Logo
আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

জামিননামা দাখিল করে জামিন চাইলেন প্রথম আলোর সম্পাদক

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক: রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান জামিননামা দাখিল করে জামিন চেয়েছেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিননামা দাখিলের অনুমতি চান। সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজীর মাধ্যমে তিনি এ আবেদন করেন।

বিচারক মো. আছাদুজ্জামান শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় জামিননামা দাখিলের অনুমতি দেন। এরপর আইনজীবীরা আসামি পক্ষে আত্মসমর্পণ পূর্বক একটি জামিনের আবেদন দাখিল করেন।

এর আগে গত ২ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মতিউর রহমানকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। সে অনুযায়ী আদালত আগামী ১৬ আগস্ট এ আবেদনের শুনানির দিন ধার্য করে সিএমএম আদালত থেকে মামলার নথি তলব করেন। ওইদিন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।

এর আগে গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।

মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক। এ মামলায় শামসুজ্জামানও জামিনে আছেন।


আরও খবর



গলাচিপায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫১জন দেখেছেন

Image

রিয়াদ হোসাইন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল , স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের ৩০জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা স্যানিটারি অফিসার শুভঙ্কর চন্দ্র দাস, গলাচিপা থানা প্রতিনিধি এস আই উজ্জ্বল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম প্রমুখ। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।


আরও খবর



ঢাকা আজ শীর্ষে,দূষিত শহরের তালিকায়

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা আজ বৃহস্পতিবার প্রথম স্থানে অবস্থান করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ সকাল সাড়ে ৯টায় ঢাকার স্কোর ১৭৪। সে অনুযায়ী বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

এ তালিকায় ১৬৫ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি; ১৬০ নিয়ে তৃতীয় পাকিস্তানের লাহোর। চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৫৮ এবং পঞ্চম স্থানে থাকা চীনের শেনিয়াংয়ের স্কোর ১৫৩।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো সেগুলো হল-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।


আরও খবর



মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫০জন দেখেছেন

Image

কূটনৈতিক প্রতিবেদক:বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সতকর্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকাসহ সারাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে তারা। গতকাল রবিবার বিকালে মার্কিন দূতাবাস ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় এ পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের জন্য জারি করা ওই সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির

আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে এবং এগুলোর গতি তীব্রতর হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলা উচিত।

মার্কিন দূতাবাসের ওই বার্তায় বলা হয়, নাগরিকদের মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভ যে কোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে, এগুলো মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে হবে। যে কোনো বড় সমাবেশের আশপাশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিবেশ পরিস্থিতির বিষয়ে সচেতন থেকে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন নজরে রাখতে হবে।


আরও খবর



ঝড়বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ মে ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;দেশের সাত বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

গতকাল শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে এবং ঢাকায় সর্বোচ্চ ছিল ৩৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে।


আরও খবর



তানোরে যুবলীগের পরিচিতি সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার সরনজাই (ইউনিয়ন) ইউপি যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলের দিকে ইউপির সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা। ইউপি যুবলীগের সভাপতি মেম্বার সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম, ভাইস চেয়ারম্যান উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, আওয়ামীলীগ নেতা প্রভাষক মুনসেফ আলী, আবু সাইদ, মইন উদ্দিন প্রমুখ। এসময় ইউপির ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ তৃনমূলের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান ময়না নেতাকর্মীদের বলেন, এবছর কিংবা পরের বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন চ্যালেঞ্জিংয়ের নির্বাচন। এজন্য যুবলীগকে এক কাতারে আসতে হবে। নির্বাচনে যুবলীগের ভূমিকা থাকবে ভ্যানগার্ডের মত। যুবলীগকে শিশাঢালা প্রাচীরের মত শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে পুনরায় এমপি ফারুক চৌধূরীর বিজয় নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের মাধ্যমে এমপির উন্নয়ন ঘরেঘরে পৌছে দিতে হবে। আর বসে থাকার সময় নেয়। সামনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নৌকার জয় সুনিশ্চিত করতে হবে। সাধারন ভোটার দের সরকারের নানা মূখী উন্নয়ন তুলে ধরতে হবে এবং বোঝাতে হবে সরকারের উন্নয়ন সম্পর্কে। সকল ধরনের ভেদাভেদ ভূলে বৃহত্তর স্বার্থে সবাইকে একযোগে এমপি ফারুক চৌধূরীর জন্য ভোটারদের দ্বারেদ্বারে যাওয়ার আহবান জানান তিনি।

আরও খবর