Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

বোরো চাষ নিয়ে শংকিত তানোর পৌর সদরের কৃষকরা

প্রকাশিত:সোমবার ২৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৩৩৩জন দেখেছেন

Image
তানোর(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর তানোর পৌর সদর শেখ রাসেল মিনি স্টাডিয়াম সংলগ্ন শীতলীপাড়ার ভিতরে অবস্থিত গভীর নলকূপের তালা ভেঙ্গে দখলের দুদিনেও কোন ব্যবস্থা গ্রহন না করায় বোরো চাষ নিয়ে শংকিত হয়ে পড়েছেন কৃষকরা বলে অভিযোগ উঠেছে। গত ২৪ ডিসেম্বর বিলের জমিতে বোরো চাষের পানি সেচের একমাত্র ভরসা গভীর নলকুপটির তালা ভেঙ্গে দখল করে বকুল নামের এক বখাটে। সে কিছু সদর এলাকার কিশোরদের নিয়ে তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে জবর দখল করে। এতে করে হিন্দুপাড়া, পালপাড়া, সিন্দুকাই, গুবিরপাড়া ও কুঠিপাড়াগ্রামের কৃষকদের জীবিকা নির্বাহের বোরো চাষ নিয়ে হতাশায় পড়েছেন। কারন বিগত তিন বছর আগে বকুলকে অপারেটর নিয়োগ দিলে ফসলহানির ঘটনার জন্ম দিয়ে কৃষকদের তোপের মুখে সেচের দায়িত্ব ছেড়ে দেয়। ফলে কৃষকদের চাষাবাদ রক্ষার্থে বিগত দুবছর ধরে যে ভাবে চলছিল সে মোতাবেক পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের জরুরী ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করেছেন। নচেৎ নানা কর্মসূচি র ঘোষনা করবেন বলেও হুশিয়ারি দেন কৃষকরা।

তবে গত ২৫ ডিসেম্বর ছুটির কারনে বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান সোমবারে তালা ভাঙ্গার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেও রহস্যজনক কারনে আইনি পদক্ষেপ গ্রহন করবেন না বলে সাব জানিয়ে দেন। তিনি আরো জানান, সোমবার দুপুরের দিকে পরিদর্শন করেছি। গভীর নলকুপ চলছে। তালা ভাঙ্গা দেখতে পায়নি। আপনি ছুটিতে ছিলেন তালা ভাঙ্গার পরপরই আপনাকে অবহিত করা হয়েছিল জানতে চাইলে তিনি জানান, তালা ভাঙ্গার কোন প্রমান পায়নি, সন্ত্রাসী কায়দায় গভীর নলকুপের তালা ভেঙ্গেছে আপনি কি কোন ব্যবস্থা নিবেন কিনা প্রশ্ন করা হলে তিনি জানান, আমার ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই, ইউএনও স্যার কিভাবে সমিতি করে পরিচালন করেছে সুতরাং তিনিই ব্যবস্থা নিতে পারবেন, আমার কিছুই করনীয় নাই।

কৃষকরা জানান, গভীর নলকুপের তালা ভাঙ্গা দিবালোকের মত পরিস্কার। গভীর নলকুপ সরকারি প্রতিষ্ঠান, সেখানে জোরপূর্বক তালা ভাঙ্গা আইনত অপরাধ। কিন্তু কেন বিএমডিএ ব্যবস্থা নিবে না এটা অযৌক্তিক। বিগত দুবছর ধরে শান্তিপূর্ণ ভাবে চাষাবাদ করে আসছি, এটাই কি বিএমডিএর গলার কাটা না কি। তানাহলে কেন বখাটে বকুলের ব্যবস্থা নিবে না। সঠিক ভাবে সেচ না দেওয়ার কারনে অনেকের ফসলহানি ঘটেছিল।এসব নিয়ে কৃষকরা ইউএনওর কাছে অভিযোগ ও অপারেটর বকুলকে রেখে সমিতির মাধ্যমে সেচ পরিচালনা করার জন্য কৃষকদের নির্দেশ দেন। সেই মোতাবেক ১১০০ টাকা হারে বিগত দু বছর ধরে শান্তিপূর্ণ ভাবে সঠিক নিয়মে সেচ কার্যক্রম চলে আসছে। অথচ বকুল অপারেটর নিয়োগ পেয়ে ১৬০০-১৮০০ টাকা হার নিলেও সেচ সঠিক ভাবে দিত না। তার জন্য ফসল হানির কারনে সে অপারেটর থাকলেও সেচ দিতে পারবে না। অপারেটরের বেতন সে পেত। দু বছর সঠিক ভাবে চাষাবাদ হচ্ছে এটাই সহ্য হচ্ছে না। আমরা বকুল কে সেচ কাজে চায় না, সমিতির মাধ্যমে সল্প খরচে চাষাবাদ করতে চায়।

সমিতির সভাপতি কৃষক সারোয়ার জানান, কৃষকদের সুবিধার জন্য সমিতির মাধ্যমে অল্প খরচে চাষাবাদ হচ্ছে। কোন কৃষকের সেচ নিয়ে তীল পরিমান অভিযোগ নেই। অথচ বকুল অফিসকে না জানিয়ে তালা ভাঙ্গে। আমি ইউএনও বিএমডিএর সহকারী প্রকৌশলীকে অবহিত করি। কিন্তু বিএমডির সহকারী প্রকৌশলী সোমবার দুপুরের দিকে গভীর নলকূপ পরিদর্শন করলেও তালা ভাঙ্গার কোন ব্যবস্থা নেয় নি। কৃষকের জন্য গভীর নলকূপ, কৃষকের স্বার্থ না বুঝে, যদি ব্যক্তি স্বার্থ দেখে তাহলে তো কিছুই বলার নেই। এঘটনার সুষ্ঠ বিচার না হলে আমি সভাপতির পদে থাকব না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, ডিসি অফিসে মিটিংয়ে আছি, আগামীকাল মঙ্গলবার বসা হবে বলে জানান তিনি। বিএমডিএর নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, গভীর নলকুপের তালা ভাঙ্গা হলে অবশ্যই বিএমডিএর সহকারী প্রকৌশলীকে ব্যবস্থা নিতে হবে। তাকে তো সরকার এমনি এমনি বেতন দিচ্ছে না। ইউএনও সাহেব যে সমিতি করে দিয়েছে তারাই সেচ পরিচালনা করবেন। বকুলের সেচ দেওয়ার কোন এখতিয়ার নেই। কৃষকদের চাষাবাদ বিগ্ন হবে এমন কাজ করা যাবে না। আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বিকেল সাড়ে ৩ টার দিকে বিএমডিএর সহকারী প্রকৌশলী সমিতির সভাপতি ক্যাশিয়ারসহ কৃষকদের দপ্তরে ডেকে তালা ভাঙ্গা ও মালামাল লুটের ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলেন। কুঠিপাড়াগ্রামের কৃষক আমজাদ, সুলু, ইয়াদালি ও ফজলু জানান, সোমবার মুন্ডুমালা হাটে মাছ কেনা বেচা করে ২-৩ হাজার টাকা লাভ হত। শুধু গভীর নলকুপের তালা ভাঙ্গার বিষয়ে লিখিত অভিযোগ দেন থানাকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিকেল ৪ টার দিকে উত্তেজিত কৃষকরা উপজেলা চেয়ারম্যানের গাড়ী উপজেলা পরিষদের তৈয়বের চায়ের দোকানে থামিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করলে আগামী কাল মঙ্গলবার ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর



পোরশা সীমান্তে ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু আটক

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫৯জন দেখেছেন

Image

ডিএম রাশেদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৫টি মহিষ ও ২টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, গতকাল বুধবার বিকালে পোরশা সীমান্তের নিতপুর ২৩০/১০ এস পিলার হতে ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে চোরাচালান হচ্ছে জানতে পেরে বিজিব’র টহল দল অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ৫টি ভারতীয় মহিষ ও ২টি ভারতীয় ষাড় গরু আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা। পশুগুলো আটকের পর পত্নীতলা কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনস্ত নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান।


আরও খবর



সুন্দরগঞ্জে পাটবীজ উৎপাদনের চাষিপর্যায়ে মাঠদিবস অনুষ্টিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃবাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রানালয়ের অধিনস্ত পাট অধিদপ্তরের সুন্দরগঞ্জ উপজেলা পাট অফিস কতৃক আয়োজিত পাটবীজ উৎপাদন কারি কৃষকদের নিয়ে মাঠদিবস উৎযাপনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ধোপাডাঙ্গা ইন্দ্রিরার পাড় জামে মসজিদের সামনে পাটবীজ চাষি আদম আলীর সভাপতিত্বে  মাঠদিবস অনুষটানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন --গাইবান্ধা জেলা পাটউন্নয়ন অফিসার মাইদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মূখ্যপাট কর্মকর্তা,,মকবুল হোসেন পাটোয়ারি সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ+-সভাপতি ও পাট বীজ চাষি একেএম শামছুল হক,উপ সহকারি কৃর্ষি অফিসার আলী আজম,ফুলছড়ি উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর,ও সুন্দরগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা শরমিন আক্তার পাপ্পী প্রমুখ।মাঠ দিবস অনুষ্টানে ৫০শের অধিক চাষি উপস্হিত ছিলেন।আলোচনা পর্ব শেষে আদম আলীর নাভীপাট বীজ ক্ষেত পরিদর্শন করেন জেলা পাট উন্নয়ন অফিসার মাইদুল ইসলাম।, 


আরও খবর



স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য: ইকবালুর রহিম

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

রিয়াজুল ইসলাম,দিনাজপুর প্রতিনিধি:প্রকৌশলীরাই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রধান সৈনিক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, আগামী ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের ভুমিকা অপরিহার্য। জনগন, প্রশাসন ও প্রকৌশলী সমন্বয়ে এই বাংলাদেশ একদিন বিশ্বের যে কোন উন্নয়নকৃত দেশের চেয়েও কম থাকবে না। আর এই প্রত্যয় ও অঙ্গিকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০৮ সাল থেকে অগ্রযাত্রা শুরু করেছেন।বিগত ১৪বছরে ঢাকার রাজধানীতে মেট্রোরেল,উড়াল সড়কসহ এমনকি সারাদেশে রাস্তা, ব্রীজ, কালভার্ট নেই যে উন্নয়নের ছোয়া লাগে নি। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাওয়ায় মানুষের সময়ে লাঘব হয়েছে। ফলে আয় বেড়েছে মানুষের। আর এই যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত সম্পন্ন করার নায়কই হল প্রকৌশলীরা। এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল কলেজে বিল্ডিং নির্মানসহ নানাবিধ কার্যক্রম। তিনি স্মার্ট বাংলাদেশ গড়তে আরও বেশি কর্মদক্ষতায় উজ্জীবিত হওয়ার আহবান জানান প্রকৌশলীদের।

বুধবার“উন্নয়নের জন্য উদ্বাবন ও উদ্যোক্তা নীতি”প্রণয়ন ও বাস্তবায়নের আহবানে গণপ্রকৌশল দিবস-২০২৩ ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন হতে বর্নাঢ্য র‌্যালী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, আইডিইবি জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কয়লা খনির উপ-ব্যবস্থাপক মোঃ সাজিউল ইসলাম সাজু, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আরমান হোসেন প্রমুখ।

“উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালীতে অংশ নেয় উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ- বাকাছাপ (পলিটেকনিক ইনস্টিটিউট শাখা) সহ দিনাজপুরের বিভিন্ন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এরপরে বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে “এ্যাফেরেসিস মেশিন” ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, কোভিড- ১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস” শীর্ষক প্রকল্পের আওতায় ২০ শয্যা বিশিষ্ট ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার সেন্টার (ও.এস.ই.সি) নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, ১০ শয্যা বিশিষ্ট পেডিয়াট্রিক আইসিইউ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এর পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপ-সচিব মোরারজী দেশাই বর্মন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরে আলম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নুরুল্লাহ, উপাধ্যক্ষ আলহাজ্ব ডাঃ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান, উপ- পরিচালক ডাঃ নবীউর রহমান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগী প্রধান সহকারী অধ্যাপক ডাঃ এবিএম কামরুল হাসান প্রমুখ।


আরও খবর



হজের খরচ কমল বেসরকারি পর্যায়ে

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সরকারি ব্যবস্থাপনার মতো বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে হাবের পক্ষ থেকে ২০২৪ সালের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করেন হাবের সভাপতি এম‌ শাহাদাত হোসেন তসলিম।

প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজের সাধারণ প্যাকেজের খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা।

২ নভেম্বর সরকারিভাবে ২০২৪ সালের হজের সাধারণ ও বিশেষ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। সরকারিতে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

বুধবার (১৫ নভেম্বর) থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে (চাঁদ দেখা সাপেক্ষে)।

ধর্ম মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

জেনে নিন বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্যগুলো:

প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের রুম নেওয়া যাবে। মক্কায় হারাম শরীফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেল। মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা। এক রুমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা। মিনা-আরফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।


আরও খবর



সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দী গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাভারের পুলিশ মডেল টাউনে ভাগনির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তার কাছে সাবেক এই সেনা কর্মকর্তার গ্রেপ্তারের বিষয়ে জানতে চান এক সাংবাদিক। তখন প্রধানমন্ত্রী বলেন, তাকে খোঁজা হচ্ছে। গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। এর ঘণ্টা খানেকের মধ্যেই হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করা হলো।

গত শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে নিয়ে গিয়েছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। তিনিই মিয়া আরেফীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেন।

ওই ঘটনার পর গত রোববার দুপুরে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফীকে আটক করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


আরও খবর