস্তান্তর করে। জেলেকে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে শারিরীকভাবে সুস্থ আছে।

পরবর্তীতে উদ্ধরকৃত জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইস মোংলা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাস’র নিকট হস্তান্তর করা হয় বলে জানান সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।


আরও খবর