Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু মৃত্যু হয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন।

এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৩৮ জন এবং অন্যান্য বিভাগে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ৩৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৬৯৪ জন এবং ঢাকার বাইরে ৬৮২ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।


আরও খবর



তোতলা আজাদের চোরাচালান ও চাঁদাবাজি দেখার কেউ নাই

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪১জন দেখেছেন

Image

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথর পাচাঁরের কারণে ৩ শুল্কস্টেশনের শতশত ব্যবসায়ীরা হচ্ছে ক্ষতিগ্রস্থ্য। প্রতিদিনের মতো গতকাল রবিবার (১৭ সেপ্টেম্ভর) রাত ১২টার পর থেকে আজ সোমবার (১৮ সেপ্টেম্ভর) ভোর পর্যন্ত অর্ধশতাধিক ইঞ্জিনের নৌকা বোঝাই করে জেলার বীরেন্দ্রনগর, চারাগাঁও, বালিয়াঘাট, টেকেরঘাট, চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত দিয়ে প্রায় দেড় হাজার মেঃটন কয়লা ও চুনাপাথরসহ বিপুল পরিমান চিনি, বিড়ি ও মাদকদ্রব্য পাচাঁর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক ইউপি সদস্য রাশিদ মিয়া, ধন মিয়া, ফজলু সরর্দার ও আবুল বাশার খান নয়নসহ অনেকে বলেন- তাহিরপুর থানার সাবেক ওসি আব্দুল লতিফ তরফতার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ও কয়লাসহ যাদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে ছিলেন, সেই আসামীদেরকে সোর্স বানিয়ে গডফাদার তোতলা আজাদ ও তার সহযোগী নেকবর আলী প্রায় ২বছর যাবত অবৈধ ভাবে ভারত থেকে কয়লা ও চুনাপাথর পাচাঁর করে নিজেরা ব্যবসা করছে, আবার পুলিশ, সাংবাদিক ও বিজিবির নামে পাচাঁরকৃত প্রতিনৌকা থেকে ৩৫ থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করে। তারা চোরাচালান ও চাঁদাবাজি করে ইতিমধ্যে হয়েগেছে কোটিপতি কিন্তু এসব দেখার কেউ নাই। এই সীমান্তের বাসিন্দা আলী হোসেন, বাবুল মিয়া, মানিক মিয়া ও রফিক মিয়াসহ অনেকেই বলেন- তোতলা আজাদ একাধিক মামলার আসামী ইয়াবা কালাম, রতন মহলদার, কামরুল মিয়া, মোক্তার মহলদার, আক্কাছ মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রফ মিয়া, সাইফুল মিয়া, আইনাল মিয়া, লেংড়া জামাল, আনোয়ার হোসেন বাবলু, রুবেল মিয়া, খোকন মিয়া, বায়েজিদ মিয়া ও জসিম মিয়াগংকে নিয়ে সিন্ডিকেড তৈরি প্রতিদিন লাখলাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চুরি করে কয়লা ও পাথরসহ মাদক পাচাঁর করলেও এব্যাপারে কেউ পদক্ষেপ নেয়না। বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের বলেন- সরকারের রাজস্ব দিয়ে ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানী করে ৩ শুল্কস্টেশনের প্রায় ৭শত ব্যবসায়ী। কিন্তু রাজস্ব ফাঁকি দিয়ে প্রশাসনের সযোগীতায় প্রতিদিন শতশত মেঃটন কয়লা ও চুনাপাথর পাঁচার করাসহ চাঁদাবাজি করছে চোরাকারবারীরা। এব্যাপারে সংশ্লিস্ট প্রশাসনকে বারবার জানানোর পরও তারা পদক্ষেপ নেয়না। তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও চোরাচালান প্রতিরোধ কমিটির সদস্য রমেন্দ্র নারায়ন বৈশাখ বলেন-চোরাচালান ও চাঁদাবাজির জন্য বিজিবি দায়ী। তারা সুযোগ দেওয়ার কারণে সীমান্তে অন্যায় কর্মকান্ড হচ্ছে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানীর দায়িত্বে থাকা কমান্ডার ওবায়দুর বলেন- সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি নিয়ে আমি কিছু বলতে পারবনা। এব্যাপারে আমাদের উপরস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।


আরও খবর



ভোট ছাড়া পরিবর্তনের উপায় নেই

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৪জন দেখেছেন


আরও খবর



আশ্বাস পেয়ে বাসায় ফিরেছেন বরখাস্ত ডিএজি এমরান

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গ্রেপ্তারের আশঙ্কায় সপরিবারে মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়া বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া বাসায় ফিরেছেন। তাকে গ্রেপ্তার করা হবে না এমন আশ্বাসের পর সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার বাসায় ফিরেছেন তিনি।

ডিএমপি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ ডিএজি এমরানের বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মার্কিন দূতাবাস থেকে পরিবারসহ নিজ বাসায় ফিরে গেছেন এমরান আহমেদ ভূঁইয়া।

এমরানের গ্রেপ্তারের শঙ্কা নেই বলে সরকারের পক্ষ থেকে দূতাবাসকে আশ্বস্ত করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা এমরানকে এ তথ্য জানালে তিনি বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আশ্রয় চেয়ে সপরিবারের মার্কিন দূতাবাসে যান এমরান। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানে ছিলেন তিনি। পরে দূতাবাসে একটি গাড়ি আসে এবং সেটিতে চড়ে তারা বাড়ি ফেরত যায় বলে জানা যায়।

দূতাবাস থেকেই এমরান গণমাধ্যমকে জানান, আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। আজকে আমাকে চাকুরিচ্যুত করা হয়েছে। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ দিন যাবৎ অনবরত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ তিনটি ব্যাগে এক কাপড়ে আমার তিন মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। আমাদের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানো ও তিনি বিচারিক হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করার জেরে এমরানের নিয়োগ বাতিল করে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।


আরও খবর



ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নে একটি ব্রীজের জন্য হাজারো মানুষের দূর্ভোগ

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

ডোমার (নীলফামারী)প্রতিনিধি:নীলফামারীর ডোমারে কেতকীবাড়ী ইউনিয়নে একটি ব্রীজের জন্য তিনটি গ্রামের হাজারো মানুষের দূর্ভোগ চরমে। ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ কেতকীবাড়ী শান্তিপাড়া গ্রামে এমন দৃশ্যটি চোখে পড়ে। জানাযায়, ২০০৯ সালে ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রনালয়ের অধিনে ১৮ লক্ষ ৬৬হাজার টাকা ব্যায়ে সেতুটি নির্মান করা হয়। ৪ বছর যেতে না যেতে বন্যায় সেতুটির এক অংশ ভেঙেযায় এবং পাশে মাটি ধসে গিয়ে পথচারীদের চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে শান্তিনগরা, পাঠান পাড়া, ঠাটারী পাড়া, দালালগঞ্জসহ গ্রায় ৪ গ্রামের হাজারো মানুষ চরম দূর্ভেগের শিকার হতে হয়। বর্ষা শেষে এলাকাবাসী বাঁশ সংগ্রহ করে কোন রকম চলাচলের ব্যবস্থা করে। শান্তি পাড়া থেকে পূর্বে আমবাড়ী বালিকা বিদ্যালয়, পশ্চিমে দালালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পাশে রয়েছে কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়। সেতুটির কারণে এলাকার শিক্ষার্থীরা ঠিক মতো স্কুলে যেতে না পারায় ব্যহত হচ্ছে শিক্ষার মান। এলাকাবাসী জানান, বাঁশের সাকোটি পারাপারের সময় অনেক পথচারী দূর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে। কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয় নবম শ্রেনীর ছাত্র নুর আলম জানান, স্কুলে যেতে হলে আমবাড়ী শুকনাপুকুর বাজার অথবা দালালগঞ্জ বাজার দিয়ে কয়েক কিলোমিটার ঘুড়ে যেতে হয়। যার কারণে আমাদের পড়া লেখার চরম ক্ষতি সাধন হচ্ছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য গোলাম কিবরিয়া বলেন, গত ৪ বছর ধরে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সকলে মিলে প্রতিবারে বাঁশ সংগ্রহ করে সাকো তৈরী করি, কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিক ভাবে একাধীক বার অবগত করেও কোন কাজ হচ্ছে না। ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পরথেকে ২বার বাঁশদিয়ে পথচারিদের চলাচলের ব্যবস্থা করেছি। এলাকাবাসীর দূর্ভোগের বিষয়টি এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে জানিয়েও কোন কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি দ্রুত সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।


আরও খবর



পদোন্নতি পেলেন পুলিশের ২৮ কর্মকর্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক হলেন ২৮ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, এসআই (নিরস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন ১৫ জন, এসআই (সশস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে পরিদর্শক (সশস্ত্র) হয়েছেন ১১ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হয়েছেন দুইজন। অর্থাৎ, সব মিলিয়ে মোট ২৮ কর্মকর্তা পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনগুলো দেখতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করুন 

প্রজ্ঞাপন-১

প্রজ্ঞাপন-২

প্রজ্ঞাপন-৩ 


আরও খবর