Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

সারাদেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪১৭ জন।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৪ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৬৬৬২ জন ডেঙ্গুরোগী। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন, ঢাকার বাইরের ৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ এক হাজার ৫৬৭ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৮১ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮২৭ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।


আরও খবর



সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দেওয়া যায়, সেটাই আমরা দেবো: প্রধানমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি-জামায়াতের চলমান আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের যেভাবে শিক্ষা দেওয়া যায়, সেটাই আমরা দেবো।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন আমাদের সরকার কিছু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটা শর্ত ছিল, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না।

তিনি বলেন, তারা (বিএনপি) যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল তাতে কিন্তু মানুষের একটু আস্থা-বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখে বিএনপি যেসব ঘটনা ঘটাল, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের যেভাবে পেটালো, এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল সেটাই তারা ২৮ অক্টোবর পুনরায় প্রমাণ করল।

শুধু তাই না, হাসপাতালে ঢুকেও তারা হামলা করেছে। সেখানেও পুলিশের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হাসপাতালে হামলা করছে, নারী-শিশুদের হত্যা করছে, এর সঙ্গে তো বিএনপির হামলার কোনো তফাৎ দেখি না।

ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরায়েলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো পার্থক্য নেই বলে জানান প্রধানমন্ত্রী।


আরও খবর



চাঁদপুরে স্ত্রীও শাশুড়ি হত্যা মামলায়: মামুন মোহনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

চাঁদপুর প্রতিনিধি:চৌধুরী ইয়াসিন ইকরাম  চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায়  স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীন  হত্যা মামলায়  আসামী আল মামুন মোহনকে  মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

রোববার  ( ২৬ নভেম্বর )  দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ২ )  শাহেদুল করিম।

আসামীর উপস্থিতিতে রায় দেয়া হয়।২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ায় সেলিম খানের ৩য় তলার বসত বিল্ডিংয়ের নিচতলায় সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়ীকে চুরি দিয়ে আঘাত  করে নিহত করেন।

মামলায় ২৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন।রাষ্ট্র পক্ষে ছিলেন এডিশনাল পিপি  অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া,  এপিপি  অ্যাড: দেবাশীষ কর মধু ও অ্যাডঃ জসিমউদদীন ( ২)।

আসামি পক্ষে ছিলেন অ্যাডঃ সেলিম আকবর,  অ্যাডঃ সফিকুল ইসলাম ভুইয়া।


আরও খবর



বাসদ থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা দিয়েছেন বকুল হোসেন খাঁন

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৯জন দেখেছেন

Image

আব্দুল হান্নান নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন বাসদ নাসিরনগর উপজেলা শাখার আহব্বায়ক এবং বাসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য-মোঃ বকুল হোসেন খান।তিনি সতন্ত্র প্রার্থী  হিসাবে  নির্বাচন করার প্রস্ততি নিচ্ছেন বলে  খবর পাওয়া গেছে।বকুল হোসেন খাঁন ঐতিহ্যবাহী কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের খাঁন বংশের ছেলে।তার চাচা ওমরাও খাঁন ছিলেন পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান।

বকুল হোসেন খাঁনের সাথে তার ব্যাক্তিগত মুঠোফোনে যোগাযোগ করে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে কি না  জানতে চাইলে তিনি বলে আমার দলীয় লোকজনকে নিয়ে মিটিং করে নির্বাচনের বিষয়ে একমত হয়েছি এবং সকলের সিদ্বান্ত আমাকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে।তাই আমার দলীয় লোকজনের সিদ্বান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই।তাই আমি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ডোমারে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবক গ্রেফতার

প্রকাশিত:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর ডোমারে কলেজ ছাত্রীকে উত্তপ্ত ও যৌন হয়রানির দায়ে জামিয়ার রহমান জয় (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। জয় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের রশিদুল ইসলামের ছেলে। মামলা সুত্রে জানাযায়, একই গ্রামের এক কৃষকের কলেজ পড়–য়া ছাত্রী (ছদ্দনাম) মনিরা বেগম (১৭) কে দীর্ঘদিন যাবত জয় প্রেমের প্রস্তাব দিতো। মনিরা দেবীগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। মনিরা প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ অক্টোবর বিকালে অটো ভ্যানযোগে দেবীগঞ্জ কলেজ থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম চিকনমাটি মাদ্রাসা মোড় এলাকায় জয় তারগতি রোধ করে পুনরায় প্রেমের প্রস্তাব দেয় এবং অন্যত্র ঘুড়ে বেড়ানোর জন্য চাপ সৃষ্টি করে। মনিরা রাজি না হওয়ায় তাকে টানা হেচরা করে এবং যৌন হয়রানি ঘটায়। মনিরার চিৎকারে পথচারী এগিয়ে এলে জয় পালিয়ে যায়। এ বিষয়ে মনিরা বাদি হয়ে গত ২৯ অক্টোবর ডোমার থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের (সংশোধনী) ০৩ এর ১০ ধারায় মামলা নং- ২০ (১০) ২৩ দায়ের করে। একই রাতে অভিযান চালিয়ে আসামী জামিয়ার রহমান জয় (২৭) কে গ্রেফতার করে bথানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা সংক্রান্তে জয়কে গ্রেফতার করে জেলার বিজ্ঞ আদাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর



ছারছীনা দরবার শরীফের ১৩৩ তম ঈছালে ছওয়াব মাহফিল শুরু, আজ প্রথম দিন

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৫জন দেখেছেন

Image

ছারছীনা থেকে মোঃ আবদুর রহমান : ছারছীনা দরবার শরীফের ১৩৩ তম ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন শুরু হয়েছে। গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান ও ইফতেতাহী আলোচনা এবং কুরআন তেলাওয়াত, হামদ-না’তের মাধ্যমে তিনদিনব্যাপী মাগহফিলের শুরু হয়। আগামী শুক্রবার বাদ জুময়াহ তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তিনদিনব্যাপী মাহফিলে বাদ ফজর ও মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তা’লীম দিয়ে থাকেন। এছাড়াও দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন।

ইতোমধ্যে মাহফিল ময়দানে বিভিন্ন স্থান থেকে পীর-ভাই, মুহিব্বীন সহ হাজার হাজার হাজার মুসুল্লি ও ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। এছাড়াও মাহফিলে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে বাস, লঞ্চ ও অন্যান্য যানবাহন রিজার্ভ করা যানবাহনের মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য যাত্রাপথে আছেন। উক্ত মাহফিলে সকল পীর ভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসল্লীদের শরীক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে অধ্যক্ষ ড. সৈয়দ মোঃ শরাফত আলী।


আরও খবর