Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

অবিশ্বাস্য দামে দারাজে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রিয়েলমি’র নতুন উন্মোচিত হওয়া অত্যাধুনিক সব স্মার্টফোন দারাজ থেকে সাশ্রয়ী দামে কেনার এখনই সুযোগ! দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারাজে অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে রিয়েলমি’র বিভিন্ন স্মার্ট ডিভাইস। গতকাল (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অ্যানিভার্সারি ক্যাম্পেইন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ক্যাম্পেইনে রিয়েলমি’র জিটি মাস্টার এডিশন ও ৯ প্রো প্লাস সহ ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোন কেনার সুযোগ থাকছে দুর্দান্ত দাম ও আকর্ষণীয় ডিলে। ক্যাম্পেইন চলাকালে, ক্রেতারা নির্বাচিত স্মার্টফোনে দারাজের ডিসকাউন্ট কুপন ব্যবহার করে সর্বোচ্চ ২,৮০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন; সাথে থাকছে শূন্য শতাংশ ইএমআই ও ব্র্যান্ড ওয়্যারেন্টি সুবিধা। এছাড়াও, এসব স্মার্টফোন কেনা যাবে পেমেন্ট পার্টনারদের বিস্তৃত পরিসরের আকর্ষণীয় ডিলের মাধ্যমে। ক্যাম্পেইনে রিয়েলমি’র যেসব ডিভাইস পাওয়া যাবে তার মধ্যে রয়েছে রিয়েলমি সি৩০ (২জিবি র‍্যাম/৩২জিবি রম), রিয়েলমি সি৩৩ (৪জিবি/১২৮ জিবি), রিয়েলমি সি৫৫ (৮জিবি/২৫৬ জিবি), রিয়েলমি সি৫৫ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি সি৩০এস (৩জিবি/৬৪জিবি), রিয়েলমি সি৫৩ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি), রিয়েলমি ৯ প্রো প্লাস (৮জিবি/১২৮ জিবি) এবং রিয়েলমি সি৫১ (৪জিবি/৬৪জিবি)। রিয়েলমি’র মান ও সাশ্রয়ী দামের মধ্যে সমন্বয়ের কারণে তরুণ-কেন্দ্রিক এ ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সবার জন্য স্মার্টফোন ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি রিয়েলমি উদ্ভাবনী, প্রতিযোগিতামূলক ফিচার সমৃদ্ধ এবং আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে। তাহলে আর অপেক্ষা কেন? এ লিঙ্কে ক্লিক করে উপভোগ করুন আকর্ষণীয় ডিল।


আরও খবর

টিকটককে ৪ হাজার কোটি টাকা জরিমানা

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩

সাইবার নিরাপত্তা বিল সংসদে পাস

বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩




হাজী মোঃ সিরাজুল ইসলাম রাডোর সভাপতিত্বে চকবাজার থানা তাবারক বিতরণ

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলের নেতা–কর্মীসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা–কর্মী সহ চকবাজার থানার সভাপতি হাজি সিরাজুল ইসলাম রাডো ।

হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম রাডোর  সভাপতিত্বে চকবাজার থানা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদ এর স্মরণে কোরআন খতম দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তার  হোসেন সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ ওমর বিন আজিজ তামিম সদষ্য ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন ও  ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর


আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আ.লীগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এদেশে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন দেশে ধর্মীয় কোনো বৈষম্য নেই। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। ধর্ম যার যার উৎসব সবার- এই নীতিতে সরকার বিশ্বাস করে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিজেদের সংখ্যালঘু না ভাবতে সনাতন ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের মাটি আজ ধন্য হয়েছে। যারা এই দেশের মাটিতে জন্ম নিয়েছেন, তারা সবাই এই মাটিরই সন্তান ও নাগরিক। এই মাটির ওপরই আপনাদের অধিকার। কেন সংখ্যালঘু বলেন নিজেদের।

শেখ হাসিনা বলেন, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, বা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান, তা দেখে সেবা করি না আমরা। সব রক্তের রং লাল। মুক্তিযুদ্ধে সবার রক্ত মিশে গেছে এক স্রোতে। তাই এই দেশ সবার।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে অসাম্প্রদায়িক বাংলাদেশ ভূলুণ্ঠিত করেছিল। বিএনপি ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালায়।

প্রধানমন্ত্রী জানান, সরকার সব ধর্মের উন্নয়নে সমানভাবে কাজ করছে। মসজিদভিত্তিক শিক্ষার যেমন ব্যবস্থা করা হয়েছে তেমনি মন্দিরভিত্তিক শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদে যাবে। সবাই প্রাথমিক শিক্ষা পাবে।

শেখ হাসিনা বলেন, শ্রী কৃঞ্চের আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য। সেই শিক্ষা বাস্তবায়নের তাগিদ দেন সরকারপ্রধান। তিনি বলেন, সব ধর্মের মর্মবাণী এক ও অভিন্ন। ভাষা হয়ত ভিন্ন হতে পারে।

আমাদের দেশের কিছু মানুষ বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করে। এদেশে সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করে। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সেই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কৃষি মার্কেটের ডানদিকে আগুনের সূত্রপাত হয়। শুরুতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে একে একে ১৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। একপর্যায়ে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে প্রায় ৪০০ দোকান পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, মার্কেট ও কাঁচাবাজারে বৈধ-অবৈধ মিলিয়ে ৭০০-৮০০ দোকান ছিল।

তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা বলেছেন, অবৈধ দোকানগুলো ছিল ফুটপাতে। সিটি করপোরেশন থেকে দোকান বরাদ্দ দেওয়া ছিল ৩১৭টি। এরমধ্যে পুড়েছে ২১৭টি দোকান।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠনের ২৪ ঘন্টা পর সভাপতির সাক্ষর

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে আলোচিত মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠনের প্রায় ২৪ ঘন্টা পর সভাপতির সাক্ষর নিয়েছেন প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলে অভিযোগ উঠেছে। গত ৩ রা সেপ্টেম্বর রবিবার দুপুরের পরে মডেল পাইলট স্কুলে নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন করা হয়। পর দিন সোমবার বিকেল ৩ টার দিকে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার দপ্তরে এসে প্রধান শিক্ষক সাক্ষর নেন। ফলে এধরণের নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন কিভাবে বৈধ হয় তা নিয়ে জনমনে নানা প্রশ্ন বিরাজ করছে, সেই সাথে নিয়োগ পরিক্ষা ও বোর্ড বাতিল করে পুনরায় পরিক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল ও অবশরপ্রাপ্ত শিক্ষক বৃন্দু।

সাক্ষরের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলেন, নিয়োগের সাক্ষর না, বিল বেতনের সাক্ষর করা হয়েছে। নিয়োগ বোর্ডের সাক্ষর গ্রহন করেছেন প্রশ্ন করা হলে উত্তরে বলেন এসব নিয়ে কিছু না করলে হয় না বলে দায় সারেন।জানা গেছে, চলতি বছরের গত এপ্রিল মাসের ৬ তারিখে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনটি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরপর দু বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে চলতি মাসের ৩ রা সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টার দিকে ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াই নিয়োগ পরিক্ষা ও বোর্ড গঠন করা হয়। রহস্য জনক দুটি পদ স্থগিত রেখে পছন্দের প্রার্থী সহকারী কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ পরিক্ষা গ্রহন করা হয়। এই পদে মোট ৫ জন আবেদন করেন।বেশকিছু শিক্ষকরা জানান, ৫ জন আবেদন করলেও তানোর পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাজুকে চাকুরী দেওয়ার জন্য বিগত কয়েক বছর আগে চাকুরী দেওয়ার জন্য প্রায় ২০ লাখ টাকা নেয় স্কুল কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।  আব্দুল লতিফ বিগত ২০২১ সাল পর্যন্ত তানোর পৌরসভার সেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার পরিবারে অনেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্বে আছেন। অথচ পরিক্ষিত ত্যাগী আওয়ামী লীগের পরিবারের লোকজনরা এত টাকা দিতে পারেননি বলে চাকুরী হয় না।বিএনপির বেশকিছু নেতারা বলেন, লতিফ তো পাকাপোক্ত বিএনপি। আর আওয়ামী লীগের নেতারা যতবেশি টাকা পাচ্ছেন তাকেই নিয়োগ দিচ্ছেন। শুধু কি লতিফের ছেলে তার মেয়েকেও ভবানিপুর মাদ্রাসায় চাকুরী দেওয়া হয়েছে। এখন টাকা যার চাকুরী তার। টাকার কাছে কোন দল নাই।

ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াই নিয়োগ পরিক্ষা, বোর্ড গঠন এবং ২৪ ঘন্টা পর সাক্ষর নেওয়া যায় কিনা জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, আমাকে কেন এধরণের প্রশ্ন করছেন, সভাপতি ছাড়া পরিক্ষা ও  বোর্ড বৈধ হয় কিনা জানতে চাইলে তিনি দাম্ভিকতা নিয়ে বলেন এসব  নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে আমাকে কোন প্রশ্ন করবেন না।ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, আমি গত রবিবারে অসুস্থতার জন্য আসতে পারিনি। গত রবিবারের লতিফ মাতাল অবস্থায় যা করেছে সঠিক হয়নি। আর আমাকে জড়িয়ে ভিডিও ছাড়া হল, আমি বিএনপির নেতার ছেলেকে চাকুরী দিচ্ছি। এই তানোরে জামায়াত শিবিরের নেতাদের চাকুরী দেওয়া হয়েছে, কিন্তু কোন দিন ফেসবুকেও লিখা দেখলাম না। অথচ লতিফ তো আওয়ামী লীগের মিছিল মিটিংয় করেছেন।জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, নিয়োগ বোর্ড গঠনের সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত না থাকলে সে বোর্ড বৈধতা পাবে না।

প্রসঙ্গত,, চলতি মাসের ৩ রা সেপ্টেম্বর রবিবার তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী কম্পিউটার ল্যাব পদে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা চলা অবস্থায় লতিফ মাতাল হয়ে প্রধান শিক্ষক ও গণমাধ্যম কর্মী দের সাথে দূর্ব্যবহার করেন। শুধু তাই না শহরে এক সাংবাদিক লতিফ ফোন দিলে নিজেকে এমপি ফারুক চৌধুরী ও তানোরের সেরা ধনাঢ্য। যা সামাজিক ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। 

আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মেটলাইফের বীমা সুবিধা গ্রহণ করবে পারফেটি ভ্যান মেলে বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিশ্বের অন্যতম বৃহৎ ক্যান্ডি ও চুইংগাম জাতীয় পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান পারফেটি ভ্যান মেলে এর বাংলাদেশ অফিসের কর্মীদের বীমা সুবিধা প্রদান করতে সম্প্রতি মেটলাইফের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির অংশ হিসেবে পারফেটি ভ্যান মেলের ৫৬০ জন কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলরা (পরিবার) চিকিৎসা ও জীবনহানির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। কাস্টমাইজড সল্যুশন, অনলাইন বীমা নিষ্পত্তি সেবা, বীমা দাবির দ্রুত পেমেন্ট ও আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করে প্রতিষ্ঠানটি। পারফেটি ভ্যান মেলের পণ্য বিশ্বের ১৫০টিরও বেশি দেশে পাওয়া যায়। এশিয়া প্যাসিফিক অঞ্চল, ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকায় বেশ জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশে মেটলাইফ ৮শ’টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত ২,৭০,০০০ -এরও বেশি কর্মী এবং তাদের ওপর নির্ভরশীলদের বীমা সেবা প্রদান করছে। ২০২২ সালে মেটলাইফ এর পলিসি হোল্ডারদের প্রায় ২,৫৪৮ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। পারফেটি ভ্যান মেলের ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর বলেন, “পারফেটি ভ্যান মেলে-তে আমরা একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের সহকর্মীরা নিরাপদ ও আত্মবিশ্বাসী বোধ করবেন। আমি বিশ্বাস করি, আমাদের কর্মীরা এই অংশীদারিত্ব ও মেটলাইফের সেবা থেকে উপকৃত হবেন।” মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ বলেন, “জীবনবিমা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমাদেরকে পারফেটি ভ্যান মেলের কর্মীদের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান করার সক্ষমতা দিয়েছে বলে আমি মনে করি।” পারফেটি ভ্যান মেলের পক্ষ থেকে এর ব্যবস্থাপনা পরিচালক আশিস কাপুর; মানবসম্পদ বিভাগের পরিচালক সাইয়েদা তাহিয়া হোসেন; কোম্পানি বেনিফিট এন্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোঃ জায়েদ বিন আতাউর এবং এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আকতারুল হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেটলাইফ বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ; ডিএমডি ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ; ডিরেক্টর এন্ড হেড অব এমপ্লয়ি বেনিফিট মোহাম্মদ কামরুজ্জামান; ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব নিউ সেলস (এমপ্লয়ি বেনিফিটস) মো. মনিরুল ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের ডেপুটি ম্যানেজার রায়হান চৌধুরী ও শাফায়েত ভূঁইয়া।

মেটলাইফ

MetLife Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা

Our Purpose: Always with you, building a more confident future. করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন

বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.metlife.com.bd


আরও খবর