Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

শাহজালালে ১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃত এসব কোকেনের বর্তমান বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

আজ শনিবার সকালে ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ফখরুল আলম।

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফ্রেইট সার্কেল এলাকা থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় প্রেস কনফারেন্স করা হবে বলেও জানান কাস্টমস গোয়েন্দার এই কর্মকর্তা।


আরও খবর



মোহাম্মদপুরে হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব বলছে, গতকাল শুক্রবার ঢাকা এবং বাগেরহাট থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানানো হয়েছে। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। এ সময় কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটির নিয়ে সিসিটিভির একটি ভিডিও পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।


আরও খবর



কেটিভি বাংলা নিউজ বুলেটিন

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১০৪জন দেখেছেন

কেটিভি বাংলা নিউজ বুলেটিন ১২ ০৯ ২০২৩I #ktvbangla


আরও খবর



হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:হোমনা কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।রবিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র‌্যলিতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জসী উদ্দিন সওদাগর, জালাল উদ্দিন খন্দকার ও মো. তাইজুল ইসলাম মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানো, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই দিবস উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য। উন্নয়ন মেলায় হোমনা পৌরসভা, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এক টুকরো হোমনা ফেইসবুক গ্রুপ তাদের সেবা ও কার্যক্রম তুলে ধরে স্টল স্থাপন করেন।


আরও খবর



স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঃরাজধানীর ডেমরা মাতুয়াইলে স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ২ সেপ্টেম্বর দুপুর১টায় স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালেরং ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্পেশালাইজড  মেডিকেল কেয়ার হসপিটালের সিইও মাসুদ আহমেদ। সঞ্চালনা করেন হাসপাতালের পরিচালক সাব্বির হোসেন।


 মতবিনিময় সভায় স্বাস্থ্য সেবা খাতকে আরো উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেয়া দরকার এবং কিভাবে তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় আমন্ত্রিত পল্লী চিকিৎসকদের নিউরোলজিক্যাল সমস্যায় কি কি পদক্ষেপ নিতে হবে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন,

আইসিইউ ব্যবস্থাপনা নিয়ে আইসিইউ বিভাগের প্রধান ডাঃ জিয়াউদ্দিন বুলবুল, গর্ভকালীন সময় প্রসূতি মায়ের সেবা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার জুলিয়া রহমান, বিভিন্ন রোগের বিষয়ে মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ মাহবুব ময়ূখ রিশাদ আলোচনা করেন। 

এছাড়াও হসপিটালের সেবা ও সার্বিক বিষয়ে মতবিনিময় করেন চিফ এক্সিকিউটিভ অফিসার ও পরিচালক মাসুদ আহমেদ, তিনি বলেন, স্পেশালাইজ মেডিকেল কেয়ার হসপিটাল প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবায় স্বল্পমূল্যে ICU,CCU,NICU,PICU, Dialysis সহ যে কোন সার্জারি ও সিজারিয়ান অপারেশন সফলভাবে প্রদান করছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন বলেন, স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটাল যাত্রাবাড়ী,ডেমরা,কদমতলী থানার টারশিয়ারি কেয়ার ও মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল। এখানে রোগীদের কোয়ালিটি ফুল চিকিৎসা সেবা প্রদান করা হয়।


আরও খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০২৭

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩




ফতুল্লায় থান কাপড়ের গুদামে অগ্নিকান্ড

প্রকাশিত:বুধবার ২৩ আগস্ট 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি:ফতুল্লায় একটি হোসিয়ারি কারখানার থান কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।  এতে গুদামে মজুদকৃত বিপুল পরিমান থান কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। রোববার (১৩ আগষ্ট) সকাল সাড়ে আটটায় ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে মজিবুর মাস্টার গার্মেন্টস হোসিয়ারী কারখানার গুদামে এই অগ্নিকান্ড ঘটে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, বিদ্যুতের তার ছিঁড়ে গুদামের চালের উপর পড়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে দীর্ঘ সময় লেগেছে। দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আগুনে থান কাপড় ও গোডাউন পুঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির পরিমান জানানো হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর