Logo
আজঃ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল গবেষণা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দিন যাচ্ছে আর ভয়ানক হয়ে উঠছে ডেঙ্গু। চলতি বছরেই এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এবং হাসপাতালে ভর্তি বিগত বছরের রেকর্ড ভেঙেছে। ডেঙ্গু নিয়ে যখন সারদেশের মানুষ যখন আতঙ্কিত ঠিক তখনই আশার খবর জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। ডেঙ্গু টিকার গবেষণা সফলভাবে সম্পন্ন করেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।    

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছে আইসিডিডিআরবি। সম্প্রতি দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের সঙ্গে আইসিডিডিআরবি পরিচালিত এই যৌথ গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই উপযোগী এই টিকা। যার নাম দেওয়া হয়েছে ‘টিভি-০০৫’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা গেছে যে, এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

গবেষকরা জানান, ২০১৫ সালে ডেঙ্গু ইন ঢাকা ইনিশিয়েটিভ (ডিডি) নামক গবেষণাটি শুরু করেন আইসিডিডিআর,বি এবং ইউভিএমের ভ্যাকসিন টেস্টিং সেন্টারের গবেষকরা। এই সহযোগিতামূলক প্রচেষ্টার লক্ষ্য ছিল ডেঙ্গু টিকার উন্নয়নে বাংলাদেশকে সম্পৃক্ত করা। ২০১৫ থেকে ক্লিনিকাল ট্রায়াল, ল্যাবরেটরি পরীক্ষণ অবকাঠামো এবং প্রারম্ভিকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব অধ্যয়ন সংশ্লিষ্ট গবেষণার জন্য আইসিডিডিআর,বিতে প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা হয়। 

দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেসে প্রকাশিত এই গবেষণাটি একটি দৈবচয়ন ভিত্তিক এবং ফেজ-২ ক্লিনিক্যাল ট্রায়াল। এর মাধ্যমে টিভি-০০৫ টেট্রাভ্যালেন্ট লাইভ-অ্যাটেনুয়েটেড ডেঙ্গু টিকার নিরাপত্তা, ইমিউনোজেনিসিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির সক্ষমতা এবং তিন বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্বের অবস্থা মূল্যায়ন করা হয়েছে। গবেষকরা ২০১৬ সাল থেকে শুরু করে বিভিন্ন বয়সের (বয়স ১- ৪৯ বছর) ১৯২ জন স্বেচ্ছায় অংশগ্রহণকারীকে চারটি ভাগে ভাগ করে ৩ঃ১ অনুপাতে টিভি-০০৫ টিকা বা প্লাসিবো প্রদান করেছেন। এরপর তারা পরবর্তী তিন বছর পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন।

এতে আরও বলা হয়েছে, টিকা দেওয়ার পরে বেশিরভাগ স্বেচ্ছাসেবকের মধ্যে চারটি ডেঙ্গুর সেরোটাইপের অ্যান্টিবডি পাওয়া গেছে। যারা আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তাদের অ্যান্টিবডির পরিমাণ বেশি পাওয়া গেছে। যদিও গবেষণাটির কার্যকারিতা মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়নি। তবে এখন পর্যন্ত টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের কোনো ঘটনা শনাক্ত করা যায়নি। গবেষণালব্ধ এই ফলগুলো ডেঙ্গুপ্রবণ জনগোষ্ঠীতে ব্যাপকহারে টিভি-০০৫ ডেঙ্গু টিকা ব্যবহারের জন্য উপযোগী করে তোলার পাশাপাশি, তৃতীয় ধাপের কার্যকারিতা ট্রায়াল পরিচালনার জন্য সমর্থন জোগাড় করতে সহায়তা করবে।

জানা গেছে, ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) তৈরি ডেঙ্গু টিকার মূল্যায়ন করে আসছে ইউভিএমের ভ্যাকসিন টেস্টিং সেন্টার। ইউভিএম টিমের নেতৃত্বে রয়েছে প্রফেসর বেথ কির্কপ্যাট্রিক। এছাড়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেরি ক্লেয়ার ওয়ালশ, ক্রিস্টেন পিয়ার্স, ডোরোথি, শন ডিয়েল ও মারিয়া কারমোলি। তাদের ডেঙ্গু টিকা প্রোগ্রামটি ইউভিএম ভিটিসি এবং এনআইএইচের ভাইরাল ডিজিজেস ল্যাবরেটরির সিনিয়র গবেষক স্টিফেন হোয়াইটহেড (যিনি একজন ভাইরোলজিস্ট এবং টিভি-০০৫ টিকার উদ্ভাবকদের একজন) এবং জনস হপকিন্স স্কুল পাবলিক হেলথের আন্না ডারবিন এমডির সঙ্গে একটি দীর্ঘ পারস্পরিক সহযোগিতার ফসল।

আইসিডিডিআর,বি-র সঙ্গে এই সহযোগিতামূলক কাজের আগে, ইউভিএম ভিটিসি মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ডজন গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেছে, যা মূলত ডেঙ্গু টিকার একক ও টেট্রাভ্যালেন্ট ফর্মুলেশন এবং কনট্রোলড হিউম্যান চ্যালেঞ্জ মডেলের ছিল। আইসিডিডিআর,বি-গবেষকদের মধ্যে প্রধান গবেষক হিসেবে রয়েছেন সিনিয়র বিজ্ঞানী রাশিদুল হক। এছাড়া গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মো. শফিউল আলম, সাজিয়া আফরিন ও মো. মাসুদ আলম।

এ বিষয়ে আইসিডিডিআর,বির গবেষক ড. রাশিদুল হক বলেন, একটি কার্যকর এবং টেট্রাভালেন্ট ডেঙ্গু টিকা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব গুরুতর হয়ে উঠছে। বাংলাদেশের মানুষের অংশগ্রহণে টিভি-০০৫ টিকার গবেষণা করতে পেরে আমরা গর্বিত। আশা করি আমাদের কাজ ডেঙ্গুর বিরুদ্ধে একটি কার্যকর টিকা প্রাপ্তির বিষয়টিকে ত্বরান্বিত করবে।


আরও খবর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩




মাশরাফি নড়াইল-২ আসনে আবারও নৌকার প্রার্থী

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




রাণীশংকৈলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

রাণীশংকৈলে (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। হাফিজ উদ্দিন রাণীশংকৈল  উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারী গ্রামের সইফত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলায় আদালতে হাফিজ উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।গত কাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাণীশংকৈল থানার পুলিশ পরিশর্দক (তদন্ত) মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 


আরও খবর



স্বরাষ্ট্রমন্ত্রীর বার্ষিক আয় ৮১ লাখ, স্ত্রীর ১২ কোটির বেশি

প্রকাশিত:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৬১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বার্ষিক আয় ৮১ লাখ ৬২ হাজার ৫৩০ টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় ১২ কোটি ২৩ লাখ ৯ হাজার ৯৭৩ টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, কৃষিখাত থেকে তার কোনো আয় নেই। তবে, তার কৃষি জমি আছে ১৭১ শতাংশ। এছাড়া বাড়িভাড়া থেকে মন্ত্রীর আয় ৭ লাখ ২০ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ২৪ লাখ ৬৯ হাজার ৯৯৬ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত আছে ১৩ লাখ ৩৩ হাজার ৩০ টাকা। মন্ত্রী হিসেবে বেতন ও ভাতা পান ২৩ লাখ ২২ হাজার ৫০৪ টাকা। অন্যান্য আয় ১৩ লাখ ১৭ হাজার টাকা। মোট বাৎসরিক আয় ৮১ লাখ ৬২ হাজার ৫৩০ টাকা।

অন্যদিকে, তার স্ত্রীর বাড়িভাড়া থেকে আয় ১ লাখ ৯৮ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ১০ কোটি ১৪ লাখ ১০৯ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত আছে ৬ লাখ ১১ হাজার ৮৬৪ টাকা। বেতন ও ভাতা পান ২ লাখ ৪০ হাজার টাকা। ফরেন রেমিটেন্স পান ১০ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে তার বাৎসরিক আয় ১২ কোটি ২৩ লাখ ৯ হাজার ৯৭৩ টাকা।

স্বরাষ্ট্রমন্ত্রী তার স্থাবর সম্পত্তির বিবরণীতে দেখিয়েছেন, তার কৃষি জমি আছে ১৭১ শতাংশ। যার অর্জনকালীন মূল্য ১ কোটি ৬১ লাখ ১ হাজার ৮৫০ টাকা। অকৃষি জমি আছে ১৮ দশমিক ৫ শতাংশ। যার অর্জনকালীন মূল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া বাড়ির আর্থিক মূল্য ৯২ লাখ ৯৭ হাজার ৭০০ টাকা।

হলফনামায় অস্থাবর সম্পত্তির বিবরণীতে তিনি উল্লেখ করেন, নগদ আছে ৮৪ লাখ ৪৩ হাজার ৩১৬ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ৮২ লাখ ৯ হাজার ৯১৩ টাকা। বন্ড, ঋণপত্র ও কোম্পানি শেয়ার আছে ২৩ লাখ ৯৭ হাজার ৭০০ টাকার। স্থায়ী আমানতে বিনিয়োগ আছে ২ কোটি ১১ লাখ ৩ হাজার ৬৭১ টাকা।


আরও খবর

১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সোমবার ১১ ডিসেম্বর ২০২৩




জুতার মধ্যে ইয়াবা পরিবহনকালে ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ১০

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image
টিটুল মোল্লা,ফরিদপুর;র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫,৫৮,৩০০/- (পাঁচ লক্ষ আটান্ন হাজার তিনশত) টাকা মূল্য মানের ১৮৬১ (এক হাজার আটশত একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।উক্ত আসামী বিশেষ কৌশলে জুতার সোলের মধ্যে লুকায়িত অবস্থায় ইয়াবা পরিবহন করছিল। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলম (৩০), পিতা- দিল মোহাম্মদ, সাং- আজু খাইয়া ০৭ নং ওয়ার্ড, থানা- নাইক্ষ্যাংছড়ি, জেলা- বান্দরবান বলে জানা যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত শাহ আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও খবর



বঙ্গবন্ধু কন্যা উন্নয়ন করেন,আর বিএনপি-জামায়াত ধ্বংস করেন: ইকবালুর রহিম

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ | ৯৭জন দেখেছেন

Image

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর জেলায় একসাথে ৫১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে যুক্ত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের ন্যায় দিনাজপুর জেলায় যুক্ত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে দিনাজপুর জেলায় একসাথে ৫১টি উন্নয়ন প্রকল্পের ফলক প্রধানমন্ত্রীর পক্ষে উম্মোচন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু কন্যা উন্নয়ন করেন, আর বিএনপি- জামায়াত ধ্বংস করেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো নৌকার মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, বাংলাদেশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে- দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ, হাবিপ্রবির বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্প, খানসামা সাব রেজিস্ট্রি অফিস ভবন, ঘোড়াঘাট সাব রেজিস্ট্রি অফিস, বিরামপুর সাব রেজিস্ট্রি অফিস ভবন, হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয় বিদ্যমান সম্প্রসারণ ভবন, বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, শংকপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, নবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবন, বোচাগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবন, ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ফুলবাড়ী সরকারি কলেজের একাডেমিক ভবন, পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবন, মন্মথপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, দলুয়া উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যলয়ের একাডেমিক ভবন, পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, শিবপুর বালিকা দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, কলাবাড়ী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, বিরামপুর রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, দক্ষিন সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খায়ের মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বাঙালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়া (বাশমুড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয ভবন, হাতিশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ককতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, নিখিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, দক্ষিন নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, দীপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, কাজীকাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, মথুরাপুর বাহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, নয়াবাদ মিত্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, সাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, উথরাইন বড় মামন দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, নবাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন,, ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, মাশুরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, সরহর্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বি. কাঞ্চদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বামনগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বিনোদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, পদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, পুলবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, উত্তর বাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, নবাবগঞ্জের হরিল্লাখুর ভুরিপাড়া আশ্রায়ন প্রকল্প।

দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ সচিব মোরারজি দেশাই বর্মণ, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ এ. এফ এম নুরউল্লাহ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর সিভিল সার্জন ডা. সৈয়দ বোরহান উল ইসলাম সিদ্দিকী, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধক্ষ্য আলহাজ্ব সৈয়দ নাদির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু বকর সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, নির্বাহী অফিসার রমিজ আলম, জেলা সমাজ সেবা অফিসার এমদাদুল হক প্রামানিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামীসহ বিভিন্ন পৌরসভার মেয়রবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী অফিসারগণ, প্রকৌশলীগণ, বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগন, পৌর সভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকবৃন্দ প্রমুখ।


আরও খবর