Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

বিএনপি যদি আবারও দেশে অরাজকতা সৃষ্টি করে জনগন তার জবাব দিবে: কৃষি মন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ২২৭জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃসমাবেশের নামে বিএনপি যদি আবারও গাড়িতে আগুন দেয়, বিদ্যুতের লাইন কাটে,রেললাইন উপরে ফেলার চেষ্টা করে তাহলে এ দেশের জনগন তার সমুচিত জবাব দিবে।বৃহস্পতিবার(২৬ অক্টোবর) সকাল ১১টায় মধুপুর অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারন এবং বিদ্যমান শস্য্যবিন্যাসে তেল ফসলে অন্তর্ভুক্তকরন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে তাদের যে হুমকি দিচ্ছে সে হুমকি আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা করি বিএনপি সে নির্বাচনে অংশ গ্রহন করবে।বাংলাদেশ কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো, জোয়াহেরুল ইসলাম এমপি, বিএআরসির নির্বাহী পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল্ল্যাহ সাজ্জাদ এনডিসি, জেলা প্রশাসক কায়সারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ফরিদপুর ৪ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

মো:টিটুল মোল্লা,ফরিদপুর;দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‌ ফরিদপুর ৪ আসনের মনোনয়নপত্র দাখিল করলেন ‌ স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিনি আজ দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। 
এ সময় ‌তার সাথে উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা পরিষদের ‌ চেয়ারম্যান ‌ শাহাদাত হোসেন সহ একাধিক নেতৃবৃন্দ।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




কুড়িগ্রামের চর রাজিবপুরে মিশ্র ফসলের চাষ করে স্বাবলম্বী চাষিরা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃচর রাজিবপুর উপজেলার কৃষির উপর নির্ভরশীল কৃষকরা একই জমিতে এক সাথে ৫টি ফসলের চাষ করে সংসারের চাহিদা মিটিয়েও উন্নয়নের আলো জ্বালিয়েছে চরাঞ্চলের চাষিরা। চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী এলাকাটি কৃষির উপর নির্ভরশীল চাষির সংখ্যা শতকরা ৯৫ জন। শিবের ডাঙ্গী এলাকার সরেজমিন ঘুরে দেখা দেছে একজমিতে ৫টি করে ফসলের চাষ । ৫টি ফসলের মাঝে রয়েছে শীতকালিন বিশেষ প্রয়োজনীয় শাখসবজির চাষ। তারা বলছেন প্রথমে রোপন করা হয় আখ, আখের সাথে সাথে রোপন করা হয় মুলা,বেগুন,মরিচ, লাল শাখসহ ৫ প্রজাতের মিশ্র ফসল। মিশ্র ফসল চাষি ফরজ আলী- নিয়মিত প্রতিবছর ৭৫ শতাংশ জমিতে মিশ্র ফসলের চাষ করেন। তার পরিবার পরিজন এই ৭৫ শতক জমির ফসলের উপর নির্ভরশীল। এই জমিতে প্রতিবছর মিশ্র ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেও আয় করছেন ৫ থেকে ৬ লাখ টাকা। তিনি আরও বলেন ১ লাখ টাকার মুলা বিক্রয় করা হয়েছে, ২ লাখ টাকার বেগুন বিক্রি করা হয়েছে এছাড়াও মরিচ সবেমাত্র ৫০ হাজার টাকা পেয়েছি, যদি আকাশ অনুকুলে থাকে তাহলে সবজী থেকে আরও লাখ ২ টাকা আসবে আশা করি। তার দীর্ঘ মেয়াদী আখ থেকে এক থুকে ৩ লাখ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই এলাকার মিশ্র ফসল চাষি কৃষক মাইদুল ইসলাম বলেন ৩৬ শতাংশ জমিতে ৫ ফসলের চাষ করেছি এখান থেকে দের লাখ টাকার সবজী বিক্রি করা হয়েছে আল্লাহর রহমতে সবজীর আবাদ করে লাভবান হয়েছি।

কৃষক বকুল জানান ৩০ শতক জমিতে মিশ্র ফসল চাষ করে প্রতিবছর খেয়ে দেও ২ লাখ টাকা আয় করতে পেরে আমি ভালো চলতে, পারছি পাশাপাশি এঅঞ্চলের সবজী চাষিরা সবাই স্বালম্বী। কৃষক খাজা মিয়া জানান মিশ্র ফসলের চাষ করে আমাদের পাশাপাশি সবজী ব্যবসায়ীরাও স্বাবলম্বী হয়েছে। তবে যদি এখানকার কৃষি কর্মকর্তারা আমাদের সহযোগিতা করতেন তাহলে আমরা আরও স্বাবলম্বী হতে পারতাম। এখানে কৃষি কর্মকর্তারা মনের ভুলেও আসেনা যারফলে মাঝেমধ্যে মিশ্র ফসল নিয়ে বিপাকে পরতে হয়। বর্তমান সরকার কৃষিবান্দব সরকার কৃষকদের সবসময়ই সহযোগিতা করে থাকে কিন্ত আমরা তা পাচ্ছিনা । সরেজমিন ঘুরে কৃষকদের বরাত দিয়ে জানা গেছে চরাঞ্চলের খেটে খাওয়া কৃষকরা শুধু মিশ্র ফসলের চাষ করেই স্বালম্বী হয়েছে। তবে চরাঞ্চলের কৃষকদের কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কৃষকদের অভিযোগের বিষয়বস্ত হচ্ছে তারা কৃষকদের সঙ্গে দেখা করে কোন পড়ামর্শ প্রদান করে না। তারা শুধু উপজেলার আনাচেকাচে চায়ের দোকানে আড্ডা দিয়েই সরকারের বেতন তুলে খায় একারনে তাদের মাঠে দেখা যায়না। এমনটি জানান চর রাজিবপুর উপজেলা কৃষকরা,তারা আরও বলেন হাটবাজারের বীজ কিনতেও পুতারনা হচ্ছে কৃষকরা এসব দেখভাল কে করবে। এবিষয় নিয়ে কথা হয় চর রাজিবপুর উপজেলা কৃষি উদ্ভিদ কর্মকর্তা খায়রুল ইসলাম এর সাথে, তিনি বলেন রাজিবপুরে এবার প্রায় আড়াশো হেক্টর জমিতে সবজীর চাষ হয়েছে। আকাশ  অনুকুলে থাকায় সবজীর বাম্পার ফলনের পাশাপাশি দামেও পেয়েছে বেশি। এতে রাজিবপুরে সবজী চাষিরা লাভবান হয়েছে এছাড়াও সবসময় কৃষকদে পাশে থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছি।


আরও খবর

পোরশায় কৃষদের মাঝে রবি শস্য বীজ বিতরণ

মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

গাংনীর ফুলকপি চাষীদের মাথায় হাত

সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩




পিটার হাসের চলে যাওয়া হতাশাজনক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যেই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের চলে যাওয়ার ঘটনাকে ‘হতাশাজনক’ অ্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ঢাকার কিছু গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে’ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিবিদরা মার্কিন রাষ্ট্রদূতকে ‘হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে রাষ্ট্রদূতের মতো বিদেশি অতিথিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেশের সক্ষমতার প্রতি আস্থা ব্যক্ত করে এসব অভিযোগ ‘অস্বীকার’ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘আমার একটা দায়িত্ব আছে। এখানে দায়িত্বপ্রাপ্ত সব রাষ্ট্রদূত আমাদের অতিথি এবং তাদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। বিদেশে বাংলাদেশি কূটনীতিকদের যতটুক নিরাপত্তা দেওয়া হয়, তাদেরও সে পরিমাণে নিরাপত্তা দেওয়া হয়। আমরা নিশ্চিতভাবে জানি, তিনি কোথায় আছেন, এসব তার জল্পনা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমাদের এগুলো নিয়ে আলোচনা করা উচিত নয়। কিন্তু আমি তার অবস্থান, ব্যক্তিগত এবং অফিসিয়াল কোনো তথ্য প্রকাশ করব না। কিন্তু আমরা সবই জানি।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশ ছাড়ছেন বলে জানা গেছে। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বাংলাদেশের সূত্র এএনআই’কে জানিয়েছে, পিটার হাস বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন। এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ভিসা বিধিনিষেধ নিয়েও কথা বলেছেন শাহরিয়ার আলম। তিনি জোর দিয়ে বলেন, যারা বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আইন মানবে না, তারা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পরামর্শটি স্ব-ব্যাখ্যামূলক যা আমরা পছন্দ করি না। তবে আমরা যেকোনো দেশের সিদ্ধান্তকে সম্মান করি এবং আমি নিশ্চিতভাবে আশাবাদী ছিলাম যে নতুন ভিসা নীতি বিএনপি এবং জামায়াতকে ২০১৪ সালে করা নৃশংসতার পুনরাবৃত্তি থেকে বিরত রাখবে। কিন্তু দুর্ভাগ্যবশত, এটি ব্যর্থ হয়েছে। তাই নতুন ভিসানীতি এই প্রক্রিয়াটিকে মোটেও সাহায্য করেনি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে এটি পর্যালোচনা করতে হবে।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




মধুপুর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দৈনিক ও পাইকারি বাজারে অভিযান

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে পেঁয়াজের বাজারে অস্থিরতা কমাতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। 

সোমবার(১১ডিসেম্বর) দুপুরের দিকে মধুপুর পৌরশহরের দৈনিক বাজার ও পাইকারী বাজারে অভিযানে নামে উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. জাকির হোসাইন।

উক্ত অভিযানে সহযোগিতা করেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোল্লা আজিজুর রহমান। 

এসময় জাকির হোসাইন বলেন,মূল্য কারসাজি করে যদি কোনো অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া ব্যবসায়ীদের পেঁয়াজ ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ রাখার জন্য বলা হয়েছে। তিনি ভোক্তাদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনের অধিক পেঁয়াজ কিনবেন না।

আজ মধুপুরে নতুন পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০৫ টাকা এবং খুচরা বিক্রি হচ্ছে ১১০টাকা। পাতা সহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫/৪০ টাকায়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



দুই মাসে গাজায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইসরায়েল ও হামাসের যুদ্ধে বেড়েই চলছে নিহতের সংখ্যা। গাজায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯ হাজার ৫০০ জন।

রোববার (১০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানায়। খবর- রয়টার্স'

এমন পরিস্থিতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজার কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ সেখানে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

এদিকে ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘাত পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েল ও হামাসের মধ্যে দফায় দাফায় গোলাবর্ষণের ঘটনা ঘটছে।

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার জবাবে গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের পক্ষ নেয় লেবাননের প্রভাবশালী সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। পরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলে রকেট ও গোলা নিক্ষেপ শুরু করে লেবাননের ইরান-সমর্থিত এই গোষ্ঠী।


আরও খবর