Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ঢাকার অবস্থান আজ অষ্টম দূষিত শহরের তালিকায়

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শনিবার ঢাকার অবস্থান অষ্টম। সকাল ৮টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৩৪ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

থাইল্যান্ডের চিয়াং মাই, তাইওয়ানের কাওশিউং ও ঘানার আক্রা যথাক্রমে ১৮৭, ১৬৯ ও ১৫৮ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




নওগাঁয় বন্যায় আত্রাই নদীর বেড়িবাঁধে ভাঙন: ভোগান্তিতে হাজার হাজার পরিবার

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা,নওগাঁ:নওগাঁয় আত্রাই নদের বেশ কয়েক স্থানে বেড়িবাঁধ ভেঙে বন্যার পানিতে চালিয়ে গেছে বাড়িঘর, ফসলেরখেতসহ বিস্তীর্ণ এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পানিবন্দি পরিবার। বর্তমানে বন্যার পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। তাই বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশংকা করা হয়েছে। বন্যাকবলিত এলাকায় এখন হাহাকার বিরাজ করছে। বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত।সরকারি কোন সহায়তা পৌঁছেনি।সরজমিনে গিয়ে দেখা যায়, জেলার মান্দা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অতিবৃষ্টির ফলে ভয়াবহ বন্যায় আত্রাই নদীর উভয়তীরের চার স্থানে বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত দুই হাজার পরিবার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে এসব স্থানে ভেঙে বন্যার পানি ঢুকে পড়ে। ইতিমধ্যে তলিয়ে গেছে দেড় হাজার বিঘা জমির আউশ ও আমন ধানের খেত। চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। বর্তমানে রাত জেগে কাটছে নদের দু'পাড়ের  মানুষের জীবন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের বেশকিছু এলাকা চরম ঝঁকিপূর্ণ হয়ে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষরা। এ অবস্থায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালু ভরে সোমবার সন্ধ্যা থেকে মেরামতের একটানা কাজ করছে শ্রমিকেরা। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহায়তায় এসব কাজ বাস্তবায়ন করছেন উপজেলা প্রশাসন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নুরুল্লাবাদ ইউনিয়নের সাতটি গ্রাম। এ ইউনিয়নের নুরুল্লাবাদ ও পারনুরুল্লাবাদ এলাকায় বেড়িবাঁধ ভেঙে ৬শ পরিবার এবং রানী নদীর (ফকিন্নি) তীরবর্তী এলাকায় আরও অন্তত ৭শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া প্রসাদপুর ইউনিয়নের বাইবুল্যা ও বিষ্ণুপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে ৭শ পরিবার। এছাড়া পানি নিষ্কাশনের প্রধান নালা (মাস্টার ড্রেন) দিয়ে বন্যার পানি (প্রসাদপুর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব দিক) প্রসাদপুর বাজারে ঢুকে পড়েছে। এতে বাজারে বসবাসকারী লোকজন পানিবন্দি হয়ে যাচ্ছেন। তাছাড়া বাজারে আসা  ক্রেতা ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত রোববার সকাল থেকে আত্রাই নদে পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ নদীর পানি বেড়ে এখন বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামীকাল বুধবার পর্যন্ত এ নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে ধারণা করা হচ্ছে কয়েকদিনের ভারী বর্ষণে আরও কয়েকদিন পানি বাড়তে পারে।  

নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামানিক বলেন, আত্রাই নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এ ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় ১ হাজার ৩শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক কাচাঘর ভেঙে গেছে।  পুকুরের লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।  বর্তমানে এসব গ্রামের পানিবন্দি মানুষ সীমাহীন  দুর্ভোগের শিকার হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা প্রয়োজন। তাছাড়া চিকিৎসার জন্য টিম গঠন করে এখন থেকেই ডায়রিয়া প্রতিরোধে কাজ শুরু করতে হবে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু  বন্যার বিষয়ে বলেন, ইতিমধ্যে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালু ভর্তি করে মেরামতের কাজ চলছে। বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষনিক তদারকি করা হচ্ছে বলেও তিনি আরো জানান।অপর দিকে মহাদেবপুরে বন্যায় অত্রাই নদের বেরিবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বেরিবাঁধ এলাকার কয়েকশ’ একর জমির ফসল, কলাবাগান, মন্দির পানির নিচে তলিয়ে গেছে। ভেঁসে গেছে কয়েকটি পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রঞ্জনীতলা প্রহ্বল্লাদের বাড়ির কাছে এই ভাঙ্গন দেখা দেয়। দ্রুত এটি ভাঙ্গতে ভাঙ্গতে ১৫ থেকে ২০ ফুট বাঁধ ভেঙ্গে যায়। এই ভাঙ্গনের ফলে নদীর মেইন বাঁধ হুমকির মুখে পড়েছে। এই ভাঙ্গা স্থান দ্রুত মেরামত করা না হলে মেইন বাঁধও ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলা কমপ্লেক্সের পিছনে পশ্চিম দিকে রেইনট্রি তলা থেকে দোহালী পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ আত্রাই নদীর পূর্বপাড়ের এই বেরিবাঁধ স্থানে স্থানে ভেঙ্গে যানচলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল। উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব আধা ভাঙ্গা স্থান দিয়ে বন্যার পানি প্রবেশ  (চোঁয়াতে) করতে থাকে। ফলে আজ বাঁধ ভেঙ্গে যায়। এ এলাকার ইটভাটা মালিক হুমায়ুন কবির জানান, বাঁধ ভেঙ্গে নদীর পানি দ্রুত এলাকায় ঢুকলে তার তিনটি পুকুর উপচে যায়। এতে তার চাষ করা লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। এ ছাড়া বিশাল এলাকাজুড়ে কলার বাগান পানিতে ডুবে গেছে। সেখানকার মন্দিরের পুরোহিত সঞ্জিত কুমার জানান, বাঁধ ভাঙ্গা পানিতে মন্দির পুরো পানির নিচে তলিয়ে গেছে।জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড নওগাঁর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, মহাদেবপুর পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তবে তারা শুধুমাত্র মেইন বাঁধের  রক্ষণাবেক্ষণ (মেইনটেনেন্স) করে থাকেন। বেরিবাঁধগুলো দেখার দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের। মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন বাঁধ ভাঙ্গার কথা স্বীকার করে জানান, বাঁধটা এমনিতেই বড় আকারে ভেঙ্গেছে। কিন্তু এ মুহুর্তে তাদের আর কিছু করার নেই।সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানান, বাঁধ ভাঙ্গার খবর পেয়ে সাথে সাথেই তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন। দ্রুত এখানে জিও ব্যাগ ফেলে ভাঙ্গা স্থান মেরামতের ব্যবস্থা করবেন।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  কামরুল হাসান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দ্রুত এই ভাঙ্গা স্থান দিয়ে নদীর পানি প্রবেশ বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেন।এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা জানান, তার এলাকায় আত্রাই নদীর পূর্বপাড়ের কয়েক কিলোমিটার এলাকা মারাত্মক ঝুকির মধ্যে রয়েছে। গ্রাম পুলিশ ও মেম্বাররা সার্বক্ষণিক বাঁধ পাহাড়া দিচ্ছেন। ছোট খাট ভাঙ্গা স্থানে মাটি ফেলে মেরামত করছেন। 


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উপদেষ্টা এবং বিএনপি'র সাবেক সাংস্কৃতিক সম্পাদক মরহুম গাজী

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র উপদেষ্টা এবং বিএনপি'র সাবেক সাংস্কৃতিক সম্পাদক মরহুম গাজী মাজহারুল আনোয়ারের ১ম মৃত্যু বার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবেদন।


আরও খবর

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কলারোয়ায় গভীর রাতে ব্যবসায়ী পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৫০জন দেখেছেন

Image

বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়ায় রাতে আধারে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের মুরারীকাটি দক্ষিণ পাড়ায়। ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক বিশিষ্ট ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল ও দিলিপ কুমার মন্ডল জানান-তারা প্রতিদিনের ন্যায় বাড়ীর সমানে বসে রাত সাড়ে ১২টা পর্যন্ত কথা বলছিলেন। পরে বাড়ীর গেইট বন্ধ করে দ্বিতালা ভবনে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে কে, বা কাহারা ঘরে মেইন গেইটে ৬/৭টি বতল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই সময় তারা বাড়ীর গেইটের পাশে প্লাস চিহ্ন দিয়ে রেখে গেছে। ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল আরো বলেন-তার বাসায় ৫/৬টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ছিলো। আল্লাহর অশেষ ক্রিপায় রক্ষা পেয়েছেন। এর আগে তেল পাম্পে রাখা একটি ট্রাকে দূর্বত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তিনি এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




উত্তর টাঙ্গাইলের হাট বাজারের হাসির সম্রাট ফরিদ পাগলা আর নেই

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৬২জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন বকুলতলা টেংরী গ্রামের ফরিদ উদ্দিন (ফরিদ পাগলা) শনিবার(৯সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু বরণ করেন। 

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাটবাজারে নানান রকম খেলা ও অঙ্গ রসের কথায় মানুষকে আনন্দ দেওয়াই ছিলো তার একমাত্র উপার্জনের মাধ্যম। সাংসারিক জীবনে তিনি ছিলেন তিন কন্যার জনক। বিভিন্ন হাটবাজারে তার কলা কৌশল দেখে মুহুর্তের মধ্যে শতশত লোকজন জমায়েত হয়ে যেতো। তার সঙ্গী ছিলো এক প্রতিবন্ধী যিনি ছোট্ট একটি রিং এর ভিতর দিয়ে তার পুরো শরীর প্রবেশ করিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিতো। একটি লম্বা কাঠির মাথায়  থাল ঘুরানো ছিলো ফরিদ পাগলার আকর্ষনীয় একটি দর্শক নন্দিত খেলা।

সেই আশির দশকে দর্শকদের উদ্দেশ্যে তার দেওয়া একটি সদাসত্য উক্তি আজও মানুষের মুখে মুখে রয়ে গেছে। বিভিন্ন কৌশলের খেলা, সার্কাস ও কথার রসে দর্শকদের আনন্দ দিয়েও যখন তার তৈরি মাজন বিক্রি করতে পারতেন না তখন রাগে কষ্টে বলতেন, “আমি তো এলাকার লোক আমার কাছ থেকে নিবেন কে? যারা প্রাইভেট গাড়ি নিয়া দুর থাইকা আইয়া সাপের তাবিজ দিয়া একশো টাকা নিয়া বাগবো তারাই বালা ঐ তাবিজ হাতে বাইন্ধা সাপের উপর পারা দিয়া দেইখো! ছুলাইয়া ফালাইবো” তার এই কথা আজও মানুষের মনে হাসির খোরাক জোগায়। শিশু বাচ্চাদের রাতে বিছানায় প্রশ্রাব বন্ধের তাবিজ দিতেন আর বলতেন “ খালি তাবিজের ভরসা কইরোনা, রাইতে তুইলা তুইলা প্রশ্রাব করাইও। সে হাট বাজারে মজমার মাধ্যমে বিভিন্ন ঔষধি গাছ গাছড়া দিয়ে দাতের মাজন বিক্রি করে যে টাকা উপার্জন করতেন তা দিয়েই তার এবং প্রতিবন্ধী সঙ্গীর সংসার চালাতেন। এই উপার্জনের টাকা দিয়েই তার তিন কন্যাকে লেখাপড়া করিয়ে বিয়েও দিয়েছেন। 

প্রায় দুইযুগ ধরে মানুষকে আনন্দ দিয়ে নিজের কষ্টকে তিনি লুকিয়ে রাখতেন।দীর্ঘদিন যাবত প্যারালাইসিস, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন।মানুষকে আনন্দ দিয়ে সামান্য আয়ের টাকায় তার তিন মেয়েকে বিয়ে দিয়ে তিনি এ সমাজের মানুষকে দেখিয়েছেন, কর্ম কোনোটাই ছোট নয়। মানুষের দ্বারে দ্বারে হাত না পেতে অসৎ পথে টাকা উপার্জন না করে নিজের রোজগারের টাকায় ডাল ভাত খেয়ে বেঁচে থাকা অনেক আনন্দের।

তার জীবন বৃত্তান্ত ও অসুস্থতার কথা শুনে ছুটে আসেন গরীব অসহায় হতদরিদ্র মানুষের শেষ ঠিকানার মহীয়সী নারী মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।যিনি দিনে অথবা রাতে যেকোনো সময় মধুপুরের নিপিড়ীত অসহায় মানুষের ডাকে ছুটে যান এবং যেকোনো সমস্যার সমাধান আদালত পর্যন্ত না গড়িয়ে নিজেই সমাধান করে থাকেন। 

তিনি প্রায় ৩মাস আগে অসুস্থ ফরিদ উদ্দিনকে দেখতে তার বাড়িতে যান এবং চিকিৎসার জন্য তার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন। এ ছাড়াও তিনি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে ফ্রী চিকিৎসার ব্যবস্থা করে দেন।হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার কয়েকদিন পর তার মৃত্যু হলো।রবিবার সকাল সাড়ে এগারোটায় তার নিজ বাড়িতে জানাজা শেষে  পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কী খাবে মানুষ বলে দেন সরকার: ওমর সানী

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানী সিনেমা এবং দেশের প্রায় অনেক বিষয় নিয়েই কথা বলেন। সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন তিনি।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন ওমর সানী।পোস্টে তিনি লিখেন, সাধারণ মানুষ কী খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব, আর পারছি না রাষ্ট্র।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায়ও যুক্ত রয়েছেন ওমর সানী। সর্বশেষ তাকে শুটিং করতে দেখা যায় ‘সোনার চর’ সিনেমায়। তবে আগের মতো অভিনয়ে দেখা যাচ্ছে না এ নায়ককে।


আরও খবর

পরীমণি-বুবলী একসঙ্গে খেলবেন!

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩