Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

পরীমণি-বুবলী একসঙ্গে খেলবেন!

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৯২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:শবনম বুবলী ও পরীমণি প্রথমবারের মতো এক সিনেমায় অভিনয় করতে চলেছেন । ছবির নাম ‘খেলা হবে’। ছবির পরিচালক তানিম রহমান অংশু। আর প্রযোজনা করবে টিএম ফিল্মস। 

জানা গেছে, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনের অনুমতিও দিয়েছে মন্ত্রণালয়। 

তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এতে দেখা যায়, সিনেমার পরিচালকসহ ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ২৫ দিন ভারতে শুটিং করার অনুমতি পেয়েছেন তারা।

এতে আরও অভিনয় করবেন মুশফিক ফারহান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

এদিকে সদ্যই শরিফুল রাজের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টেনেছেন পরীমণি। অন্যদিকে শাকিব খানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বুবলীর। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও তারা এক ছাদের নিচে থাকছেন না। তাই ব্যক্তিজীবনে সাদৃশ্য থাকা এই দুই নায়িকার একই ছবিতে অভিনয় নিয়ে বেশ আগ্রহী অনুরাগীরা।  


আরও খবর



নাসিরনগরে সাবেক চেয়ারম্যানের বিরোদ্ধে জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের এক সাবেক চেয়ারম্যানের বিরোদ্ধে উচ্চ বিদ্যালয়ের ও সরকারী রাস্তার জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। 

গ্রামের আব্দুল ছত্তর,প্রদুন্ন,গেলমান মিয়া,রশিদ মিয়া,সামসুল হক ও সুহেল মিয়া ছয় জনে মিলে গত ৪ নভেম্বর ২০২৩ তারিখে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে জানা গেছে স্কুলের নামে খারিজ করা ১১শতাংশ জায়গা সাবেক চেয়ারম্যান দখল করে ব্যক্তিগত ভাবে লাভবান হচ্ছে। অপরদিকে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদ মোল্লা সাবেক এ চেয়ারম্যানের  সাথে সখ্যতা গড়ে তোলে অবৈধভাবে লাভবান হচ্ছে।স্কুলের জায়গা ছাড়াও রামকৃষ্ণ মিশনের জায়গা,সরকারী রাস্তা দখল করে দোকান নির্মানের অভিযোগ ছাড়াও আরো নানান অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যানের বিরোদ্ধে।তাছাড়াও দেখা গেছে স্কুলের জায়গাতেই চলছে ইউনিয়ন পরিষদের কাজ।স্কুলের জায়গা দখলে নিয়েই নির্মান করা হয়েছে ইউনিয়ন পরিষদের ঘর। নাসিরনগর সহকারী কমিশনার ভুমি অফিসের লোকজন গিয়ে সরকারী রাস্তার উপর নির্মিত দোকান ঘর ভাঙ্গার জন্য লাল ক্রস চিহ্ন এটে দিয়ে এসেছেন।

মুঠোফোনে কথা হয় চেয়ারম্যান পুত্রের সাথে।তিনি জানান তার বাবা অসুস্থ থাকার কারনে সু-চিকিৎসার জন্য তার বাবাকে ঢাকা নেয়া হয়েছে।চেয়ারম্যান পুত্র আরো জানান,আল্লাহ আমার বাবাকে যথেষ্ট টাকা পয়সা অর্থ সম্পদ আর সম্মান দান করেছেন।আমার বাবা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা গরীব অসহায় মানুষকে দান করে থাকেন।আমরা কারো এক আঙ্গুল জায়গা আত্মসাৎ করতে চাইনা।আমাদের কাছে কোন জায়গা পাওনা থাকলে আমার যে কোন সময় তা ছেড়ে দিতে বাধ্য আছি।

সরেজমিন এলাকায় গেলে স্থানীয়রা জানায়,শুধু চেয়ারম্যান নয় এলাকার আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তিও সরকারী রাস্তার উপরে দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে ও নিজেরা ব্যবসা করার কারনে সরকারী রাস্তাটি সরু হয়ে যাওয়া যানবাহন চলাচলে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সামসু মিয়া সহ স্থানীয়দের দাবী সকল অবৈধ দখলকারীদের কাছ থেকে শুধু রাস্তা উদ্ধার নয় স্কুলের জায়গা থেকে ইউনিয়ন পরিষদের ঘরটিকে ও সরিয়ে নিয়ে উচ্চ বিদ্যালটিকে অবৈধ দখলকারীদের হাত থেকে অবমুক্ত করার দাবী জানান তারা।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টিও কামনা করেন তারা।

মুঠোফোনে একাদিক বার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ মোনাব্বর হোসেন হয়তো ব্যস্ততার কারনে ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে কুন্ডা ইউনিয়ন ভূমি সহকারী  কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে, তিনি বলেন শুধু সাবেক চেয়ারম্যান নয় আরো অনেক প্রভাবশালীরাই আমাদের সরকারী জায়গা দখল করে রেখেছেন।আমরা তাদের তালিকা করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাটিয়েছি।অনুমতি পেলেই সব ভেঙ্গে সরকারী জায়গা উদ্ধার করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রাজধানীর মহাখালী ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৮

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

বুধবার (৬ ডিসেম্বর) ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দগ্ধরা হলেন মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, ‘তারা সবাই পাম্পের কর্মচারী। রাত ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। তখন আশপাশে থাকা সবাই দগ্ধ হন।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে, নাশকতা নয়। তদন্তে আগুন লাগার কারণ জানা যাবে।’

এর আগে, রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানান।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




নন্দীগ্রামে চূড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামে শেখ রাসেল ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকালে নন্দীগ্রাম উপজেলার ধুন্দার ডিএফসি ক্লাবের আয়োজনে ধুন্দার কলেজ মাঠে এ টূর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ  সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আ'লীগ নেতা কালীপদ রায়, শাহিরুল ইসলাম, তারেক হোসেন প্রমূখ। খেলায় বগুড়া সদর একাদশকে ১-০ গোলে হারিয়ে রাজশাহী ভোবানীগঞ্জ একাদশ  বিজয়ী হয়।

আরও খবর



ঢাকা-১৮ আসনের নৌকার মাঝি আলহাজ্ব মোঃ হাবিব হাসান

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৯৪জন দেখেছেন

Image

মারুফ সরকার,সিনিয়র রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সময়ের জনপ্রিয় উত্তরাবাসীর আলোর বাতিঘর সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। রোববার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে দলটি।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত তফশিল অনুসারে মনোনয়ন বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।


আরও খবর



বাগেরহাটে এমরান হত্যা মামলার দুই পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

শামীম হাসান, বাগেরহাট প্রতিনিধি:বাগেরাহটের কচুয়ায় এমরান শেখ হত্যা মামলায় পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন এ্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কলমিবুনিয়া গ্রামের মোঃ মহসিন শেখের ছেলে মোঃ শাকিল শেখ (২৫) ও মোঃ রাব্বি শেখ (১৯)। গ্রেফতারকৃতদের কচুয়া থানায় সোপর্দ করেছে র্যা ব সদস্যরা। 

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে।

র্যাব-৬ এর সহকারি পরিচালক (মিডিয়া) তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের কচুয়া থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, ৩১ অক্টোবর বিকেলে নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখের ইটের আদলার আঘাতে গুরুত্বর আহত হন এমরান শেখ। ওইদিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত এমরানের বাবা বাদী হয়ে মোঃ শাকিল শেখ, মোঃ রাব্বি শেখ ও মোছাঃ মনজিলা বেগমকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মোছাঃ মনজিলা বেগমকে আগেই গ্রেফতার করা হয়েছে এই মামলায়। 


আরও খবর