নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর ডেমরা মাতুয়াইলে স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুর১টায় স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটালেরং ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটালের সিইও মাসুদ আহমেদ। সঞ্চালনা করেন হাসপাতালের পরিচালক সাব্বির হোসেন।
মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেয়া দরকার এবং কিভাবে তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় আমন্ত্রিত পল্লী চিকিৎসকদের নিউরোলজিক্যাল সমস্যায় কি কি পদক্ষেপ নিতে হবে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন,
আইসিইউ ব্যবস্থাপনা নিয়ে আইসিইউ বিভাগের প্রধান ডাঃ জিয়াউদ্দিন বুলবুল, গর্ভকালীন সময় প্রসূতি মায়ের সেবা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার জুলিয়া রহমান, বিভিন্ন রোগের বিষয়ে মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মাহবুব ময়ূখ রিশাদ আলোচনা করেন।
এছাড়াও হসপিটালের সেবা ও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন চিফ এক্সিকিউটিভ অফিসার ও পরিচালক মাসুদ আহমেদ, তিনি বলেন, স্পেশালাইজ মেডিকেল কেয়ার হসপিটাল প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় স্বল্পমূল্যে ICU,CCU,NICU,PICU, Dialysis সহ যে কোন সার্জারি ও সিজারিয়ান অপারেশন সফলভাবে প্রদান করছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন বলেন, স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটাল যাত্রাবাড়ী,ডেমরা,কদমতলী থানার টারশিয়ারি কেয়ার ও মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল। এখানে রোগীদের কোয়ালিটি ফুল চিকিৎসা সেবা প্রদান করা হয়।