
স্পোর্টস ডেস্ক ;গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের নতুন অধিনায়ক হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। দেশটির ফুটবল প্রোগ্রাম ‘টেলিফুট’-এ জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেই হতে যাচ্ছেন ফ্রান্স দলের অধিনায়ক। যদিও গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে ফ্রান্স কোচ চুপ করে ছিলেন।
আগামী ২৫ মার্চ ফ্রান্সের ইউরো বাছাইপর্ব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে। আর এ ম্যাচেই নতুন অধিনায়ক পাচ্ছে ফরাসিরা। এমবাপ্পে জাতীয় দলের হয়ে ৬৬ ম্যাচে ৩৬ গোল করেছেন। যেখানে তরুণ এই তারকার মাঝে নেতৃত্বের সকল গুণই আছে বলেই মনে করেন দেশম।
এ নিয়ে দেশম বলেন,‘এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজম্যান সহ-অধিনায়ক। মাঠে ও দলের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে এ দায়িত্ব পাওয়ার মতো সব গুণ এমবাপ্পের মধ্যে আছে।’
এর আগে গতকাল সংবাদ সম্মেলনে দেশম বলেছিলেন, ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এ বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান (এমবাপ্পে) সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’
ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা যদিও ২৪ বছর বয়সী এমবাপ্পের আগেই হয়েছে। গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে ডেনমার্কের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন এমবাপ্পে। এছাড়া আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকেও নেতৃত্ব দিয়েছিলেন এ ফরাসি তারকা।
২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৪ বছর ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন গোলরক্ষক হুগো লরিস। তবে ২০২২ বিশ্বকাপ ফাইনালের তিন সপ্তাহ পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি।