বাসস: কিডনি দিবস আজ বৃহস্পতিবার (৯ মার্চ)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে
প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিবসটি পালিত হয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সবার জন্য সুস্থ কিডনি’।
কিডনী দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, ক্যাম্পস, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসাপাতালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেশন হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নিজস্ব প্রতিবেদক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়, এই নির্বাচনে যারা বাধা দিবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব।
তিনি আজ বৃহস্পতিবার সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা রাজনৈতিক সহিংসতায় আছে। ওদের খবর আছে।
কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই। আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার পথে বড় অন্তরায় সাম্প্রদায়িক বিশ্বাস। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের শাখা প্রশাখা এখনো বাংলাদেশে বিস্তার করে আছে। আজকের এই দিনের শপথ, বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করব।
আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
অনলাইন ডেস্ক:বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার ঢাকার অবস্থান ১২তম স্থানে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১০৫, যা বাতাসের মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে নির্দেশ করছে।
আইকিউ এয়ারের সূচকে ৫৪৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তালিকায় দেখা গেছে, সমান ১৬১ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা দ্বিতীয় এবং চীনের বেইজিং তৃতীয় স্থানে রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃজাতীয় ভূমি সপ্তাহ-২০২৩ উপলক্ষে ভোলা বোরহানউদ্দিনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা ভূমি অফিসের নিচে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার এস.আই মানিক হালদার, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আনোয়ার হোসেন, কুতুবা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শহীদ তালুকদার, বড়মানিকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা মো. সুজাউদদৌলা, উপজেলা ভূমি অফিস সহকারী তরিকুল ইসলাম সোহাগ, উপজেলা ভূমি অফিস সহকারী মেহেদী হাসান প্রমূখ সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী গণ ও ভূমি মালিকরা।
আমান উল্লাহ, কক্সবাজার:কক্সবাজার পৌরসভার গোলদিঘী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতাল, স্টেডিয়ামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। যার কারনে বিভিন্ন কাজে কর্মে হাজার হাজার জনসাধারণ উক্ত এলাকায় চলাচল করে থাকে। অথচ গোলদিঘীর চারিপাশে বৈদ্যঘোনা, ঘোনাপাড়া, কিয়াংপাড়া বৌদ্ধমন্দির, বিকেপাল,হাসপাতাল সড়ক ও মোহাজের পাড়া সড়কের ময়লা আবর্জনার স্তূপ যেনতেন ভাবে পড়ে থাকার কারণে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।এসব এলাকার স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা সবাই ব্যস্ত নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে। তাই কারো এসব ময়লা-আবর্জনা সরানোর তদারকি করার দিকে নজর নেই। ময়লা-আবর্জনার বিষয়ে জানতে চাইলে মেয়র মুজিবুর রহমান জানান, প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ জন পরিচ্ছন্নতাকর্মী শহরের প্রধান সড়কসহ অলিগলির আবর্জনা পরিষ্কার করছেন। এরপরও যদি কোন সড়কে ময়লা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করা হবে। উক্ত এলাকায় পরিদর্শনকালে দেখা গেছে, সড়কের উপর আবর্জনার স্তূপে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছ। ওই সড়কে পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছে।ময়লা আবর্জন স্তূপের আশ-পাশের ব্যবসায়ীরা নাকে রুমাল দিয়ে দুর্গন্ধ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে।এলাকায় বসবাসকারী সঞ্জিত জানা, গোলদিঘী এলাকায় সড়কের কোথাও ডাস্টবিন নেই। বাসাবাড়ির ময়লা ফেলা হচ্ছে রাস্তায়, নয়তো পাশের ড্রেনে। সবাই ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। ময়লা-আবর্জনা সরানোর লোক নেই। দিনে চারবার এ সড়কে দিয়ে যাতায়াত করতে হয়। প্রচণ্ড তাপপ্রবাহে নাক চেপে ধরে হাঁটাচলা করতে হচ্ছে।গোলদিঘি এলাকাটি পড়েছে ৮ নম্বর ওয়ার্ডে। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাজবিহারী দাশ এবারও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচারণা নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন ।এ বিষয়ে জানতে চাইলে রাজবিহারী জানান, ময়লা-আবর্জনা ফেলার জন্য মোড়ে মোড়ে ডাস্টবিন দেয়া আছে। কিন্তু লোকজন ডাস্টবিনে ময়লা না ফেলে রাস্তার ওপরে স্তূপ করে রাখে।সকালে পরিচ্ছন্নতাকর্মীরা এসে ময়লা সরিয়ে নেন।পাশের ঘোনাপাড়া সড়কের ড্রেনও ময়লা-আবর্জনায় ভরে আছে। খোলা ড্রেন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এর পাশ দিয়ে লোকজনের হাঁটাচলা করছেন নাক চেপে ধরে। দুটি সড়কের সাত কিলোমিটার ঘুরে কোথাও ডাস্টবিন চোখে পড়েনি।ঘোনাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দারা জানান ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, খাঁজা মঞ্জিলসহ অন্তত সাতটি এলাকার ১০ হাজার ভোটারের ৭০ শতাংশ সনাতন ধর্মাবলম্বী। বেশির ভাগ লোকজনের বসতি সরকারি জমি ও পাহাড়ে। এ কারণে রাস্তাঘাটের তেমন উন্নয়ন ঘটেনি।৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী, রহমানিয়া মাদ্রাসা ও কচ্ছপিয়া পুকুর, টেকনাইফ্যা পাহাড় এবং ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প, সিটি কলেজ ও বাস টার্মিনাল এলাকা ঘুরেও সড়কের মোড়ে মোড়ে ময়লা-আবর্জনার স্তূপ দেখা গেছে। কাউন্সিল প্রার্থী জসিম উদ্দিন জানান, সবাই আছেন নির্বাচনী প্রচারণা নিয়ে। ময়লা-আবর্জনার দিকে নজর নেই কারও।১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে সালাম করেছেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরামের (এফআইপিআইসি) তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় আজ রোববার দেশটিতে পৌঁছান মোদি। এ সময় বিরল এই সম্মান দেখানো হয় তাকে।
ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভিডিওতে দেখা যায়, লাল গালিচা বিছানো বিমানের সিঁড়ি দিয়ে নরেন্দ্র মোদি নিচে নেমে আসেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এ সময় মোদি তাকে বুকে জড়িয়ে নেন। একটু পরই তিনি মোদির এক পা ধরে সালাম করেন। তবে মোদি তাকে থামানোর চেষ্টা করেন। বাধা উপেক্ষা করে পা ছুঁয়ে সম্মান দেখানোর পর সোজা হতেই তাকে আবার বুকে জড়িয়ে ধরেন মোদি। এরপর সামনে দাঁড়িয়ে থাকা দেশটির অন্য ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে মোদির পরিচয় করিয়ে দেন মারাপে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাপানে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে পাপুয়া নিউ গিনিতে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ বিষয়ে এক টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘পাপুয়া নিউ গিনিতে পৌঁছেছি। বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী জেমস মারাপের কাছে কৃতজ্ঞ। এই বিশেষ অঙ্গভঙ্গি (পা ছুঁয়ে সালাম) আমি সর্বদা মনে রাখব। আমার এই সফরে দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক আরও জোরদারের অপেক্ষায় রয়েছি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে জেমস মারাপের এই অভ্যর্থনার পাশাপাশি ১৯ বন্দুকের স্যালুট, গার্ড অব অনার এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশটির সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক রয়েছে। ২০২১ সালে ভারত থেকে কোভিড-১৯ টিকার প্রথম বড় চালান পায় পাপুয়া নিউ গিনি। ওই চালানটি এমন সময়ে সেখানে পাঠানো হয়েছিল, যখন দেশটি তার টিকাদান কর্মসূচিতে বিলম্ব করায় স্বাস্থ্য সংকটের মুখোমুখি হয়েছিল।
আগামীকাল সোমবার এফআইপিআইসি’র তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদি ও জেমস মারাপে। তিনি জেমস মারাপের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই সঙ্গে পাপুয়া নিউ গিনির গভর্নর জেনারেল বব দাদার সঙ্গে বৈঠক করবেন।