Logo
আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৯ মে ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;গুঞ্জনই সত্যি হলো। ফ্রান্সের নতুন অধিনায়ক হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। দেশটির ফুটবল প্রোগ্রাম ‘টেলিফুট’-এ জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেই হতে যাচ্ছেন ফ্রান্স দলের অধিনায়ক। যদিও গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে ফ্রান্স কোচ চুপ করে ছিলেন।

আগামী ২৫ মার্চ ফ্রান্সের ইউরো বাছাইপর্ব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে। আর এ ম্যাচেই নতুন অধিনায়ক পাচ্ছে ফরাসিরা। এমবাপ্পে জাতীয় দলের হয়ে ৬৬ ম্যাচে ৩৬ গোল করেছেন। যেখানে তরুণ এই তারকার মাঝে নেতৃত্বের সকল গুণই আছে বলেই মনে করেন দেশম।

এ নিয়ে দেশম বলেন,‘এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজম্যান সহ-অধিনায়ক। মাঠে ও দলের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে এ দায়িত্ব পাওয়ার মতো সব গুণ এমবাপ্পের মধ্যে আছে।’

এর আগে গতকাল সংবাদ সম্মেলনে দেশম বলেছিলেন, ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এ বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান (এমবাপ্পে) সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’

ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা যদিও ২৪ বছর বয়সী এমবাপ্পের আগেই হয়েছে। গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে ডেনমার্কের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন এমবাপ্পে। এছাড়া আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকেও নেতৃত্ব দিয়েছিলেন এ ফরাসি তারকা।

২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৪ বছর ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন গোলরক্ষক হুগো লরিস। তবে ২০২২ বিশ্বকাপ ফাইনালের তিন সপ্তাহ পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি।


আরও খবর



কুয়াকাটায় সংগ্রামের উদ্যোগে শুঁটকি বাজারজাতকরন বিষয়ে আলোচনা সভা

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৬২জন দেখেছেন

Image

রাসেল কবির মুরাদ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা সংগ্রামের উদ্যোগে (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহন উপ-প্রকল্প, পরিবেশ গত ছাড়পত্র প্রাপ্তি পদ্ধতির উপর আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০মে দুপুরের দিকে কুয়াকাটা হোটেল মোহনা ইন্টারন্যাশনাল হল রুমে স্থানীয় শুটকি ব্যবসায়ী-উদ্যোক্তা এবং সংবাদকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

সচেতনতামূলক সভায় প্রকল্প পরিচালক, এসইপি, সংগ্রাম মো. ইউসুফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পটুাখালী কাজী সাইফুদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি কুয়াকাটা প্রেসক্লাব, নাসির উদ্দীন বিপ্লব,প্রোজেক্ট কর্ডিনেটর, দিপক কুমার দাস, ফ্রেন্ডশিপ অফিসার,আসিফ ইকবাল অনীক,পরিবেশগত আলোচনায় পরিবেশ কমকর্তা,এসইপি,ওয়াশিম আকরাম আকাশ, সার্বিক তত্ত্বাবধানে রিপোটিং এএ ডকুমেন্টেশন অফিসার এসইপি সংগ্রাম, সজল যিত প্রমুখ। এছাড়াও কুয়াকাটা, আলীপুর-মহিপুরের শুটকি ব্যবসায়ীরা এ আলোচনা সভা ও কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টেকনিক্যাল অফিসার, এসইপি, সংগ্রামের রাজিব সরকার।


আরও খবর



ইতালি বন্যায় বিপর্যস্ত, নিহত ১৩

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইতালির উত্তরাঞ্চলীয় এমিলিয়া-রোমাগনা অঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া বিলিয়ন বিলিয়ন ইউরোর সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির আঞ্চলিক গভর্নর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। খবর বিবিসি ও রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে মুষলধারে বৃষ্টিতে দেশটির রোমাংগনার পূর্বাঞ্চলীয় অংশে ৩০০ এর বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে ২৩ নদী প্লাবিত হয়েছে এবং ৪০০ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ৪২টি পৌরসভা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। এমিলিয়া-রোমাগনার প্রেসিডেন্ট স্টিফানো বোনাচ্চিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নতুন ভূমিকম্পের মুখোমুখি হয়েছি।

অন্যদিকে রাভেন্না শহরের মেয়র বিবিসিকে বলেছেন, শতকের মধ্যে এটি ভয়াবহ দুর্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ৫ হাজারের বেশি ফার্ম পানির নিচে তলিয়ে গেছে।

বোনাচ্চিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে অনুমাণ করছি বন্যায় এক বিলিয়ন ইউরো সমপরিমাণ ক্ষতি হয়েছে। তাহলে চিন্তা করুন এটি কী পরিমাণে আরও বাড়তে পারে।

বন্যা কবলিত এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘এখানে এর আগে এমন আমি জীবনে দেখিনি। আমরা এখানে আটকা পড়ে আছি এবং জানিনা কী করতে হবে। আমি শুধু আশা করছি এমন যেন আর না ঘটে।


আরও খবর



কক্সবাজারে ভয়ংকর অপহরণ সিন্ডিকেটের মূল হোতাসহ আটক-৩

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার: পুলিশের বহিস্কৃত এসআইয়ের নেতৃত্বে গড়ে উঠা ভয়ংকর একটি অপহরণচক্রের সন্ধান পেয়েছে র‌্যাব।সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক এবং এক নারীসহ পাঁচ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব -১৫।গত শুক্রবার (১৯ মে) কক্সবাজারের র‌্যাব-১৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে র‌্যাবের একটি দল শহরের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) এসএম ইকবাল পারভেজ (৪০)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন মাইতুল সরকারবাড়ি এলাকার মৃত এরশাদ আলমের পুত্র।

চক্রের বাকি দুই সদস্য হলেন, কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মোঃ ইউনুসের পুত্র এমডি মুন্না (৩০) এবং একই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র  মোঃ ইউসুফ।র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৬ মে কক্সবাজার বেড়াতে এসে নিখোঁজ হন ঢাকা উত্তরার বাসিন্দা মোঃ শাহজাহান কবির ও মঞ্জুর আলম। পরে একটি মোবাইল নম্বর থেকে কল করে অজ্ঞাত ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরিবারের পক্ষ থেকে আংশিক মুক্তিপণ পরিশোধ করা হলেও মুক্তি মেলেনি শাহজাহান ও মঞ্জুরের। অপহৃত আরেক দম্পতিকে অপহরণ করে দাবিকৃত মোটা অংকের টাকা না পেয়ে স্বামীর হাত-মুখ বেঁধে স্ত্রীকে একে একে ধর্ষণ করে চক্রের সদস্যরা। স্বামীর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। অপহৃত ব্যক্তিদের স্বজনরা বিকাশে দুই লাখের বেশি টাকা মুক্তিপণ দিলেও তাদের ছাড়া হয়নি। অপহরণকারীদের দাবি ছিল আরও অনেক বেশি টাকা। বেদম মারধরের পাশাপাশি চাহিদা মতো মুক্তিপণ না দিলে অপহৃতদের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

নিরুপায় হয়ে স্বজনরা বিষয়টি র‌্যাবকে জানালে কাজ শুরু করে র‌্যাব।এরই ধারাবাহিকতায় কক্সবাজার শহরের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকায় এই সিন্ডিকেটের দুটি সুরক্ষিত ও গোপন আস্তানার সন্ধান পায় র‌্যাব। পরে রাতভর এসব আস্তানায় অভিযান পরিচালনা করে প্রথমে কলাতলী থেকে চক্রের দুই সদস্যকে এবং পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুগন্ধা এলাকার অপর গোপন আস্তানায় অভিযান চালিয়ে চক্রের প্রধান ও পুলিশের বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) এসএম ইকবাল পারভেজকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, চক্রের প্রধান ইকবাল পারভেজ ২০২১ সালের ১৭ ডিসেম্বর পুলিশের এসআই হিসেবে কর্মরত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা পড়েন। ওই ঘটনায় দীর্ঘদিন কারাভোগের পাশাপাশি চাকরিও হারান তিনি। চাকরি থেকে বরখাস্ত ও কারাগার থেকে বের হওয়ার পর এসআই ইকবাল তার শ্যালক মুন্নাসহ ৭-৮ জন সহযোগী নিয়ে গড়ে তোলেন অপহরণ বাণিজ্যের রমরমা এই সিন্ডিকেট। চক্রের সদস্যরা দেশের নানাপ্রান্ত থেকে কক্সবাজারে বেড়াতে আসা মানুষদের টার্গেট করে অপহরণ করে তাদের স্বজনদের কাছ থেকে ফোন করে মোটা অংকের মুক্তিপণ দাবি করতো।গত শুক্রবার (১৯ মে) অপহরণের শিকার শাহজাহান কবিরের বোন মোসাম্মৎ আমেনা বেগম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আসামি ও উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে নিশ্চিত করেছে র‌্যাব।এ বিষয়ে কক্সবাজার র‌্যাব -১৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন শামীম জানান, কক্সবাজার কেন্দ্রিক অপহরণ-মুক্তিপণ সিন্ডিকেটের মূলোৎপাটনের লক্ষ্যে র‌্যাবের যে ধারাবাহিক প্রচেষ্টা, তারই অংশ হিসেবে আমরা এই অভিযান পরিচালনা করেছি।তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তদন্তের স্বার্থে যা এখনই প্রকাশ করা যাচ্ছে না। এ চক্রের অন্য সদস্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে। 


আরও খবর



মাগুরায় ১৬৪ হেক্টরে কালোজিরা চাষ

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

সাইদুর রহমান,মাগুরা: কালোজিরা  দৈনন্দিন জীবনে ভীষণ অপরিহার্য। এটা শুধু মসলা জাতীয় ফসলই নয়, সব রোগের মহৌষধ হিসেবেও খ্যাতি আছে কালোজিরার।  

পুষ্টিমান ও ঔষধি গুণাগুণসহ কালিজিরা বহুগুণে গুণান্বিত। কালিজিরার তেল অতি উচ্চমানের বিভিন্ন অসম্পৃক্ত ফ্যাটি এসিড, যেমন- লিনোলেনিক (ওমেগা-৩), লিনোলিক (ওমেগা-৬), অলিক এসিড (ওমেগা-৯) সমৃদ্ধ। 

এছাড়া কালোজিরা তেলে বিভিন্ন সম্পৃক্ত ফ্যাটি এসিড যেমন-মিরিস্টিক এসিড, পামিটিক এসিড, স্টিয়ারিক এসিড, অ্যারাকিডিক এসিড উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। তেলে ওমেগা-৬ ফ্যাটি এসিডের পরিমাণ বেশি থাকায় রক্তে কোলেস্টরলের পরিমাণ কমায়। এমনকি কালোজিরা ফুলের মধুও অত্যন্ত উপকারী।

কৃষি অফিসের তথ্যে জানা যানা যায় চলতি মৌসুমে এবার মাগুরা জেলায় ১৬৪ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে। এর মধ্যে  মাগুরা সদর উপজেলায় ১৭ হেক্টর, শ্রীপুর উপজেলায় ১৬ হেক্টর, মহাম্মদপুর উপজেলায় ৫১ হেক্টর এবং শালিখা উপজেলায় ৭০ হেক্টর জমিতে কালোজিরার চাষ করা হয়েছে।

সব রোগের মহৌষধ কালোজিরা

সব রোগের মহৌষধ কালোজিরা

জেলার সফল কালোজিরা চাষি মাগুরা সদর উপজেলার নালিয়ার ডাঙ্গী গ্রামের শারীরিক প্রতিবন্ধী আক্কাস খান জানান, অগ্রহায়ণ মাসের শেষদিকে কালোজিরার বীজ বপন করতে হয়। এরপর তিন মাসের মধ্যে ফসল ঘরে তোলা যায়। সমতল, বেলে, দোঁআশ মাটিতে কালোজিরা ভালো হয়। চাষ, বীজ, সার ও পানি বাবদ বিঘাপ্রতি তিন হাজার টাকার মতো খরচ হয়। ফলন হয় প্রতি বিঘায় তিন থেকে সাড়ে তিন মণ। বর্তমানে এক মণ কালোজিরা বাজারে ৯-১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে তিন বিঘা জমিতে কালোজিরার চাষ করেছেন। এ ব্যাপারে তিনি কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা পেয়েছেন।

একই এলাকার সফল চাষি লাল মিয়া জানান, শারীরিক প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের পরামর্শ ও উৎসাহে তিনি কালোজিরার চাষ শুরু করেছেন। এবার তিনি ২৩ শতক জমিতে কালোজিরার চাষ করেছে। 

তিনি আশা করেন, খুব অল্প সময়ের মধ্যেই কাটা-মাড়াই শেষ করে বাজারে বিক্রি করতে পারবেন কালোজিরা। কম খরচে বেশি লাভের আশায় আগামীতে আরো বেশি বেশি করে কালোজিরার চাষ করবে এ গ্রামের কৃষকরা। কেননা কালোজিরা চাষ নতুন করে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে।

সব রোগের মহৌষধ কালোজিরা চাষে ব্যস্ত কৃষক

সব রোগের মহৌষধ কালোজিরা চাষে ব্যস্ত কৃষক

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, আয়ুর্বেদী, ইউনানি ও কবিরাজি চিকিৎসায় কালোজিরা ও কালোজিরার তেল ব্যবহারের ব্যাপক প্রচলন আছে। আদিকাল থেকে ফসফেট, লৌহ, ফসফরাস ও ক্যারোটিন সমৃদ্ধ কালোজিরা বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 

মাগুরার নালিয়ার ডাঙ্গি গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক আক্কাস খানের অনুপ্রেরণায় এবার অনেকেই কালোজিরার চাষ করেছে। কালোজিরা অত্যন্ত লাভজনক একটি ফসল। জেলায় দিন দিন যেভাবে চাষিদের মধ্যে কালোজিরা চাষের আগ্রহ বাড়ছে। তাতে আগামীতে কালোজিরা চাষ আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা।


আরও খবর



মধুপুরের বহুল আলোচিত অটোচালক হত্যার ৫ আসামি গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুরে গোলাবাড়ি ব্রিজের পাশে রাস্তার নিচে চাঞ্চল্যকর ক্লুলেস অটোচালককে খুন করে অটোরিকশা ছিনতাই এর ঘটনার রহস্য উন্মোচনসহ অটোরিকশা উদ্ধার পূর্বক ০৫ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

গত (২২ এপ্রিল)২০২৩ ঈদের পরের দিন সকালে টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার কাইতকাই এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের গোলাবাড়ি ব্রীজের পাশে বেগুন ক্ষেতে জনৈক কিশোরের মৃত দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।  পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিকটিমের বড় ভাই রবিন ভিকটিমের ছবি দেখে মধুপুর থানায় গিয়ে মরদেহ সনাক্ত করে।

পরবর্তীতে, ভিকটিমের পিতা মোঃ রফিকুল ইসলাম (৪১), সাং- রুদ্র বয়রা , পোঃ পোগলদিয়া, থানাঃ সরিষাবাড়ী, জেলা- জামালপুর বাদী হয়ে মধুপুর থানার মামলা নং-২৪, তারিখঃ  ২৩/০৪/২০২৩ ইং, ধারা- ৩০২/৩৯৪/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।

উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির পর থেকে র‌্যাব-১৪, ময়মনসিংহ উক্ত ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে  হত্যা কান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক মহোদয়ের নির্দেশক্রমে সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ১৬/০৫/২০২৩ ইং তারিখ ভোর অনুমান পনে ৬টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন বয়রা এলাকা থেকে উক্ত মামলার  আসামী ১। মোঃ রকিবুল ইসলাম (১৯), ২। মোঃ আঃ রহিম (২২), ৩। মোঃ ফারুক হোসেন (৩৭), ৪। শফিকুল ইসলাম (৩২), ৫। ফরমান আলী (৪০)’দেরকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, ঘটনার দিন গত ২২ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ ঈদের দিন বিকাল ৩ টার দিকে আসামী মোঃ রকিবুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার পোগলদিয়া থেকে ভিকটিম মনি‘কে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ভাড়া করে। পথিমধ্যে, আসামী রকিবুল শফিকুল‘কে অটেরিক্সায় উঠায় এবং তারা দুইজন ঘোরাঘুরির জন্য টাঙ্গাইলের ধনবাড়ীর দিকে রওনা করে। পথিমধ্যে চা পান করার বাহানায় উক্ত আসামীদ্বয় আসামী রহিম ও ফারুকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে। ইতোমধ্যে উক্ত আসামী রকিবুল ও শফিকুল সময় ক্ষেপন করার জন্য ভিকটিমকে মধুপুরের উদ্দেশ্য যেতে বলে। ইতোমধ্যে আসামী রহিম ও ফারুক মোটরসাইকেল যোগে অটেরিক্সার কাছাকাছি চলে আসে।

পরবর্তীতে, আসামী রকিবুল ভিকটিম ও আসামী শফিকুলকে নামিয়ে দিয়ে অন্য একজন লোককে ওঠানোর জন্য অটোরিক্সা নিয়ে একাই চলে যায়। রকিবুল আসতে দেরি হলে ভিকটিম মনি আসামী শফিকুলকে চাপ দিতে থাকে। ইতোমধ্যে আসামী রহিম ও ফারুক বাইক নিয়ে চলে আসে এবং ভিকটিম মনি আসামী রহিমকে চিনতে পারে এবং ভয় পেয়ে আসামী শফিকুল, রহিম ও ফারুক প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে এবং মুখে আঘাত করে টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভার কাইতকাই এলাকার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের গোলাবাড়ি ব্রীজের পাশে বেগুন ক্ষেতে ফেলে রেখে যায়। পরবর্তীতে, আসামী রকিবুল ভিকটিমের অটোরিক্সাটি নিয়ে ফরমান সর্দারের নিকট ৪৫,০০০/- হাজার টাকায় বিক্রি করে নিজে ১৮,০০০/- হাজার টাকা রেখে বাকি তিন আসামীকে জনপ্রতি ৭০০০/- টাকা করে দেয় এবং বাকি টাকা আনুষাঙ্গিক খরচ দেখায়।উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। 

গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীণ রয়েছে বলে জানা যায়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর