
স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া মাত্র ৫০ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে ম্যাচ শেষ করেছেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। এ নিয়ে অষ্টমবার এশিয়া কাপ জিতল ভারত।
শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দীর্ঘ ১১ বছর পর ফাইনালের লড়াইয়ে নামে শ্রীলঙ্কা। এমন একটা ম্যাচ নিয়ে দেশটির সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ২৫ হাজার ধারণ ক্ষমতার গ্যালারিতে আর একটি সিটও ফাঁকা নেই।
এশিয়ার সেরা হওয়ার ফাইনালে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এরপর বৃষ্টিতে ৪৫ মিনিট পর শুরু হয় খেলা। ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরার প্রথম ওভারেই কুশল মেন্ডিসের (০) উইকেট হারায় শ্রীলঙ্কা।
বুমরাহ যেন ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছিলেন। এরপর বাকি কাজটা করেন মোহাম্মদ সিরাজ-হার্দিক পান্ডিয়ারা।
দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই সিরাজের তোপ। প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে ২ রানে ফেরান। তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে, চতুর্থ বলে চারিথ আসালাঙ্কা। দুজনকেই খুলতে দেননি রানের খাতা। পঞ্চম বলে বাউন্ডারি হজম করলেও ওভারের শেষ বলেই তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে (৪)।
দলের এমন বিপর্যয়ে হাল ধরতে পারেননি কেউ। অধিনায়ক দাসুন শানাকাকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে ফিরিয়ে সিরাজ মেতে ওঠেন ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার উল্লাসে।
এরপর ১৭ রান করা কুশল মেন্ডিসকেও ফেরান বোল্ড করে। দলীয় ৩৩ রানের মাথায় ৭ উইকেট নেই সিরাজের ঝলকে। বাকি তিন উইকেট নিতে খুব একটা দেরি করেননি হার্দিক পান্ডিয়া। দুনিথ ওয়েল্লালাগেকে ৮, প্রামোদ মাধুশানকে ১ ও মাথেশা পাথিরানাকে ০ রানে আউট করে শ্রীলঙ্কাকে দ্বিতীয় সর্বনিম্ন রানে অল-আউটের লজ্জা দেন পান্ডিয়া।
অল্প কয়টা রানের লক্ষ্য তাড়া করতে এদিন শুভমান গিলের সঙ্গে নামেননি নিয়মিত ওপেনার রোহিত শর্মা। দুজনে মিলে মাত্র ৬.১ ওভারে শেষ করে দিয়েছেন ম্যাচ। ইশান কিষান ১৮ বলে ২৩ আর গিল ১৯ বলে করেন ২৭ রান।