Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

৮ প্লাটুন বিজিবি মোতায়েন ইসি ভবনের আশপাশে

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পাশাপাশি ভবনের চারপাশের সড়কে মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। কড়াকড়ি আরোপ করা হয়েছে ভবনের ভেতরে প্রবেশেও।

বুধবার (১৪ নভেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ২৬ বিজিবির উপঅধিনায়ক মেজর আবরার আল মেহবুব।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য পরিস্থিতি যেন না হয় সেদিকে নজর রেখে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ জায়গায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু নির্বাচন কমিশন ভবন নয়, আশপাশেও আমরা নজর রাখছি।

তাছাড়া নির্বাচন কমিশন ভবনে প্রবেশের মূল ফটকের উভয়পাশে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ ও ‌‌র‌্যাব-২ এর সদস্যদের। এসব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আশপাশে অবস্থান করতে দেখা গেছে।


আরও খবর



সর্ব সাধারণের মাছ ধরার উন্মোক্ত খালটি এখন প্রভাবশালীদের দখলে

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৮১জন দেখেছেন

Image

আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের সিদ্ধেশ্বরী থেকে শরৎ বাবুর বটগাছ পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মোক্ত খালটি এখন প্রভাবশালীদের দখলে ।ক্ষুদ্র জেলেগোষ্টি আর গ্রামবাসী সাধারণ মানুষকে খালে নামতে ও মাছ ধরতে দিচ্ছে না প্রভাবশালীরা।খালে মাছ ধরতে না পেরে মানবেতর জীবণ যাপন করছে কয়েকটি ক্ষুদ্র জেলেগোষ্টি পরিবার।এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেও পাচ্ছে না কোন প্রতিকার।

কর্তৃপক্ষ খালটিকে জনসাধারণের  জন্য উন্মোক্ত ঘোষনা করে দিলেও সেখানে যেতে পারছেনা কোন সাধারণ মানুষ। বিষয়টি দ্রুত সমাধান না হলে যে কোন সময় ঘটতে পারে কোন বড় ধরনের অঘটন।এমন আশংকা এলাকাবাসীর। এলাকাবাসীরা জানায়,গ্রামের প্রভাবশালী মুইদর আলীর ছেলে আকবর মিয়া (৫৫), সফিকুর রহমানের ছেলে সাচ্চু মিয়া( ৪৫), ছালেক মিয়ার ছেলে নোমান মিয়া (৪৫),ইব্রাহিম মিয়া( ৪০), সরজ উদ্দিনের ছেলে মাঞ্জু মিয়া( ৪৮), শিশু মিয়ার ছেলে নাসিরর মিয়া (৪৫), গাবরু মিয়ার ছেলে কদু মিয়া( ৪৫)।

তারু মিয়ার ছেলে বরজু মীর (৬০), গোলাম হোসেন (৬৫), মনু মিয়ার ছেলে আলী রহমান (৪৮),খালেক মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৪৮)খালটি বাঁশ কাটা ও গাছের ঢালপালা ফেলে দখল করে রেখেছে আর গ্রামবাসী যে কেউ ওই খালে গেলে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটিকে জননাধারণের জন্য উন্মোক্ত ঘোষনা করলেও প্রভাবশালীরা বলছে তারা অনেক উপর থেকে খালটি লীজ নিয়ে এসেছে।

অথচ লীজের বিষয়ে কিছুই জানেন না স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।অভিযুক্তদের খোঁজতে গেলে তাদের কাউকেই পাওয়া যায়নি।সরেজমিন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে,স্থানীয় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার সাথে কথা বলতে তার অফিসে গেলে অফিসটি বন্ধ পাওয়া যায়।তার ব্যবহৃত মোবাইল নাম্ভারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন আবেদন করেন। তার পক্ষে বিএনপির আইনজীবীরা আবেদন জমা দেন।

এর আগে গত ২২ নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক।


আরও খবর



ঢাকা টেস্ট: টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশর

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:সিলেট টেস্টে দারুণ জয়ের স্মৃতি নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আজ বুধবার থেকে শুরু হচ্ছে ম্যাচ, মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন আসেনি। সিলেট টেস্টের একাদশে যারা ছিলেন, তারাই খেওবেন ঢাকা টেস্টে। অন্যদিকে নিউজিল্যান্ডের একাদশে এসেছে এক পরিবর্তন। ইশ শোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে একাদশে নিয়েছে কিউইরা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকলস, ড্যারিল মিচেল, টম ব্লুন্ডেল (উইকেট রক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), আজাজ প্যাটেল।


আরও খবর



বিরামপুরে জমে উঠেছে শীতকালীন সবজির হাটঃ দামে সস্তা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার  বিরামপুরে হাট-বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানান ধরনের সবজি। পলি অঞ্চল হওয়ায় এই এলাকার কৃষকেরা অন্যান্য আবাদের পাশাপাশি চাষ করেন শীতকালীন সবজি। পাইকারি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। যার কারণে কমতে শুরু করেছে সবজির দাম। বাজারে সস্তা দামে সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা-বিক্রেতারা। প্রতিদিন লাখ লাখ টাকার সবজি বেচাকেনা হয়ে থাকে এই বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়েও এসব সবজি যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বিরামপুর পৌর  শহরের পাইকারি সবজি বাজারে ঘুরে দেখা যায়, ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাঁদের উৎপাদিত শীতকালীন টাটকা শাক-সবজি নিয়ে আসছেন এই বাজারে। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন এই বাজারে। এ ছাড়াও, শীতকালীন আগাম সবজি কৃষকদের কাছে থেকে সরাসরি কিনতে পারছেন পাইকাররা। গত সপ্তাহ আগেও সবজির দাম ছিল দ্বিগুণ।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ৩০ কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, বাঁধাকপি ৩০ টাকা, মুলা ৪০ থেকে ২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ থেকে ৩০, শিম ৬০ থেকে ৩০ টাকা, আলু ৬৫ থেকে ৪৫ টাকা, পটল ৬০ থেকে ৩০, কাঁচামরিচ ২০০ থেকে ১০০ টাকা, করলা ১০০ থেকে ৪০ এবং  ৬০ টাকার শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। কম দামে সবজি কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

বিরামপুর নতুন বাজারে সবজি কিনতে আসা প্রভাষক মেফতাহুন নাহার কবিতা বলেন, শীতকালীন টাটকা সবজি কিনতে বাজারে এসেছি। গত সপ্তাহে দাম একটু বেশি ছিল। তবে আজ বাজারে সবজি'র দাম অনেক কম। তাই ব্যাগ ভরে সবজি কিনলাম।

স্থানীয় সবজি ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, বাজারে নানান ধরনের শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। কিন্তু, অবরোধের কারণে কাঁচা পণ্যগুলো মোকামে সময়মত যেতে পারছে না। যার কারণে এসব পণ্যের দাম এখন অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ স্থানীয় ক্রেতাদের মাঝে। প্রতিদিন এ বাজারে ১৫ থেকে ২০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।

পৌর শহরের ভবানীপুর (মুন্সীপাড়া)  গ্রামের কৃষক আফজল হোসেন বলেন, এবার শীতের চলতি মৌসুমে আবহাওয়া অনেক ভাল আছে। যার কারণে সব সবজির চাষাবাদ ভাল। কোনও ফসল নষ্ট হয়নি। আমি শীতকালীন সব সবজির চাষ করেছি। আবার বাজারজাতও করছি, দামও মোটামুটি ভালো পাচ্ছি। 

বিরামপুর উপজেলা কৃষি অফিসার ফিরোজ আহম্মেদ বলেন, বিরামপুর উপজেলার মাটি সবজি চাষের জন্য উপযোগী। এই অঞ্চলে সব ধরনের রবি শস্য আবাদ হয়ে থাকে। বিরামপুর বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত আমদানি শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা সবজি কিনতে আসছেন এই বাজারে। প্রতিদিন ১৫ থেকে ২০ লাখ টাকার সবজি বেচা-বিক্রি হয় বাজারে। মাসে প্রায় ৪ কোটি টাকারও বেশি সবজির লেনদেন হয়ে থাকে। স্থানীয়দের চাহিদা মিটিয়েও এই সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা  হচ্ছে। 


আরও খবর



শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্মের স্বীকৃতি পেল হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিক

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা ও পরামর্শক সংস্থা গার্টনার সম্প্রতি হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিককে অন্যতম শীর্ষ ডেটা স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি গার্টনার প্রকাশিত ‘২০২৩ ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ ফর ডিসট্রিবিউটেড ফাইল সিস্টেমস অ্যান্ড অবজেক্ট স্টোরেজ’ রিপোর্টের মাধ্যমে এ স্বীকৃতি দেয়া হয়। এটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের উচ্চক্ষমতার ভারসাম্যপূর্ণ স্কেল-আউট স্টোরেজ সল্যুশন। গার্টনারের রিপোর্ট অনুযায়ী, ব্যবহারিক পর্যায়ের সাতটি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই শীর্ষস্থান অর্জন করেছে ওশানস্টোর প্যাসিফিক।

এ প্রতিবেদন তৈরির জন্য গার্টনার বিভিন্ন জটিল সক্ষমতা ও সাতটি ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি স্টোরেজ প্রোডাক্টের মূল্যায়ন করেছে। এবং তারপর একটি বিস্তৃত রিপোর্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রিপোর্টে বিভিন্ন স্টোরেজ প্রোডাক্টের সক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের জন্য এটি একটি অপরিহার্য রেফারেন্স গাইড হয়ে উঠেছে।

প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে হুয়াওয়ে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আর এটা হলো ওশানস্টোর প্যাসিফিকের পণ্যের সক্ষমতার ধারাবাহিক রূপান্তরের একটি মূল কারণ, যাতে করে গ্রাহকদের সব ধরণের ব্যবসায়িক চাহিদা মেটানো সম্ভব হয়।

হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ ডোমেইনের প্রেসিডেন্ট ওয়াং ইডং বলেন, “গার্টনার ক্রিটিক্যাল ক্যাপাবিলিটিজ রিপোর্টে হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অর্জন দেখতে পারা অত্যন্ত আনন্দদায়ক। আমরা বিশ্বাস করি, গ্রাহক-কেন্দ্রিক চিন্তা করে যে উচ্চমানের প্রোডাক্ট তৈরির সক্ষমতা আমাদের রয়েছে, এ স্বীকৃতি তারই প্রমাণ। এই অর্জন আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ প্রদান করবে। ইয়োটাবাইট যুগে যাতে নতুন নতুন অ্যাপ গ্রহণ করা সম্ভব হয়, সে জন্য আমরা প্রোডাক্ট সক্ষমতার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং হুয়াওয়ে স্কেল-আউট স্টোরেজ সল্যুশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির পার্টনারদের জন্য আরও নির্ভরযোগ্য ও দক্ষ অবকাঠামোর উন্নয়ন ঘটাব।”

ভবিষ্যত-উপযাগী স্মার্ট সল্যুশন্স এর মাধ্যমে পুরোপুরি কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির জন্য হুয়াওয়ে’র যে প্রতিশ্রুতি, তারই প্রমাণ হলো হুয়াওয়ে ওশানস্টোর প্যাসিফিকের এ অসাধারণ অর্জন।


আরও খবর