Logo
আজঃ শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বিএনপি নেতা আমান জামিন পাননি

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দুর্নীতির মামলায় দণ্ডিত কারাবন্দি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে জামিন দেননি চেম্বার আদালত। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত জামিন আবেদন না মঞ্জুর করেন।এ ছাড়া দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।

এর আগে, দুদকের মামলায় গত ৩০ মে হাইকোর্ট আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রাখেন। পরে তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এরপর আদালতের নির্দেশে গত ১০ সেপ্টেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন আমান। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম।এ মামলায় বর্তমানে জামিনে রয়েছেন আমানের স্ত্রী সাবেরা আমান।

২০০৭ সালের ৬ মার্চ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

মামলায় তাদের বিরুদ্ধে ৯ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ করা হয়। পরে ওই বছরের ২১ জুন আমানকে ১৩ বছর এবং তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। গত ৩০ মে হাইকোর্টের একই বেঞ্চ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন।


আরও খবর



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫০জন দেখেছেন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ! প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: কাজী নজিবুল্লাহ হিরু আইন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ! 

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব আৰু আহমেদ মন্নাফি,,সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! 

জনাব আলহাজ্ব হুমায়ুন কবির সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ!

সাজেদা বেগম সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! কাজী মোরশেদ হোসেন কামাল যুগ্ম-সাধারন সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! আব্দুর রহমান কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! এস. কে বাদল শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! 

মোহাইমেন বয়ান সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! সিরাজুম মুনির টিপু সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ! জনাব জামালউদ্দিন আকবর মোঃ বাবলা সাবেক সাধারণ সম্পাদক কোতয়ালী থানা আওয়ামী লীগ! এছাড়া মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন!

সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রহমান মিয়াজী,কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড, সাবেক সহ-সভাপতি, কোতয়ালী থানা আওয়ামী লীগ!

সার্বিক তত্বাবধানে বীর মুক্তিযোদ্ধা রঞ্জন বিশ্বাস কাউন্সিলর, ৩৬নং ওয়ার্ড, সাবেক সহ-সভাপতি, কোতয়ালী থানা আওয়ামী লীগ!

আয়োজনেঃ ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সহ অন্যান্য সহযোগী সংগঠন ।



আরও খবর

হরতাল-অবরোধের জন্য প্রস্তুত হতে বললেন গয়েশ্বর

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৮৯

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | ৩৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দেশে একদিনে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১ জনের, আর ঢাকার বাইরে ৭ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১০০ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৮৭৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৩ হাজার ৬৯৬ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭৬ হাজার ৬২২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩ হাজার ৭৭ জন।

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন। এর মধ্যে ঢাকায় ৭২ হাজার ৩৩৭ জন এবং ঢাকার বাইরে ৯৬ হাজার ২০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


আরও খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২১ মৃত্যু

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০২৭

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩




সিরাজগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের বিপুল পরিমাণ ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে পুলিশ

বৃহস্পতিবার বেলা ১২টার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা গোলচত্তরের উত্তর পার্শ্বে উত্তরবঙ্গ টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে১৯৭ বোতল ফেন্সিডিলসহ শ্রী শান্ত চন্দ্র রায় নামের ১মাদক কারবারীকে আটকে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে"বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন-সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল,এর নির্দেশনায় ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশের অভিযানিক দল নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায়। এ সময় ঢাকাগামী-ঢাকা মেট্রো-গ-১৫-৬৮৬৪ প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৯৭ বোতল ফেন্সিডিল সহ চালক শ্রী শান্ত চন্দ্র রায় (২১)কে আটক করা হয়।

আটক মাদক কারবারী শ্রী শান্ত চন্দ্র রায় নিলফামারী জেলার ডিমলা থানার বাইশপুকুর গ্রামের শ্রী অভয় চন্দ্র রায়ের ছেলে।

এব্যপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।

আরও খবর

সিরাজগঞ্জে মাদক বিক্রেতার হামলায় আহত এক যুবক

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হোমনায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




চায়নার জিঝিয়াং প্রদেশের হ্যাংজু শহরে ১৯ তম এশিয়ান গেমসের আসর বসছে

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃচায়নার জিঝিয়াং প্রদেশের হ্যাংজু শহরে এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ১৯ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর হতে ৮ অক্টোবর ২০২৩ইং পর্যন্ত চলবে এই আসর। চীনে এটি এশিয়ান গেমসের তৃতীয় আসর। গেমসটিতে এশি য়ার মোট ৪৫ টি দেশের ১২ হাজার খেলোয়াড় অংশগ্রহণ করবেন। এবারের আসরে ৬১টি ডিসিপ্লিন এর ৪৮১ টি ইভেন্টে খেলোয়াড়গণ প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। উক্ত গেমসে বাংলাদেশ থেকে ১৭ টি ডিসিপ্লিন এ খেলোয়াড় ও কোচ এবং ম্যানেজার সহ মোট ২৪০ জন অংশগ্রহণ করবে। এই বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

অলিম্পিক ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

আসন্ন ১৯ তম এশিয়ান গেমসকে সামনে রেখে আরচ্যারী, ফেন্সিং, শুটিং, জিমন্যাস্টিকস এবং কাবাডি ডিসিপ্লিনের খেলোয়াড়গণ বিদেশী প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ গ্রহণ করছে। এবারের গেমসে বাংলাদেশ দলের সেফদ্যা মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ.কে সরকার এবং ডেপুটি সেফদ্যা মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন বি ও এর সদস্য ব্রিগেডিয়ার মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী।

উদ্বোধনী দিনে মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করার জন্য গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন কে মনোনীত করা হয়েছে। ২০১০ সালে ১৬ তম এশিয়ান গেমস এ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল স্বর্ণ, মহিলা ক্রিকেট দল রৌপ্য পদক এবং মহিলা কাবাডি দল ব্রঞ্চ পদক লাভ করেছিল। এছাড়া ২০১৪ সালে ১৭ তম এশিয়ান গেমসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল রৌপ্য,পুরুষ ক্রিকেট দল ব্রোঞ্জ পদক এবং মহিলা কাবাডি দল ব্রোঞ্জ পদক লাভ করে।

এবারের এশিয়ান গেমসেও আশানুরূপ ফলাফল লাভের প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




হোটেলে গুলোতে আমরা এসব কি খাচ্ছি

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃসম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর সহ  বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে গড়ে উঠতে দেখা গেছে বাহারী নামের বেশ কিছু হোটেল রেষ্টুরেন্ট আর  মিনি চাইনিজ। এ সমস্ত হোটেল রেষ্টুরেন্ট গুলোতে কি ধরনের গুনগত মান সম্পন্ন খাবার পরিবেশন করা হচ্ছে তা কি খতিয়ে দেখছেন না কেউ?তাছাড়াও এ সমস্ত হোটেল রেষ্টুরেন্টে নেই কোন খাবারের মুল্য তালিকা।অনেক হোটেলেরই নেই প্রয়োজনীয় কাগজ পত্র।

নাসিরনগর গুড়ে দেখা গেছে দত্তবাড়ি সংলগ্ন রয়েছে হাজী বিরিয়ানি হাউজ,মহিন্দুরা রয়েছে কাঁশফুল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, কলেজ মোড়ে রয়েছে হোটেল সাহেব বাড়ি ও হোটেল কুটুমবাড়ি,আধুনিক হাসপাতাল সংলগ্ন রয়েছে আবাবিল  হোটেল এন্ড রেষ্টুরেন্ট বা হোটেল ভর্তাবাড়ি আর থানা রোডে রয়েছে প্রিন্স রেণ্টুরেন্ট ও মিনি চাইনিজ নামক বাহারী নামের হোটেল।ভোজন রসিকদের মাঝে অনেকেই জানিয়েছেন,এ সমস্ত হোটেলে বাহিরের ও ভেতরের পরিপাটি ভাল হলেও এখানে স্বাস্থ্য সম্মত ও গুনগত মান সম্পন্ন কোন খাবার পরিবেশনের নেই কোন ব্যবস্থা।

নেই খাবারের মুল্য তালিকাও নেই।অনেক খাবারেই আবার ব্যবহার করা হচ্ছে নানা রং বেরঙ্গের ক্যামিক্যাল।অনেক খাবারে ব্যবহার করা হচ্ছে পঁচা বাসী আর নিম্মমানের পোড়া তেল।কথা হয় হোটেল আবাবিলের মালিক  মোঃ ইব্রাহিম খলিলের সাথে। দৈনিক কেমন বেচাকেনা হয় জানতে চাই তিনি বলেন গড়ে এগারো থেকে চৌদ্দ হাজারের মত। হোটেলের প্রয়োজনীয় কাগজ পত্র আছে কি না জানতে চাইল হাজী বিরিয়ানি হাউজের মালিক কাজী গিয়াস উদ্দিন বলেন ব্যবসাতে টিকে থাকতে পারতেছি না।

কাগজ পত্রের বিষয়ে কথাবার্তা চলতেছে।পঞ্চাশ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আর এম ও ডাক্তার সাইফুল ইসলাম বলেন,অস্বাস্থ্যকর আর পুরাতন ভোজ্যতেলের খাবারের ফলে আমাদের আমাশয়,গ্যাষ্ট্রিক আলসার,দীর্ঘ মেয়াদি হার্টের সমস্যা,বদহজম,কিডনির সমস্যা,লিভারের সমস্যা সহ আরো নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সেই ধর্ষক জনি ঢাকায় গ্রেফতার

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩