Logo
আজঃ রবিবার ১১ জুন ২০২৩
শিরোনাম

সার্জেন্ট মুজাহিদের অনাগত সন্তানের মুখ দেখা হলো না

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. মুজাহিদ নামের এক পুলিশ সার্জেন্ট। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানার আউটার রিং রোডে এ ঘটনা ঘটে।

তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখা হলো না তার।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশিদ বলেন, মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে আউটার রিং রোড দিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

মুজাহিদ ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন বলে জানিয়েছেন নগর পুলিশে কর্মরত সার্জেন্ট সাইফুল ইসলাম। 


আরও খবর



চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন সম্রাট

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এদিন সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলাটি চার্জশুনানির জন্য ছিল। সকালে আদালতে হাজিরা দেন সম্রাট। তার পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করেন।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৬ জুলাই চার্জশুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। একই সঙ্গে সম্রাটের বিদেশে গিয়ে চিকিৎসার আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আমরা এখনো সংগ্রহ করতে পারেনি। এজন্য সময়ে আবেদন করি। আদালত সময়ের আবেদনটি মঞ্জুর করেন৷ এ ছাড়া আমরা আজকে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির চাইলে আদালত স্বল্প সময় অর্থাৎ দুই মাসের মধ্যে পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার অনুমতি দেন। যেকোনো দেশে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার মৌখিকভাবে আদেশ দিয়েছেন।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।


আরও খবর



জর্ডানের যুবরাজ বিয়ে করলেন, ছবিতে দেখুন

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:রবিবার ১১ জুন ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:বিয়ে করলেন মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহ। কনে সৌদি আরবের স্থপতি প্রভাবশালী পরিবারের মেয়ে রাজওয়া আল সাইফ।

বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানের প্রাসাদে জমকালো আয়োজনে এক হয়েছে হুসেইন ও রাজওয়ার চার হাত।

২৮ বছর বয়সি হুসেইন জ্বালানি তেলসমৃদ্ধ জর্ডানের ভবিষৎ বাদশা। তার স্ত্রী রাজওয়ার বয়স ২৯ বছর, অর্থাৎ এক বছরের বড় সে (স্ত্রী)।

সৌদি নাগরিক রাজওয়ার সঙ্গে জর্ডানের রাজপুত্রের এই বিয়েকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ তাদের এ বিয়ের মাধ্যমে জর্ডানের সঙ্গে প্রতিবেশী সৌদি আরবের কৌশলগত মিত্রতা আরও জোরদার হবে বলে মনে করছেন তারা।



বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্য অনুযায়ী মনোমুগ্ধকর মোটরশোভাযাত্রার মাধ্যমে তারা ফিরে যান রাজপ্রাসাদে। এ সময় রাস্তার দুইপাশে ভিড় করেন হাজার হাজার মানুষ। হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন যুবরাজ ও তার নববধূ।



রাজকীয় বিয়ের এ আয়োজন ঘিরে সেজে উঠে পুরো আম্মান। যুবরাজ ও নববধূর ছবিতে সাজানো হয় পুরো দেশ। বিয়ে উপলক্ষে ঘোষণা করা হয় একদিনের সরকারি ছুটি।

সাম্প্রতিক সময়ে এটাই জর্ডানের রাজপরিবারে সবচেয়ে আলোচিত ও জাকজমকপূর্ণ বিয়ের আয়োজন।

বিয়েতে হাজির হন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।



ঐতিহ্য অনুযায়ী যুবরাজের বিয়ে পূর্ব আয়োজনে যোগ দেন পরিবার ও সেনাবাহিনী। পারিবারিক আবহে আনন্দ-হইচইয়ের পর হয় মূল আনুষ্ঠানিকতা। বাদশাহ আব্দুল্লাহর বড় ছেলে অর্থাৎ সিংহাসনের উত্তরাধিকারীকে অভিনন্দন জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। শুভ কামনা জানান পরিবারের সদস্যরা।

বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়ার বড় ছেলে যুবরাজ হুসেইন পড়ালেখা করেছেন যুক্তরাষ্ট্রের জর্জটাইন ইউনিভার্সিটিতে। আর আল হুসেইনের নববধূ রাজওয়া আল সাইফ পেশায় একজন স্থপতি। সৌদি রাজপরিবারের সাথে বেশ ঘনিষ্ঠ তার পরিবার।


আরও খবর



সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:চোরাচালান, মাদক পাচার ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার দুপুরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।

সাক্ষাৎকালে বিজিবিপ্রধান বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সীমান্ত রক্ষায় বিজিবির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাদকের অনুপ্রবেশের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে।

আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বন্ধ করতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


আরও খবর



ভোমরা স্থলবন্দর দিয়ে এল ২১ ট্রাক পেঁয়াজ

প্রকাশিত:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২১ ট্রাকে সাড়ে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এসব পেঁয়াজের ট্রাক প্রবেশ করে। আজকে আরও পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।

ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

সাতক্ষীরার আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানান, পেঁয়াজভর্তি আরও ট্রাক ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় অবস্থান করছে যেকোন মুহূর্তে প্রবেশ করবে ট্রাক।

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, আজ সকাল নাগাদ ২১ ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আজকে আরও পেঁয়াজভর্তি ট্রাক ঢুকতে পারে।

এদিকে পেঁয়াজ আমদানির ঘোষণা আসতেই পাইকারি বাজারে কমতে শুরু করেছে। মোকামগুলোতে মণপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কমেছে পণ্যটির দাম। সে হিসেবে প্রতি কেজিতে দাম কমেছে ২৫-৩০ টাকা। যদিও খুচরা বাজারে এখনো এর প্রভাব পড়তে দেখা যায়নি।


আরও খবর



কলারোয়ায় গ্রামপুলিশদের মাঝে সাইকেল ও পোশাক বিতরণ করলেন জেলা প্রশাসক হুমায়ন কবির

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ২০২২-২৩ অর্থ বছরে গ্রামপুলিশ (দফাদার ও মহাল্লাদার) এর মাঝে বাইসাইকেল, পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি এসময় বলেন, গ্রাম পুলিশ এবং ফায়ার সার্ভিস বাহিনী ফলপ্রসু বাহিনী। বিশেষ করে গ্রামপুলিশ বাহিনী সব খবরগুলো আগে জানতে পারেন। কার বাড়িতে মেয়ে বাল্য বিয়ে হচ্ছে, কার বাড়ি গাঁজা গাছ আছে, কারা চুরি করে, কারা মাদক বিক্রয় করে, কারা মাদক সেবন করেসহ নানাবিধ ঘটনা। তাই এসব সংবাদ গুলো যতদ্রæত সম্ভব তাদেরকে উপজেলা নিবার্হী অফিসার, থানার ওসি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যানদের জানানোর জন্য আহবান জানান। গ্রামপুলিশদের প্রতি দৃষ্টি আকর্ষন করে তিনি আরো বলেন, আপনাদের ওয়ার্ডে যদি কোন মেয়ে বাল্য বিবাহ হয় তাহলে আপনারা কিন্তু আসামী হবেন। যেটা ইতোমধ্যে ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সরকার আপনাদের মাঝে বাইসাইকেলসহ যে সব সরঞ্জামাদি দিচ্ছেন এতে আপনাদের কর্মতৎপরতা ও দায়িত্ব বাড়বে। সে মোতাবেক আপনারা কাজ করবেন। বর্তমান সরকার আপনাদের বেতনভাতা বাড়িয়েছে। আরো বাড়াবে। তাছাড়া তিনি আরো বলেন, দুটি বিষয় নিয়ে সারা বাংলাদেশে সাতক্ষীরা বেশী পরিচিতি লাভ করেছে। তার মধ্যে উপকুলীয় এলাকা হওয়ায় ঝড়বৃষ্টি বেশী হওয়ায় এবং ২০১৩/১৪ সালে নাশকতা করার কারণে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে কোন বিশৃঙখলা বা নাশকতামূলক কাজ কেউ করতে না পারে সে দিকে আইন শৃঙখলা বাহিনীর সাথে আপনারা গ্রামপুলিশও সর্তক থাকবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নরুন নাহার আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মাসুদুর রহমান।


আরও খবর