Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

অ্যাপল ১৫-তে যা থাকছে

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

প্রযুক্তি ডেস্ক:অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বরে নিয়ে আসে তাদের আইফোন সিরিজ। এরই ধারাবাহিকতায় এবার আসছে আইফোন-১৫ সিরিজ। অ্যাপেল তথ্য অনুযায়ী ১২ সেপ্টেম্বর তাদের ১৫ সিরিজ লঞ্চ করা হবে আইফোন-১৫ সিরিজ।আইফোন ১৫-তে, কী আছে এ নিয়ে বাজারে চলছে নানা গুঞ্জন। বিভিন্ন ব্লগে দাবি করা হচ্ছে নিম্নোক্ত ফিচারগুলো থাকবে এবারের আইফোন-১৫ সিরিজে।

টাইটানিয়াম ফ্রেম: ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্সে অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে জানা গেছে।

অ্যাকশন বাটন: আইফোন-১৫প্রো সিরিজে একটি প্রোগ্রামেবল অ্যাকশন বাটন থাকবে। এটি দিয়ে ফোন মিউট বা সাইলেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ইউএসবি টাইপ-সি পোর্ট: অবশেষে টাইপ-সি পোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে আইফোন। ১৫ সিরিজের সব ফোনেই থাকবে টাইপ-সি। তবে শুধু প্রো মডেলগুলোয় দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি ৩ দশমিক ২ সুবিধা থাকবে। আর আইফোন-১৫ ও ১৫ প্লাসে থাকবে ইউএসবি ২ দশমিক শূন্য।

কমবে বেজেলের পরিমাণ: আইফোন-১৪প্রো সিরিজের মতো আইফোন ১৫-এর চারটি ভ্যারিয়েন্টেই ক্যাপসুল আকৃতির কাটআউটসহ ডিসপ্লে থাকবে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১৫প্রো সিরিজে বেজেলের আকার আরও ১ দশমিক ৫ মিলিমিটার কমাতে নতুন এলআইপিও (লিপো) ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ-১৭ বায়োনিক প্রসেসর: অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন-১৫প্রো ও আইফোন-১৫প্রো ম্যাক্স নতুন এ-১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে আগের প্রজন্মের এ-১৬ চিপই থাকবে যেটি আইফোন-১৪প্রোতে ব্যবহার করা হয়েছে।

৮ জিবি র?্যাম: অ্যাপল প্রথমবারের মতো আইফোন-১৫প্রো সিরিজে ৮ জিবি র?্যাম সুবিধা দিতে যাচ্ছে। তাইওয়ানের গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, আইফোন-১৫ ও ১৫ প্লাসে ৬ জিবি র?্যাম থাকবে। অন্যদিকে বেস ভ্যারিয়েন্ট হিসেবে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হবে আইফোন-১৫ সিরিজের সব ফোনে।

পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স: হাই-এন্ড আইফোন মডেলগুলোয় হাই রেজ্যুলেশনের ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ১৫প্রো ম্যাক্স মডেলে প্রথমবারের মতো ৫-৬এক্স অপটিক্যাল জুম লেন্সসহ একটি পেরিস্কোপ জুম লেন্স অন্তর্ভুক্ত করা হবে।

রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন: আইফোন-১৪ ও ১৪ প্লাসের সঙ্গে নতুন রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন প্রবর্তন করেছে অ্যাপল। ব্লুমবার্গের মতে, একই ডিজাইনের ফলে ১৫ সিরেজের সব ফোনেই ব্যাক প্যানেল, ব্যাটারি ও ডিসপ্লে সহজেই পরিবর্তন কিংবা রিপেয়ার করা যাবে।

ওয়াইফাই সিক্স-ই: আইফোন-১৫প্রো ও ১৫প্রো ম্যাক্সে থাকছে কোয়ালকমের শক্তিশালী ওয়াইফাই সিক্স-ই। তবে আইফোন-১৫ ও ১৫ প্লাসে শুধু ওয়াইফাই প্রযুক্তি থাকবে।

আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ: বলা হয়, অ্যাপল একটি নতুন এবং আরও দক্ষ আল্ট্রাওয়াইড ব্যান্ড চিপ অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে আরও ভালোভাবে অ্যাপল ইকোসিস্টেম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

লিডার স্ক্যানার: আইফোন-১২ সিরিজের পর থেকে প্রতিটি প্রো মডেলের সঙ্গে লিডার স্ক্যানার প্রযুক্তি দিয়ে আসছে অ্যাপল। এর মাধ্যমে আরও ভালো পোর্ট্রেট শট এবং এআর অ্যাপের অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




১ সেপ্টেম্বর হবে রাজনীতির ইতিহাসে বাঁক বদলের সূচনা: ছাত্রলীগ সভাপতি

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘১ সেপ্টেম্বর হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। ১ সেপ্টেম্বর হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাঁক বদলের সূচনা।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি। আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ছাত্রসমাবেশ প্রসঙ্গে সাংবাদিকদের জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘ইতিমধ্যে এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীর পরিবারের মধ্যে একটি তুমুল আলোড়ন তৈরি হয়েছে। তাদের হৃদয়ের মধ্যে উন্মাদন তৈরি হয়েছে। স্বপ্নের মধ্যে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে। রক্তের মধ্যে একটি শিহরণ তৈরি হয়েছে, এই সমাবেশকে কেন্দ্র করে। এই ১ সেপ্টেম্বরের সমাবেশকে কেন্দ্র করে ছাত্র সমাজের মধ্যে তুমুল আশা তৈরি হয়েছে।

সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়েছেন। তারা প্রস্তুতি সভা, বর্ধিত সভা করেছেন। ইতিমধ্যেই ছাত্র সমাজের মধ্যে আওয়াজ উঠেছে ‘চলো চলো সোহরাওয়ার্দী উদ্যানে চলো। ১ সেপ্টেম্বরের মহাসমাবেশকে সফল করো।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। প্রথমে ৩১ আগস্ট সমাবেশ করার ঘোষণা দিলেও পরিবর্তে ১ সেপ্টেম্বর সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




‘ডিমের দাম কমলে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন’

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজারে ডিমের দাম যখন কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিম নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে একটা শ্রেণি আছে যারা সিন্ডিকেট করে ব্যবসা করে। যখনই তারা আর্টিফিশিয়ালি দাম বাড়ায় আমরা তখন আমদানি করি, বিকল্প ব্যবস্থা করি যাতে তারা বাধ্য হয় দাম কমাতে।

সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ভদ্রলোকের যদি এতোই আত্মবিশ্বাস থাকে যে তিনি অপরাধ করেননি, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না।

শেখ হাসিনা বলেন, যারা বিবৃতি দিয়ে তার বিচার স্থগিত করতে বলেছেন তাদের বলছি, বিবৃতি না দিয়ে আইনজীবী পাঠাক। এক্সপার্টরা দেখুক, অনেক কিছু পাবেন। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সবকিছুই আইনমতো চলে। কেউ যদি ট্যাক্স (কর) না দেয় আর যদি শ্রমিকের অর্থ আতœসাৎ করে, শ্রমিকদের পক্ষ থেকে যদি মামলা করা হয়, আমাদের কি সেখানে হাত আছে যে মামলা বন্ধ করে দেবো?

নোবেলজয়ী বলে ব্যবস্থা নেওয়া হবে না- এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে এমন বহু নোবেল বিজয়ী আছেন, যারা তাদের কাজের জন্য কারাগারে আছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা এতে অংশ নেন।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে তিনি ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষে রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন  ভূমিকম্প হয়ে থাকে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




রাজধানীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড, একটি সিলগালা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন ।অভিযানে আরো অংশ নেন প্রসিকিউটর রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং সিরাজুম মুনিরা , পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে-

১) মেসার্স ইউসুফ কনফেকশনারী এন্ড গ্র্যান্ড সন্স, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক প্রক্রিয়াজাতকৃত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি বিক্রি ও বাজারজাত করার অপরাধে সংশ্লিষ্ট আইন এর ১৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। এপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। 

এসময় প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাত সনদ গ্রহণ এর বিষয়ে সতর্কতা প্রদান করা হয়।

২) এছাড়া ফুডল্যান্ড প্রোডাক্টস, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক বিএসটিআই বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি, চানাচুর, ঘি, ফার্মেন্টেড মিল্ক (দই) এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন ব্যতিত উক্ত পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত এবং নিমকি পণ্য এর মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এর বিষয়ে মিথ‌্যা তথ্য প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন এর ৩০ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করে। একইসাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এসময় প্রাপ্ত পণ্যসমূহ এর ১(এক) টি করে নমুনা তালিকাপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়।

বর্ণিত আদালত এ ২(দুই)টি প্রতিষ্ঠানে বিএসটিআই আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।


আরও খবর



খুলনার পাইকগাছায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনার পাইকগাছায় থানা পুলিশ রজব আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধের গলায় রশি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরিবারের দাবি ঋণের দায়ে মৃত্যুবরণ করতে পারেন। এলাকাবাসি বলছে মেরে গলায় রশি দিয়ে টানিয়ে দেয়া হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।মরাদেহটি ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান. উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার গুছগ্রামের কাঁঠাল গাছে রজব আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী ও পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পরিবারের লোকজনের দাবি ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসী জানায় মৃত্যুটি রহস্য জনক।

থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

আরও খবর