Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে ফের হাজার হাজার ইসরায়েলি

প্রকাশিত:রবিবার ০৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; টানা নবম সপ্তাহের মতো ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। গতকাল শনিবার রাতে তেল আবিবসহ বিভিন্ন শহরেও বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা। খবর আল-জাজিরার।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, ইসরায়েলের নেতানিয়াহু সরকার দেশটির বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় রকমের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। তা রুখে দিতেই টানা কয়েক সপ্তাহব্যাপী চলছে এই বিক্ষোভ।

৫৩ বছর বয়সী দেশটির ইতিহাসের শিক্ষক রোনেন কোহেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, আমি বর্তমান শাসন ব্যবস্থার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবাদে এসেছি- যেটি ইসরায়েল সরকার আমাদের ওপর চাপিয়ে দিয়েছে।

তিনি আরও বলেছেন, আমি আশা করছি এই বিশাল বিক্ষোভ প্রভাব ফেলবে এবং প্রমাণ করবে আমরা হাল ছেড়ে দিব না।

বিবিসির এর আগের প্রতিবেদনে জানায়, উগ্র ডানপন্থীদের সমর্থন নিয়ে ষষ্ঠ বারের মতো ইসরায়েলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া নেতানিয়াহু বিচার বিভাগের এমন কিছু সংস্কার করার পরিকল্পনা করেছেন যা তার বিরোধীরা বলছেন যে এতে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে।

আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা প্রতি শনিবার করে বিক্ষোভে নামে। শনিবারে তেল আবিব ছাড়াও হাইফা, পশ্চিম জেরুজালেম, বীরশেবা, নেতানিয়া এবং বাত ইয়ামে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে।


আরও খবর



গাইবান্ধায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নেপিয়ার ঘাস

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নেপিয়ার (পাকচং-১) জাতের ঘাস। কৃষকরা ধানের খড়ের বিকল্প হিসেবে উচ্চ ফলনশীল ও পুষ্টিকর গো-খাদ্য হিসেবে এ ঘাস চাষে ঝুঁকে পড়েছে। অনেকে আবার বাণিজ্যিক ভাবে এ ঘাস চাষে সফল হয়েছেন।জেলা প্রাণিসম্পদক বিভাগ থেকে চাষিদেরকে এ ঘাস চাষে উদ্বৃদ্ধ করতে প্রদর্শনী প্লট দেওয়া হচ্ছে বলে জানাযায়।সরেজমিন তথ্যানুসন্ধানে জানাগেছে,এ উপজেলায়  গরু-ছাগলের খাদ্য হিসেবে দেশী ঘাস ও ধানের খর গরুর প্রধান খাদ্য হিসেবে ব্যাবহার করা হতো।

বর্তমানে প্রত্যেক কৃষকের বাড়িতে গরু, ছাগলসহ অন্যান্য গবাদিপশু ব্যাপকভাবে পালন করা হচ্ছে।গরুর খাদ্য হিসেবে ভুষি খুদ, ভুট্টা ও দানাদার খাদ্যের দাম ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষকরা নেপিয়ার ঘাষ চাষের উপর ঝুকে পরেছে।অনেক কৃষক জমিতে ধান চাষের পরিবর্তে ঘাস চাষ করছেন।খামারী পৌর শহরের উদয়সাগর গ্রামের মোজা মিয়ার ছেলে সাহারুল ইসলাম জানান তিনি ১ একর জমিতে এই ঘাস চাষ করেছেন তেল, সার,বীজ ও মজুরী দিয়ে ধান চাষ করে লোকসান গুনতে হয়।একই জমিতে ধানের পরিবর্তে ঘাস চাষ করে সে বানিজ্যিক ভাবে লাভবান হচ্ছে। 

 কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর পাড়া গ্রামের কেরামত মুন্সি ছেলে নুরুল ইসলাম বলেন এই ঘাস চাস করে তিনি এক দিকে যেমন পশু খাদ্যের চাহিদা মেটাচ্ছেন অন্যদিকে বানিজ্যিক ভাবে তিনি লাভবান হচ্ছেন।বরিশাল ইউনিয়নের নয়া বাজার এলাকার কৃষক স্বপন চন্দ্র বলেন এই ঘাস চাষ অত্যান্ত লাভজনক হওয়ায় অনেকেই এই ঘাস চাষে ঝুকে পরেছেন।

উপজেলা প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে এলাকার ডেইরী ফার্ম চাষিদেরকে উচ্চ ফলনশীল ও পুষ্টি সমৃদ্ধ নেপিয়ার ঘাস (পাকচং-১) চাষ সম্পর্কে প্রশিক্ষণ প্রদানসহ উদ্বুদ্ধ করা হচ্ছে বলে ও খামারীরা জানান।এতে কৃষকরা বেশি পরিমাণে এ ঘাস চাষ করছেন। কাটিংয়ের মাধ্যমে এ ঘাস জমিতে লাগানোর ৩০-৩৫ দিনের মধ্যে ঘাস কাটা শুরু হয়।  

 উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন দানাদার খাদ্যের তুলনায় এই ঘাসের দাম কম হওয়ায় খামারীরা এই ঘাস চাষ করছেন।এই ঘাস শুধু পলাশবাড়ী উপজেলায় নয় গোটা গাইবান্ধা জেলায় বানিজ্যিক ভাবে সরবরাহ করছে উপজেলার খামারি ও কৃষকরা।গবাদিপশু প্রজননের ক্ষেত্রে কাচা ঘাসের গুরুত্ব অপরিসীম। প্রানী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই ঘাস চাষের জন্য স্বল্প পরিমান সার ও প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা প্রানী সম্পদ অফিসার ডা: মাসুদার রহমান বলেন গোটা গাইবান্ধা জেলার মধ্যে সবচেয়ে বেশি ঘাষ চাষ হচ্ছে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায়।গবাদী পশুর অন্যান্য খাদ্যের তুলনায় কাচা ঘাষ স্বাস্থ্য সম্মত।খামারী ও কৃষকরা  নিজেদের পশু খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি এই ঘাষ বানিজ্যিক ভাবে চাষাবাদ করছেন।

আরও খবর



সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস, ছবিতে দেখুন

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যাভিষেকের শপথ নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর তাঁকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন।

একইসঙ্গে রাজ্যাভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও। রাজা সিংহাসনে বসার পর রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়।

যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে আজ শনিবার তিনি শপথ নেন।

ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

তিনি ব্রিটেনে পালিত একাধিক বিশ্বাসকে স্বীকার করে বলেছেন, চার্চ অফ ইংল্যান্ড এমন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবে যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে। এরপর তিনি রাজ্যাভিষেকের শপথ পরিচালনা করেন।

নজরে দেখে নেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এর শপথ গ্রহণের কিছু ছবি

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের সময় মুকুট গ্রহণ করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ছবি: এএফপি

 

রাজ্যাভিষেক অনুষ্ঠানে ব্রিটেনের প্রিন্স উইলিয়াম, প্রিন্স অফ ওয়েলস, প্রিন্সেস শার্লট, প্রিন্স লুই এবং ব্রিটেনের ক্যাথরিন, প্রিন্সেস অব ওয়েলস ব্রিটেনের রাজা চার্লস। ছবি: এএফপি
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও ব্রিটেনের রানি ক্যামিলা ১৭৬০ সালে নির্মিত গোল্ড স্টেট কোচে ভ্রমণ করছেন। ছবি: এএফপি
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও ব্রিটেনের রানি ক্যামিলা গোল্ড স্টেট কোচে ভ্রমণ করেন এবং ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে বাকিংহাম প্রাসাদে ফিরে যান। ছবি: এএফপি
ব্রিটেনের রানি ক্যামিলা। ছবি: এএফপি

 

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও ব্রিটেনের রানি ক্যামিলার রাজ্যাভিষেকের দিনে সৈন্যদের মিছিল। ছবি: এএফপি
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেকের মিছিলে হাঁটছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও ব্রিটেনের রানি ক্যামিলা। ছবি: এএফপি
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কে মুকুট পরিয়ে দিচ্ছেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। ছবি: এএফপি
প্রিন্স উইলিয়ামসের পিতা ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কে মুকুট পরা অবস্থায় চুম্বন করছেন। ছবি: এএফপি
১০৬৬ সালে রাজা প্রথম চার্লস উইলিয়ামের পর মুকুট পরা ৪০ তম রাজা হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ছবি: এএফপি
রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় সেন্ট এডওয়ার্ডের মুকুট বহন করা হয়। ছবি: এএফপি

 

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলাকে ডায়মন্ড জুবিলি স্টেট কোচে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি

আরও খবর



চিত্রনায়ক ফারুক আর নেই

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় আজ সোমবার সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়কের স্ত্রী ফারহানা পাঠান ও ছেলে রওশন হোসেন পাঠান।

ছেলে রওশন হোসেন পাঠান বলেন, ‘গত ৩-৪ দিন যাবত বাবার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। মা ফোন দিয়ে আমাকে বলেন সিঙ্গাপুরে আসতে। সংবাদটি শুনে দ্রুত আমি সেখানে যাই। হয়তো বাবা আমার জন্যই কদিন খুব কষ্ট করেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

তার ছেলে আরও বলেন, ‘হাসপাতালের প্রক্রিয়া শেষ করে বাবাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করছি।

আকবর হোসেন পাঠান দুলু (চিত্র নায়ক ফারুক) ১৯৪৮ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন।

এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে আজীবন সদস্যের সম্মাননা পান।


আরও খবর



এমপিরা চাইলে নির্বাচনকালীন সরকারে নিতে রাজি আছি: প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ১৫ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদককোনো সংসদ সদস্য (এমপি যদি নির্বাচনকালীন সরকারে আসতে চায় আওয়ামী লীগ তাতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির  সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি ফলো করি। ব্রিটেনে কীভাবে ইলেকশন হয়, তারা কীভাবে করে, আমরা সেভাবেই করব। এর মধ্যে একটু দেখাতে পারি—পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছেন, তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে, নির্বাচনকালীন সময়ে তারা সরকারে আসতে চায় আমরা নিতে রাজি আছি।

নির্বাচনকালীন সরকার হলেও বিএনপিকে নিয়ে চিন্তার সুযোগ নেই বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘এর আগে আমরা (নির্বাচনকালীন সরকার) নিয়েছি। এমনকি ২০১৪ সালে তো খালেদা জিয়াকেও আমি আহ্বান করেছিলাম, তারা আসেনি। এখন তো তারা পার্লামেন্টেও নাই। কাজেই তাদের নিয়ে চিন্তারও কিছু নাই।

বিশ্বব্যাংকের প্রধানকে কোন চিন্তা থেকে পদ্মা সেতুর ছবি উপহার দিয়েছেন- এক সাংবাদিক বিষয়টি জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পেইন্টিং আমি এই জন্য নিয়ে গেছি যে আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার আছে, যারা খুব চমৎকার পেইন্টিং করতে পারেন সেইটা জানানোর জন্য। বিশ্বের কারও যদি পেইন্টিং প্রয়োজন হয় আমাদের কাছে চাইতে পারবে।

তিনি বলেন, ‘আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটা এই জন্য করেছি যে বাংলাদেশের মানুষের জন্য সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু। এটাই, আর কিছু না সেখানে। অন্য কোনো উদ্দেশ্য নেই।’


আরও খবর



ব্যারিষ্টার সুমনের ফুটবলখেলা দেখতে জনতার উপচেপড়া ঢল

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৬ মে ২০২৩ | ৬০জন দেখেছেন

Image

আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া):  শুক্রবার ( ৫ই মে ২৩) বগুড়া গাবতলীর কাগইল হাইস্কুল মাঠে প্রিতি ফুটবল ম্যাচের উদ্বোধনী প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। একদিনের খেলায় অংশ নেন ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি বনাম বগুড়া জেলা ফুটবল একাদশ। কাগইলে সকল খেলোয়ার বৃন্দের আয়োজনে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির খেলা দেখতে মাঠে উৎসুক দর্শক-জনতার উপচেপড়া ঢল নামে। খেলা উদ্বোধন করেন জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাগইল হাইস্কুলের সভাপতি জান্নাতুল আলম খান রুমেন।

কাগইল ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, ওসি সনাতন চন্দ্র সরকার, ব্যারিষ্টার সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, কাগইল ইউনিয়ন আ’লীগের সভাপতি শফি আহম্মেদ স্বপন, সাঃ সম্পাদক সাজেদুর রহমান শামীম, সাব-রেজিষ্টার তৌহিদুল ইসলাম রুবেল, দক্ষিনপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আনারুল ইসলাম, যুগ্ম সাঃ সম্পাদক রায়হান কবির সাধন, ইউপি সদস্য মিলন মিয়া, জাহাঙ্গীর আলম, সমাজসেবক মাইনুল হক, কৃতি খেলোয়ার আল আমিন প্রমূখ। খেলায় ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি-০১ বনাম বগুড়া জেলা ফুটবল একাদশ-০১ গোলে শুণ্য হয়।


আরও খবর