Logo
আজঃ শনিবার ১০ জুন ২০২৩
শিরোনাম

রাজধানীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

রাজধানীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার রাজধানীর রামপুরা এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। আসামির নাম মো. সাইফুল ইসলাম ওরফে রিপন (৫০)।  সোমবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।   

তিনি জানান, রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রিপনকে (৫০) রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।  আসামির বিরুদ্ধে রামপুরা থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন।    আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর



ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৫৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ফের বিধ্বস্ত হয়েছে। দেশটির কর্ণাটকের চামরাজনগরে সূর্য কিরন প্রশিক্ষণ বিমান আজ বৃহস্পতিবার ভেঙে পড়েছে। তবে এর পাইলট নিরাপদে আছেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, রুটিন প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে- এর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনোকিছু জানা যায়নি।

ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই বলছে, বিমানটিতে দুইজন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন নারী। তবে তারা সুস্থ আছেন। বিমান বিধ্বস্তের কারণ বের করতে কর্মকর্তারা তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশটিতে সামরিক বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রায়শই পাওয়া যায়। এতে অনেক সময় নিহতের ঘটনাও ঘটেছে।


আরও খবর



গাজীপুরে নৌকার প্রচারণায় ফেরদৌস-নিপুণ-রিয়াজ

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন চিত্রতারকারা।

আজ রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার, জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, সাইমন সাদিক, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সাবা, চিত্রনায়ক রিয়াজ ভোট চেয়ে নগরীর চান্দনা চৌরাস্তা, জয়দেবপুর বাজার, বঙ্গতাজ অডিটোরিয়াম এলাকা, কৃষি গবেষণা, ধীরাশ্রম, বাইপাস, টঙ্গী এলাকায় গণসংযোগ করেন। খোলা ট্রাকে উন্নয়নের নানা গান গেয়ে ও নেচে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় তারা ভোটারদের মধ্যে প্রচারপত্র বিতরণ করে ভোট প্রার্থনা করেন ।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘রাজধানীর শহর গাজীপুরের নানা কারণে গুরুত্ব রয়েছে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আপনারা নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেবেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আপনারা আমার নির্বাচনে আমাকে যেভাবে সহায়তা করেছেন সেভাবেই গাজীপুরের আজমত উল্লা খানকে ভোট দিয়ে জয়ী করবেন।


আরও খবর



দেশে ফিরছে পাচার হওয়া অর্থ, ধারণা সিপিডির

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্বপ্রতিবেদক:মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাব বৃদ্ধি পাওয়ায় সন্দেহ করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তাদের সন্দেহ রেমিট্যান্সের আড়ালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে পাচার হওয়া অর্থ। আজ শনিবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশ অর্থনীতি ২০২২-২৩: তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় রেমিট্যান্সের এ চিত্র তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

আলোচনা সভায় জানানো হয়, এতদিন ধরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসছিল সৌদি আরব থেকে। হঠাৎ করে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। চলতি বছরের জুলাই-এপ্রিল পর্যন্ত ১০ মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ০৫ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

অন্যদিকে, গত অর্থবছরের ১০ মাসে (জুলাই- এপ্রিল) সৌদি আরব থেকে ৩ দশমিক ৮৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসলেও চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স কমে আসে ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের চেয়েও বেশি রেমিট্যান্স আসায় সন্দেহ করছে সিপিডি।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘এটি একেবারেই অস্বাভাবিক, কখনোই হয় না। কারণ আমরা জানি আমাদের বেশিরভাগ রেমিট্যান্স কোথা থেকে আসে। গত ১০ মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দশমিক২২ লাখ মানুষ গেছে। সেখান থেকে প্রত্যাশা মতো রেমিট্যান্স আসছে না। লোক যাওয়া ও রেমিট্যান্সের মধ্যে মিসম্যাচ হচ্ছে। সৌদি থেকে বেশি রেমিট্যান্স আসলেও যুক্তরাষ্ট্র সেই জায়গাটা দখল করেছে।

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

প্রশ্ন রেখে ফাহমিদা খাতুন বলেন, ‘যুক্তরাষ্ট্রে যারা যায় তাদের বেশিভাগই হোয়াইট কালার জব করে। অনেকেই ঘর বাড়ি জমি জমা বিক্রি করে দেশ থেকে টাকা নিয়ে চলে যায়। অনেক শিক্ষার্থীও আছে। তারা তো আর টাকা পাঠাতে পারে না। তাহলে এই টাকা কোথা থেকে আসছে?

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘এর একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে, যেখান থেকে টাকাটা পাচার হয়ে গেছে সেই টাকাটা আবার ফেরত আসছে। রেমিট্যান্সের ওপর যে আড়াই শতাংশ ইনসেন্টিভ বা সাবসিডি দেওয়া হচ্ছে সেটার সু্যোগ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষকে বিষয়টি গভীরভাবে গিয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া উচিত।


আরও খবর



বাংলাদেশে সুইডেনের আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ১০ জুন ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই।

সুইডিশ পোশাক কোম্পানি এইচএন্ডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্ট হেলেনা হেলমারসনের নেতৃত্বে একটি সুইডিশ প্রতিনিধিদল সরকারি বাসভবন গণভবনে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, তার সরকার রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে রপ্তানি ঝুড়িকে আরও সম্প্রসারণ করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক নীতি রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানেরও পরিকল্পনা রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, তার সরকার কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছে।

সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে খুবই সচেতন এবং এ বিষয়ে কাজ করছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা জলবায়ুু পরিবর্তনের প্রভাব কমাতে নিজস্ব অর্থায়নে কাজ করছি।

এ সময় নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের উত্থান সত্ত্বেও কোভিড-১৯ মহামারি থেকে উদ্ভূত খারাপ সময়ে বাংলাদেশ থেকে কোনো প্রকার ক্রয় আদেশ বাতিল না করার সুইডিশ পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে বাংলাদেশের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে বলে জানান সুইডিশ ব্যবসায়ী। তিনি বলেন,‘আমরা গত তিন দশক ধরে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছি। আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

হেলেনা হেলমারসন বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সফলভাবে দেশের অগ্রগতি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং এইচএন্ডএম-এর প্রধান আর্থিক কর্মকর্তা অ্যাডাম কার্লসন উপস্থিত ছিলেন।

বাসস,


আরও খবর



ফরিদপুরে নিখোঁজ অটোরিকশা চালকের সন্ধান মেলেনি

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

সোহেল আহমেদঃফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের মৃত আজগর গোবাজিয়ার ছেলে অটোরিকশা চালক সুজন  (২০) গত ১৬ মে থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার গত নয় দিনেও তার সন্ধান মেলেনি।নিখোঁজ সুজন একই গ্রামের বিজয় বিশ্বাসের অটোরিকশা ভাড়ায় চালাত।প্রতি দিনের মত  অটোরিকশা নিয়ে গত ১৬ মে জীবিকার সন্ধানে বেড়োলেও আজ অবধি তার সন্ধান মেলেনি।সুজনকে না পেয়ে অনেক খোজাখুজি করে না পেয়ে সুজনের বড় ভাই সোহেল রানা  ১৭ মে বেলা ১০ টার দিকে ফরিদপুর জেলার বাখুন্ডা পশ্চিম পাড়ে রিক্সা স্টান্ডে  মজিদ (৩৫) নামের এক লোকের নিকট  ৫ ব্যাটারী অটোরিকশাটি পাওয়া যায়। 

সুজনের ভাই তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন সুজনের নিকট থেকে সাদা স্টাম্পে স্বাক্ষর রেখে কিনে রেখেছি, আমার ভাই  কোথায়  জানতে চাইলে তারা বলেন আমরা জানিনা, তারপর  কথা কাটাকাটি করার পর স্ট্যাম্প সহ অটোরিকশা ফেরত দেয় এবং সুজন কোথায় আছে খুজে দিবে বলে আশ্বস্ত করে।

১৯ মে সোহেল রানা বাখুন্ডা মজিদ এর নিকট  তার ভাই সুজনের সন্ধান পেয়েছে কিনা জানতে চাইলে বিবাদী মনিরুজ্জামান (৪২) এবং নিজাম (৪৫) উত্তপ্ত হয়ে ৫৫ হাজার টাকা দাবী করে এবং গালমন্দ করতে থাকে।এ ব্যপারে সুজনের বড় ভাই সোহেল রানা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেন।

 অটোরিকশা খুঁজে পেলেও  ভাইকে খুজে না-পেয়ে  সুজনের মা- ভাই বোন এবং আত্মীয় স্বজনরা শংকিত এবং আতংকিত।


আরও খবর