Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

কী খাবে মানুষ বলে দেন সরকার: ওমর সানী

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানী সিনেমা এবং দেশের প্রায় অনেক বিষয় নিয়েই কথা বলেন। সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন তিনি।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন ওমর সানী।পোস্টে তিনি লিখেন, সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব, আর পারছি না রাষ্ট্র।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায়ও যুক্ত রয়েছেন ওমর সানী। সর্বশেষ তাকে শুটিং করতে দেখা যায় ‘সোনার চর’ সিনেমায়। তবে আগের মতো অভিনয়ে দেখা যাচ্ছে না এ নায়ককে।


আরও খবর

এবার সারা জেরিনের জয়িতা এ্যাওয়ার্ড অর্জন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মতিঝিল আইডিয়ালের শিক্ষক বরখাস্ত প্রশ্নফাঁসে

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাকসুদা আক্তারকে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির রুটিন দায়িত্বে থাকা অধ্যক্ষ মিজানুর রহমান সাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে। 

মাকসুদা আক্তার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম প্রভাতির সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি। 

সাময়িক বরখাস্তের চিঠিতে জানানো হয়েছে, মাকসুদা আক্তারের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিরপুর মডেল থানায় মামলাটি রয়েছে।

চাকরিতে নিয়োগের শর্তাবলী ভঙ্গের কারণে মঙ্গলবার থেকে সাময়িক বরখাস্ত কার্যকরের কথা বলা হয় চিঠিতে। 


আরও খবর

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




কাস্টমস হাউসের গুদাম থেকে ২৫ কেজি সোনা চুরি

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে প্রায় ২৫ কেজি সোনা চুরির ঘটনা ঘটেছে।চুরি হওয়া সোনার মধ্যে অলংকার ও সোনার বার রয়েছে। যদিও কতটুকু সোনা চুরি হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। অনুমান করা হচ্ছে, গুদাম থেকে চুরি হওয়া সোনার পরিমাণ ২০-২৫ কেজি হতে পারে।

রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস হাউসের কমিশনার নুরুল হুদা আজাদ বলেন, গুদাম থেকে সোনা চুরি হওয়ার বিষয়টি মোটামুটিভাবে আমরা নিশ্চিত। একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করছে বলে আমরা অনুমান করছি। কাস্টমস হাউস ও সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম দোষীদের শনাক্ত করতে কাজ করছে। যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কাস্টমস হাউসের একাধিক কর্মকর্তা বলেন, বেশ কিছুদিন ধরেই জব্দকৃত মালামাল গুদাম থেকে চুরি হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউস কাজ করছিল। শুক্রবার ও শনিবার কাস্টমস হাউজের আলাদা দুটি টিম গুদামের মালামালের তালিকা প্রস্তুত করা এবং গুদাম পরিষ্কারের কাজ শুরু করে। গতকাল (শনিবার) একটি টিম দেখতে পায় যে, বাইরে থেকে তালা অক্ষত থাকলেও ভেতরের লকার ভাঙা অবস্থায় রয়েছে। এরপরই সন্দেহ সত্যি বলে প্রমাণিত হয়। গুদামের মালামালের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুতই চুরি হওয়া প্রকৃত মালামাল সম্পর্কে নিশ্চিত তথ্য বের করা সম্ভব হবে।

তারা আরও বলেন, আমাদের ধারণা চোর নিজেদের ভেতরেই রয়েছে। তাদের শনাক্তে কাজ করছে একটি যৌথ টিম।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ অর্থাৎ হারিয়ে যাওয়া ও খুঁজে পাওয়া পণ্য রাখার স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম। বিমানবন্দরে কাস্টমসহ বিভিন্ন এজেন্সির জব্দ করা মূল্যবান সামগ্রী জমা থাকে এই গুদামে।  


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




অবৈধ সংযোগে চুরি করে গ্যাস ব্যবহার করলেও প্রশাসন নীরব

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টারঃভ্রাম্যমান আদালতের অসংখ্য অভিযানের পরেও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী কর্তৃক বাংলাদেশ গ্যাস আইনে মামলা রুজু না করায় দীর্ঘ নয় বছর যাববৎ প্রভাবশালী গ্যাস চোরাইকারবারীরা চুরি করে সংযেকগ স্থাপন করে  বিনা বিলে দাপটের সাথে পুরো পাড়ায় গ্যাস চালাচ্ছে।

২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের  হিন্দুপাড়া গ্রামের তারুমিয়া স্টোরের (পন্ডিতবাড়ি)  নিকটস্থ গ্যাসের মেইন লাইন থেকে চোরাই গ্যাস সম্রাট  শফিকুল মিয়ার নেত্রিত্বে রাতের আধাঁরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে যাযএকই পাড়ার উচাবাড়ির সমগ্র পাড়ার আবাসিক এলাকায়। এর কিছু দিন পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো: লি. এবং জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিছিন্নকরণ করলেও তারা পুনরায় রাতের আধাঁরে জনসাধারণের চলাচলের রাস্তার মধ্যে ড্রেন সৃষ্টি করে রাস্তা বিনষ্ট করে পূর্বের মতো পুনরায় চোরাই গ্যাসের সংযোগ নেয়। 

এভাবে তারা ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত কিছু দিন পর পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো: লি. এবং জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালতের সঙ্গে চোর-পুলিশ খেলা খেলে প্রায় ৮-৯ বার গ্যাসের পুন:সংযোগ দিয়ে  নয় বছর যাবৎ কোন ধরণের গ্যাস বিল পরিশোধ না করে গ্যাস লাইন বিনষ্টকরণসহ সরকার বা কর্তৃপক্ষের বিপূল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে গূরত্বপর্ণ জ্বালানি সম্পদ অপচয় করে আসছে। তাদের গ্যাস পাইপ খুবই নিম্নমানের। এতে করে গ্যাসলাইন বিনষ্ট হওয়া, গ্যাসজনিত অগ্নিদূর্ঘটনাসহ জনসাধারণের রাস্তা বারবার ভেঙ্গে যাওয়ায় ভূক্তভোগী জনসাধারণের পক্ষ থেকে উপ-মহাব্যবস্থাপক(চলতি দায়িত্ব), বিক্রয় ডিপার্টমেন্ট (ব্রাহ্মণবাড়িয়া), বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো: লি. বরাবরে ১০ জুলাই, ২০২৩ তারিখে লিখিত অভিযোগ দায়ের করলে কর্তৃপক্ষ  ১১ জুলাই,ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে অভিযোগের  সত্যতা  পায়। খবর পেয়ে শফিকুল মিয়া, গংরা পালিয়ে যায়। তখন গ্যাস কর্তৃপক্ষ প্রায় ১২-১৫ অবৈধ রাইজার কাটাসহ সংযোগ বিছিন্ন করে। পরে অপরাধীরা পুন:রায় অবৈধভাবে গ্যাস-রাইজার সংগ্রহ করে গ্যাস সংযোগ দেয়। খবর পেয়ে কর্তৃপক্ষ পুন:রায় ১১ জুলাইয়ের ভ্রাম্যমান অভিযানের প্রায় ১ সপ্তাহ পরে বাখরাবাদ গ্যাস ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচিালনা করে অবৈধ গ্যাস পাইপ কেটে নিয়ে আসেনে। অত:পর অপরাধীরা সর্বশেষ ২৭তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় পূর্বের ন্যায় ড্রেন করে চোরাই গ্যাস লাইন স্থাপনের পায়তারা করে।

 তখন ভূক্তভোগীজনসাধারণ এবং এলাকাবাসী বাধাঁ প্রদান করেন এবং কর্তৃপক্ষের রাজস্ব ফাকি না দিয়ে বৈধভাবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন এর অনুমোদনক্রমে গ্যাস সংযোগ নেয়ার অনুরোধ  করেন। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী তখন অপরাধীরা রেগে যায় এবং চোরাই গ্যাসের সম্রাট শফিকুল মিয়ার নেত্রিত্বে অপরাধীরা ভূক্তভোগীণকে দেশীয় অস্ত্রসহ হুমকি প্রদান করে বাধা প্রদানকারীর  বাড়িঘর সমায়িক সময়ের জন্য দখল করে ফেলে।মারধর করার চেষ্টা করে এবং মৃত্যুর হুমকি দেয়। ফলে সেখানে আইনশৃঙখলা পরিস্থির মারাত্মক অবনতি হয়। যে কোন সময় দু-পক্ষের মধ্যে অনাকাঙ্খিত দাঙ্গা ও জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে। এ প্রেক্ষিতে ভুক্তভোগীণের পক্ষে  নাসির মিয়া গ্যাস সম্রাট  শফিকুল মিয়ার নেত্রিত্বাধীন অপরাধীদের বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি- ১২৪৭/২৩ নং মোকদ্দমা এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করেন।

তাছাড়া বাংলাদেশ গ্যাস আইনে সরাসরি জনসাধরণের মোকদ্দমা করার সুযোগ না থাকায়  ঘটনার স্থায়ী সমাধানের জন্য তথ্য-প্রমাণসহ ভোক্তভোগীরা উপ-মহাব্যবস্থাপক(চলতি দায়িত্ব), বিক্রয় ডিপার্টমেন্ট (ব্রাহ্মণবাড়িয়া),বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশ কো: লি: যদি ২০১৪ সালের শুরু থেকেই বাংলাদেশ গ্যাস আইনের মামলা দায়ের করে অপরাধীদের আইনের আওতায় আনতো তাহলে অপরাধীরা দীর্ঘ নয় বছর যাবৎ চোরাই গ্যাস ব্যবহার করে কর্তৃপক্ষের বিপূল পরিমান গ্যাস সম্পদ বিনষ্ট করতে পারতো না এবং কর্তৃপক্ষ নয় বছর যাবৎ পুরো এলাকার গ্যাস বিলের রাজস্ব হাড়াতো না। গ্যাস ও গ্যাস লাইন হল বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লি: এর নিজস্ব সম্পদ। তাদের রয়েছে নিজস্ব আইন সেল। তাদের রয়েছে বাংলাদেশ গ্যাস আইনে মামলা দায়ের করণের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে জেল-জরিমানাসহ সার্টিফিকেট মোকদ্দরুজু করে দীর্ঘ নয় বছর যাবৎ পুরো পাড়ায় গ্যাস ব্যবহারে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ। তারপরেও কেন অপরাধীদের বিরুদ্ধে গ্যাস আইনে মামলা দায়ের হচ্ছে না তা জনসাধারনের অজানা।

ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিভিশন কোম্পানীর উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামানের মুঠোফোনে এ বিষয়ে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগের করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




আসিয়ান সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন। আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানা জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাদের স্বাগত জানান।

তিন দিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশ নিচ্ছেন।

আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরে আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আগামীকাল বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি। এ ছাড়া ৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে ১৮তম ‘ইস্ট এশিয়া সামিটে’ যোগ দেবেন মো. সাহাবুদ্দিন।

আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন রাষ্ট্রপতি।


আরও খবর

এডিসি হারুন রংপুরে যোগ দিলেন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




সিরাজগঞ্জ তাড়াশে নৌকায় ফুর্তি, অশ্লীলতার অভিযোগে আটক ১৪

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ৯১জন দেখেছেন

Image

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশের চলনবিলে নৌকায় ভ্রমনের নামে নারীদের ভাড়া করে অশালীন নাচ পরিবেশনের অভিযোগে চার নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের ছাবলু মোল্লা (৪২), বামনকোলার গ্রামের সেলিম প্রামাণিক (৩৩), মশিন্দা কান্দিপাড়া আজাদুল ইসলাম (৩৩), জামাল হোসেন (৩৯), বাবু প্রামাণিক (২৭), ছাবলু হাসান (৩১), আলমগীর হোসেন (২৮), বাচ্চু মোল্লা (৪০), চাচকৈর খামার নাচকৈর গ্রামের আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলার মারিয়া খাতুন (১৯), আসমা খাতুন (২৫) ও আয়শা আক্তার (১৯)।  

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকায় নৌকায় অশ্লীল নাচের সঙ্গে ফুর্তি করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ধামাইচ এলাকায় এ অভিযান চালায়। এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অল্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারীকে আটক করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ঘুড়াঘুড়ি করছে। একই সঙ্গে উচ্চস্বরে গান বাজিয়ে ওই নারীদের সঙ্গে যুবকরা অশালীনভাবে নাচ ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

প্রসঙ্গ, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।


আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23