
অনলাইন ডেস্ক: ফিলিপাইনে এক প্রাদেশিক গভর্নরসহ ছয় জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, ছয়জন সন্দেহভাজনকারী রাইফেল নিয়ে সশস্ত্র বাহিনীর মতো পোশাক পরে পাম্পলোনা শহরে গভর্নরের কার্যালয়ে প্রবেশ করে এবং গুলিবর্ষণ করে।
নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর রোয়েল দেগামো এবং আরও পাঁচজন গুলিতে নিহত হয়েছেন বলে জানান ভুক্তভোগী গভর্নরের স্ত্রী। আজ শনিবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা এখনও অজানা।
পুলিশ আরও জানিয়েছে, তারা ১০ জন সন্দেহভাজনকারীকে খুঁজছে। যাদের মধ্যে ছয় বন্দুকধারীও আছে।
এই ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন। দেশটিতে সম্প্রতি রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা অনেক বেড়েছে।