Logo
আজঃ শুক্রবার ০৯ জুন ২০২৩
শিরোনাম

বহু নাটকীয়তার পর মাহির জামিন

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৯ জুন ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

গাজীপুর প্রতিনিধি ;বহু নাটকীয়তার পর অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার বিকেলে তার জামিন মঞ্জুর করেন গাজীপুর মহানগর মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন। প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এই আদেশ দেন বলে জানা গেছে।

মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী মাহির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন। 

এর আগে আজ শনিবার দুপুর দেড়টার দিকে ওই আদালতের একই বিচারক মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আগে আজ বেলা ১১টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।

এদিকে, শনিবার গ্রেপ্তার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘মাহি দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছি। বাকি প্রক্রিয়া শেষে আমরা দ্রুতই তার রিমান্ড চাইব।’ মাহির স্বামী রকিব সরকার এখনো পলাতক রয়েছে বলেও জানান মোল্যা নজরুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুমে ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। ফেসবুকে গাজীপুর মহানগর পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ারও অভিযোগ তোলেন এই নায়িকা।

এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

জানা গেছে, মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের নামে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।


আরও খবর



মন্দা স্বত্বেও আপনাদের জীবন মানোন্নয়নে কাজ করছেন সরকার:এমপি ফারুক

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও খাদ্য ঘাটতি থাকার পরও আপনাদের জীবন মানোন্নয়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বের মোড়ল দেশ গুলো খাদ্য ঘাটতি মোকাবিলা করতে হিমশিম হয়ে পড়েছেন, এমন কোন দেশ নেই যে মন্দার কবলে পড়েনি। অথচ আপনাদের জীবন যাত্রা যাতে পরিবর্তন হয় সেজন্য ভেড়াসহ খাদ্য সামগ্রী ও ঘর তৈরির আসবাবপত্র  বিনা মূল্যে দিচ্ছেন যা বিশ্ব নেতারা হতবাক হয়ে পড়েছেন। দেশ স্বাধীনের পর থেকে আপনাদের দিকে কোন সরকার নজর দেন নি। কারন তারা মুক্তিযুদ্ধের চেতনার সরকার ছিল না। আর বঙ্গকন্যা একের পর এক উপহার আপনাদের দিচ্ছেন। গত বছরে ছাগল দিয়েছে, এবারে ভেড়া দিচ্ছে, আগামীতে আরো অনেক কিছু দিবেন। এজন্য যতই ষড়যন্ত্র হোক নৌকাকে ভোট দিতে হবে। শেখ হাসিনা ছাড়া আপনার জীবন পরিবর্তন হবে না। সোমবার সকালের দিকে তানোর উপজেলায় ভেড়া, খাদ্য সামগ্রী ও আসবাবপত্র বিতরনের সময় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর পিছিয়ে পড়া জনসাধারনের উদ্দ্যেশ্যে এসব কথা বলেন। উপজেলা প্রাণী সম্পদ কর্তৃক আয়োজিত সমতল ভূমিতে বসবাসরত  অনগ্রসর ক্ষুদ্র  নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৪৬ টি পরিবারের মাঝে ৬৯২ টি ভেড়ী/ভেড়া বিতরন করা হয়।

প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটোনারী হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জয়  কুমার মাহন্ত ও প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা  মাহবুবুল আলম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য  রাখেন বিভাগীয় পরিচালক ড: নজরুল ইসলাম  ঝন্টু, জেলা কর্মকর্তা ড জুলফিকার মো: আকতার হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান  লুৎফর হায়দার রশিদ ময়না, সহকারী কমিশনার ভূমি আদিবা সিফাত, উপজেলা আ"লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, কলমা সেচ্ছাসেবকলীগ সভাপতি তানভীর রেজা,উপ সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা রমজান আলী, কামারগাঁ ইউপি সদস্য লুৎফর রহমান, প্রাণী সম্পদ দপ্তরের মাঠ কর্মী মামুনুর রশিদ প্রমুখ।বিতরন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনকারী উপজেলা প্রাণী সম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা  ড: সুমন মিয়া জানান, ৩৪৬ টি সুফল ভোগীদের মাঝে জনপ্রতি ২ টি করে ভেড়ী/ভেড়া, জনপ্রতি ২৭ কেজি করে খাবার ও গৃহ নির্মান উপকরন দেওয়া হয়েছে। এসময় প্রাণী সম্পদ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী  ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, সুফল ভোগী এবং দলীয় নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।এদিকে বিতরন সভা শেষে পরিষদ হলরুমে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী দের সাথে মত বিনিময় এবং  মহিলা দপ্তরের আয়োজনে সেলাই মেশিন বিতরন করেন এমপি।

আরও খবর



হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ২২জন দেখেছেন

Image

জসীমউদ্দীন ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ করা হয়েছে।

৫জুন সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল।এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন,  মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, প্রাথমিক সহকারী কর্মকর্তা জাহিদ, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ করা হয়।

আরও খবর



নির্মাতা মোহন খান আর নেই

প্রকাশিত:বুধবার ৩১ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:দেশের অন্যতম নাট্যকার ও নির্মাতা মোহন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক দিন ধরে ব্রেন টিউমার জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক নাট্য নির্মাতা ও অভিনেতারা।

কিছুদিন আগে ব্রেইন টিউমার অপসারণ শেষে বাসায় ফিরেছিলেন মোহন খান। এরপর ঘাড়ের হাড়েও একটি অস্ত্রোপচার করা হয় নির্মাতার। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

মোহন খানের মৃত্যুতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মোহন খান ৫ শতাধিক নাটক নির্মাণ করেছেন। এরমধ্যে ৩ শতাধিক নাটক তিনি নিজেই রচনা করেছেন। তার লেখা বিটিভির সাড়া জাগানো নাটক ‘তিতির ও শঙ্খচিল’। যা প্রযোজনা করেছিলেন আবদুল্লাহ আল মামুন। শূন্য দশকের পুরোটাজুড়ে তিনি ছোটপর্দা শাসন করেছিলেন নাটক নির্মাণ করে।

উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে দেশের টেলিভিশন নাটক পরিচালনা ও রচনায় পরিচিতি মুখ মোহন খান। এটিএন বাংলায় অনুষ্ঠান বিভাগেও কাজ করেছেন তিনি। মোহন খান পরিচালনায় আসেন ‘আমার দুধমা’ নাটক দিয়ে। এটি প্রচার হয় বিটিভিতে। এছাড়াও ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে উঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’ তার আলোচিত নাটক।


আরও খবর



ঢাকা মাতাবেন অনুপম রায়

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:দুই বাংলার শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়। চলতি বছর ১০ মার্চ ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে গান গেয়ে গেছেন তিনি। এবার আবারও এই শিল্পী আসছেন গান গাইতে ঢাকায়।

আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তাকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক একটি কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন্স। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম।

তিনি জানান, ইতিমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এই কনসার্টে আরও থাকছে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই আর ঢাকার অর্ণব ও মেঘদল। আগামী দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত হবে। জুনের মাঝামাঝিতে শুরু হবে এর টিকিট বিক্রি।


আরও খবর

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ফেরদৌস

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩




পলাশবাড়ীতে ২য় বারের মত শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন ভুঞা

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা সংবাদদাতা:গাইবান্ধার পলাশবাড়ীতে ২য় বারের মত শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম ভুঞা।জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে সম্মানিত বিচারকমণ্ডলীর রায়ে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।জাহাঙ্গীর হোসেন ভূঞা ১৯৬৯ সালের ১ জুন গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার চরখামের গ্রামে জম্ন গ্রহণ করেন।তার পিতা,মৃত ডা: ইমাম উদ্দিন ভূঞা ও মাতা মোছাঃ লূৎফা বেগম। চার বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।

চাকুরী জনিত কারণে বর্তমানে তিনি পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করছেন।তিনি ১৯৯৮ সালে প্রভাষক পদে পলাশবাড়ী পৌর এলাকার ঐতিহ্যবাহী পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে যোগদান করেন।  বর্তমানে সহকারী অধ্যাপক (পরিসংখ্যান)পদে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী,এক মেয়ে ও এক ছেলের জনক।ব্যাক্তিগত জীবনে তিনি নম্র, ভদ্র, বিনয়ী, সদাহাস্যজ্বল একজন মানুষএই কৃতিত্ব অর্জনের জন্য তিনি অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র ছাত্রী অভিভাবক,গনমাধ্যমকর্মী শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

আরও খবর

এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩